লেক্সমার্ক ইন্কজেড প্রিন্টার ব্যবহারের বুলেট টিউন

অনেকেই বলেন প্রিন্টারের কার্টিজ নষ্ট হয়ে গেছে!

নতুন কার্টিজ 1400-1500 টাকা খরচ করে কিনে ফেলেন। আমার এক্সপেরিয়েন্স বলে প্রিন্টারের কার্টিজ কখনো নস্ট হয়না। আমি নিজেও প্রথমবার ধরা খেয়েছিলাম। ব্যক্তিগতভাবে আমি লেক্সমার্কের Z1320 প্রিন্টার ব্যবহার করি। প্রিন্টারের ক্ষেত্রে লেক্সমার্ক  আমার প্রথম পছন্দ। দ্রুত প্রিন্ট আর সুন্দর ছাপানোর জন্য এর জুড়ি নেই। প্রিন্টার কেনার কিছুদিনপর কালি শেষ হয়ে যায়। প্রিন্টারের সাথে 28A ব্লাক কার্টিজ ছিল যেটি রিফিল-এবল। বাজার থেকে অরজিনাল লেক্সমার্কের কালি কিনে দু-তিনবার রিফিল করে প্রিন্ট করি.. কিন্তু লেখা আগের মত ক্লিয়ার হয়না। কয়েকমাস পর লেখাগুলোর অক্ষরই ভেঙ্গে যেতে থাকলো আরও অস্পস্ট হতে থাকলো তাই নতুন কার্টিজ কিনলাম হেড নষ্ট হয়ে গেছে ভেবে।

বহুদিন পরে বুঝতে পেরেছি, প্রিন্টারের হেড কখনোই নষ্ট হয়না। সমস্যা কার্টিজে নয়, সমস্যা রিফিলের কালিতে।

বাজারে প্রিন্টারের যেসব কালি পাওয়া যায় তা থার্ড ক্লাস ক্যাটাগরীর। এগুলো মূলত, Pigment  বেসড কালি।

বোতলের গায়ে Pigment ink লেখা থাকে। এই কালির কারণেই প্রিন্টারের হেড নষ্ট হয়ে গেছে বলে আপনার ভুল ধারণা জন্মে।

আপনি কালি কেনার জন্য কম্পিউটারের দোকানে না গিয়ে কোডাক বা অন্যন্য ছবি ‍প্রিন্ট করার কাচামালের দোকানে যান। ওদের গিয়ে বলুন, কালো EP-Dye বেসড কালি দিতে। দাম মাত্র 60-70 টাকা, এক বোতলে 100 ml কালি থাকে। ওদের দোকানে Pigment ও EP-Dye দু ধরণের কালিই থাকে। ‍দুটো দেখতেই একই রকম। চিনতে ভুল করবেন না যেন।

ছবিঃ একই রকম বোতলে পিগমেন্ট বেসড ও ইপি-ডাই কালি

বোতল দুটো একই রকম হলেও গায়ের লেখা পড়ুন। EP-Dye কালির গায়ে কথাটি লেখা থাকে।

ছবিঃ Ep-Dye লেখাযুক্ত ফটো প্রিন্টারের কালি

এই কালির অনন্য বৈশিষ্ট্য হর এটি আঠালো, অনেক বেশী ডিপ রং এর এবং  প্রিন্ট হবার পর হাত দিয়ে ঘষা দিলেও কালি ছড়িয়ে পড়ে না। এই কালিদিয়ে ড্রাফট মুডে প্রিন্ট করে যে কোয়ালিটি পাবেন, নতুন কার্টিজ কেনার পরও সেই কোয়ালিটি পাবেন না।

দুদিনে আমি 2,500 পেজ মানে দুপিঠ মিলিয়ে মোট 5,000 পৃষ্ঠা  ছাপিয়েছিলাম আমার কোচিং এর স্টুডেন্টদের জন্য। এপর্যন্ত প্রায় 10,000 পেজ প্রিন্ট দিয়েছি এই কার্টিজ দিয়ে। এমনকি 2 বছর আগের কার্টিজ যেগুলো নষ্ট হয়েছে ভেবেছিলাম সেগুলোতেও এই কালি ঢোকানোর পর অনায়াসে লেজার প্রিন্টার কোয়ালিটির স্মুথ প্রিন্ট হচ্ছে।

লেক্সমার্কের আরো কিছু তথ্যঃ

লেক্সমার্কের দুধরণের কার্টিজ রয়েছে।

  • রিটার্ন প্রোগ্রাম (রিফিল করা যাবেনা) কার্টিজ 28 ব্লাক এবং 29 কালার,
  • রিফিল এবল। এগুলোর শেষে A অক্ষর থাকে। যেমনঃ 28A ব্লাক, 29A কালার
  • লেক্সমার্ক ছাড়া অন্যন্য প্রিন্টারের # চিহ্নিত কার্টিজ গুলো রিফিল করা যায়।

ছবি প্রিন্ট করার জন্য আলাদা কার্টিজ পাওয়া যায়, 31 Photo দাম 1900-2000 এর মত। এটি ব্যবহার করলে ঘরে বসেই ল্যাব প্রিন্ট কোয়ালিটির ছবি প্রিন্ট করতে পারবেন। পাসপোর্ট, স্টাম্পসহ পারিবারিক ছবিগুলো আমি ঘরেই প্রিন্ট দেই, খরচ অনেক কম হয়।

ফটোপেপার কেনার সমসয় লেক্সমার্কের কাগজ না কিনে ভালো মানের কাগজ কিনুন। Fine Pixel এর কাগজের দাম বেশী পড়ে তবে এটিতে প্রিন্ট দিলে ল্যাব প্রিন্ট আর প্রিন্টার প্রিন্টের কোন পার্থক্যই ধরতে পারবেন না!

