ঘুম থেকে উঠে রেডি হয়ে রওনা হলাম শাহাবাগ এর উদ্দেশে । গিয়ে নামলাম যাদুঘর এর সামনে । দেখি কেও নাই । আমি তেমন কাওকেই চিনি না । কিন্তু ওখানে কোন মানুষই ছিল না । ভয় পেয়ে গেলাম । কারো নাম্বার ছিল না । ভাগ্যক্রমে "লাকি এফএম" ভাই এর নাম্বার ছিল । ফোন দিয়ে উনার ঘুম ভাঙলাম । উনি বললেন কিছুই জানেন না । "swordfish" ভাই এর নাম্বার টা নিলাম । দিলাম ফোন । উনারও ঘুম নষ্ট করলাম । উনি বলল আসার চেস্টা করবে । ৮.৩০ এ সবাই আসবে । কিন্তু কারো কোন পাত্তা নেই । অনেকক্ষণ পর প্রজন্ম ফোরাম এর কয়েকজনকে দেখতে পেলাম । মোনে কিছুটা স্বস্তি পেলাম । টেকটিউনস এর কারো কোন খবর নেই । যাই হোক একটু পর সামু ব্লগ এর সবাই এলো অনেক ছবি টবি তুলল । আমি অচেনার মত পাশে দাড়িয়ে ছিলাম । আমার বন্ধুরা সাথে ছিল বলে এতক্ষন অপেক্ষা করতে পেড়েছি । তাই ওদের অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য । ৮.০০-৯.৩০ পর্যন্ত দাড়িয়ে থাকলাম । "swordfish" ভাই বলল আসতেছে । আমি ওদের সাথে এগুতে থাকলাম । এবং শহীদ মিনার এ যাবার পর "swordfish" ভাই এর সাথে দেখা হল এবং পরে একসাথে ফিরে এলাম ।
আমি কম্পিউটার লাভার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 101 টি টিউন ও 1258 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 20 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Also known as "Raiku Saiko". React.js & Javascript Developer. Former Wordpress Developer, Front-end Designer. Technology Addicted.
ভাইরে, পুরা র্যালিতে দেখি খালি আমি আর আমি। 😀