আসসালামালাইকুম ।
সবাই কেমন আছেন ?
আশাকরি সবাই আল্লাহর রহমতে ভালই আছেন ।
আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে ভালই আছি 😀 ।
আর ভাল না থেকে পারি 😛 ???
আজ ৮ই ডিসেম্বর , বৃহস্পতিবার , বিকাল ৩টায় চট্টগ্রামের নাছিরাবাদ বয়েস স্কুলে আমাদের চট্টগ্রামের বহুল আলোচিত এবং অপেক্ষিত " চট্টগ্রাম অনলাইন মিটআপ " অনুষ্ঠিত হতে যাচ্ছে ।
এবং যা আপনারা সবাই ইতিমধ্যে জেনেছেন এবং এটি নিয়ে আমি বিস্তারিত আকারে টিটিতে একটি টিউনও দিয়েছিলাম।
যারা আমার ঔ টিউনটি পরেন নাই তারা চাইলে এখানে ক্লিক করে পরতে নিতে পারেন ।
যাক এবার আমি কাজের কোথায় আসি।
টিউনের টাইটেল দেখে এতক্ষণে সবাই মনে হয় বুঝতে পেরেছেন আমি কি নিয়ে টিউন করবো।
আমাদের এই মিটআপে ব্যাক্তিগত ব্যস্ততা এবং সমস্যার কারনে চট্টগ্রাম এবং চট্টগ্রামের বাইরের অনেকেই ইচ্ছা থাকে স্বতেও আসতে পারছেন ।
তাই আমরা তাদের না আসতে পারা এবং তাদের মিটআপের প্রতি আগ্রহের কারনে আমাদের এই মিটআপ অনুষ্ঠান অনলাইনে লাইভ দেখানোর ব্যবস্থা করেছি।
খবর শুনে মনে হয় যারা মিটআপে অংশগ্রহণ করতে পারবেন না তারা খুব খুশি 😆
আশাকরি যারা মিটআপে আসতে পারছেন না তাদের কাজে লাগবে।
আর মিটআপের সরসরি আপডেড , সাহায্য এবং পরামর্শের জন্য এই ইভেন্টে যোগ দিন।
আর আবারো আমার সকল চট্টগ্রামের বন্ধুদের অনুরোধ করছি আপনারা সবাই প্লীজ মিটআপে উপস্থিত থাকবেন।
সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন, ভালবাসাসহ আপনাদেরই সাব্বির আলম।
আমি সাব্বির আলম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 108 টি টিউন ও 868 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 10 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি মোহাম্মদ সাব্বির আলম ( আসিফ পাগলা সাব্বির ) । Google Adsense এর একজন পাবলিশার্স হিসাবে কাজ করছি। বর্তমানে SEO নিয়েই পরে থাকতে এবং সবার মাঝে শেয়ার করতেই ভালো লাগে। আর বাংলা ব্লগিং করাটাই সব চেয়ে বড় নেশা। আমার সম্পর্কে আরো বিস্তারিত জানতে অথবা লাইভ সাপোর্ট পেতে আমাকে ফেইসবুকে অ্যাড...
Thaks Bia onekdin dore airokom akata meetup er jonno wait kortesi