বাংলা লায়ন পোষ্টপেইড এর সুপার হ্যাক!

প্রথমে সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন।

# এই ট্রিকস প্রিপেইডে কাজ করবেনা। শুধুমাত্র পোস্টপেইডের জন্য।
# উইনডোজ সেভেন/ভিসতায় এ কাজ করবেনা, এক্সপি তে কাজ করবে।
# উইনডোজ সেভেন এর জন্যও একটি ট্রিকস রয়েছে, তবে সেটি শুধু সাফারি আনলিমিটেড ব্যবহারকারীদের জন্য। যারা আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করেন কিন্তু বিল না দিয়ে মাগনা ব্যবহার করতে চান তাদের জন্য রয়েছে বিশেষ ট্রিকস। তবে সব মডেমে এই ট্রিকস কাজ করেনা। ফোরামে বিস্তারিত জানাবো না, যারা আনলিমিটেড ব্যবহার করেন মেইল দিয়েন [email protected] ঠিকানায়, সময়পেলে জানিয়ে দেব।

এবার আসুন বাংলা লায়নের পোস্টপেইড ব্যবহারকারীদের জন্য ইউজেস হ্যাক দেখে নেই। এই ট্রিকস ব্যবহার করে আপনি আইডিএম দিয়ে ধুমায়া যতখুসি ডাউনলোডাইতে পারবেন, কিন্তু ফ্রি ব্রাউজ করতে পারবেন না। ব্রাউজিং এ ব্যান্ডউইথ কাটবে। আবারো বলে রাখি, প্রিপেইড, উইনডোস সেভেন ও ভিস্তা ব্যবহারকারীরা এই ট্রিকস প্রয়োগ করে লাভ নাই।

আপনার আইডিএম ওপেন করুন এবং Downloads থেকে Options এ ক্লিক করুন।

> এবার Site Logins এ ক্লিক করুন।

৩. New তে ক্লিক করলে যে ট্যাব ওপেন হবে সেখানে নিচের ছবির মত https সিলেক্ট করুন।

> Server/Path এ *.162.175.135.001 বসাবেন। ইউজারনেম এ [email protected], এবং পাসওয়ার্ড এর বক্স এ পাসওয়ার্ড বসান।

—-আইডিএম এর কাজ এখন শেষ। এবার দ্বিতীয় ধাপ এ আসা যাক।
> আমরা এখন আপনার বাংলালায়ন মডেমের ম্যাক এড্রেস পালটাবো। আসলে কোনো ডিভাইসেরই ম্যাক এড্রেস পাল্টানো সম্ভব নয় কিন্তু স্পুফ করা সম্ভব। SMAC নামের সফটওয়্যারটি পাবেন এখানে ডাউনলোড করে নিন।

। সফ্টওয়্যার ইন্সটলের আগে অবশ্যই নেট কানেক্টেড থাকতে হবে এতে ইন্সটলের সময় ছোটখাটো আপডেট থাকলে তা করে নেবে তা না হলে কাজ নাও করতে পারে। এবার সফ্টওয়্যারটি ইন্সটল করুন(ইন্সটলের শুরুতে একটা Eror রিপোর্ট দিবে তাতে ভয় পাবার কিছু নেই, Next, Accept চেপে চেপে কম্প্লিট করুন। এবং সফ্টওয়ার Launch করে আমার দেয়া কি পারোর—এবার ফাইনাল স্টেপ এ চলে এসেছি।
> এবার আপনার ইন্টারনেট Disconnect করুন তবে মডেম লাগিয়ে রাখুন এবং মাত্র ইন্সটল করা সফ্টওয়্যারটি ওপেন করুন। নিচের ছবির মত দেখতে পাবেন। যেই Wimax USB Card এর পাশে Active Mac দেখতে পাবেন সেটায় ক্লিক করুন।
৯. এবার Random এ চাপুন(এতে একটা Random Mac Address জেনারেট হবে যার তথ্য Qubee সার্ভার বা Banglalion এ নেই)
১০. এবার Update Mac চাপুন।

এখন আপনি সাধারনভাবে আপনার বাংলালায়ন সফ্টওয়্যারটি দিয়ে নেট কানেক্ট করুন। এবং ডাউনলোড করুন। দেখবেন কোনো Usage খাবে না।

Level 0

আমি -MITHUN-। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আইজকা মাত্র পোস্টপেইড সাফারী নিলাম। আগামী মাসে টেরাই করুম। দেখা যাক কি হয়। আইকা আমারে অহেতুক তিনবার অফিসে নেওয়াইছে ওরা। সুযোগ পাইলে শোধ করে দিতে হবে। 😆

ভাই কিউবির জন্য কি কোন উপায় আছে? থাকলে দেন। আমরা বাদ যাব কেন? অপেক্ষায় থাকলাম।

Level 0

কিউবি শাটল মডেম এর ম্যাক চেঞ্জ করার কোন সফটওয়্যার আছে? আমি TMAC & Change MAC address দিয়ে চেস্টা করেছি। হয় নাই

মেইল দিলেন তো ধরা খাইলেন! 😛
যাদের যাদের ধরা খাবার সখ আইডি, পাস সহ ওনারে মেইল দেন! 😀

(যাদের যাদের ধরা খাবার সখ আইডি, পাস সহ ওনারে মেইল দেন! :D)
সহমত

Level 0

100% fake garatee & challenge

Level 2

indoor modem er jonno trick den parle !

Level 0

vai qubee user der jonne kichu akta upay batle den plz

Level 0

win 7 use korar process ta bolen ami korte chai… 7 chara to hobe na…….

Engr Jobayer

User Name Ki at dibo : [email protected] naki amr ta Password to bolan nai boss

Level 0

কাজ কি হবে……………………….

Level 2

voyage king এ কাজ করবে ???

Level 0

vai.hosse na to!!!!!!!!!!!!

Safari 4.5 Package কি কাজ করবে……………………

Level 0

Safari king

Prepaid Post-Paid , Banglalion, Qubee কোনটাতেই কাজ হবে না। সম্পূর্ণ ভুয়া। দয়া করে কেউ প্রতারিত হবেন না।

Level 0

From where u learned hacking, dont u know u cant change wimax cm mac address like local lan and wifi divices. If u do change wimax modem mac address with any kind of mac changing software the CM(software and driver that is responsible to operate and control wimax modem) would disconnect the modem and would not recognize it as the cm mac and the spoofed mac are different. On the other hand every wimax modem mac address is registered to their isp like banglalion registers its distributed modem mac address to its server.

Level 0

So Mr. Mithun Its fake u know better then us and please dont post anything u dont know or havent tried yoursef.

Level 0

Udvot tune

Level New

sobai download korar age eta dekhe niyen

https://www.virustotal.com/file/dccc1309118148b249dce91a6f92ee99a1d8d9be46f41fee9775737e6510465d/analysis/1327299355/

eta trojan,, apnar pc er sob info churi kore niye jabe. ei sob lovonio jinish dekhe download korben na, download er age check kore nin.

check this tune 🙂

https://www.techtunes.io/hacking/tune-id/49809/

server path a je number ta bosathe hobe seta aktu english a likheden

kaj ho na

Level 0

ওয়িন ৭ ে কি করব