লেক্সমার্কে প্রিন্টারজনীত কোন সমস্যা থাকলে জানাবেন। সমাধান করে দেবার চেষ্ঠা করবো।

ভালো থাকুন, সুস্থ থাকুন--

--- নেট মাস্টার।
Author: Dr Tanzil

Level 2

আমি নেট মাস্টার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 64 টি টিউন ও 1834 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 9 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

VAi AMAR HPD1660Printer but amaro printer er shtate je black kali diasilo seti ses hoa gese.So ami bazar theke siringer refil ane refil kori.kisodin por deka jai kali thakar poro print hoi na.akon pc te show kore your carrtige has problem.

    @Tamal ROY:
    HP এর ব্যাপারে আমার আইডিয়া কম। আগে নেট থেকে কার্টিজের মডেল দিয়ে জেনে নিন এটি রিফিল করা যাবে কিনা।
    আর আপনার কার্টিজটি বের করে এর কানেক্টরগুলো স্যাভলন বা সার্ভিসিং থিনার দিয়ে পরিষ্কার করে লাগান। অনেক সময় কানেক্টরে কালি লাগার কারণে এটি জ্যাম হয়ে ইরর দেখায়।

Level 0

amar HP Black Cartridge holo Black60…Vai akto help koren….

Level 0

tasara ami ki HP Black Cartridge – Black60 te ki Ep-Dye based kali ki use korte parbo…..

    @Tamal ROY:
    হ্যা পারবেন। EP-Dye হাই পারফরম্যান্স কালি সবগুলো প্রিন্টারেই ব্যবহার করা যায়।

Level 0

arek ta khota ami bazar theke 200 taka dia INK MAN Easy Refil Kit(Made In Korea) ane ager cartridge refil koresilam.oi kali ki Pigment Based Kali…?

    @Tamal ROY:
    নিশ্চিত করে বলতে পারবোনা। তবে এই লিংকে
    http://www.inkman.co.kr/eng_index.htm
    দেখে আমার কাছে Pigment Based কালি বলেই মনে হল। কোন প্রিন্টার কোম্পনীকে EP-Dye কালি সরবরাহ করতে দেখিনি। EP-Dye কালিটি Colour Fly নামের চায়না একটি কোম্পানী প্রস্তুত করে বলে জানি।

Level 2

আমারটা canon mp 145 এটাতে EP-DYE কালি ব্যবহার করা যাবে? এটার ডিফল্ট হল CL-40 black, PG 830 BLACK, CL-41 color, PG 831 BLACK. আমি রিফিল এর জন্য ইঙ্ক ম্যান আর ইঙ্ক ফাস্ট ব্যবহার করি

    @nipu:
    হ্যা, আমার কাছে যেই কালির বোতল রয়েছে সেটি ক্যানন প্রিন্টারের জন্য।
    আসলে প্রিন্টারের কালি ইউনিভার্সেল। একই কালি সব প্রিন্টারেই চলবে, এটা তো কোন চিপ বা যন্ত্র নয় যে খাপ খাবেনা।

      Level 2

      @নেট মাস্টার: অনেক ধন্যবাদ। এটা কিনবো পরের বার

      @নেট মাস্টার:
      ওয়েলকাম! 😀
      অনেক দোকানদার পাইরী (PAIRI) নামের একটি কালির খুব গুনগনি করেন এবং চড়া দামেও সেটি বিক্রি হয়। তবে আমার ল্যাব টেস্টে দেখেছি পাইরীতে মসৃণ প্রিন্ট হলেও এটি ছড়িয়ে পড়ে। এটিও Pigment Based কালি। তাই EP-Dye কালিকেই আমি ব্যক্তিগত বিবেচনায় এগিয়ে রাখি। 😀

Level 0

Thanks NEt Master Vaia….

Level 0

Net Master Vaia EP-Dye Kali Ki Photo Studio te Ki paoa jabe? Ar paoa geleo ki ora khusra bikkri kore? Apni khotha thethe kinesen….Bolben Plz?

    @Tamal ROY:
    হ্যা খুচরা বিক্রি করে। আমি কিনেছি রংপুরের কোডাক ল্যাবের বিক্রয় কেন্দ্র থেকে। স্টুডিওতে এগুলো পাওয়া যাবেনা। যেখানে ফটোপেপার ও ছবি ছাপানোর কালি বিক্রয় করা হয় সেখানেই পাবেন।

Level 0

Ami Wari Te Thaki…….

Level 2

আমার ও একিই মদেল এর প্রিন্টার কিন্তু নষ্ট কারন ব্ল্যাক কার্টিজ অরিজিনাল টা নষ্ট মনে করে ২নং একটা কিনছিলাম কিন্তু কনতাই সাপোর্ট করছে না। নতুন যে আরেকটা কিনব ভরসা পাইনা কি করব? জানাবেন।

    @Elmur Reza:
    28A কিনলে সাপোর্ট না করার কোন কারণ নেই। আপনার সমস্যা বড় বা ছোট দুটোই হতে পারে।

    ছোট সমস্যা: কার্টিজের টার্মিনালগুলো জ্যাম হয়ে গেছে। এক্ষেত্রে কার্টিজটি বের করে এর কানেক্টরগুলো স্যাভলন বা সার্ভিসিং থিনার দিয়ে পরিষ্কার করে লাগান। প্রিন্টারের যেখানে কার্টিজ লাগে সেই জায়গাটি পরিষ্কার করুন।

    বড় সমস্যাঃ প্রিন্টারটি নষ্ট হয়ে থাকতে পারে। সেটি হলে 1400 টাকা দিয়ে নতুন কার্টিজ কেনার চেয়ে বরং 2900 টাকা দিয়ে নতুন প্রিন্টার কেনাই বেটার।

    আপনার লেক্সমার্কের সফটওয়্যার থেকে কি ইরর দেখায় তান স্ক্রিণশট দিলে ভালোভাবে হেল্প করতে পারতাম।

Level 0

EP-Dye kali ki sudhu Black color e paoya jay naki 4 ta colour e paoya jay? I mean Black, Red, Yellow, Blue. 4ta color e paoya gele proti koutar dam koto kore?

