উইন্ডোজ এক্সপি-র স্পিড বাড়ানোর জন্য ৮ টি টিপস ডন্ট মিস দিস মেগা টিউন

রেজাল্টের পর দীর্ঘ বিরতীর ও দীর্ঘ ট্রিক্সের একটা টিউন নিয়ে আপনাদের সামনে হাজীর হলো শোয়েব। আশা করি আপনাদের সকলেরই টিউনটি কাজে আসবে।

১. DISPLAY SETTINGS ওপটিমাইজ করে:

উইন্ডোজ XP যৌন আবেদনপূর্ণ দেখতে পারে কিন্তু প্রদর্শনরত সমস্ত দৃষ্টি সংক্রান্ত পদগুলো সিস্টেম সম্পদ বর্জ্যতে পারে। যেভাবে optimize করতে হবে।

  • 1. Start button এ ক্লিক করুন
  • 2. Settings এ ক্লিক করুন
  • 3. Control Panel এ ক্লিক করুন
  • 4. System এ ক্লিক করুন
  • 5. Advanced tab এ ক্লিক করুন
  • 6. Performance tab থেকে Settings এ ক্লিক করুন
  • 7. নিচের অপশনগুলো আনচেক করে দিন:
    - Show shadows under menus
    - Show shadows under mouse pointer
    - Show translucent selection rectangle
    - Use drop shadows for icons labels on the desktop
    - Use visual styles on windows and buttons

2. FOLDER BROWSING এর গতি বৃদ্ধি:-

আপনি লক্ষ্য করতে পারেন যে ফোল্ডার ব্রাউজ করতে সব সময় সামান্য দেরী হয়। এইটির কারণ Windows XP সক্রিয়ভাবে সবসময়ই network files এবং printers সার্চ করে। এইটা ফ্রিক্স করতে এবং ব্রাউজিং এর গতি বৃদ্ধি করতে হলে:

  • 1. My Computer ওপেন করুন
  • 2. Tools menu ক্লিক করুন
  • 3. Folder Options এ ক্লিক করুন
  • 4. View tab এ ক্লিক করুন
  • 5. Automatically search for network folders and printers check box আনচেক করুন
  • 6. Apply করুন
  • 7. Ok করুন
  • 8. সবশেষে কম্পিউটার রিবুট করুন।

3. INTERNET CONNECTION অপটিমাইজ করা:-

এইটা করার জন্য অনেক রকম নিয়ম আছে তবে সবচেয়ে সহজ নিয়মটা হচ্ছে TCP/IP Optimizer রান করা।

  • 1. ডাউনলোড করে ইনস্টল করুন এখান থেকে http://www.speedguide.net/downloads.php
  • 2. General Settings tab এ ক্লিক করুন Connection Speed (Kbps) সিলেক্ট করুন
  • 3. Network Adapter এ ক্লিক করুন  এবং কানেকশনের জন্য পছন্দের ইন্টারফেসটি চুজ করুন।
  • 4. Optimal Settings চেক Apply করুন।
  • 5. কম্পিউটার Reboot করুন।
  • 6. অথবা নিচের স্ক্রিণশটগুলো দেখুন

4. PAGEFILE অপটিমাইজ করে:-

যদি আপনি একটা নির্দ্দিষ্ট পরিমান পেজফাইল ফিক্সড করেন তাহলে operating system প্রয়োজনমত পেজফাইল রিসাইজ করে সেভ করে রাখতে পারে।

  • 1. My Computer রাইট ক্লিক করে Properties এ ক্লিক করুন
  • 2. Advanced tab সিলেক্ট করুন
  • 3. Performance থেকে Settings button এ ক্লিক করুন
  • 4. Advanced tab সিলেক্ট করুন Virtual Memory থেকে Change বাটনে ক্লিক করুন।
  • 5. আপনার পেজফাইল সমৃদ্ধ ডাইভটি Highlight করে প্রোয়জনীয় পরিমান পেজফাইল সেট করে দিন।

