আগামি ১৩ জানুয়ারি২০১২ চট্টগ্রামে বসতে যাচ্ছে টেকটিউনস মিটআপ । চট্টগ্রামের মানুষ মুখিয়ে আছে টেকটিউনস এর মীটআপের জন্য ।
মীটাআপ নিয়ে চট্টগ্রাম বাসীর ভাবানা নিয়ে জেনে নিন এই ভিডি ও নিয়ে ।
আজকে বেশি কিছু লিখছি না কারন আজকে সবাইকে ভিডি ও দেখার জন্য অনুরোধ করছি ।
http://www.youtube.com/watch?v=yIaC9EMXYNc
ভিডিও দেখার পর সবাই কে একটা কথা বলতে চাই
চলে আসুন টেক লাভার ভাই চট্টগ্রাম এখন কিন্তু রেডী ভাই
আসার আগে দেখে নিন চট্টগ্রামের চোখ জুড়ানো সৌন্দর্যময় কিছু জায়গার ছবি ।
ইকো পার্ক
চট্টগ্রাম সিটি গেট
জাহাজ ভাঙ্গা শিল্প এলাকা- ফৌজদারহাট
ওয়ার সিমেট্রি
পতেঙ্গা সৈকত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাটল ট্রেন
ফয়স লেক
চেরাগী পাহাড়
পরীর পাহাড় খ্যাত কোর্ট হিল
চট্টগ্রাম সার্কিট হাউস
কর্ণফুলী নদী
টাইগার পাস
এই সেই সি আর বি হিল যেখানে আমাদের মীটআপ হবে
তারপর ও আরেকবার বলতে চাই যারা আসতে পারছেন না তেদের জন্য
চাও যদি মিস কিংবা ইগনোর করতে
দেরি হবে না তোমারি ভুল ভাংতে
ছবি গুলোর জন্য ধন্যবাদ জানাই Showkat Ali (শওকত আলী) ভাইকে ।
যারা মিট আপে আসতে চান তারা প্লিজ আমাদের এই লিঙ্কে জয়েন করুন
আমি পথিক রসুল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 81 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমার নাম পথিক রসুল আমার নিজের ছোট ওয়েব রাজ্যে করি রুল।
আসো সবাই ।