Grasp all,Lose all………লোভের ফাঁদ-বাস্তব অভিজ্ঞতা

আমি ২৮ অক্টোবর ২০১১ তারিখে ঢাবিতে ভর্তি পরীক্ষা দিয়ে চট্টগ্রামে ফেরার জন্য বন্দর রেল স্টেশনে অপেক্ষা করছিলাম । এমন সময় একটি ১৫-১৬ বছরের ছেলে(নোংরা পোশাক পরা) এসে আমাকে বলল যে সে বিপদে পড়েছে।টাকার জন্য সে বাড়ি যেতে পারছে না । সে তার n73 মডেলের সেটটা বিক্রি করতে চাই । আমি বুজলাম সেটটি কারো কাছ থেকে চুরি করা । কেননা এই রকম গেট আপের ছেলের এত দামি সেট থাকার কথা না । ভাবলাম,কম দামে এই সেটটা নিতে পারলে ভাল হয়-তা চোরা হলেই বা আমার কি আসে যায় !

আমি সেটটা ভালভাবে দেখে ১,০০০ টাকায় নিয়ে নিলাম । ছেলেটি সেটটি আমার হাত থেকে নিয়ে সিম খুলে নিল । তারপর আমার ব্যাগে মোবাইলটা ভরে দিয়ে বলল,"ভাই,মোবাইলটা এখানে বের কইরেন না,একেবারে ট্রেন থেকে নেমে বাইর কইরেন"-আমি নিশ্চিত হলাম যে সেটটা নিশ্চয়ই এ স্টেশন থেকে চুরি করা।

বাসায় এসে দেখলাম মোবাইলটি ফেইক । ওপরে ক্যাসিন,ভেতরে দুটি স্টীলের পাত আর ফোম দেওয়া । ফিনিশিংটা নিখুঁত । ওজনটাও সঠিক । বাইরে থেকে একবার দেখায় যে কেউ আসল বলে ভুল করবে । ঐ এলাকায় হয়ত ওদের একটা গ্রুপ আছে । কেউ মোবাইলগুলো তৈরি করে আর কেউ ফিল্ডে কাজ করে । ছেলেটির কাছে দুটি মোবাইল ছিল । সে যখন সিম খুলে নিল তখনই আমার অলক্ষ্যে আসল মোবাইল পাল্টে নকলটি হাতে নেয় । আমি তখন বুজতে পারিনি । গাধাঁমির জন্য ১,০০০ টাকা জলাঞ্জলী দিতে হল। GRASP ALL,LOSE ALL........

এই লেখাটি লেখছি আমার অভিজ্ঞতার আলোকে অন্যদের সাবধান করার জন্য । অচেনা কারো কাছ থেকে কিছু কিনতে গেলে অতিরিক্ত সাবধানতা অবলম্বন করবেন । (এই প্রতিবেদনটি একই সাথে দৈনিক প্রথম আলোতে ই-মেইল করেছি)

 

 

 

 

Level New

আমি কাইফ আমিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 126 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level New

যারা ঢাকার নিয়মিত বাসিন্দা না তাদের টিউনটি খুবই কাজে আসবে। ঢাকার বিভিন্ন বাস স্টেশন, কমলাপুর বিশেষ করে গুলিস্তানে এইটা খুবই সাধারণ ঘটনা। গুলিস্তানে গিয়ে ১ ঘন্টা দাঁড়ায়ে থাকেন, টের পাবেন। তাদের টার্গেটই থাকে যারা ঢাকায় নতুন তারা।

    @সেতু: আমার দুর্ভাগ্য ছিল-কেননা আত মানুষ থাকতে আমিই টার্গেট হয়েছিলাম।

আর আমাদের উচিৎ হবে আপনার থেকে শিক্ষা নেওয়া ও সচেতন হওয়া !

Level 0

এ রকম সাউদি আরবে ও ভরা কিন্তু এই প্রতারনাকারী মানুষ গুলা Nokia N8 এর ফেইক চায়না মুবাইল দেয়।
N8 Fake > 180 SR
N8 Real Made in China > 1300 SR
ওরা মানুষের কাছে ফেইকটা ৫০০/৭০০/৮০০ রিয়াল এ বিক্রি করে। আর এই প্রতারনার বেশির ভাগ শিকার আমাদের বাঙ্গালী । কারন ফেইক মুবাইলে লেখা থাকে Made in Finland .কিন্তু Nokia N8 originally made in China.মানুষ সাধারনত Made in Finland লেখাটি দেখে প্রতারনার সীকার হয়।

    @Abdullah: তাও আমারটার চেয়ে ভাল।আমি ১,০০০ টাকায় দূইটা স্টীলের পাত আর একটা ব্যবহারের অযোগ্য ক্যাসিন পেলাম।

এধরনের কাজ করা একেবারেই অনুচিত। চুরির জিনিস কেনা কোন বিবেকবান লোকের কাজ হতে পারেনা।

    @রহস্যময় অভিযাত্রী: মাঝে মাঝে বিবেকটা আপেক্ষিক হয়ে দাড়ায় । লোভের কাছে হার মানে সে । পরে এর জন্য অনুশোচনা করতে হয় । তবে এটা সত্যি যে কিছু কিছু সময় সততার পরিচয় দেওয়াটা কঠিন হয়ে দাড়ায় । এই মূহূর্তে কেউ ২১,০০০ টাকার একটি সেট ১,০০০ টাকায় বিক্রি করলে আপনিও instantly লোভ সামলাতে পারবেন না।ভাল করে ভেবে দেখেন।

চেষ্টা করা উচিত এদের থেকে দূরে থাকা!