Windows XP এর ডিফল্ট পেজ ফাইলের সাইজ 1.5X। এইটার সময়টি মেমরির ক্ষুদ্রতর পরিমাণের সঙ্গে সিস্টেমের জন্য ভাল (512mbএর অধীনে) এইটি অসম্ভাব্য যে একটি typical XP ডেস্কটপ সিস্টেম 1.5 এক্স 512mb সর্বদা প্রয়োজন বোধ করবে অথবা virtual মেমরির আরও বেশি। If you যদি আপনার মেমরির 512mbএর চেয়ে কম থাকে, এর ডিফল্ট সাইজে পেজফাইল ছেড়ে চলে যান। যদি আপনার 512mb অথবা আরও বেশি থাকে, page file এর physical memory size এর রেশিও 1:1 করুন।

5. SPEEDUP FOLDER ACCESS - LAST ACCESS UPDATE ডিজেবল করে:-

যদি আপনার কম্পিউটারের অধিক পরিমাণ folders এবং subdirectories থাকে, যখন আপনি একটা ডাইরেক্টরি এক্সেস XP অনেক সময় নেই। এটা registry এডিট করে বন্ধ করা

  • 1. Start থেকে Run এ জান “regedit” টাইপ করে এন্টার দিন
  • 2. “HKEY_LOCAL_MACHINE\ System\CurrentControlSet\Control\FileSys tem” এই ঠিকানায় প্রবেশ করুন।
  • 3. ফাকা জায়গায় Right-click করুন ‘DWORD Value’ তৈরি করুন
  • 4. ‘NtfsDisableLastAccessUpdate’ নামের একটি DWORD ভ্যালু তৈরি করুন।
  • 5.  এরপর new value তে রাইট ক্লিক করে ‘Modify’ তে ক্লিক করুন
  • 6. Value Data পরিবর্তন করে ‘1′ করে দিন
  • 7.  সবশেষে ‘OK’ করুন।

6. আপনার মেনু লোড দ্রুততর তৈরি করুন:

আমার দেখা সবচেয়ে ফেভারিট ট্রিক্স এটা। এটা অনেক বেশি ফাস্ট করতে সাহয্য করে উইন্ডোজ এক্সপি কে।

  • 1. Start থেকে Run এ জান “regedit” টাইপ করে এন্টার দিন
  • 2. “HKEY_CURRENT_USER\Control Panel\Desktop\” এই ঠিকানায় জান
  • 3.  “MenuShowDelay” সিলেক্ট করুন
  • 4. রাইট ক্লিক করে “Modify’ ক্লিক করুন
  • 5. Reduce the number to around “100″ দিন
  • 6. এই 100 টি হচ্ছে ডিলে টাইম।

7. SHUTDOWN এর SPEED বাড়িয়ে:-

  • 1. Start থেকে Run এ জান “regedit” টাইপ করে এন্টার দিন
  • 3. ‘HKEY_CURRENT_USER\ Control Panel\Desktop\’ এই ঠিকানায় জান
  • 4. ‘WaitToKillAppTimeout’ সিলেক্ট করুন
  • 5. ‘Modify’ তে রাইট ক্লিক করুন
  • 6. ভ্যালু ‘1000′  এ পরিবর্তন করুন
  • 7. ‘OK’ করুন
  • 8. ‘HungAppTimeout’ সিলেক্ট করুন
  • 9. ‘Modify’ তে রাইট ক্লিক করুন
  • 10. ভ্যালু ‘1000′  এ পরিবর্তন করুন
  • 11. ‘OK’ করুন
  • 12. ‘HKEY_USERS\.DEFAULT\Control Panel\Desktop’ এই ঠিকানায় জান
  • 13. ‘WaitToKillAppTimeout’ সিলেক্ট করুন
  • 14. ‘Modify’ তে রাইট ক্লিক করুন
  • 15. ভ্যালু ‘1000′ এ পরিবর্তন করুন
  • 16. ‘OK’ করুন
  • 17. ‘HKEY_LOCAL_MACHINE\ System\CurrentControlSet\Control\’ এই ঠিকানায় জান
  • 18. ‘WaitToKillServiceTimeout’ সিলেক্ট করুন
  • 19. ‘Modify’ তে রাইট ক্লিক করুন
  • 20. ভ্যালু ‘1000′ এ পরিবর্তন করুন
  • 21. ‘OK’ করুন

8. IMPROVE SWAPFILE PERFORMANCE:-

যদি আপনার পিসির RAM  256MB এর বেশি থাকে তাহলে এই ট্রিক্সটি আপনার কম্পিউটারের গতি অধিকহারে বৃদ্ধি করতে পারে। It basically makes sure that your PC uses every last drop of memory (faster than swap file) before it starts using the swap file.

