চলুন জেনে নেই দিনাজপুরের স্বপ্নপুরি সম্পর্কে..


কিছুদিন হলো ঘুরে আসলাম স্বপ্নপুরি। খুবই সুন্দর জায়গা। কি কি আছে সেখানে , কিভাবে যাওয়া যায় , কি কি রাইড আছে সেখানে তার বিবরন আমি আপনাদের সাথে শেয়ার করব।

স্বপ্নপুরি বাংলাদেশের একটি অন্যতম বিখ্যাত দর্শনীয় স্থান। বাংলাদেশের দিনাজপুর জেলায় প্রায় ১০০ একর জমির উপরে স্বপ্নপুরি অবস্থিত। ইহা বিভিন্ন রাইড , কৃত্রিম মুর্তি ও সবুজের সমারোহে পরিপূর্ণ যাহা আপনাকে নিয়ে যাবে এক স্বপ্নের পৃথিবীতে।

প্রবেশ মূল্য: ২৫/= জন প্রতি

পাঁচ বছরের কম বয়সী শিশু দের জন্য প্রবেশ ফ্রী ।

রাইড সমুহ:

            মৎস জগৎ- ১০/=

             চিড়িয়া খানা- ২০/=

             এয়ার ট্রাম- ৩০/=

             কৃএিম চিড়িয়াখানা- ৩০/=

              আজব গুহা- ১০/=

              রংধনু- ১০/=

              সুর্য- ১০/=

              আশ্চার্য মানব- ১০/=

              বিস্ময়কর চাকা- ১০/=

              ট্রেন- ১০/=

               চাকা- ১০/=

               প্লেন - ১০/=

               টমটম- (আলোচনা সাপেক্ষে )

যে সকল রাইড সমূহ খুব শিগ্রী আসছে:

              থ্রীডি মুভি-

              সৌর জগৎ-

               ওয়ান্ডার ল্যান্ড-

যানবাহন প্রবেশ মুল্য:

                 বাস/ট্রাক- ৮০০/=

                 পিকআপ- ৩০০/=

                 কার- ১০০/=

                 অটো রিকসা- ২০০/=

খাওয়ার ব্যাবস্থা: স্বপ্নপুরি এর ভিতর খাওয়ার ব্যাবস্থা আছে ।

থাকার ব্যাবস্থা : স্বপ্নপুরি এর ভিতর থাকার ব্যাবস্থা আছে যা নিম্নরুপ:-

              নীল পরি রেষ্ট হাউজ- ভাড়া- ৩০০/=

              রজনীগন্ধা রেষ্ট হাউজ- ৪০০/=             

              চাঁদনী রেষ্ট হাউজ- ৫০০/=

              নিশী পদ্ম- ১৫০০/=

              সন্ধাতারা রেষ্ট হাউজ- ১০০০/=( নন এসি)

              সন্ধাতারা রেষ্ট হাউজ- ১৫০০/=( এসি)

              রেষ্ট হাউজ- ১০০০/=

              স্পেশাল রুম- ১২০০/=

কিভাবে যাবেন:

              দিনাজপুর থেকে ফুলবাড়ী মেইল বাসে যাওয়া যাবে ভাড়া- ৪০-৫০/=

               ফুলবাড়ী থেকে স্বপ্নপুরি অটো রিকসা তে করে যেতে পারবেন ভাড়া- ২০/= জন প্রতি,    রিজার্ভ- ১২০-১৫০/=

               ঢাকা কমলাপুর থেকে ট্রেনে করে অথবা বাসে  সরাসরী ফুল বাড়ী যেতে পারবেন .

সকলকে ধন্যবাদ।

জনাব
Md. Mehedi Hasan এর ব্লগ দেখে আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে,
লেখাটি আমি অন্য একটি ব্লগেও লিখেছি।

 


Level 0

আমি Rafiqul11। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস