Blu-Ray প্রযুক্তির ইতিহাস

মনে পরে VHS ? কি নামটা পরিচিত মনে হচ্ছে !
একটু পেছনের দিকে তাকান, যখন মুভি দেখার জন্য VCR ব্যবহার করতেন, এই VCRই প্রযুক্তির উদ্ভাবনে পরিবর্তন হয়ে DVDতে এসেছে ।
আজ বিশ্বাস করতে কষ্ট হয় যে আমরা DVDর সাথে পরিচয় হয়েছি ১৯৯৭তে এবং সে বছরই প্রথম ভিডিও সংরক্ষর মাধ্যম হিসেবে DVD ব্যাবহার হয় ।

তারপর Blu-ray আসে । পরিচিত হই High-Definition (HD) ভিডিওর সঙ্গে, যা পরিচালনা করতে ডিভিডির 4GB বা 8GB ডাটা ধারন ক্ষমতাও যথেষ্ট নয় । Blu-ray ডিস্ক, যেটি একটি high-density আলোক সম্বন্ধীয় ডিস্ক । যা বহুল পরিমান ডাটা সংরক্ষণ করতে সক্ষম, আর এতেই ব্যাবহার হয় High-Definition (HD) ভিডিও । DVD থেকে এই Blu-ray পরিবর্তন রাতারাতি ঘটে নেই, Blu-ray প্রযুক্তির আজ অবদি আসার দীর্ঘ ইতিহাস আছে, এটি শুধু আরম্ভ ।

blu ray

আসুন Blu-ray প্রযুক্তির কিছু ইতিহাস দেখি ।

প্রথম যেটা মাথায় আসে – কেন এই নাম ?

সধারন DVD একটি লাল লেসার ব্যবহার করে , যা আপনি “Rainbow Studies” থেকে জানেন,”Rainbow Studies” এর মধ্যে নীল বা বেগুনী রঙের একটি রশ্মি আছে যা লাল রশ্মির তুলনায় অধিক দৈর্ঘ্য, আর এই রশ্মির পার্থক্যটি Blu-Ray ডিস্ক এ সাধার DVD তুলনায় প্রায় ১০ গুন বেশি পরিমাণ ডাটা সংরক্ষণ করার অবদান রাখে ।

Blu-Ray কে তৈরি করে ?

UCSB ইঞ্জিনিয়ারিং মহাবিদ্যালয়ে এক জন অধ্যাপক “শুজি নাকামুরা” (Shuji Nakamura) প্রথম এই নীল লেসার প্রযুক্তির উপর আলোকপাত করেন । পরে সোনি (Sony) এই প্রযুক্তির উপর কাজ শুরু করে ২০০০ সালে । ২০০২তে, Blu-ray ডিস্ক Founders গঠন করা হয় । তারা এটিকে ‘Blu-ray’ প্রকল্প নামে ঘোষণা করে ।

২০০৪তে, Blu-ray ডিস্ক Founders Blu-ray ডিস্ক সমিতি তাদের নাম পরিবর্তন করে রাখে BDA(Blu-ray Disc Association) , এবং ডিস্কের জন্য সুনির্দিষ্ট বিবরণ সম্পূর্ণ করে । ২০০৬তে BD-ROM নামে প্রথম Blu-ray প্লেয়ার বাজারে আসে । কিন্তু তার মাত্র কয়েক মাস আগে Toshiba কোম্পানি HD DVD player নামে একটি প্লেয়ার বাজারজাত করে । এখানেই শুরু হয় ফরম্যাট যুদ্ধ “format war” ।

Blu-ray V.S HD DVD

Toshiba কোম্পানি HD DVD ফরম্যাট আনাতে তাৎক্ষনিকভাবে প্রাথমিক প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছিল । তখন VHS এবং BetaMaxএর মধ্যে videotape ফরম্যাট যুদ্ধের মত ছিল ।
এই “format war” এ কোন কোম্পানি মাঠ ছেড়ে দিতে রাজি ছিল না, আর বাজারের অনন্য কোম্পানি গুলো কার পক্ষ নিতে চাইছিল না ।
বলা-ত যায় না কে জিতে !কারন HD (High Density optical disc)প্রযুক্তি ও প্রায় একই ভাবে কাজ করে । এতে চলচ্চিত্র কোম্পানি গুলো খুবই বিপাকে পরে ।

অবশেষে চলচ্চিত্র পরিবেশক(notably Best Buy & Netflix) ব্লু-রে পক্ষ নেয়, কারন ততদিনে সোনি (Sony) গামেস প্লেয়ার PS3তে ব্লু-রে সংযোগ করেছে ।
২০০৮ এ Toshiba অফিসিয়ালি HD DVD ডেভেলপমেন্টর কাজ বন্দ করে দেয় ।
এভাবেই শেষ হয় “format war” , আর আমরা পাই Blu-ray কে ।

Level 0

আমি আলফা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অনেক কিছু জানলাম।
জানার কোন শেষ নেই…………..
ধন্যবাদ।

ধন্যবাদ আপনাকে , ভাল লিখেছেন।

আপানাকে অনেক ধন্যবাদ। একটি ব্লুরে ডিক্সের ধারন ক্ষমতা কত গিগা? একটি ব্লুরে ডিক্সের দাম কত?

    সধারন একটি Blu-Ray ডিক্সের ধারন ক্ষমতা ২৫GB
    ডাবল লেয়ার(dual-layer) ডিক্সের ধারন ক্ষমতা ৫০GB
    আর চর্তুগুণ লেয়ার(quadruple-layer)ডিক্সের সর্বোচ্চ ধারন ক্ষমতা ১০০GB
    দাম – বর্তমানে বাংলাদেশে ২৫GB ডিক্সের দাম হয়ত ১৮০০ টাকা ।

    Level 0

    খুব ভাল

    ভাইয়া ১৮০০ টাকা! এত দাম! অথচ ৪ গিগা খালি ডিভিডি ডিক্স ৩০-৪০ টাকা । আর ছবি সহ ৬০-৮০টাকা।

    মাথাটা ঘূরছে….. ১৮০০!!!!!!!!!

অনেক তথ্যবহুল টিউন, বেশ কিছু জানতে পারলাম টিউনটিতে। ধন্যবাদ আলফা।

আর আমরা পাই Blu-ray কে…
ভালো Tune, ধন্যবাদ আপনাকে…

খুব ভাল একটা কাহিনী সমন্ধে জানলাম।
ধন্যবাদ।

খুবেই সুন্দর উপস্থাপনার মাধ্যমে বুজিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ ।

সুন্দর

4 গিগা DVD 12 টাকা। 6 টা DVD 25 গিগার মত। তাহলে 25 গিগার দাম পড়ে মাত্র 72 টাকা। 1800 টাকা দামটি অতিমূল্যায়িত।

ভালো Tune, ধন্যবাদ আপনাকে