হ্যাকিং কি? হ্যাকার কে? কত প্রকার ও কি কি? সাধারণ ব্যবহারকারীও সহজে বুঝতে পারবে

বিসমিল্লহাহির রাহমানের রাহীম। সবাইকে সালাম জানিয়ে এন্টি হ্যাকারের প্রথম টিউন শুরু করছি।

হ্যাকিং এর প্রতি তেমন কোন আগ্রহ ছিল না। প্রোগ্রামিং নিয়েই ছিলাম, কিন্তু কয়দিন আগে আমাদের দেশের সেরা সেরা সাইট গুলো যেভাবে হ্যাক হল তাতে অনেক খারাপ লাগলো। তাই চিন্তা করলাম Non Ethical  Hacker এর বিরুদ্ধে কিছু করা দরকার। সে থেকেই আমি এন্টি হ্যাকার। বাংলাদেশী সকল Ethical  Hacker দের নিয়ে ফেসবুকে একটি Group তৈরি করছি। তুমি যদি আমাদের সাথে থাকতে চাও তাহলে আসতে পার। তার জন্য এখানে ক্লিক করুন। আমার উদ্দেশ্য হ্যাকিং শিখানো নয় হ্যাকিং এর কবল থেকে বাঁচানো। তবে যারা হ্যাকিং শিখতে এ টিউনে ঢুঁ-মারছ তাদের ও নিরাশ হবার কিছু নেই, কারন হ্যাকিং থেকে বাঁচতে হলে আগে হ্যাকিং কি তা জানতে হবে।

হ্যাকিং কি?

হ্যাকিং একটি প্রক্রিয়া যেখানে কেউ কোন বৈধ অনুমতি ছাড়া কোন কম্পিউটার বা কম্পিউটার নেটওয়ার্কে প্রবেশ করে। যারা এ হ্যাকিং করে তারা হচ্ছে হ্যাকার। এসব কথা তোমরা প্রায় সবাই জান। আমরা প্রায় সবাই জানি হ্যাকিং বলতে শুধু কোন ওয়েব সাইট হ্যাকিং আবার অনেকের ধারনা হ্যাকিং মানে শুধু কম্পিউটার বা কম্পিউটার নেটওয়ার্ক  হ্যাক করা, আসলে কি তাই? না আসলে তা না। হ্যাকিং অনেক ধরনের হতে পারে। তোমার মোবাইল ফোন, ল্যান্ড ফোন, গাড়ি ট্র্যাকিং, বিভিন্ন ইলেক্ট্রনিক্স ও  ডিজিটাল যন্ত্র বৈধ অনুমতি ছাড়া ব্যবহার করলে তা ও হ্যাকিং এর আওতায় পড়ে।  হ্যাকাররা সাধারনত এসব ইলেকট্রনিক্স যন্ত্রের ত্রুটি বের করে তা দিয়েই হ্যাক করে।

এবার আসি হ্যাকার কে বা কি?

হ্যাকারঃ যে ব্যাক্তি হ্যাকিং practice করে তাকেই হ্যাকার বলে। এরা যে সিস্টেম হ্যাকিং করবে ঐ সিস্টেমের গঠন, কার্য প্রনালী, কিভাবে কাজ করে সহ সকল তথ্য জানে। আগে তো কম্পিউটারের এত প্রচলন ছিলনা তখন হ্যাকার রা ফোন হ্যাকিং করত। ফোন হ্যকার দের বলা হত Phreaker এবং এ প্রক্রিয়া কে বলা হ্য Phreaking । এরা বিভিন্ন টেলিকমনিকেশন সিস্টেমকে হ্যাক করে নিজের প্রয়োজনে ব্যাবহার করত।