    @billi:
    হ্যা, CMYK এর চাররঙ্গা প্রত্যেকটি রং ই পাওয়া যায়। দাম 70-80 টাকা।

আমার অফিসে আমি লেক্সমার্ক প্রিন্টার ইউজ করি। আপনার টিউনটা বেশ কাজে লাগলো আমার। ধন্যবাদ নেট মাস্টার ভাইয়া। 🙂

ভাই নেট মাস্টার, আপনার টিউনের কমেন্টের উত্তর গুলো দেখে মনে হচ্ছে প্রিন্টার সর্ম্পকে আপনার অভিজ্ঞতা অনেক। তাই আপনার কাছে একটা পরামর্শ চাচ্ছি…………………………………
অনেক দিন ধরে একটা প্রিন্টার কিনব ভাবছি। আমার বাজেট ৮-১০ হাজার টাকা। বাসায় ব্যাবহার করব তাই প্রিন্টারের সাথে স্ক্যানার এবং কপিয়ার থাকলে খুব ভাল হয়। কিন্তু আমার প্রিন্ট স্পীড ভাল এবং হাই কোয়ালিটি ফটো প্রিন্ট হবে এমন প্রিন্টার দরকার। আবার কালির খরচটাও কম হতে হবে। মানে বাংগালি গরিব মানুষ যা চায় আর কি।
এখন ভাই আমি কোন ব্রান্ড এবং কি কি মডেল কিনলে আমার চাহিদা পুরন করতে পারি জানাবেন প্লিজ।
আমার এমেইলঃ [email protected]

Level 0

z640 তে কি রিফিল করা যাবে?

Level 0

31 Photo ink cartridge কি refillable ?

ভাই আমার ১টা কালার কারটিজ থেকে কালি বের করতে চাচ্ছি, এটাকি সম্ভব?
ঠিক মত রিফিল করতে পারছিনা, EP-Dye বেসড কালি দিতে চাচ্ছি।
মডেল হচ্ছে-
কেনন ip২৭৭২

    @সাইবার ডন:
    সিরিন্জ ঢুকিয়ে টান দিলেই কালি সিরিন্জে উঠে আসে.. আমি এভাবেই কালি বের করে ফেলি।
    সময় নিয়ে সিরিন্জদিয়ে টেনে টেনে কালি বের করে ফেলুন। এরপর EP-Dye কালি 5-10ml কার্টিজে ঢুকিয়ে ভালোভাবে নেড়ে-চেড়ে 20 মিনিট রেখে দিন। আবার সিরিন্জ দিয়ে টেনে কালি বের করে ফেলুন, তাহলে কার্টিজ পুরোপুরি ওয়াশ হয়ে যাবে। 😀

      @নেট মাস্টার: ভাই আমার কালার কার্টিজে ১টা সমস্যা হয়, ছবিতে দাগ দাগ আসে ভাবছিলাম এই কালি দিলে ঠিক হবে, কিন্তু হলনা। এখন কি করবো?

ভাই, আমার প্রিন্টার লেক্সমার্ক Z645 । ২/৩ বছর আগে কেনা। কিন্তু লাস্ট প্রায় ৬/৭ মাস হুদাই ফেলে রেখেছিলাম। এখন প্রিন্ট করতে গিয়ে দেখি লেখার মাঝে মাঝে ফাকা থেকে যাচ্ছে। মনে হচ্ছে সাদা লাইন টানা। কার্টিজ ভরে দিলেও লো ইঙ্ক দেখায়। সবাই বলছে কার্টিজ চেঞ্জ করতে। কি করব আইডিয়া দেন প্লিজ।

    @তমাল:
    যদি “A” চিহ্নিত কার্টিজ যেমন 28A তবে এটা রিফিল করা যাবে। নতুন কার্টিজ কেনার দরকার নেই।

    আপনার কার্টিজের কালি শুকিয়ে গেছে (প্রিন্টারের নিয়ম হল প্রতি সপ্তাহে অন্তত একবার করে প্রিন্ট করা, না হলে কালি শুকিয়ে যায়)। এর সমাধান হল- প্রথমে একটি বাটিতে গরম পানি নিয়ে তাতে কার্টিজের হেডটি 5 সেকেন্ড চুবিয়ে রাখুন। এরপর টিস্যুপেপার কার্টিজের মুখে দিয়ে রাখুন যাতে কালি শুষে নিতে থাকে। …
    এভাবে 20-30 মিনিটি কালি শুষে নিলে কার্টিজের জ্যাম ঠিক হয়ে যাবে। এরপর কার্টিজে কালি ভরিয়ে নিশ্চিন্তে প্রিন্ট করতে থাকুন। 😀

Vai apni to dekhi e bisoye boss. Dhonnobad sobaike udar mone sahajjo korrar jonno. E postti er kichu din purbe pele amar 1400 taka nosto hoto na.
Jai hok porobortite apnar kache sahajjo cabo. Amio Rangpure thaki.

Level 0

Thanks a lot for sharing the info. 🙂

Level 0

vi ami techtunes a noton,amar vol goli khoma korben,
amar printer lexmark interpret s405,aitar black cartridge ses hoya gaca,ar por onak kosta kora computer source thaka 500tk dia compatible ink cartridge DS-LX100BK 2ta kina ani but agoli kaz kora na,amar printer agola support kora na,ki korba bozta parcina,viya jodi help korten
kub opokar hoita plz.

