তৃতীয় বাংলা ব্লগ দিবসের শুভেচ্ছা

১৯ ডিসেম্বর তৃতীয় বাংলা ব্লগ দিবস। ২০০৫ সালের এই মাসে বাংলা ব্লগের যাত্রা শুরু হয়। ২০০৯ সালের ১৯ ডিসেম্বর প্রথমবারের মতো পালিত হয় বাংলা ব্লগ দিবস। এবারের ব্লগ দিবসের প্রতিপাদ্য ‘গণজাগরণে সামাজিক যোগাযোগমাধ্যম ও সাইবার আইন’। ১৩টি বাংলা কমিউনিটি প্ল্যাটফর্মের যৌথ আয়োজনে আজ বিকেল পাঁচটায় ঢাকার গণ গ্রন্থাগার মিলনায়তনে অনুষ্ঠিত হবে ব্লগ দিবসের আয়োজন। পুরো অনুষ্ঠান ব্লগসাইটে সরাসরি দেখা যাবে।
আয়োজনটি সবার জন্য উন্মুক্ত। অনুষ্ঠানে বিভিন্ন কমিউনিটি প্ল্যাটফর্ম একটি নির্ধারিত সময়ে তাদের নিজ ব্লগের বৈশিষ্ট্য ও অর্জন উপস্থাপন করবে এবং ব্লগারদের উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি দেবে। এর আগে গত ১৬ ডিসেম্বর বিজয় দিবসে যৌথভাবে ব্লগগুলোর আয়োজনে অনুষ্ঠিত হয় বিজয় শোভাযাত্রা। এতে বিভিন্ন বাংলা ব্লগের ব্লগাররা অংশ নেন। শোভাযাত্রায় ব্লগাররা বিজয়ের বার্তাবাহী ফেস্টুন, ব্যানার, প্ল্যাকার্ড বহন করেন।

প্রচারে:- ব্রেকিংনিউজবিডি২৪ ডট কম
http://breakingnewsbd24.com/

 

Level 0

আমি ইসমাঈল সিরাজী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 12 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস