কোয়ান্টাম মেথড নিয়ে কিছু কথা…

আসসালামু আলাইকুম।

আশা করি সবাই ভাল আছেন। আজকে আপনাদের কাছে এসেছি কোয়ান্টাম মেথড নিয়ে।

আমরা প্রায় সবাই কোয়ান্টাম মেথড সম্পর্কে কম বেশী জানি। এতে আমাদেরকে ধ্যান করা এবং ধ্যান এর মাধ্যমে নিজেদের মনোবল কিভাবে বৃদ্ধি করতে হয় তা শিখানো হয়। এটিকে অনেকেই বিশ্বাস করে আবার অনেকেই করেনা। তবে এইটা ঠিক যে, যারা এই কোর্সটি করেছেন তারা সবাই এটার প্রশংসা না করে পারেননি।অনেকে তো এইও বলেছেন যে কোর্সটির মাধ্যমে তারা তাদের অনেক জটিল জটিল রোগেরও অবসান ঘটিয়েছেন।

আমি কোর্সটি করিনি, কিন্তু আমার জানা যারা যারা করেছেন তারা সবাই আমাকে কোর্সটি করার পরামর্শ দিয়েছেন।

কিন্তু আমরা তো আর যাচাই বাছাই না করে এই ধরনের কোর্সগুলো করতে পারিনা, তাইনা?

আজকের আমার টুইটসটি সেই কারনেই লেখা।

এই টুইটসে আমি কোয়ান্টাম মেথড এর যাবতীয় ই-বুক এবং অডিও ফাইল ফ্রীতে ডাউনলোড করার লিঙ্ক দিব, যাতে আপনারা এই ফাইল গুলো ডাউনলোড করে, এই মেথড সম্পর্কে বিস্তারিত ধারনা নিতে পারেন এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারেন।

তাহলে আর কথা না বাড়াই! নিচের ডাউনলোড লিঙ্ক গুলোতে ক্লিক করুন আর জেনে নিন কোয়ান্টাম মেথড  সম্পর্কে বিস্তারিত।

Quantum Method Download Link1

Quantum Method Download Link2

আজ তাহলে এইখানেই শেষ করি।

ধন্যবাদ

সবাই ভালো থাকবেন।

(বিঃদ্র  এই পোস্টটি আমার লেখা এবং এটি টেক টিউনস নামে অপর একটি ব্লগেও প্রকাশিত হয়েছে।)

Level 0

আমি sydsadi। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 14 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমার কিন্তু ভালোই লাগে। যাই হোক- কোয়ান্টাম মেথড এর ওয়েবসাইট থেকে আরও অনেক কিছু সহজেই এবং ফ্রী ডাউনলোড করতে পারবেনঃ

http://quantummethod.org.bd/

vai meditation gula pawya jabe naki???link ta diben plz

Level 0

আমি সব এ-বুক এবং অডিও ফাইল দিয়েছি। @olosmohagani vi

Level 0

thanks স্বপ্নবাজ+ jewel abong sydsadi ke

Level 2

সবই free direct download করা যাবে Quantum Method এর website থেকে resume সুবিধা সহ।
http://quantummethod.org.bd/publications
আমি একটু কষ্ট পেলাম এটা দেখে যে আমার tumment টা ২বার মোছা হয়েছে!!!!!!!!!!!!!!!!!
File shareing site থেকে লিমিটেড প্যাকেজ নিয়ে ৫৩.৮ আর ৫৬.৬MB download করা একটু কঠিনই।
তাই direct download আর resume সুবিধা খুবই দরকার। তাই এই সুবিধা সহ original source টা share করাটা কি ভুল হল?????
এখানে অন্য সব প্রকাশনা সহ monthly bulletin গুলোও পাবেন।
আর Quantum Method এর meditation & বই free তে পাবেন কারন website এর নিচের কথাটাই সেটা বলে।
স্বত্ব © মানবতার কল্যাণে

Level 2

“(বিঃদ্র এই পোস্টটি আমার লেখা এবং এটি টেক টিউনস নামে অপর একটি ব্লগেও প্রকাশিত হয়েছে।)”

এখানে মনে হয় “টেক টুইটস” হবে……

যত তারাতারি পারেন কোর্স টি করে ফেলুন

Level 0

mediafire.com এর মত resume support site থাকতে uploading.com ফাইল হস্তিং করার জন্য কেন বেছে নিলেন ?
uploading.com এর লিঙ্ক দেয়ার কারন টা বলবেন কি ?