    @anikdcc2:
    আপনার কালো কার্টিজটি 100XL BLACK, আপনার কার্টিজের শেষে যদি A থাকে, অর্থাৎ নাম হয় 100XLA BLACK, তবে এটি রিফিল করা যাবে।
    সম্ভবত আপনি 100XL BLACK HIGH YIELD RETURN PROGRAM INK CARTRIDGE টি প্রিন্টারের সাথে পেয়েছিলেন। এই কার্টিজটি খুব কম পাওয়া যায়, আপনাকে কম্পিউটারের দোকানে দোকানে খুজে কার্টিজটি বের করতে হবে। কেনার সময় 100XLA কার্টিজটি কিনুন তাহলে ভবিষ্যতে রিফিল করতে পারবেন। শুধূ 100XL এ রিফিল হবেনা।
    আরো বিস্তারিত জানুন এখানে-
    http://www1.lexmark.com/US/en/catalog/product.jsp?prodId=5284

      Level 0

      নেট মাষ্টার আপনাকে সবাই অনেক ধন্যবাদ দিয়েছে তাই আমি আর নতুন করে ধন্যবাদ দিয়ে শুরু করলাম না….. শুধু বলবো খুবই সুন্দর একটি টিউন করেছেন…. এরকম টিউন আপনার কাছথেকে আরো চাই। আমি টেকটিউনস এ নতুন….। আমার প্রিন্টার লেক্সমার্ক ‍s405 নতুন কিনেছি। প্রিন্টারের সাথে যে কার্টিজ দেয়াছিলো তা হলো Lexmark Black Cartridge 100 কোন xL বা XLA লেখা নাই। আমি 600 টাকা দিয়ে computer source থেকে Golden Ink এর LM100xLB cartridge ক্রয় করি। এখন প্রশ্ন হলো উপরের 100 এবং 100XLB এই দুটো কি রিফিল করা যাবে । এখানে উল্লেখ করা যায় Lexmark Black Cartridge 100, 100A, 100XLA cartridge Catalog -এ দেয়া আছে । 100 cartridge sticker খুলে দেখেছি একটি সার্কিট দেয়া আছে। আসলে এটা কি এবং কেন দেয়া হয়েছে। সবগুলো কার্টিজে কি এরকম আছে? উত্তর টা শীঘ্রই পাবো আশা করি।

        @mahadi7612: আমার জানা মতে #XLB রিফিলএবল। শুধু XLB রিফিল করা যায় কি না ঠিক বলতে পারছিনা। নতুন জেনারেশনের অনেক কার্টিজ আমার জানার মধ্যে নেই। তাই, কালি শেষ হবার আগে আপনাকে জানাতে পারছিনা রিফিলএবল কি না। কালি শেষে যদি রিফিল হয় লাক ভাল, নয়তো লাক মন্দ। কার্টিজের ঝামেলা এড়াতে আমি এখন ইপসন ব্যবহার করছি।

amar printer lexmark z645. kisu din age natun cartize kinesi. kali ses hawar por rifil korar por print hosse na. plz help me.

    @নািজম আহমেদ:
    #17 কার্টিজটি রিফিলএবল, তাই রিফির করা যাবে। কিভাবে রিফিল করতে হবে দেখুন এখানে-
    http://www.youtube.com/watch?v=WmyrngyrxAM

    আর প্রিন্ট হয়না বলতে কি বোঝাতে চেয়েছেন পরিষাকার করে বলুন। ইমেজিং স্টুডিও থেকৈ ইরর ম্যাসেজের স্ক্রিণশট দিন, সমাধান করে দেবার চেষ্ঠা করবে।

17 no cartize

Level 0

Vai, Canon iP1300 nia akta jamelay porci…
PC-er sathy connect korlyE message dai “Ink courtise is absorbed.” Ki kori??

    Level 0

    Sorry vai, messageTa holo-
    Ink absorber is full.

      @sajal4741:
      কার্টিজের অতিরিক্ত কালি জমা করার একটি পাত্র থাকে প্রিন্টারের ভেতরে। সেটি ফুল হয়ে গেছে। পাত্রটি পরিষ্কার করতে প্রিন্টার খুলতে হবে। অবশ্য অন্য এক টেকনিকেও সমাধান করা যায়-
      1. প্রিন্টারের পাওয়ার অফ করে দিন।
      2: Resume button চেপে রাখুন এরপর POWER বাটন চাপুন। একটি বিপ শুনতে পারবেন।
      3: পাওয়ার বাটন চেপে রাখুন আর RESUME বাটনটি ছেড়ে দিন।
      4: RESUME বাটনটি পর পর দুবার চাপুন।

      😀
      5: When the indicator lights steady, press RESUME three(3) times. The
      indicator should be orange.
      6: Press Power to set data.

নেট মাষ্টার ভাই, আপনােক ধন্যবাদ। ১৭ কািটজে িপ্রন্ট িদলে েকান পিন্ট হচ্ছে না। কাটিজ খুলে নতুন করে লাগালে নতুন না পুরাতন সেঅপশন আসছে না। কয়েক দিন আগে রিফিল করেছিলাম তবে কালি দিয়েছিলাম খুব বেশী।কাটিজ ভতি করে কালি দিয়ে ফেলেছিলাম। এখন কি করব

Level 2

Vi, amar printer er model LEXMARK INTERPRET S405.
Eta theke ami print korte parchina. Print command dile print o korene abar kono essage o show kore na. But scan kora jacche. Ki korte pari keo ki bolben, please.
R er kartiz ki rifillable?

