Tab Napping (ট্যাব ন্যাপিং)! হ্যাকিং ও পিশিং এর একটি নতুন মাত্রা ।জানুন এবং নিরাপদ থাকুন !

আশাকরি সবাই ভালো আছেন ।

টিউনটির হেডলাইন দেখেই বুঝাযাচ্ছে এটি একটি হ্যাকিং রিলেটেড টিউন । যারা হ্যাকিংকে একেবারেই অপছন্দ করেন বা এ ব্যাপারে কোন রকম মাথা খাটাতে অনিচ্ছুক তাদেরকে টিউনটি পড়ার পরামর্শ্ রইল, তবে কোন রকম মন্তব্য না করলেও চলবে ।

ঐতিয্যবাহি পিশিং এর সাথে তো সবারই পরিচয় আছে ! আর না থাকলে এই টউনটি দেখুন

পিশিং এ যে কাজগুলো করতে হয় তা হল:

  • ১. একটি ফ্যাক বা ভূয়া পেজ তৈরি করা। এবং
  • ২. এটি শেয়ার করার জন্য কোন হোষ্টিং সাইটে আপলোড করা।

এখেত্রে ফেক পেজ বানানোটা খুবই সহজ, ভিবিন্ন ফোরামে এগুলি বানানোর সফটওয়ার বা রেডিমেট পেজ খুব সহজেই পাওয়া যায় । কিন্তু পিশিং এর সবচেয়ে কঠিন কাজ আসে ফেক পেজ বানানো বা সেটি হোষ্টিং সাইটে আপলোড করার পর ।আর তা হল এই পেজটি ভিকটিম এর সাথে শেয়ার করা এবং ভিকটিমকে পেজে তার ব্যাক্তিগত তথ্য দিতে বাধ্য করা।

Tab Napping (ট্যাব ন্যাপিং) কি ?

আমরা অনেকেই ইন্টারনেট ব্যাবহারের সময় ব্রাউজারে মাল্টিপল ট্যাব ব্যাবহার করি। আর যখন একটি ট্যাব ব্যাবহার করি তখন অন্যটি স্বভাবতই আইডল(Idle) হয়ে থাকে। ধরুন, আপনি দুটি ট্যাবে দুটি পেজ ওপেন করে কাজ করছেন, একটি (page-A) এবং অন্যটি (page-B)। Tab Napping (ট্যাব ন্যাপিং) এর কাজ হল page-A যখন Idle হয়ে থাকবে তখন তাকে page-B বা হ্যাকারের পুর্ব নির্ধারিত পেজে রিডাইরেক্ট(redirect) করে দেওয়া। এতে করে আপনি যখন page-A তে ফিরে যাবেন এবং দেখবেন পেজটি আপনার লগিন ইনফরমেশন চাচ্ছে। তখন আপনি হয়তবা মনে করবেন ভূল বসত লগআউট হয়ে গেছে বা নেট প্রোবলেম ইত্যাদি ভেবে যখন পুনরায় ইনফরমেশন দিয়ে লগিন করবেন তখন তা হ্যাকারের কাছে চলে যাবে।

Tab Napping এ ব্যাবহৃত হয় একটি জাভা স্ক্রিপ্ট যা পিশিং এর দ্বীতিয় কাজটিকে সহজতর করে দেয় ।

Tab Napping (ট্যাব ন্যাপিং) কিভাবে কাজ করে ?

Tab Napping কিভাবে কাজ করে আমি বিস্তারিত বলছি চাইলে আমার সাথে প্র্যাকটিস করে দেখতে পারেন ।ধরুন আপনি একজনের ফেসবুক এর আইডি/পাসওয়ার্ড হ্যাক করবেন।

১ম ধাপ:

সম্পূর্ন পিশিং এর নিয়মে একটি ফ্যাক ফেসবুক লগিন পেজ তৈরি করে হোষ্টিং সাইটে আপলোড করে দিন এবং পেজ এর লিংটি সংগ্রহ করুন । এই লিংকটি ২য় ধাপে স্ক্রিপ্ট-এ বসাতে হবে ।

২য় ধাপ:

১. প্রথমে এখান থেকে স্ক্রিপ্ট টি ডাউলোড করে নিন।

২. স্ক্রিপ্ট টি ওপেন করুন এবং নিচে দেখানো অংশে আপনার বানানো ফেক পেজ এর লিংকটি বসিয়ে দিন।

৩. যেকোন একটি ওয়েব পেজ সেভ করে ‘Notepad++’ or ‘Dreamwaver’ দিয়ে এর source code টি ওপেন করে পুরো স্ক্রিপ্ট টি ওখানে copy করে past করুন এবং সেভ করুন।

