” আগামী ৮ই ডিসেম্বর চট্টগ্রাম অনলাইন মিটআপ ” (আপনি আসছেনতো ?)

আসসালামালাইকুম ।

সবাই কেমন আছেন ?

আশা করি সবাই ভাল আছেন ।

আমিও আপনাদের দোয়ায় ভাল  আছি ।

 

গত ৫ই ডিসেম্বর Search Engine Optimization BD গ্রুপের অধীনে পরিচালিত বাংলাদেশের সর্ব প্রথম এসইও ব্লগ http://www.webseoguide.net আর মিটআপ সফলতার সাথে শেষ হল।

আমার যাওয়ার খুব ইচ্ছা থাকলেও মিটআপ ঢাকায় হওয়ার কারনে আমি সহ আমদের চট্টগ্রামের অনেকেই মিটআপে অংশগ্রহণ করতে পারেনি ।

তবে তাদের সবার জন্য খুশির খবর হল আগামী ৮ই ডিসেম্বর বৃহস্পতিবার বিকাল ৩ টায় নাসিরাবাদ বয়েস স্কুলের সামনে " চট্টগ্রাম অনলাইন মিটআপ " অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এই মিটআপে আমাদের অথিতী হিসেবে উপস্থিত থাকছেন  তাহের চৌধুরী সুমন, সজীব রহমান , Mahbub টিউটো এবং নিশাচর নাইম।

এই মিটআপে টেকনোলজিকাল, এসইও এবং আনলাইনে আয়ের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হবে ।

এই মিটআপে Search Engine Optimization BD গ্রুপের সকল মেম্বার , http://www.webseoguide.net এবং http://www.techtunes.io এর সকল, মেম্বার, টিউনার, টিউমেন্টর ,ভিজিটর সহ ফেইসবুকের যে কেউ এই মিটআপে অংশগ্রহণ করতে পারবেন ।

এই মিটআপ সবার জন্য উম্মুক্ত এবং আমার জানামতে চট্টগ্রামের সর্ব প্রথম অনলাইন মিটআপ।

 

তাই সবাই এই মিটআপে এটেন্ড করে "চট্টগ্রাম অনলাইন মিটআপ" সফল করুন।

আমার একটি আবদার প্লীজ চট্টগ্রামের সবাই মিটআপে অংশগ্রহন করবেন।

 

আর মিটআপের লাইভ আপডেড জানতে  এবং কোন সাহায্য , পরামর্শের জন্য এই ইভেন্টে এটেন্ড করুন

 

কোন ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

সবাই ভাল থাকুন , সুস্থ থাকুন, ভালবাসাসহ আপনাদেরই সাব্বির আলম ।

Level 0

আমি সাব্বির আলম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 108 টি টিউন ও 868 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 10 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি মোহাম্মদ সাব্বির আলম ( আসিফ পাগলা সাব্বির ) । Google Adsense এর একজন পাবলিশার্স হিসাবে কাজ করছি। বর্তমানে SEO নিয়েই পরে থাকতে এবং সবার মাঝে শেয়ার করতেই ভালো লাগে। আর বাংলা ব্লগিং করাটাই সব চেয়ে বড় নেশা। আমার সম্পর্কে আরো বিস্তারিত জানতে অথবা লাইভ সাপোর্ট পেতে আমাকে ফেইসবুকে অ্যাড...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমি আসছি ।চট্টগ্রামে যারা যারা থাকেন তাদের কেও আসার জন্য নিম্নত্রন করছি।

Level 0

চাকরীজীবিদের কথা চিন্তা করে সময়টা একটু পরিবর্তন করলে ভাল হয় ।

    এখনতো ভাই সময় পরিবর্তন করা সম্ভব না । তারপরও দেখেন না ভাই সময় করে আসতে পারেন কিনা। আমদের মিটআপ প্রায় ৬-৭ টা পর্যন্ত চলবে । আসলে খুশি হতাম 😛 @harun:

amar aser onak isscha kintu amer suti ni bondura…..

হারুন ভাইয়ের সাথে আমিও একমত। আমরা যারা চাকরিজীবি তাদের কথা চিন্তা করে সময়টা একটু পেছানো উচিত। ৫ টা হলে ভালো হয়।

হাইরে গ্রামে থাকি বলে আগ্রহ থাকার সত্তেও যেতেপারতেছিনা ।

    কোথায় থাকেন ??? @MD.JOYNAL ABDIN:

      আমি থাকি চট্টগ্রামের একটা ছোট্টগ্রামে যা রাউজান থানার অর্ন্তরগত যার নাম উত্তর সর্তা ।

Level 0

ধন্যবাদ।

Level 0

ami sure asbo ………..

………….ohho………..sure sure………….. dorkar hole volunteer hishebeo kaaz korbo…….!!!

Level 0

অবশ্যই আসব।

চট্টগ্রামে টেকটিউনস এর সদস্য কি এত কম ? আরও বেশি সাড়া আশা করেছিলাম। মিটআপে আসার আপ্রাণ চেষ্টা করব। এরকম আয়োজন করার জন্য সাব্বির ভাই কে ধন্যবাদ।

ধন্যবাদ ভাই 🙂

Ami asboi……..ধন্যবাদ ভাই

Level 0

apnader donna bad it sector ka agea nea jabar jonna ami saudita ace but amar chto bhi jaban okhna insallah