টেকটিউনস মিটআপ নিয়ে চট্টগ্রাম বাসীর ভাবনা ,আর তো দেরী সয় না

আগামি ১৩ জানুয়ারি২০১২ চট্টগ্রামে বসতে যাচ্ছে টেকটিউনস মিটআপ । চট্টগ্রামের মানুষ মুখিয়ে আছে টেকটিউনস এর মীটআপের জন্য ।
মীটাআপ নিয়ে চট্টগ্রাম বাসীর ভাবানা নিয়ে  জেনে নিন এই ভিডি ও নিয়ে ।

আজকে বেশি কিছু লিখছি না কারন আজকে সবাইকে ভিডি ও দেখার জন্য অনুরোধ করছি ।

http://www.youtube.com/watch?v=yIaC9EMXYNc

ভিডিও দেখার পর সবাই কে একটা কথা বলতে চাই
চলে আসুন টেক লাভার ভাই চট্টগ্রাম এখন কিন্তু রেডী ভাই

আসার আগে দেখে নিন চট্টগ্রামের চোখ জুড়ানো সৌন্দর্যময় কিছু জায়গার ছবি ।

ইকো পার্ক

চট্টগ্রাম সিটি গেট

জাহাজ ভাঙ্গা শিল্প এলাকা- ফৌজদারহাট

ওয়ার সিমেট্রি

পতেঙ্গা সৈকত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাটল ট্রেন

ফয়স লেক

চেরাগী পাহাড়

পরীর পাহাড় খ্যাত কোর্ট হিল

চট্টগ্রাম সার্কিট হাউস

কর্ণফুলী নদী

টাইগার পাস

এই সেই সি আর বি হিল যেখানে আমাদের মীটআপ হবে

তারপর ও আরেকবার বলতে চাই যারা আসতে পারছেন না তেদের জন্য
চাও যদি মিস কিংবা ইগনোর করতে
দেরি হবে না তোমারি ভুল ভাংতে
ছবি গুলোর জন্য ধন্যবাদ জানাই Showkat Ali (শওকত আলী) ভাইকে ।

যারা মিট আপে আসতে চান তারা প্লিজ আমাদের এই লিঙ্কে জয়েন করুন

Level 0

আমি পথিক রসুল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 81 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমার নাম পথিক রসুল আমার নিজের ছোট ওয়েব রাজ্যে করি রুল।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আসো সবাই ।

    Level 0

    @পথিক রসুল: অসাধারণ 🙂 একমিনিট দেখে মন্তব্যটি করলাম। যে এই আইডিয়া দিয়ে ভিডিত্ত করেছেন তাকে অসংখ্য ধন্যবাদ। দেখে মনে হচ্ছে আপনারা চাইলে বাংলাদেশ নয় টেকটিউন তথা বাংলা ব্লগ সাইটের নাম সর্বত্র ছড়িয়ে যাবে একদিন। প্রতিটি তরুণ যদি এমন ভাবে ভাবতো তা হলে নিশ্চয়ই আমাদের পিছনে ফিরে তাকাতে হবে না।

দারুন হইছে পথিক ভাই,
সবাইকে চট্টগ্রামের এই মিটাপে আমন্ত্রন ও আসার অনুরুধ করছি

    @সবুজ:
    ধন্যবাদ সবুজ ভাই ।
    আসুন প্লিজ আসুন ঘুরে যান চট্টগ্রামে।

Level 0

প্রযুক্তির টানে পাশে আনে Techtunes.

…………আমার টা পচা হইসে! :p

আসেন ভাই আসেন…………… আর দেরি সইতে পারছিনা…….. :)))

বাহ ভিডিওটা দেখে খুব ভাল লাগছে। আমিও অনেক আগ্রহ নিইয়ে অপেক্ষা করছি। এবারই প্রথম আমি চট্টগ্রাম যাচ্ছি। 😀
আর ইনশাল্লাহ সবার সাথে দেখা হবে।

আসেন আসেন ভাই তারাতারি আসেন।এর ত ভাল লাগতেছেনা।

হাসান জোবায়ের ভাই , আপনি আসবেন জেনে ভাল লাগছে।
আর সব টিউনার এবং ভিজিটর দের অনুরোধ করছি, আপ্নারা সবাই আসবেন

ওয়াও ! ভিডিওটা দারুন লেগেছে :)।

পথিক ভাইকে অসংখ্য ধন্যবাদ

খুব মিস করব… ইচ্ছা থাকলেই নাকি উপায় হয়?। বাট আমার খুবই ইচ্ছা ছিল বাট যাইতে পারতেছি না…।। লাইভ কিন্ত দেখাতে হবে @পথিক রসুল

@পথিক রসুল– ধন্যবাদ আপনাকে “প্রিয় চট্টগ্রামের” অপার সবার সাথে শেয়ার করার জন্য….
http://www.facebook.com/media/set/?set=a.1339163408568.2044654.1515644376&type=3

দেখা হবে………………………………….অবশ্যই!!

আমিও কাল রাতে রওনা দিব।

Level 0

রাতের বেলা তো আজ ঘুম হবে না। ছবিগুলো দেখে তো সবই গেছে 😉 । সকালের দিকে আশাকরি আমরা পৌছে যাবো। আমাদের মধ্যে অনেকেই আছেন যারা প্রথম বারের মত চট্টগ্রাম যাচ্ছেন। সকালের সময়টাতে আমরা কাছাকাছি কোথাত্ত যাতে ঘুরে দেখতে পারি। বিশেষ করে যেখানে যেতে ২০/২৫ মিনিটের বেশি লাগবে না। চট্টগ্রামের যারা আছেন একটু দেখবেন ব্যাপারটা।
আর যারা মিটআপে এখনত্ত যাবেন না বলে মনস্থির করে আছেন মত পরিবর্তন করুন। না হলে গ্রেট মিস করবেন।

ভাল লেগেছে ভিডিওটা, এইটা আবার কখন করলেন ?

vi Rajshahi te ekta meet up er babosta kora jai na…….ektu dekhen na chesta kore?

ভূমিকা ছাড়া বলতে গেলে, এক কথায় “অসাধারন”। নিজের অনুপস্থিতি একেবারেই মেনে নিতে পারছি না… 🙁

অসাধারন অনুভুতি । স্বাগতম সবাইকে

আলমাস ভাই কি আসবেন না?
………. আবার সবাইকে বলছি মিস করবেন না
.. এই চট্টগ্রামের সোন্দরজ আসলেই আপনাকে মুগ্ধ করবে
আমার বিশ্বাস ,

আমরা এখন রেডি। আপনার অপেক্কায় আছি।আসছেন তো?

সবাইকে ভীষণ মিস করলাম………..:(

U can do everything pothik……..

thanks
আমি ও ছিলাম ………………