৪. এবার পেজটি হোষ্টিং সাইটে আপলোড করে লিংকটি শেযার করে দিন (যার ইনফরমেশন হ্যাক করতে চান)।

Tab Napping (ট্যাব ন্যাপিং) বাচার উপায়:

  • ১. গুরুত্তপূর্ন ওয়েব সাইট যেমন: ব্যাংক, ক্রেডিট কার্ড ইত্যাদি সাইটে কাজ করার সময় একাধিক ট্যাব ব্যাবহার না করা।
  • ২. পূর্ব ট্যাব এ ফিরে গিয়ে কাজ করার আগে Url চেক করে নিন, লিংক এর পূর্ব http:// আছে কিনা!

বিঃদ্রঃ লেখাটি যথেষ্ট গুছিয়ে লিখার চেষ্টা করেছি, কতটা হয়েছে জানি না! লেখাটি যদি আপনাদের ভালো লাগে তাহলে এরকম আরও কিছু ছোটখাটো হ্যাকিং জানার জন্য ঘুরে আসতে পারেন আমার ব্লগটি!

অথবা সরাসরি ফেসবুকে আপডেট পেতে লাইক দিতে পারেন এই পেজে!

সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন!

Level New

আমি রাজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 71 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

hmmm Tab Napping shomporke onek din agei shunesi, tobe apnar 3 number option e ekta question holo j, apni copy past kore kon format e save korben?? HTML naki PHP naki shudhu TXT file e?? ekhane kintu confusion teke jabe.!!

    যারা এই সম্পর্কে হালকা পাতলা জানে তারা সহজেই বুঝে ফেলবে ঐটা HTML এ সেভ করতে হবে… 🙂

    Level New

    প্রথম মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ!
    copy past করে ctrl+s দিয়ে দিলেই উপযুক্ত ফরমেটে সেভ হয়ে যাবে……

    ৥..ইসতিয়াক ভাই…….ধন্যবাদ এবং আপনার সাথে সহমত!

Level 0

Oh r ha! tune ta bahloi hoyese 🙂

Level 0

ফাটাফাটি

Level 0

ফাটাফাটি হইছে

    Level New

    জটিল খুশী হইলাম………ধন্যবাদ!

Bhai ke sonailen.earokom jamelaito ame onekbar porce.apne ja bolce tek serokome.tune er jonno donnobad.eabar sotorko takbo

    Level New

    হুমমম…..সাবধানে থাকবেন, নিরাপদ থাকবেন!………ধন্যবাদ!

শেয়ার করার জন্য ধন্যবাদ।

    Level New

    কষ্ট করে টিউনটি পড়ার জন্য ধন্যবাদ…..

জট্টিল! মারাত্মক জিনিস। শেয়ার করিবার জন্য বহুত ধন্যবাদ। 😛

    Level New

    মাখন ভাই…অনেক অনেক ধন্যবাদ মন্ত্যব্য করার জন্য !

ভাল টিউন হয়েছে।
আশা করি সামনে আরও ভাল টিউন পাবো। 🙂

    Level New

    ধনবাদ……আপনাদের মন্ত্যব্য আমাকে উৎসাহিত করবে.!

অনেক চিন্তার বিষয়। ধন্যবাদ আমাদের জানানোর জন্য।

    Level New

    আশাকরি সবাই নিরাপদ থাকবেন….ধন্যবাদ!

Do u know YOUr Tune is V V GOOD

Level 0

@Ishtiak: ore janne wala re!!!!!!!! eto janen to FUD crypter kake bole sheta janten na keno ha?? apnito pura "pongu hacker" r parle apni "clickjacking" r "XXS attack" er opor ekta tune likhen dekhi 😀

ভাল লাগল! আরো কিছু শেখার অপেক্ষায়……….
ধন্যবাদ!

Level 0

thank u for ur good information………>

আমি এরকম সমস্যায় একবার পরছিলাম
খুব সুন্দর হয়েছে

৩ নং একটু বুজিয়ে বলবেন দয়া করে…। প্লিজ 🙂

জটিল !!!!!!!!!!!!

"এবার পেজটি হোষ্টিং সাইটে আপলোড করে লিংকটি শেয়ার করে দিন (যার ইনফরমেশন হ্যাক করতে চান)" ভাইয়া সরি এইখানে আমার ১টু কনফিউসন আছে।মনেকরেন আপনি আমাকে হ্যাক করবেন তো এক্ষেত্রে আপনি প্রধানত লিংকটি শেয়ার কিভাবে করবেন? প্লিজ কিছু মনে করবেন না আমি আসলে বিষয়টা ক্লিয়ার হতে চাই।