তিন প্রকারের হ্যকার রয়েছেঃ

বলে রাখি হ্যাকারদের চিহ্নিত  করা হয় Hat বা টুপি দিয়ে।

  1. White hat hacker
  2. Grey hat hacker
  3. Black hat hacker

White hat hacker: সবাই তো মনে করে হ্যাকিং খুবই খারাপ কাজ তাই না? না হ্যাকিং খুব খারাপ  কাজ না। তার জন্য হাসান জোবায়ের এর এ টিউনটি দেখতে পার। এখানে যে ঘটনা দেওয়া আছে তা আমাদের বাংলাদেশী একজন white hat hacker  এর কাহিনী।  White hat hacker  হ্যাকাররাই তার প্রমান করে যে হ্যাকিং খারাপ কাজ না। যেমন একজন white hat hacker  একটি সিকিউরিটি সিস্টেমের ত্রুটি গুলো বের করে এবং ঐ সিকিউরিটি সিস্টেমের মালিকে ত্রুটি দ্রুত জানায়। এবার সিকিউরিটি সিস্টেমটি হতে পারে একটি কম্পিউটার, একটি কম্পিউটার নেটওয়ার্কে্‌ একটি ওয়েব সাইট, একটি সফটোয়ার ইত্যাদি।

Grey hat hacker: Grey hat hacker হচ্ছে দু মুখো সাপ। কেন বলছি এবার তা ব্যাখ্যা করি। এরা যখন একটি একটি সিকিউরিটি সিস্টেমের ত্রুটি গুলো বের করে তখন সে তার মন মত কাজ করবে। তার মন ঐ সময় কি চায় সে তাই করবে। সে ইচ্ছে করলে ঐ সিকিউরিটি সিস্টেমের মালিকে ত্রুটি জানাতে ও পারে অথবা ইনফরমেশন গুলো দেখতে পারে বা নষ্ট ও করতে পারে। আবার তা নিজের স্বার্থের জন্য ও ব্যবহার করতে পারে। বেশির ভাগ হ্যকার রাই এ ক্যাটাগরির মধ্যে পড়ে।

Black hat hacker: আর সবছেয়ে ভয়ংকর হ্যাকার হচ্ছে এ Black hat hacker । এরা কোন একটি সিকিউরিটি সিস্টেমের ত্রুটি গুলো বের করলে দ্রুত ঐ ত্রুটি কে নিজের স্বার্থে কাজে লাগায়। ঐ সিস্টেম নষ্ট করে। বিভিন্ন ভাইরাস ছড়িয়ে দেয়। ভাবিষ্যতে নিজে আবার যেন ঢুকতে পারে সে পথ রাখে। সর্বোপরি ঐ সিস্টেমের অধিনে যে সকল সাব-সিস্টেম রয়েছে সে গুলোতেও ঢুকতে চেষ্টা করে।

হ্যকাররা অনেক বুদ্ধিমান এটা সর্বোজন স্বীকৃত বা সবাই জানে। অনেক ভালো ভালো হ্যাকার জীবনেও কোন খারাপ হ্যাকিং করে নি। কিন্তু তারা ফাঁদে পড়ে বা কারো উপর রাগ মিটানোর জন্য একটি হ্যাকিং করল। তখন তুমি তাকে উপরের কোন ক্যাটাগরিতে পেলবে? সেও Grey hat hacker কারন তার হ্যাকিং টা নির্ভর করছে তার ইচ্ছে বা চিন্তার উপর।

নিচে আরো কয়েক প্রকারের হ্যকারদের সংগে তোমাদের পরিচয় করিয়ে দিচ্ছিঃ

Anarchists: Anarchists হচ্ছে ঐ সকল হ্যাকার যারা বিভিন্ন কম্পিউটার সিকিউরিট সিস্টেম বা অন্য কোন সিস্টেম কে ভাঙতে পছন্দ করে। এরা যেকোন টার্গেটের সুযোগ খুজে কাজ করে।

Crackers: অনেক সময় ক্ষতিকারক হ্যাকার দের ক্র্যাকার বলা হয়। খারাপ হ্যকাররাই ক্র্যাকার। এদের শক বা পেশাই হচ্ছে ভিবিন্ন পাসওয়ার্ড ভাঙ্গা এবং Trojan Horses তৈরি করা এবং অন্যান্য ক্ষতিকারক সফটয়ার তৈরি করা। (তুমি কি এদের একজন? তাহলে তো তুমি ই হচ্ছ হ্যাকিং এর কিং) ক্ষতিকারক সফটওয়ারকে Warez বলে। এসব ক্ষতিকারক সফটওয়ারকে তারা নিজেদের কাজে ব্যবহার করে অথবা বিক্রি করে দেয় নিজের লাভের জন্য।

