আসসালামালাইকুম ।
সবাই কেমন আছেন ?
আশাকরি সবাই আল্লাহর রহমতে ভাল আছেন।
আমিও আপনাদের দোয়ায় ভাল আছি।
গত ০৮/১২/২০১১ তারিখে অনুষ্ঠিত হয়ে গেলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বিডি গ্রুপের উদ্যোগে আয়োজিত চট্টগ্রাম অনলাইন মিটআপ। আসলে আমরা যে এত হিউজ রেসপন্স পাবো কল্পনাও করতে পারিনি। আমাদের এই মিটআপে প্রায় ৬০-৭০ জন উপস্থিত ছিল এবং যারা বিভিন্ন সমস্যার কারনে আসতে পারেনি তারও আমদের অনুষ্ঠান সরারসরি দেখে অনুষ্ঠান সার্থক করে তুলেছে।
আমাদের সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বিডি গ্রুপের উদ্যোগে আয়োজিত চট্টগ্রাম অনলাইন এই মিটআপের প্রধান উদ্দেশ্য ছিল চট্টগ্রামের ছড়ানো ছিটানো মেধাকে একত্রিত করা। আমার মতে আমাদের চট্টগ্রাম সুযোগ-সুবিধার দিক দিয়ে ঢাকার চেয়ে কোন ক্ষেত্রে পিছিয়ে নেই। কিন্তূ আমরা আইটি ক্ষেত্রে ঢাকার চেয়ে অনেক অনেক পিছিয়ে। এবং আমি এটার একটাই কারন আছে বলে মনে করি , আর এটা হল আমাদের চট্টগ্রামে কোন কমিউনিটি বা গ্রুপ নেই। আপনি যতই ট্যালেন্ট হউন কেন আপনার একার পক্ষে কোন কাজ সঠিকভাবে করা ঠিক হবেনা। আমার একটি প্রিয় উক্তি আছে তা হল " Hero Never Made They Are Also Born " । আমরা এই মিটআপের মাধ্যমে আমাদের চট্টগ্রামের ছড়ানো ছিটানো মেধাকে এক করার চেষ্টা করেছি । এবং তারই ধারাবাহিকতায় আমরা একটি ফেইসবুক গ্রুপ করেছি যার মাধ্যমে আমরা সামনে এগিয়ে যাব। যারা আমাদের মিটআপে আসেছেন তাদের অনেকেই আমাদের গ্রুপে আছেন এবং যারা আমাদের মিটআপে আসতে পারেননি তারা প্লীজ আমাদের এই গ্রুপে যোগ দিন।
" Chittagong Online Professional Blogging And Freelancing Group "
আমাদের মিটআপে প্রথমে ছিল পরিচয় পর্ব এবং তারই সাথে সবার চট্টগ্রাম নিয়ে স্ব স্ব ভাবনা। একেক জনের ভাবনা একেক রকম হলেও ভাবনার সারমর্ম ছিল একটাই যে সবাই কিভাবে চট্টগ্রামকে আইটি ক্ষেত্রে এগিয়ে নেওয়া যায়। এবং এখানে আমরা আমাদের অনেক তরুন মেধা পেয়েছি যারা আমাদের চট্টগ্রাম তথা বাংলাদেশকে আইটি ক্ষেত্রে অনেক এগিয়ে নিয়ে যাবে। আমরা এখানে অনেক ব্লগার, ফিলেন্সার, ওয়েব ডিজাইনার, গ্রাফিক্স ডিজাইনার পেয়েছি এবং আশা করি সবাই স্ব স্ব ক্ষেত্রে সামনে এগিয়ে যাবে ।
আমদের এই মিটআপের অন্যতম প্রধান পরিকল্পনা ছিল চট্টগ্রাম নিয়ে আমাদের ভব্যিৎসব পরিকল্পনা । এবং তারই ধারাবাহিকতায় আমরা এখানে আমাদের ভব্যিৎসব পরিকল্পনা নিয়ে আলোচনা করেছিলাম। আমাদের প্রথম এবং প্রধান পরিকল্পনা হল আমাদের মধ্যে একটা কমিনিটি গরে তোলা। এবং আমরা কিছুদিনের মধ্যে আরও বিরাট আকারের একটা মিটআপের ব্যবস্থা করবো । এবং তার কিছুদিন পর আমরা একটা কর্মশালার আয়োজন করবো এবং কর্মশালার বিষয় থাকবে অনলাইনের মাধ্যমে সঠিক উপায়ে ব্লগিং এবং ফিলেন্সিং নিয়ে। আমাদের মধ্যে এখনও অনেকেই আছে যারা অনলাইনে আয় মানে ভুয়া মনে করে আবার অনেকেই অনলাইনে টাকা ইনকাম করা যায় জানে এবং টাকা ইনকাম করতে অনেক আগ্রহী হয়ে পরে। এতেকরে অনেকেই সফলতা অর্জন করে আবার অনেকেই সঠিক গাইডলাইনের অভাবে ভুল পথে পা বারিয়ে নিজের শ্রম এবং সময় নষ্ট করে ক্লান্ত হয়ে পরে অনলাইনে আয়ের প্রতি আগ্রহ হারিয়ে ফেলে। আসুন আমরা সবাই একসাথে কাজ করে আর আমন হতে দিবনা।
ইনশাল্লাহ আমরাই পারব চট্টগ্রামকে আইটি ক্ষেত্রে এগিয়ে নিতে । এবং আতে করে অবশ্যই আমাদের অভিজ্ঞ ব্যাক্তিদের সাহায্য প্রয়োজন এবং আমরা মনে করি আমার সকলের সাহায্য পাবো। সবার গঠনমূলক মতামত এবং পরামর্শ আশা করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।
ভালবাসা সহ আপনাদেরই সাব্বির আলম।
সাইট প্রমোশন ও কমিউনিকেশন অফিসার
WebSeoGuide.Net
আমি সাব্বির আলম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 108 টি টিউন ও 868 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 10 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি মোহাম্মদ সাব্বির আলম ( আসিফ পাগলা সাব্বির ) । Google Adsense এর একজন পাবলিশার্স হিসাবে কাজ করছি। বর্তমানে SEO নিয়েই পরে থাকতে এবং সবার মাঝে শেয়ার করতেই ভালো লাগে। আর বাংলা ব্লগিং করাটাই সব চেয়ে বড় নেশা। আমার সম্পর্কে আরো বিস্তারিত জানতে অথবা লাইভ সাপোর্ট পেতে আমাকে ফেইসবুকে অ্যাড...
ব্যস্ততা এবং একাডেমিক যানজটের 🙁 কারণে যেতে পারিনি। যাত্তয়ার ইচ্ছে ছিল । পরে ৭০ জনের কথা শুনে অ-নে-ক ভালো লেগেছে। পরবর্তী সময়ে সুযোগ পেলে যাবো চট্টগ্রামের মিটআপে। সারা বাংলাদেশ ভ্রমণ হবে এসইত্ত মিটআপ নিয়ে 😉