  • 1. স্ট্রাট মেনু থেকে Run এ ক্লিক করুন
  • 2. “msconfig.exe”  টাইপ করে এন্টার দিন
  • 3. System.ini tabএ ক্লিক করুন
  • 4. প্লাস চিহ্নে ক্লিক করে 386enh tab এক্সপেন্ড করুন
  • 5. রাইট পান থেকে New তে ক্লিক করে ”ConservativeSwapfileUsage=1″ টাইপ করুন
  • 6. OK করুন
  • 7. আপনার পিসি Restart দিন।

সকলের কাছে দোয়া প্রত্যাশায় ও মন্তব্যের আশায় শেষ করলাম আমার আজকের এই টিউন।

-শোয়েব-

Level 0

আমি আব্দুল্লাহ আল শোয়েব। Instructor, JCF Technical Institute, Jashore। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 68 টি টিউন ও 534 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Abdullah Al Shoyeb Chief Instructor (Automobile Mechanics) Skills for Employment Investment Program JCF Technical Institute. Cell: 01915828692, Email: [email protected] Facebook: www.facebook.com/shoyeb.jpi


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অনেক দিন পর টিউনটি করলাম। ভালো হলো কিনা বুঝতে পারছিনা। কেমন হলো সকলের কাছে জনাতে চাই।
-শোয়েব-

ফিরে আশার জন্য প্রথমে ধন্যবাদ,আর এসেই অসাধারন একটা টিউন উপহার দিলেন এই জন্য আবারো ধন্যবাদ শুভ কামনা রইল আপনার জন্য।

Level 0

টিউনটি সুন্দর হয়েছে।

আচছা আমি ফেসবুকে ঢুকতে পারছিনা।
কেউ কি বলতে পারেন কি হয়েছে?
টুইটারের মাধ্যমে জেনেছি বাংলাদেশ সরকার নাকি ফেসবুক বন্ধ করে দিয়েছে ফিলটার করে,এটা কি সত্যি?
জানাবেন প্লিজ
http://twitter.com/markbiplob

    মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া। ফেসবুক বন্ধ করেছে সরকার। করে ভালোই হয়েছে। ওদের একটু শিক্ষা হওয়া উচিত।

    কেন ভাই? মোহাম্মাদ (সাঃ) এর ব্যাঙ্গাত্তক ছবি প্রোতিযোগিতা হল তাও ফেসবুক বন্ধ হল না, আর প্রধান্মন্ত্রির ব্যাঙ্গাত্তক ছবি হতেই বন্ধ হয়ে গেল।
    তাহলে আমাদের দেশের প্রধান্মন্ত্রিরাই কি মোহাম্মাদ (সাঃ) এর চেয়ে বেশি দামী ( নাউযুবিল্লাহ)।
    আসলে এইগুলার মাথায় ব্রেন আছে কিন্তু বুদ্ধি নাই……

    ধন্যবাদ নেওয়াজ ভাই। আপনি খুভ গুরুত্বপূর্ণ একটি সঠিক যুক্তি ইপস্থাপন করেছেন। আবারো আপনাকে ধন্যবাদ।

    [email protected]

nice tune dear .really onek valo information

অনেক সুন্দর হয়েছে আর ফিরে আসার জন্য ধন্যবাদ

যথেষ্ট সুন্দর হয়েছে, গুরুপ্তপুর্ণ একটা টিউন করেছেন। আর রেজাল্ট কেমন হল আপনার?

আমার ভাগের মিষ্টি কই? মিষ্টি চাই দিতে হবে।

ধন্যবাদ আপনাকে । গুরুত্বপূন’ তথ্য দেওয়ার জন্য ।

Level 0

ভালো হচ্ছে
তবে অই যে হারাইয়া গেলেন আর ত ফিরে পেলাম না
এভাবে হাওয়া হওয়া চলবেনা

Level 0

জিটলসসসসসসসসসসসসসসস টিউনননননন…………….