Script kiddies: এরা কোন প্রকৃত হ্যকার নয়। এদের হ্যাকিং সম্পর্কে কোন বাস্তব জ্ঞান নেই। এরা বিভিন্ন Warez ডাউনলোড করে বা কিনে নিয়ে তার পর ব্যবহার করে হ্যাকিং ।

হ্যাকাররা অনেক ভাবে হ্যাকিং করে। আমি কয়েক প্রকারের হ্যাকিং সম্পর্কে আলোচনা করছিঃ

পিশিং: পিশিং সম্পর্কে তোমরা প্রায় সবাই কিছু জান। আমি নিচে কিছু লিঙ্ক শেয়ার করছি এগুলো পড়লে আরো ভালো ভাবে জানতে পারবে এবং নিজেকে পিশিং এর হাত থেকে রক্ষা করতে পারবে।

Denial of Service attack: Denial of Service attack সংক্ষেপে DoS Attack একটি প্রক্রিয়া যেখানে হ্যাকাররা কোন একসেস না পেয়েও কোন নেটওয়ার্ক এ ঢুকে তার ক্ষমতা নষ্ট করে। DoS Attack এ নেট কানেকশন বা রাউটারের ট্যারিফ বাড়িয়ে দেয়।

Trojan Horses : হচ্ছে একটি প্রোগ্রাম যা অন্যান্য প্রোগ্রামকে নষ্ট করে। এটিকে সবাই ভাইরাস নামেই চিন। Trojan Horses  ব্যবহার করে অন্যান্য প্রোগ্রাম নষ্টের পাশা পাশি পাসওয়ার্ড বা অন্যান্য তথ্য হ্যাকারদের কাছে সংকৃয় ভাবে পৌছিয়ে দেয়।

Back Doors: Back Doors খুজে বের করে হ্যাকাররা কোন সিস্টেম কে কাজে লাগায়। Back Doors গুলো হচ্ছে প্রশাসনিক সহজ রাস্তা, configuration ভুল, সহজে বুঝতে পারা যায় এমন passwords, এবং অসংরক্ষিত dial-ups কানেকশন ইত্যাদি। এরা কম্পিউটার এর সাহায্যে এ ত্রুটি গুলো বের করে। এ গুলো ছাড়া ও অন্যান্য দুর্বল জায়গা ব্যবহার করে কোন নেটওয়ার্ক কে কাজে লাগায়।

Rogue Access Points :কোন ওয়ারলেস নেটওয়ার্কে প্রবেশের জন্য হ্যাকাররা Rogue Access Points  ব্যবহার করে।

এছাড়াও আরো অনেক ভাবে হ্যকাররা হ্যাকিং করতে পারে যা আস্তে আস্তে জানতে পারবে। আমি এ গুলো জানানোর উদ্দেশ্য হচ্ছে তোমাদের কম্পিউটার বা নেটওয়ার্ক সিস্টেমে যেন এ ধরনের ত্রুটি না থাকে। আমি হ্যাকার নই আমি আমি এন্টি হ্যাকার। হ্যাকিং বা হ্যাকার দের প্রতিরোধ করাই আমার কাজ।

