সুপ্রিয় টেকটিউনস এর বন্ধুগণ।
‘আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ’
- কেমন আছেন সবাই,আসা করি ভাল…সবাই ভাল থাকুন এই কামনা করে আজকের টিউন।দৈহিক সুস্থতার জন্যে প্রয়োজন সুষম খাবার গ্রহণের পাশাপাশি শারীরিক পরিশ্রম। কিন্তু পরিশ্রম পরিকল্পিত না হলে দৈহিক সৌন্দর্য ও সুস্থতা নিশ্চিত হয় না। দেহের প্রতিটা অঙ্গ-প্রত্যঙ্গের পরিমিত সঞ্চালন ও সক্রিয়তা না হলে দেহবিন্যাস সুষম ও সুগঠিত হতে পারে না। এজন্যেই দেহের জন্য দরকার হয়ে পড়ে পরিকল্পিত শরীরচর্চা বা ব্যায়ামের।কষ্ঠ হলেও নামাজ পড়ুন শরীরচর্চা বা ব্যায়াম হবে।এই বলে আজকে আপনাদের জন্য টিউন।
- আধুনিক যুগে বেচেঁ থাকার জন্য মানুষ প্রযুক্তিগত জিনিস ব্যাবহার করে।এবং নিজ সুবিধার জন্য আপনি সিক্যারিউটি ও রাখেন।আপনার যেমন সুবিধা দিবে,তেমনি ক্ষতিও করবে।দেখুন কিভাবে ২ টি কাজে ক্যামেরাটি ব্যবহার হয়।
নিরাপদ ক্যামেরাটি।
*আপনার বাসার রুমে ও অফিসে নিরাপদ রাখে এই ক্যামেরাটি।
- আপনি আপনার বাসায় ও অফিসে,আদালতে কিভাবে সব কিছু নিরাপওা করতে পারবেন তার একটি মাধ্যমে
সম্ভব(হিডেন ক্যামেরার দিয়ে)।
- বিশ্বের যেকোন জায়গায় এই টাইপের হিডেন ক্যামেরার ব্যবহার হয়ে থাকে।আপনি চাইলে ঢাকার আইডিবি ভবনের ৪ তলায় গিয়ে নানা রকমের দামি হিডেন ক্যামেরা কিনতে পারবেন।
ক্ষতির কারন এই ক্যামেরাটি
- আপনি কি জানেন কিছু অসাধু মহল এই প্রযুক্তিগত জিনিস দিয়ে আপনাকে ব্লাক মেল ও অবৈধ ব্যবাসায় অনলাইনে ভিডিও ক্লিপ প্রচার করে সমাজে অনেক ক্ষতি করছে।
- যে জিনসটা ব্যবহার করা হচ্ছে তার নাম গোপন-ক্যামেরা।গোপন ক্যামেরা একটি আতংকের নাম। বিশেষ করে মেয়েদের কাছে একটি আতঙ্ক। শপিংমলের টয়লেট, ড্রেসিং/ট্রায়াল,লেডিস টয়লেটে এ গোপন ক্যামেরা লাগানো হচ্ছে সবার অজান্তে।
*এই ছবিতে যেখানে নিল রং দেখাছে সে খানে ছোট ক্যামেরাটি ।
*সাদা কমোডের উপরে পানির কলের যে ফ্লাশটি দেখাছে সেখানে লুকানো ক্যামেরাটি ।
- আপনি বা আপনার পরিবারের যে কেউ ধরা পড়ে যাচ্ছে ক্যামেরাতে।আপনি বুজতেই পেরেছেন কি ঘটনা হতে পারে।কিন্তু একটু সতর্ক হলেই এ থেকে রক্ষা পেতে পারেন। তাই বোনদের অনুরোধ করবো, নিজের বাড়ি ছাড়া অন্য কোথাও টয়লেট বা বাথরুম ব্যাবহার করতে হলেই অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে।
- বাংলাদেশে সহ যেকোন দেশে নাম করা হোটেল বা রেস্টুরেন্ট গুলোর টয়লেট ব্যাবহার না করতে। মনে রাখবেন, আপনাদের অসতর্কতার জন্য জীবনটাকে যেন নষ্ট না হয়।
- আপনি হয়তো জিনিসটা আগে জানতেন কিনা জানি না ।কিন্তু প্রযুক্তিগত জিনিস ২ টা কাজে ব্যবহার হয়ে থাকে তা জানালাম।আপনি নিজে ও আপনার পরিবার সহ একটু সাবধান হন।
এই প্রত্যাশা রেখে ।
“আল্লাহ হাফেজ”।
*আপনাদের কাছে একটা অনুরোধ ''নিজের জন্য সবকিছু শিখুন,নিজ এবং কারো ক্ষতি করার জন্য নয়, সে যেই হোক'' আল্লাহ মাফ করার মালিক।কোরআন ও হাদিস পডুন।আরেক মুসলমান কে-কষ্ঠ হলেও এ সুখবর পৌছেদিন মুসলমান ভাই হিসেবে খুশি হব।একটু দেখেন....
murad স্প্যামিং করবেন না। টিউনের জন্য ধন্যবাদ।