    @Setu:
    ড্রাইভার রিইন্সটল করুন। মনেহয় সমাধান পাবেন।
    লেক্সমার্কের কেনার সময় যেসব কার্টিজ দেয় সেগুলো সাধারণত রিফিল করা যায়না। রিফিরএবল কার্টিজ আলাদা করে কিনতে হয়। আপনার কার্টিজের নামের শেষে A থাকলে রিফিল করতে পারবেন।

TT te ekjon Printer Specialist peye khuv valo lagse.
Amar printer canon mp198. Idaning photo print debar khayes hoyeche. Studio print quality pete hole ki paper & kali baboher korbo? Dam koto? Chobi soho sahajjo korle upokkrito hotam. Ami ep-dye er CMYK kali kinechi. Kodak lab Rangpure kothay?

Level 0

@নেট মাস্টার:
আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর এবং প্রয়জনীয় একটা পোস্ট করার জন্য। ঢাকায় EP-Dye কালি কোথায় পাওয়া যাবে কেউ বলতে পারেন? আমার বাসার কাছে ফুজি ল্যাব আছে, কিন্তু তারা ইঙ্ক বিক্রি করে বলে মনে হয়না।

ধন্যবাদ!

Level 0

vai ami khub problem a asi -dye bassed ing paitesina kothai pabo-dhakai bolben r catrige niye probleme asi ektu contact korte pari plz,,,,,,

    @AS TUTUL:
    মেইলে সমাধান দিয়েছিলাম। আশা করছি আপনি আর সমস্যায় নেই।

Level 0

বস, ৪০০০ টাকায় লেক্সমারক কোন প্রিন্টার কিনা উচিত?

Level 0

নেট মাস্টার ভাই, আসসালামু আলাইকুম। আমার প্রিন্টার ক্যানন পিক্সমা আইপি ২৭৭২। ইদানিং আমার প্রিন্টারে প্রিন্ট করলে লেখাগুলোর নিচের দিকে বা উপরের দিকে বা মাঝখানে কেটে যায়। কেন এই সমস্যা হচ্ছে বুঝতে পারছিনা। যদি একটু সহায়তা করেন তাহলে বেশ উপকার হয়। ধন্যবাদ।

    @msit:
    দুখিত দেরী তে উত্তর দেবার জন্য। আপনার কার্টিজের হেড জ্যাম হয়ে গেছে, কালির ফ্লো ভাল না থাকায় এই সমস্যা হচ্ছে। আপনি সিরিন্জে কালি নিয়ে কার্টিজ কানায় কানায় ভরুন, এত বেশী ভরবেন যেন হেড দিয়ে কালি চুইয়ে পড়ে। এরপর হেডে টিস্যু লাগিয়ে কালি চুইয়ে পড়তে দেবেন ঘন্টাখানেক।
    তাহলে, কালির ফ্লো ঠিক হয়ে যাবে। এর পর ৬-১২ ঘন্টা প্রিন্ট না করে কার্টিজ প্রিন্টারে ডুকিয়ে রাখবেন, এতে কার্টি জ কালি দ্বারা সম্পৃক্ত হবে। এর পর হেড ক্লিন করার প্রিন্ট দেবেন গোটা দশেক.. সমস্যার সমাধান পাবেন 😀

      @নেট মাস্টার: শাওন ভাই তো বিলাই মাস্টার। 😀
      ওয়াই ম্যাক্স মাস্টার হলে লিনাক্সে কুবিও চালাতে পারতেন 😛
      [আসলে কুবি রাজশাহীতে নাই 🙁 ]

      Level 0

      @নেট মাস্টার: @নেট মাস্টার:
      নেট মাস্টার ভাই, কার্ট্রিজ কানায় কানায় ভরেছি। কিন্তু হেড দিয়ে কালি চুইয়ে পড়েনি। পরে হেডে টিস্যু লাগিয়ে প্রায় সোয়া এক ঘন্টার মত রেখেছি।
      এরপর প্রায় ১৪ ঘন্টার মত প্রিন্ট না করে কার্ট্রিজ, প্রিন্টারে ঢুকিয়ে রেখেছি।
      তারপর টেস্ট প্রিন্ট দিয়েছি ছয়টি। কিন্তু সমস্যার সমাধান হয়নি। আগের মতই লেখা উপরে/নিচে/মাঝে কেটে কেটে আসছে।

আপনি আসলেই মাস্টার।

সালাম আপনাকে!

Level 0

@নেট মাস্টার: ভাই, কার্ট্রিজ কানায় কানায় ভরেছি। কিন্তু হেড দিয়ে কালি চুইয়ে পড়েনি। পরে হেডে টিস্যু লাগিয়ে প্রায় সোয়া এক ঘন্টার মত রেখেছি।
এরপর প্রায় ১৪ ঘন্টার মত প্রিন্ট না করে কার্ট্রিজ, প্রিন্টারে ঢুকিয়ে রেখেছি।
তারপর টেস্ট প্রিন্ট দিয়েছি ছয়টি। কিন্তু সমস্যার সমাধান হয়নি। আগের মতই লেখা উপরে/নিচে/মাঝে কেটে কেটে আসছে।

    @msit: প্রথমে আমি নেট মাস্টার ভাইয়ের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি।

    লেখা উপরে/নিচে/মাঝে কেটে কেটে আসছে।

    লেখা কেটে কেটে আসার একটি বড় কারণ প্রিন্টিং কোয়ালিটি। আপনি যদি প্রিন্টিং কোয়ালিটি ‘ড্রাফট’ সেট করেন তাহলে লেখা কেটে কেটে আসবেই! এর বিকল্প নেই। কোয়ালিটি টেক্সট দিলে অল্প কেটে আসে; কিন্তু আপনি যদি কোয়ালিটি টেক্সট অ্যান্ড ইমেজ সেট করেন তাহলে লেখা একটুও কেটে আসবে না।
    আপনি বরং প্রিন্টিং কোয়ালিটি টেক্সট অ্যান্ড ইমেজ সেট করে যেকোন কিছু প্রিন্ট করুন।
    এতে সমস্যার সমাধান হলে কষ্ট করে জানিয়েন।
    ধন্যবাদ। 🙂