ধন্যবাদদদদদদদদদদদ

xp ব্যবহারকারীদের জন্য চমৎকার একটি টিউন । উপস্হাপনা ও খুব সুন্দর হয়েছে তবে টিউনটি মিস করলাম কিভাবে বুঝলাম না । আশা করছি এখন থেকে আবার নিয়মীত টিউন করবা । ধন্যবাদ……:) 🙂

আপনার টিউন খুবই সুন্দর হেয়েছে আশারাখি আগমীতে এমন চমৎকার টিউন আরো করেবন।

Level 0

ভাইয়া জটিল কাজের জিনিস দিলেন। আমার এক্সপি’র ভ্যালুগুলো চেঞ্জ করলাম। এখন রিবুট এর পালা। দেখি কেমন কাজ করে। আর টিউনটি অনেক ভালো হয়েছে। ধন্যবাদ।

Level New

আরে এ যে দেখি শোয়েব এখন উইন্ডোজ শোয়েব নামের সাথে কামের মিল আছে। খুব সুন্দর টিউন

সহজ ও সাবলির ভাষায় অনেক সুন্দর টিউন হয়েছে উইন্ডোজ শোয়েব ভাই ধন্যবাদ আপনাকে।

Level 0

আপনাকে অনেক অনেক ধন্যবাদ, কাজে আসবে।

আপনি দেখি উইন্ডোজের বস…………কাজে আসবে ধন্যবাদ!!

Level 2

Thanks 4 nice tune

আসলেই কাজের পোস্ট …ধন্যবাদ শোয়েব ভাই…

ওয়াও গ্র্র্রেট টিউন যা দেখে এবার আর মন্তব্য না করে থাকতে পারলাম না ……………. ধন্যবাদ শোয়েব তোমাকে।

    শাকিল ভাই…………………….অনেকদিন পর আপনাকে দেখছি…………….আপনার টিউনের অপেক্ষায় আছি!!

সত্যি অসাধারণ।

প্রথমেই অভিনন্দন জানাই আপনার সুন্দর ফলাফল ও টিউনটি নির্বাচিত হওয়াতে ( মিষ্টি মুখ করান, একসাথে দুই দুইটা ভাল খবর 🙂 )।
প্রসঙ্গত কারণেই, আপনাকে অসংখ্য ধন্যবাদ চমৎকার ও গুরুত্বপূর্ণ এ টিউনটি আমাদের সাথে শেয়ার করার জন্য । সত্যিই অসাধারণ (দুঃখিত, দেরিতে মন্তব্য দেওয়ার জন্য, আসলে অনার্স পরীক্ষা চলছে তাই একটু অনিয়মিত)।
ধন্যবাদ 😀

তোমারে আর কি কবো শোয়েব।ইরাম কইরে টিউন করলিতো তোমারে টেকটিউন্সের উইন্ডোজের বস না কইরে মডারেটর ভাইরা ছাড়বি নে।চালা যাতি থাকো ইরাম টিউন।

আমার এক বড় ভাই বলেছিল বেসি গতি পি.সি এর জন্য ক্ষতিকর…কথাটা কতটা যুক্তিযুক্ত । ভাইয়াটা একজন ইলে: ইন্জিনিয়ার এবং তিনি এখন আমার অ-পরিচিত । আমি কিছুটা চিন্তিত ! আপনাকে ধন্যবাদ ।

    আপনার ভাই তো ‌‌”দি আর্থ ফাইনাল কনফ্রেষ্ট” এর মত কথা বল্লেন

শোয়েব ভাই, স্পিড বাড়ানো কি কম্পিউটারের জন্য ক্ষতিকর ?

কাজের জিনিস দিলেন। ধন্যবাদ . . .

জটিল টিউন । ধন্যবাদ।

Level 0

টিউনটি অনেক ভালো হয়েছে। ধন্যবাদ।

Level 0

টিউনটা জটিল হইছে……

অনেক ভাল লাগল আপনার টিউন টি। ধন্যবাদ শেয়ার করার জন্য।

U r a really good blogger about IT-Related