Level 0

এরকম আমি ধরা খাইসিলাম ৪ বছর আগে । nokia 1100 সেট। ভিতরে এক টাকার coin দিয়া ভারি করে রাক্সে ।আমি ৫০০ টাকা দিয়া কিন্সিলাম।পরে অই coin গুলা মিলে মোট ১৬ টাকা হয় ।৪ টা benson সিগারেট খাইসি অই টাকা দিয়া …। হে হে হে হে হে ……………………

    @sami: তাও ভাল।আমিতো কিছুই পাইলাম না।গাম লাগানো ব্যবহারের অযোগ্য একটা ক্যাসিন আর দুইটা স্টীলের পাত।

Level 0

অতি লোভে তাতি নষ্ট। সিলেট করিমুল্লাহ মার্কেট ১০ ১২ জন কে র‍্যব এ ধরসে শুধু মাত্র imei নাম্বার দিয়ে। এমন কি জিপি সেন্্টার এর মালিক্কেও পিডাইসে শুনসি ।

Level 0

এরকম আমি ধরা খাইসিলাম ৪ বছর আগে । nokia n73 সেট। ভিতরে এক টাকার coin দিয়া ভারি করে রাক্সে ।আমি 6000 টাকা দিয়া কিন্সিলাম।

আপনে মিয়া চাইর বছর আগে ধরা খাইছেন।এইটা আগে শেয়ার করলে তো আমি ধরাটা খাইতাম না।তবে দুঃখের বিষয় আপনার ৬,০০০ টাকা পানিতে গেছে!অনেক বেশি টাকা।

Level 0

Ami free net er trick jante gia fb te ak loker kace 40tk dhora khaici.

@আমিন ভাই …। আমি র আমার এক বন্ধু বসুন্ধরা সিটিতে একদম এইরকম ধরা খেয়েছিলাম , ২০০৯ সালে … এখনও ওরে পাইলে জবাই করতাম …। এরপর অনেকদিন বসুন্ধরা সিটিতে এই গ্যাং টাকে আর দেখা যায় নাই …।। আমার তো মনে হয় ঢাকায় মাইর খেয়ে এখন চট্টগ্রাম পাড়ি জমিয়েছে । সাবধান চট্টগ্রামবাসী

    @Nayim_Tarchira: এরা সম্ভবত সারা দেশে ছড়িয়ে আছে । এটা নিয়ে কোন আইনী তত্‍পরতাও চোখে পড়ে না।

Level 0

amaro bhai eki obostha.. ame 2300 tk khowaiselam

    @Akil7: দেখছি,আমার মতো অনেকেই এদের ফাঁদে পা দিছে । ২,৩০০ টাকা অনেক ।

Level 0

মজা পাইলাম

    @REJWANHUQ: আমাদের ক্ষতি দেখে আপনে মজা পাইলেন-আপনে যেদিন ধরা খাইবেন সেদিন টের পাবেন ।

Level 0

BONDHURA SOKOLER OBOGOTIR JONNO JANACCI J FB TE “SAGOR ONIK JIBASH” NAME AKJON BAKTI JINI BOLEBERAN J TAR KACE GP TE FREE NET CHALANOR TRICK ACE 1.TAR KACE GP’R NEW IP,PORT AND SERVER ACE 2.ATA DIE AKTA PERSONAL CONFIGURATION KORTE HOBE3.TOBE SARA DINE 720MB ER BESI DOWNLOAD KORA JAE NA 4.UC TE HOBE OPERATE HOBE NA 5.PREPAID SIM E ATA HOBE , TOBE TRICK JANTE HOLE TAKE AGE PHONE 50TK FLEXI KORE DITE HOBE .BUT TAKA TAKE FLEXI KORE DEOAR POR SE LOKER SATHE DHOKABAJI KORE AND KONO TRICK NA DIE TAKE BLOCK DIE DAE.PROMAN AMI NIJE 50 TAKAR DHORA KHAICI .AI LOK POPULAR ONEK PAGER SODOSSO .TINI BD CYBER ARMY GROUP EO EI POST KORECE. BESIRVAG SOMOY COMENT E ATA DIE DAE DIRECT DAE NA.EI LOKER KAC THEKE APNADER DURE THAKAR AHOBAN KORCI.
NICHE TAR PURO PROFILE TULE DHORLAM
hometown- dhaka
married
studied at -alomgir monsur clg
phone-017572407 81
quets-i am a on very poor man.but i have a great heart………. ………
akta sunglass pora prf pic ota chara r kono real ba manuser pic nai,r prochur popular page er claient tini.amr prothomei sondeho hoecilo tai valo kre info dekhe niecilam

Viara arekta kotha holo o sobaike phone korar jonne akta gp no. Dae but ota bondho thake.kintu o j airtel no. E taka vore sei no.Ta amr kase ase.o nijei fande poira dise.ami onno no. Dia or gp te miscall dicilam then o or airtel dia back krcilo tarpor van dhorce j kicui jane na.bondhura amra chaile oroaktu khoti korte pari .ami or airtel no. Apnader ditaci,

Kuttar bacchar gp-01757240781
kuttar bacchar airtel-01680176 751