      Level 0

      @নিওফাইটের রাজ্যে: প্রিন্টিং কোয়ালিটি ‘ড্রাফট’, কোয়ালিটি টেক্সট ও কোয়ালিটি টেক্সট অ্যান্ড ইমেজ সেট করার ব্যাপারটা বুঝলাম না। যদি একটু বিস্তারিতভাবে বুঝিয়ে বলেন তাহলে উপকার হয়।

      @নিওফাইটের রাজ্যে: ভাল সমাধান দিয়েছ। 😀
      ফটো মুডে লেখা কাটা আসবেনা কখনোই। কিন্তু তা প্রিন্টিং টাইম বাড়িয়ে দেবে। আমরা চেষ্ঠা করছি কার্টিজটিকে সুস্খ করে দিতে যাতে যেকোন মুডেই প্রিন্ট ঠিকঠাক আসে।

      আপনি গরম পানিতে কার্টিজের হেড চুবিয়ে রাখুন 5 মিনিটের মত। তারপর আবার আগের পদ্ধতি অনুসরণ করুন। আর কালি চুইয়ে না পড়ামানে হেড শুকিয়ে গেছে। হেড শুকনো থাকলে কার্টিজ নষ্ট হয়ে যাবে।

      তাই কালি চুইয়ে পড়াতেই হবে আপনাকে।

      এসবে সমাধান না হলে কিছু করার নেই। আপাতত ফটোমুডে প্রিন্ট দিয়ে কাজ চালান। কয়েতদিন পরে ফটোমুডেও সমস্যা হলে কার্টিজ বদলাতে হবে।

        Level 0

        নতুন একটি সমস্যায় পড়েছি। সাদা কালো’র জায়গায় শুধু সবুজ রংয়ের প্রিন্ট হচ্ছে। তাই আমার ক্যানন পিক্সমা আইপি ২৭৭২ এ কালি ভরেছি। কিন্তু কালি ভরার পর কোন প্রিন্ট হচ্ছেনা। শুধু কমলা রং এর বটনটি ১৩ বার জ্বলছে আর নিভছে। এর সমাধান কি?

    @msit: তাহলে মনে হয় আপনার সমস্যা প্রিন্টারে নয়, প্রিন্টিং কোয়ালিটিতে!
    কেননা প্রিন্টিং কোয়ালিটি ড্রাফট অথবা টেক্সট ডিফল্টে থাকে। আপনি প্রথমে মাইক্রোসফট ওয়ার্ড এ কোন একটি ডকুমেন্ট প্রিন্ট অপশনে গিয়ে প্রপার্টিজ এ যাবেন। ওখানে একটু খুঁজলেই প্রিন্টিং কোয়ালিটি নামক অপশন পাবেন। ড্রপ ডাউন বক্স থেকে টেক্সট ইমেজ, ফটো কিংবা বেস্ট ফটো অপশন বেছে নিতে পারেন।
    তবে হ্যাঁ, প্রিন্টিং টাইম কোয়ালিটির উপর নির্ভর করে। যত ভাল কোয়ালিটির প্রিন্ট অপশন বেছে নিবেন প্রিন্ট করতে তত বেশি সময় লাগবে।
    আপনি কার্ট্রিজের বিভিন্ন চেকআপ করাতে পারেন যেমন নজল চেক, হেড ক্লিনিং ইত্যাদি। লেখা কাটা কাটা আসলে আমি নজল চেক করি, এতে ড্রাফট মুডেও ভাল প্রিন্ট হয়।
    এতেও সমস্যার সমাধান না হলে ম্যানুয়ালি নেট মাস্টার ভাইয়ের কথামত হেড ক্লিন করতে পারেন।

    ধন্যবাদ। 🙂

Level 0

@নেটমাস্টার ভাই, কালি চুইয়ে না পড়া বলতে আমি বুঝাতে চেয়েছিলাম যে, কার্ট্রিজ কালি দ্বারা পরিপূর্ণ হওয়ার পর কার্ট্রিজ হেড থেকে কালি চুইয়ে পড়েনি। তবে টিস্যু পেপার দিয়ে প্রায় সোয়া এক ঘন্টা যখন রেখেছিলাম তখন টিস্যু, কালি চুইয়ে পড়ে টিস্যু ভিজে একাকার হয়ে গিয়েছিল।

এখন অবশ্য আপনার পরবর্তী পদ্ধতি অনুসরণ করছি। প্রিন্ট হেড প্রায় সাত মিনিট গরম পানিতে চুবিয়ে রেখেছিলাম। এরপর কার্ট্রিজ, কালি দিয়ে পরিপূর্ণ করেছি। পরে এক ঘন্টার জন্য টিস্যু দিয়ে কালি চুইয়ে পড়তে দিয়েছি।

এরপর প্রিন্টারে কার্ট্রিজটি লাগিয়েছি। প্রায় ৪ ঘন্টা শেষ হয়েছে।

@নিওফাইটের রাজ্যে ভাই, ক্যানন আইপি পিক্সমা ২৭৭২ প্রিন্টারের নজল চেক এবং হেড ক্লিনিং করবো কিভাবে?

আমি মাইক্রোসফট অফিস নয়, লিব্রে অফিস ব্যবহার করি। এটার প্রোপার্টিজের দুটি ছবি দিচ্ছি। আশা করি সমাধান দিতে পারবেন।

[IMG]http://i.imgur.com/rVrWH.png[/IMG]

[IMG]http://i.imgur.com/LFHDW.png[/IMG]

Level 0

ধন্যবাদ নিওফাইটের রাজ্যে ভাই। 600×600 DPI Photo Draft মুডে প্রিন্ট ভালো আসছে।
কিন্তু প্রিন্টারের নজল চেক করবো কিভাবে?

