ঢাকায়তো টেকটিউন্স প্রেমীদের মিটআপ হয়ে গেল । আমরা চট্টলাবাসীরা কি বসে থাকবো ???

আসসালামালাইকুম।

সবাই কেমন আছেন ?

আশাকরি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন।

আর আমি ভালো নাইরে ভাই 😛  যা ঠাণ্ডা পরছে আমার এলাকায়।

 

আজ অনেকদিন পর টেকটিউন্সে টিউন নিয়ে আসলাম। আসলে এটিকে টিউন বললেও হয় এবার জরিপ বললেও হয়।

আসুন তাহলে আমরা জরিপ শুরু করি।

 

টাইটেল দেখে সবাই বুঝতে পেরেছেন যে আমি টেকটিউন্সের মিটআপ নিয়ে আলোচনা করবো।

এইতো গত ২৩শে  ডিসেম্বর ঢাকায় হয়ে গেল টিটির মিটআপ এবং এর আগেও ঢাকাতে আরও মিটআপ হয়েছিল যা অবশ্য আপনারা সবাই জানেন।

তবে আমাদের এই চট্টগ্রামে এখন পর্যন্ত কোন মিটআপ হয়নি যা অবশ্যই দুঃখের ব্যপার।

 

আমি জানিনা আমাদের চট্টগ্রামের কে কে আছেন।

আমি চাচ্ছিলাম চট্টগ্রামের সবাইকে অ্যাড করতে।

দয়া করে কমেন্টের মাধ্যমে জানাবেন যে কে কে টিটির নিয়মিত টিউনার, ভিজিটর, কমেন্টর।

 

আর দয়া করে সবাই কমেন্টের সাথে আপনার ফেইসবুক আইডি দিবেন অথবা আমাকে ফেইসবুকে এড করে নিন এবং সাথে ম্যাসেজ দিয়েন যে আপনি চট্টগ্রামের টিটি প্রেমিক।

 

সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালবাসাসহ আপনাদেরই সাব্বির আলম।

Level 0

আমি সাব্বির আলম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 108 টি টিউন ও 868 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 10 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি মোহাম্মদ সাব্বির আলম ( আসিফ পাগলা সাব্বির ) । Google Adsense এর একজন পাবলিশার্স হিসাবে কাজ করছি। বর্তমানে SEO নিয়েই পরে থাকতে এবং সবার মাঝে শেয়ার করতেই ভালো লাগে। আর বাংলা ব্লগিং করাটাই সব চেয়ে বড় নেশা। আমার সম্পর্কে আরো বিস্তারিত জানতে অথবা লাইভ সাপোর্ট পেতে আমাকে ফেইসবুকে অ্যাড...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

আমাদের রাজশাহীর সবাই সাড়া দেন?

আমি আছি সাব্বির ভাই

Level 0

amio achi kintu dukkher bishoi apni hoito janen na je cottogramer torun it premi der ekta ongsho er un official meet o chotto official meet up+training o hoyea geche….apnake hoito miss korechi amra…kintu hotash howarkichui nai….> ami+pohik rasul+cintito pothik+black moon+sindabad konick< er sathe jogajog rakhun….

    সোনিয়া আপুরে নিয়ে এইটা 😀 :P??? @sumit:

    Level 0

    সুমিত মামা টিটিতে আপনাকে দেখে খুশি হলাম। আর চট্টগ্রামে টিটির কোনো অফিসিয়াল মীট-আপ এই পর্যন্ত হয়নি তাই COPC ও এই শহরের আইটি প্রেমীরা টিটির একটা আন-অফিসিয়াল মীট-আপ এর জন্য কাজ করে যাচ্ছে। 🙂
    @sumit:

    আর পথিক ভাই, ব্ল্যাক মিন ভাই আর সিনবাদ আর সাথে কি যোগাযোগ রাখব ??? অদের সাথে আমার আদিম যুগ থেকেই যোগাযোগ আছে @sumit:

Level 0

এটা আবার বলতে হয়।

আমি তো অনেক আগে থেকেই আছি । তারপরও দিলামঃ http://www.facebook.com/mahmud.shuvro1

আমি আছি

    ফেইসবুক এ এড মারেন @MD.JOYNAL ABDIN:

      সাব্বির ভাই আমিতো এড আছি ?আসলে ছোট বেলা হতে নাম দুটি হওযায় । আমি অনেক বিভ্রান্তির মধ্য পডি । আমার ফেসবুকে নাম আছে FISAL ABDIN । আসলে আমার সর্ম্পূন নাম MD.JOYNAL ABDIN(FISAL)

চবি তে পড়ার সময় চট্রগ্রামে ছিলাম। এখন ঢাকায়।

সালাম।

হুম। ফেইসবুক আইডি না দিয়ে ব্লগ এর লিংক দিলেন কেন ? @sakib khan:

Level 2

amio ctg .. but time nai 🙁 job+study+business+gf :p

দারুন উদ্দ্যোগ সাব্বির ভাই। ধন্যবাদ উদ্দ্যেগটি নেয়ার জন্য।
সাথেই আছি 🙂

Level 0

দুই হাত তুলে সাপোর্ট জানাচ্ছি।

Level 0

খুবই আনন্দের বিষয়!! আমারা তাহলে এখন একটি সুনির্দিষ্ট প্লাটফর্মে আসতে পারলাম…যাক চট্টগ্রামের আইটি সেক্টরের উন্নয়ন সেই সাথে নিজেরও উন্নতির পথটা মসৃন দেখে আমি সত্যিই আনন্দিত…তাহলে সেদিন আর হয়তো খুব দূরে নয় যেদিন চট্টগ্রামে হবে বাংলাদেশ আইটির অন্যতম ক্ষেত্র…আর এ জন্য ধন্যবাদ জানাই টিটি-কে…কেননা এই টিটি’র বদৌলতে আজ আমি আপনাদের কাছে পেলাম…তো কবে আসছে সেই মাহেন্দ্রক্ষণ?অপেক্ষায় রইলাম > http://facebook.com/sumitland < আপনাদের সাথে আরো কাছাকাছি থাকতে

ভাল উদ্দ্যেগ ধন্যবাদ তবে আমি দেশের বাহিরে।

Level 0

আইও চাটগাইয়া পোলা। আইও আছি অনারার অঙ্গেঁ।

হা ভাই আছি ।কিন্ত দেশের বাইরে,

আমিও চট্টগ্রামের সন্তান তবে ঢাকায় থাকি। দেখি চট্টগ্রামের মিটআপটায় অংশ গ্রহণ করা যায় কিনা ! চেষ্টা করবো। ধন্যবাদ এক সুতায় সবাইকে বাধার জন্য। খুব ভালো উদ্যোগ সাব্বির।

Done. Quick organize meetup. I am ready and U………….
http://www.facebook.com/symoon143

Level 0

আঁইও আছি বেক্কুনুর লগে, আঁর ফেচবুক আইডি অইলদি-https://www.facebook.com/profile.php?id=1716537456

খুব ই বালা লাগছে অনে নো 10সন আই আইস্সুম
facebook.com/mashfisarwar

আমি ইমরান ,
বীর চট্টলার রাজপুত্র ,
আমি ও আছি সাব্বির ভাই

facebook e ami > http://m.facebook.com/profile.php?id=100002505574153&slog=1345252607&seq=374559474&st=friend&fbtype=2048&refid=46

Level 0

আমি আছি চট্রগ্রাম থেকে https://www.facebook.com/nilavro

Level 0

fb id aarshad bhai