অনেকেই বলেন প্রিন্টারের কার্টিজ নষ্ট হয়ে গেছে!
নতুন কার্টিজ 1400-1500 টাকা খরচ করে কিনে ফেলেন। আমার এক্সপেরিয়েন্স বলে প্রিন্টারের কার্টিজ কখনো নস্ট হয়না। আমি নিজেও প্রথমবার ধরা খেয়েছিলাম। ব্যক্তিগতভাবে আমি লেক্সমার্কের Z1320 প্রিন্টার ব্যবহার করি। প্রিন্টারের ক্ষেত্রে লেক্সমার্ক আমার প্রথম পছন্দ। দ্রুত প্রিন্ট আর সুন্দর ছাপানোর জন্য এর জুড়ি নেই। প্রিন্টার কেনার কিছুদিনপর কালি শেষ হয়ে যায়। প্রিন্টারের সাথে 28A ব্লাক কার্টিজ ছিল যেটি রিফিল-এবল। বাজার থেকে অরজিনাল লেক্সমার্কের কালি কিনে দু-তিনবার রিফিল করে প্রিন্ট করি.. কিন্তু লেখা আগের মত ক্লিয়ার হয়না। কয়েকমাস পর লেখাগুলোর অক্ষরই ভেঙ্গে যেতে থাকলো আরও অস্পস্ট হতে থাকলো তাই নতুন কার্টিজ কিনলাম হেড নষ্ট হয়ে গেছে ভেবে।
বহুদিন পরে বুঝতে পেরেছি, প্রিন্টারের হেড কখনোই নষ্ট হয়না। সমস্যা কার্টিজে নয়, সমস্যা রিফিলের কালিতে।
বাজারে প্রিন্টারের যেসব কালি পাওয়া যায় তা থার্ড ক্লাস ক্যাটাগরীর। এগুলো মূলত, Pigment বেসড কালি।
বোতলের গায়ে Pigment ink লেখা থাকে। এই কালির কারণেই প্রিন্টারের হেড নষ্ট হয়ে গেছে বলে আপনার ভুল ধারণা জন্মে।
আপনি কালি কেনার জন্য কম্পিউটারের দোকানে না গিয়ে কোডাক বা অন্যন্য ছবি প্রিন্ট করার কাচামালের দোকানে যান। ওদের গিয়ে বলুন, কালো EP-Dye বেসড কালি দিতে। দাম মাত্র 60-70 টাকা, এক বোতলে 100 ml কালি থাকে। ওদের দোকানে Pigment ও EP-Dye দু ধরণের কালিই থাকে। দুটো দেখতেই একই রকম। চিনতে ভুল করবেন না যেন।
ছবিঃ একই রকম বোতলে পিগমেন্ট বেসড ও ইপি-ডাই কালি
বোতল দুটো একই রকম হলেও গায়ের লেখা পড়ুন। EP-Dye কালির গায়ে কথাটি লেখা থাকে।
ছবিঃ Ep-Dye লেখাযুক্ত ফটো প্রিন্টারের কালি
এই কালির অনন্য বৈশিষ্ট্য হর এটি আঠালো, অনেক বেশী ডিপ রং এর এবং প্রিন্ট হবার পর হাত দিয়ে ঘষা দিলেও কালি ছড়িয়ে পড়ে না। এই কালিদিয়ে ড্রাফট মুডে প্রিন্ট করে যে কোয়ালিটি পাবেন, নতুন কার্টিজ কেনার পরও সেই কোয়ালিটি পাবেন না।
দুদিনে আমি 2,500 পেজ মানে দুপিঠ মিলিয়ে মোট 5,000 পৃষ্ঠা ছাপিয়েছিলাম আমার কোচিং এর স্টুডেন্টদের জন্য। এপর্যন্ত প্রায় 10,000 পেজ প্রিন্ট দিয়েছি এই কার্টিজ দিয়ে। এমনকি 2 বছর আগের কার্টিজ যেগুলো নষ্ট হয়েছে ভেবেছিলাম সেগুলোতেও এই কালি ঢোকানোর পর অনায়াসে লেজার প্রিন্টার কোয়ালিটির স্মুথ প্রিন্ট হচ্ছে।
লেক্সমার্কের দুধরণের কার্টিজ রয়েছে।
ছবি প্রিন্ট করার জন্য আলাদা কার্টিজ পাওয়া যায়, 31 Photo দাম 1900-2000 এর মত। এটি ব্যবহার করলে ঘরে বসেই ল্যাব প্রিন্ট কোয়ালিটির ছবি প্রিন্ট করতে পারবেন। পাসপোর্ট, স্টাম্পসহ পারিবারিক ছবিগুলো আমি ঘরেই প্রিন্ট দেই, খরচ অনেক কম হয়।
ফটোপেপার কেনার সমসয় লেক্সমার্কের কাগজ না কিনে ভালো মানের কাগজ কিনুন। Fine Pixel এর কাগজের দাম বেশী পড়ে তবে এটিতে প্রিন্ট দিলে ল্যাব প্রিন্ট আর প্রিন্টার প্রিন্টের কোন পার্থক্যই ধরতে পারবেন না!
লেক্সমার্কে প্রিন্টারজনীত কোন সমস্যা থাকলে জানাবেন। সমাধান করে দেবার চেষ্ঠা করবো।
ভালো থাকুন, সুস্থ থাকুন--
--- নেট মাস্টার।
Author: Dr Tanzil
আমি নেট মাস্টার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 64 টি টিউন ও 1834 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 9 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
VAi AMAR HPD1660Printer but amaro printer er shtate je black kali diasilo seti ses hoa gese.So ami bazar theke siringer refil ane refil kori.kisodin por deka jai kali thakar poro print hoi na.akon pc te show kore your carrtige has problem.