নেট মাস্টার ভাইকেও ধন্যবাদ চমৎকার একটি খোলার জন্য এবং প্রিন্টারের সমস্যা সমাধানে সহায়তা করার জন্য।

    @msit: অনেক দেরিতে রিপ্লাই দেওয়ার জন্য দুঃখিত, কারণ আপনি কমেন্টে দেওয়ার আগে Reply তে ক্লিক করলে সমস্যা হত না।
    মিন্টু বন্টুতে প্রিন্টারের সফটওয়্যার কাজে আসে না তাই আপনি উইন্ডোজ ছাড়া নজল চেক, হেড ক্লিনিং করতে পারবেন না।

      Level 0

      নতুন একটি সমস্যায় পড়েছি। সাদা কালো’র জায়গায় শুধু সবুজ রংয়ের প্রিন্ট হচ্ছে। তাই আমার ক্যানন পিক্সমা আইপি ২৭৭২ এ কালি ভরেছি। কিন্তু কালি ভরার পর কোন প্রিন্ট হচ্ছেনা। শুধু কমলা রং এর বটনটি ১৩ বার জ্বলছে আর নিভছে। এর সমাধান কি?

প্রথমেই নেট মাষ্টার ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই এরকম একটি চমৎকার মানের টিউন উপহার দেওয়ার জন্য। আপনার টিউন পরে আবার আশা জাগছে যে, আমার প্রিন্টারটি আবার ঠিক হতে পারে । আমার কাছে Lexmark Z615 মডেলের একটি প্রিন্টার রয়েছে । প্রিন্টারের কালি শেষ হওয়ার পরে আমি ২ বার রিফিল করে এটা ব্যবহার করেছি । এরপর প্রিন্টারটি প্রায় ১ বছর যাবৎ ফেলে রেখেছিলাম । ১ বছর পর যখন প্রিন্ট করি তখন দেখি লেখাগুলো ঝাপসা আসে এবং ২ থেকে ৩ পেজ প্রিন্ট করার পর আর কোন কালিই আসে না । কালি শেষ/শুকিয়ে গেছে ভেবে কার্টিজটি পুনরায় রিফিল করলাম কিন্তু কোন লাভ হলো না, কোন প্রিন্ট-ই হয় না । এরপর সপ্তাহ খানেক পরে আবারও প্রিন্টারটি পিসির সাথে লাগালাম । এবারও একই অবস্থা – ২ থেকে ৩ পেজ ঝাপসা প্রিন্ট হয় তারপরে পরে আর কোন কালি আসে না । অনেক বলল যে কার্টিজটি নষ্ট হয়ে গেছে – পরিবর্তন করলেই ঠিক হয়ে যাবে । কিন্তু এরপর বিশেষ কোন দরকার হয়নি বলে নতুন করে আর কোন কার্টিজ কেনা হয়নি । প্রিন্টারটি ৬ মাস যাবৎ একই অবস্থায় পড়ে রয়েছে ।

আপনার কথায় আবার আশা জাগছে প্রিন্টারটি আবার ঠিক হতে পারে । কার্টিজে কালি রিফিল করলে হেড দিয়ে কালি চুইয়ে পড়ে ( শুধু Black কার্টিজটি ) কিন্তু Color কার্টিজটির কি অবস্থা বলতে পারছি না – কারণ Color কার্টিজ রিফিল করার চেষ্ট করি নাই ।

    @তরঙ্গ:
    তাহলে Ep-Dye কালি দিয়ে রিফিল করলে কি প্রিন্টার ঠিক হবে ? আর কালার কার্টিজ রিফিল করার জন্য কি কালি ব্যবহার করবো ?

    আমার ব্লাক কার্টিজের নাম্বার হলো Black 17 এবং কালার কার্টিজের নাম্বার হলো Color 17 .

    আপনার উত্তরের অপেক্ষায় রইলাম ……..

      দুঃখিত, ব্লাক কার্টিজের নাম্বার হবে Black 27 .

      ধন্যবাদ

        @তরঙ্গ: আপনার প্রশ্নটি কোন কারণে চোখ এড়িয়ে গিয়েছিল। আপনি হয়ত ইতিমধ্যে সমস্যার সমাধান করে ফেলেছেন বা করতে পারেননি।

আপনার মত টিউনার এর জন্য আজ টিটি এ অবস্তা ……………… হা হা ( খুব জনপিয় ) আপনার মাধ্যমে প্রিন্টার এর সম্পর্কে একটা কঠিন ধারনা পেলাম … অনেক ধন্যবাদ … ভালো খাকেন…।।

ভাই ভালো ফটো পেপার জেমন Fine Pixel আপনি কোন দোকান থেকে কিনেন বা কোথায় সহজে পাওয়া যাবে ?

Level 0

হায় হায় গত পরসু ১৪০০ টাকা খরচ করলাম এই পোস্ট আগে পাইলাম না ক্যান 🙁

ভাই প্রিন্টার এ normal printera print দিলে কিছু কিছু লাইন এ white লাইন আসে
এবং better প্রিন্ট দিলে প্রিন্ট ঠিক মত আসে কিন্তু ্রিন্ট শেষ হবার পর প্রিন্ট জমা থাকে ।
এবং লেখে problem with the printer. কিন্তু cartig new.

