টেকটিউনস চট্টগ্রাম মীট সাকসেসফুল বিকজ ইটস টোটাল মেমোরিফুল

জীবনে যত দেখছো মীটআপ
আমারা করছি সবচেয়ে বড় সেটআপ
এই কথাটি আমি বলেছিলাম মীটআপের আগে
কিন্তু ভুলে ভাবিনি এই স্বপ্ন আমার পুরন হবে

১০০% সাকসেসফুল
আয়োজনে এটি এখন পর্যন্ত সবচেয়ে বড় মীটআপ
সবচেয়ে বেশি টিউনার অংশগ্রহনকারি মীটআপ

আর ধন্যবাদ ঢাকা থেকে চট্টগ্রামে আসা প্রত্যেক টিটিপ্রেমি কে যারা আমাদের এই মীটআপকে সফল কারার জন্য এসেছিলেন।

আর বিশেষ ধন্যবাদ জানাই মেহেদি ভাইকে যিনি এই মীটআপের পিছনে তার এতটা মুল্যবান সময় দিয়েছেন ।

আসুন দেখি নিয় এই মীটআপের শুরু থেকে শেষ পর্যন্ত।

প্রস্তুতী নিচ্ছে টেকটিউনস টিম চট্টগ্রামে আসার জন্য

টেকটিউনস টিম  বাসে ঊঠার আগে

বাসে মেহেদি ভাই আর আরিফ নিজামি ভাই

বাসে মেহেদি ভাই ও আরিফ নিজামি ভাই

জাকির ভাই আর রুবেল ভাই

জাকির ভাই ও রুবেল অরিয়ন ভাই

সুমন ভাই আর সজীব ভআই

সুমন ভাই আর সজীব ভাই

মাহাবুব ভাই ও আসাদ ভাই

চট্টগ্রামে টেকটিউনস টিম

মেহেদি স্পেশাল গোলাপ

মেহেদি স্পেশাল গোলাপ


ঘুরতে যাওয়ার আগের পরিকল্পনা

নেভালে টেকটিউনস টিম

সমুদ্রে টিটি মীটাআপ

শকিল আরেফিন ভআই

আমাদের প্রিয় শাকিল ভাই

পতেংগা  সীবিচে সবাই

এই মীটআপ কে সফল করতে যারা সেই সকাল থেকে সময় দিয়েছিল ব্লাকমুন প্রান্ত রুপক এদের কে বিশেষ  ভাবে ধন্যবাদ জানাই।

আর মীটআপ প্লেসে যারা আমাদের আসিফ ভাইকেসহোযোগিতা করেছেন তারা হলেন।
শ্রভ্র ভাই
আরিফ ভাই
সবুজ
মেহেদি কে
সান কে
এদের প্রত্যক কে আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই মীটআপকে সুন্দর ভাবে পরিচালনা করার জন্য

আপটেড আসছে আর ও

Level 0

আমি পথিক রসুল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 81 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমার নাম পথিক রসুল আমার নিজের ছোট ওয়েব রাজ্যে করি রুল।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

amrai pari

চমতকার স্বরনীয় একটা মিট আপ হলো ।।

ভাই আর পোস্ট দিবেন্না যেতে পারিনাই। তাই ছবি গুলো দেখলে কলিজায় কেমন জানি একটা বেথা লাগে

esh gele to onek moja hoto!!!

বাড়ীর পাশে অথচ যেতে পারলাম না!!! হায়রে ব্যস্ততা……

ki likhbo bujhte parsina……………………u r the best pothik.

Level 0

এত কম সংখ্যাক লোকের সমাগম-আমাদের গাংনী থানায় আসেন দেখেন কত প্রযুক্তি প্রেমী লোক যোগদান করে-টিটি কে আমন্ত্রন জানাই

    Level 2

    @AS TUTUL: টুটুল ভাই আপনি মনে করেছেন ছবিতে থাকা ছেলেগুলোই শুধু উপস্থিত হয়েছিল। উপস্থিত সব সদস্যদের ছবি এখানে দিলে টেকটিউনস এর পাতায় জায়গা হবেনা। বিশ্বাস না হয় মেহেদী ভাইকে ছবিগুলো দিতে বলেন।

যেতে পারিনি তাই খুবই আপসছ লাগতেছে। সামনের বার অবশ্যই যাবো।

‘টেকটিউনস চট্টগ্রাম মিটআপ ২০১২’ আয়োজক দলের @পথিক রসুল @সুমিত @রূপক @ব্ল্যাকমুন আন্তরিকতা আর আতিথেয়তা ছিল হৃদয় জুড়ানো। চট্টগ্রামে অবতরণের পরপরই ফুল দিয়ে বরণ করে নেয়া থেকে শুরু করে ঢাকার উদ্দেশ্যে বাস ছেড়ে দেবার শেষ মুহূর্তটুকু পর্যন্ত পুরো টেকটিউনস টিমকে ছায়ার মত ঘিরে রেখেছিলেন তাঁরা। অন্তের অন্তস্থল থেকে তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।

আরও ধন্যবাদ টেকটিউনস টিমের প্রত্যেকসদস্যকে @আরিফ নিজামী @হাসান যোবায়ের (আল-ফাতাহ্) @জাকির @শাকিল আরেফিন @সাইফুল ইসলাম @swordfish (মাহবুব) @সজীব রহমান @নাজমুল ইসলাম @Rubel Oron @তাহের চৌধুরী (সুমন) @সোহাগ @জাহাঙ্গীর যারা সকল বাঁধা অতিক্রম করে বিভিন্ন স্থান থেকে জড়ো হয়ে ঢাকা থেকে চট্টগ্রাম মিটআপ -এ অংশগ্রহণ করেছেন। প্রবাসে থেকেও যিনি প্রতিটি টেকটিউনস প্রেমীর অন্তরে স্থান করে নিয়েছেন এবং টেকটিউনসের প্রতিটি মিটআপে যাঁর কথা স্মরণ করা হয় সেই @প্রবাসি ভাইকেও অসংখ্য ধন্যবাদ প্রবাসে থেকেও সর্বদা টেকটিউনসের পাশে থাকার জন্য।

চট্টগ্রামের টেকটিউনস প্রেমীর প্রত্যেককে বিশেষ ভাবে ধন্যবাদ যাদের অংশগ্রহণে এই বৃহত্তম টেকটিউনস মিটআপ সফল ভাবে সম্পন্ন হয়েছে। সবাইকে ধন্যবাদ।

Level 2

খুশি হলেও দুঃখ পেলাম কারণ এতগুলো ছবিতে থাকার পরও নিজেকে এখন দেখছি না।

khuboi kosto lagse na jete pere!!!!!!! darun hoyse meet up!!!! ayojokder dhonnobad…..afsos!!!

Level 0

বাহ বাহ। একটু অন্য রকম। 😉 চট্টগ্রামবাসী সত্যি অসাধারন। পথিক ভাইয়ের কথা আর কি বলবো? আমরা সত্যি অনেক লাকি।