আশাকরি সবাই ভালো আছেন ।
টিউনটির হেডলাইন দেখেই বুঝাযাচ্ছে এটি একটি হ্যাকিং রিলেটেড টিউন । যারা হ্যাকিংকে একেবারেই অপছন্দ করেন বা এ ব্যাপারে কোন রকম মাথা খাটাতে অনিচ্ছুক তাদেরকে টিউনটি পড়ার পরামর্শ্ রইল, তবে কোন রকম মন্তব্য না করলেও চলবে ।
ঐতিয্যবাহি পিশিং এর সাথে তো সবারই পরিচয় আছে ! আর না থাকলে এই টউনটি দেখুন ।
পিশিং এ যে কাজগুলো করতে হয় তা হল:
এখেত্রে ফেক পেজ বানানোটা খুবই সহজ, ভিবিন্ন ফোরামে এগুলি বানানোর সফটওয়ার বা রেডিমেট পেজ খুব সহজেই পাওয়া যায় । কিন্তু পিশিং এর সবচেয়ে কঠিন কাজ আসে ফেক পেজ বানানো বা সেটি হোষ্টিং সাইটে আপলোড করার পর ।আর তা হল এই পেজটি ভিকটিম এর সাথে শেয়ার করা এবং ভিকটিমকে পেজে তার ব্যাক্তিগত তথ্য দিতে বাধ্য করা।
আমরা অনেকেই ইন্টারনেট ব্যাবহারের সময় ব্রাউজারে মাল্টিপল ট্যাব ব্যাবহার করি। আর যখন একটি ট্যাব ব্যাবহার করি তখন অন্যটি স্বভাবতই আইডল(Idle) হয়ে থাকে। ধরুন, আপনি দুটি ট্যাবে দুটি পেজ ওপেন করে কাজ করছেন, একটি (page-A) এবং অন্যটি (page-B)। Tab Napping (ট্যাব ন্যাপিং) এর কাজ হল page-A যখন Idle হয়ে থাকবে তখন তাকে page-B বা হ্যাকারের পুর্ব নির্ধারিত পেজে রিডাইরেক্ট(redirect) করে দেওয়া। এতে করে আপনি যখন page-A তে ফিরে যাবেন এবং দেখবেন পেজটি আপনার লগিন ইনফরমেশন চাচ্ছে। তখন আপনি হয়তবা মনে করবেন ভূল বসত লগআউট হয়ে গেছে বা নেট প্রোবলেম ইত্যাদি ভেবে যখন পুনরায় ইনফরমেশন দিয়ে লগিন করবেন তখন তা হ্যাকারের কাছে চলে যাবে।
Tab Napping এ ব্যাবহৃত হয় একটি জাভা স্ক্রিপ্ট যা পিশিং এর দ্বীতিয় কাজটিকে সহজতর করে দেয় ।
Tab Napping কিভাবে কাজ করে আমি বিস্তারিত বলছি চাইলে আমার সাথে প্র্যাকটিস করে দেখতে পারেন ।ধরুন আপনি একজনের ফেসবুক এর আইডি/পাসওয়ার্ড হ্যাক করবেন।
১ম ধাপ:
সম্পূর্ন পিশিং এর নিয়মে একটি ফ্যাক ফেসবুক লগিন পেজ তৈরি করে হোষ্টিং সাইটে আপলোড করে দিন এবং পেজ এর লিংটি সংগ্রহ করুন । এই লিংকটি ২য় ধাপে স্ক্রিপ্ট-এ বসাতে হবে ।
২য় ধাপ:
১. প্রথমে এখান থেকে স্ক্রিপ্ট টি ডাউলোড করে নিন।
২. স্ক্রিপ্ট টি ওপেন করুন এবং নিচে দেখানো অংশে আপনার বানানো ফেক পেজ এর লিংকটি বসিয়ে দিন।
৩. যেকোন একটি ওয়েব পেজ সেভ করে ‘Notepad++’ or ‘Dreamwaver’ দিয়ে এর source code টি ওপেন করে পুরো স্ক্রিপ্ট টি ওখানে copy করে past করুন এবং সেভ করুন।
৪. এবার পেজটি হোষ্টিং সাইটে আপলোড করে লিংকটি শেযার করে দিন (যার ইনফরমেশন হ্যাক করতে চান)।
বিঃদ্রঃ লেখাটি যথেষ্ট গুছিয়ে লিখার চেষ্টা করেছি, কতটা হয়েছে জানি না! লেখাটি যদি আপনাদের ভালো লাগে তাহলে এরকম আরও কিছু ছোটখাটো হ্যাকিং জানার জন্য ঘুরে আসতে পারেন আমার ব্লগটি!
অথবা সরাসরি ফেসবুকে আপডেট পেতে লাইক দিতে পারেন এই পেজে!
সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন!
আমি রাজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 71 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
hmmm Tab Napping shomporke onek din agei shunesi, tobe apnar 3 number option e ekta question holo j, apni copy past kore kon format e save korben?? HTML naki PHP naki shudhu TXT file e?? ekhane kintu confusion teke jabe.!!