    @The Dead Man: দুঃখিত আমি বহুদিন টিটির বাইরে ছিলাম। যেহেতু বলছে: ”problem with the printer “ তারমানে problem with the printer!! 😛
    কার্টিজ নতুন হলে এসব সমস্যা হবার কথা নয়। বিশেষত লাইনের মাঝামাঝি সাদা দাগ। আপনি কালি কেলিব্রেশন মানে অ্যাডজাস্ট করুন। একটা পেজে টেস্ট প্রিন্ট বের হবে যেখানে সনাক্ত করতে বলবে কোন দাগটা বেশী কাল লাগে। এটা ঠিক ঠাক মত দিলে সমস্যার সমাধান পাবেন। প্রয়োজনে পুরো কালো পেজ প্রিন্ট দিন গোটা কয়েক, হেডের জ্যাম দূর হয়ে যাবে।

Level 0

Lexmark S405 printer এ ড্রাম করা যাবে কি? করলে EP DYE কালি ব্যবহার করা যাবে রিফিল গুলোতে?

    @mahadi7612: ড্রাম আসলে সব প্রিন্টারেই লাগানো যায়, তবে সমস্যা হল লেক্সমার্কের ড্রামগুলো আমাদের দেশে প্রচলিত নয়। আপনি খোজ নিয়ে দেখতে পারেন আপনার এলাকাতে লেক্সমার্কের ড্রাম পাওয়া যায় কি না। আমার এখানে পাওয়া যায় না। তবে নেটে ছবি দেখেছি।

Level 0

Printer Catalog Lexmark Black Cartridge 100, 100A, 100XL A এর নাস দেয়া আছে। তবে Computer Source থেকে Golden Ink এর কার্টিজ LM100 XLB cartridge কিনেছি । এই কার্টিজ টা কি রিফিল করা যাবে। উপরের Lexmark Black Cartridge 100 কার্টিজ শেষ হওয়ার পর স্টিকার এর নিছে একটি সার্কিট দেয়া আছে এবং দুই দিখে দুটি ছিদ্র আছে, এই সার্কিট আসলে কিসের জন্য আর এই ছিদ্র দুটি দিয়ে কি রিফিল করা যায়। এই কর্টিজ টি তে কোন A বা XL উল্লেখ নাই।

    @mahadi7612: LM100 XLB cartridge সম্ভবত জেনেরিক চাইনিজ কার্টিজ। সেটা হলে রিফিল হবার কথা। রিফিল করার জন্যই সাধারণত জেনেরিক কার্টিজগুলো তৈরী করা হয়। স্টিকারের নিচে আপনি চিপ পেয়েছেন। যদি চিপটি কালি ঢোকানোর ছিদ্রের কাছে থাকে তবে এটি রিফিল বন্ধ করবার জন্য। দেয়া। আর সামনের চিপগুলো গোটা প্রিন্টিং এর কাজ নিয়ন্ত্রণ করে। ছিদ্র দুটো কালি ঢোকানোর জন্য।

Level 0

বাজারের অন্যান্য প্রিন্টাররের তুলনায় লেক্সমার্কের s405 প্রিন্টার টি কেমন সার্ভিস দেয় জানেন কি? মাত্র 2 দিন হলো প্রিন্টার কিনেছি। এমনিতে লেক্সমার্ক প্রিন্টার সম্পের্কে ‍খুব একটা ধারণা নাই। কম্পিউটার সোর্স থেকে বলল লেক্সমার্কের আগের মডেল গুলোর তুলনায় এটি অনেক ভালো। ছোট অফিস বা বাসায় ব্যবাহারের জন্য এটি প্রধম সারিতে (১ থেখে ১০ এর মাঝে) থাকবে।

    @mahadi7612: লেক্সমার্কের প্রিন্ট কোয়ালিটি অসাধারণ। কালি ভরানোর ঝামেলা ছাড়া এককথায় এর কোন জুড়ি নেই। নিশ্চিন্তে ব্যবহার করুন। তবে বাল্ক প্রিন্টিং এর জন্য লেক্সমার্ক বেশ ব্যায়বহুল।

৮ থেকে ১০ হাজার এর মধ্যে সিআইএসএস সাপোর্টেড ভাল অল ইন ওয়ান প্রিন্টার কিনতে চাচ্ছি । অভিজ্ঞরা সাজেশন / গাইডলাইন দিলে উপকৃত হতাম ।

Level New

আমার প্রিন্টার হল ক্যানন আইপি ২৭৭২।আমি কিনেছি মাস দেড় হল আরকি।আমার প্রিন্টার CISS করে নিয়েছি কিন্তু কালিটা আমার কাছে মনে হচ্ছে নিম্ন মানের মানে প্রিন্ট দিলে কালিটি পানি পেলে ছড়িয়ে যায়।আমি জানতে চাচ্ছি আমার ড্রাম এ যেই রঙ দেয়া আছে সেটা যদি সিরিঞ্জ দিয়ে টেনে ফেলে দিয়ে ওই একই ড্রামে যদি EP-Dye বেইজড কালি প্রবেশ করাই তাহলে কি কোনো সমস্যা হবে?কারন ড্রাম থেকেতো কালি টেনে ফেলতে পারব কিন্তু টিউব এর কালি তো বের হবে না।আর আমার ড্রাম এর রঙ চারটি আমি কোনো জায়গায় দেখেছি ছয় রঙ এর কার্টিজ যেটা আমার কাছে কনফিউসন তৈরি করেছে।আমার প্রিন্টার এর জন্য স্পেসিফিকেলী কোন ব্রান্ড এর CMYK কালি ব্যবহার করব জানাবেন কিন্তু নেট মাস্টার ভাই।ভাল থাকুন।

Level 0

EP-Dye কালি ঢাকা তে কোথায় পাওয়া যায়? Paltan, Multiplan এবং IDB তে খুঁজে পায়নি

বর্তমানে কম দামের মধ্যে ভাল প্রিন্টার কোনটা কিনব?
সাজেস্ট করেন প্লিজ৷ ৷৷৷