আসসালামালাইকুম।
সবাই কেমন আছেন ?
আশাকরি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন।
আর আমি ভালো নাইরে ভাই 😛 যা ঠাণ্ডা পরছে আমার এলাকায়।
আজ অনেকদিন পর টেকটিউন্সে টিউন নিয়ে আসলাম। আসলে এটিকে টিউন বললেও হয় এবার জরিপ বললেও হয়।
আসুন তাহলে আমরা জরিপ শুরু করি।
টাইটেল দেখে সবাই বুঝতে পেরেছেন যে আমি টেকটিউন্সের মিটআপ নিয়ে আলোচনা করবো।
এইতো গত ২৩শে ডিসেম্বর ঢাকায় হয়ে গেল টিটির মিটআপ এবং এর আগেও ঢাকাতে আরও মিটআপ হয়েছিল যা অবশ্য আপনারা সবাই জানেন।
তবে আমাদের এই চট্টগ্রামে এখন পর্যন্ত কোন মিটআপ হয়নি যা অবশ্যই দুঃখের ব্যপার।
আমি জানিনা আমাদের চট্টগ্রামের কে কে আছেন।
আমি চাচ্ছিলাম চট্টগ্রামের সবাইকে অ্যাড করতে।
দয়া করে কমেন্টের মাধ্যমে জানাবেন যে কে কে টিটির নিয়মিত টিউনার, ভিজিটর, কমেন্টর।
আর দয়া করে সবাই কমেন্টের সাথে আপনার ফেইসবুক আইডি দিবেন অথবা আমাকে ফেইসবুকে এড করে নিন এবং সাথে ম্যাসেজ দিয়েন যে আপনি চট্টগ্রামের টিটি প্রেমিক।
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালবাসাসহ আপনাদেরই সাব্বির আলম।
আমি সাব্বির আলম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 108 টি টিউন ও 868 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 10 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি মোহাম্মদ সাব্বির আলম ( আসিফ পাগলা সাব্বির ) । Google Adsense এর একজন পাবলিশার্স হিসাবে কাজ করছি। বর্তমানে SEO নিয়েই পরে থাকতে এবং সবার মাঝে শেয়ার করতেই ভালো লাগে। আর বাংলা ব্লগিং করাটাই সব চেয়ে বড় নেশা। আমার সম্পর্কে আরো বিস্তারিত জানতে অথবা লাইভ সাপোর্ট পেতে আমাকে ফেইসবুকে অ্যাড...
আমি আছি http://www.facebook.com/musabalams