হ্যাকিং থেকে বাঁচার কিছু অতি প্রয়জনীয় ট্রিক্সঃ

  • ১. কোন অপরিচিত সফটওয়ার ডাউনলোড করা বা ব্যবহার করা থেকে বিরত থাক এমন কি তা যদি তোমার বন্ধুও বলে ব্যবহার করতে(সব বন্ধু না, তুমি যাদের বিশ্বাস কর আবার কর না)।যদি কোন সফটওয়ার নিত্তান্তই ডাউনলোড করা লাগে আগে তার সম্পর্কে নেটে সার্ছ করে যেনে নাও ।
  • ২. কোন সাইটে লগ-ইন করার সময় সাটের এডড্রেসটা ভালো ভাবে চেক করে নাও। মেইল থেকে পাওয়া লিঙ্ক দিয়ে কোথাও লগ-ইন করা থেকে বিরত থাক।
  • ৩. তুমি যদি একজন ডেবলপার হও তাহলে তোমাকে অবশ্যই সাধারন ব্যবহারকারী থেকে আরো ভালো করে সিকিউরিটি সম্পর্কে জ্ঞান থাকতে হবে।
  • ৪. পাসওয়ার্ড সব সময় ৮ ডিজিটের বেশি দাও। কী জেনারেটর সফটয়ার গুলো মাধ্যমে  সাধারন কম্পিউটার দিয়ে এর বেশি ডিজিটের পাসওয়ার্ড ভাংতে পারেন। যত পার নাম্বার দিয়ে পাসওয়ার্ড দেওয়া থেকে বিরত থাক। আর এখন প্রায় সব সাইটেই ইউনিকোড সাপোর্ট করে, তাই যদি কোন শব্দ ব্যবহার কর তাহলে নিজে দেশের শব্দ ব্যবহার কর যা তোমার মনে রাখতে সহজ হয়। তাই বলে ভেব না যে আমি তোমাকে শব্দ ব্যবহার করতে বলছি। যত পার শব্দ ব্যবহার থেকে বিরত থাক। ইংরেজী শব্দকে সম্পূর্ন না বল।
  • ৫. আর অপরিচিত সাইটে লগ-ইন করা থেকে বিরত থাক।

হ্যাকিং থেকে বাঁচার উপায় নিয়ে সেরা টিউন গুলো। সময় করে পড়ে নিবে, আগে পড়া থাকলে আরো ভালো।

    এবার মুভি পাগলদের জন্য কিছু করিঃ ১৯৯৫ সালে হ্যাকারদের নিয়ে একটি মুভি তৈরি হয়েছে Hackers নামে ইচ্ছে করলে তোমরা ছবিটি ডাউনলোড করে দেখতে পার।

    ডাউনলোড লিঙ্ক

    বন্ধুরা আমি আবারো আসবো হ্যাকিং সম্পর্কে জানাতে, হ্যাকিং থেকে বাঁচাতে... পাশে থেকো... আমি তোমার, আমি সকলের... আমি এন্টি হ্যাকার...

Level 0

আমি এন্টি হ্যাকার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 78 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

হ্যাকিং নিয়ে সবাই ভাবে, এন্টি হ্যাকিং নিয়ে কেউ ভাবে না। আমি দেখি হ্যাকিং থেকে বাঁচার জন্য কিছু করতে পারি কিনা... এন্টি-হ্যাকারের ব্লগ


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ ভাই আপনােক এত সুন্দর িটউন এর জন্য । আর িকভােব সহেেজ Hacking

    করা যায় এই নিেয় িটউন করবেন ।।।

    আমি হলাম এন্টি হ্যকার। আমার কাজ হ্যাকার থেকে সবাইকে বাঁচানো । হ্যাকিং শিখানো নয়। ওকে??
    তবে আমি বিভিন্ন প্রকার হ্যাকিং সম্পর্কে ধারনা দেব যাতে ঐ সব হ্যাকিং থেকে নিজেকে বাঁচানো যায়। ধন্যবাদ তোমাকে।

    Level 0

    আমার alertpay/Moneybookers/ Liberty Reserve এ কিছু ডলার দরকার । আমার খুব জরুলি দরকার । কউ যদি বিক্রি করেন দয়া করে আমাকে যানাবেন । আমার yahoo messenger id [email protected] ।বাঙলাদেশী টাকা পে করবো ডলার মূল্যের চেয়ে ৫-১০ টাকা বেশী দিব। আমার খুব জরুলি দরকার

    হ্যাকিং করবেন? কি হ্যাকিং করবেন? কাকে করবেন হ্যাকিং? কেনই বা করবেন?
    আসুন মানুষের ক্ষতি না করে সহযোগিতার হাত বাড়াই…..

আয় হায়, আমিও এটা নিয়ে টিউন করতে চেয়েছিলাম। নো প্রবলেম।
আপনার মত এত সুন্দর করে বলতে পারতাম বলে মনে হয় না। অনেক অনেক ভালো হয়েছে।
আরো টিউন আশা করছি এটা নিয়ে।

    আয় হায়, বলে কি?? মাখন তো এখন গলে যাবে।
    তুমিও কর কোন সমস্যা নেই। সবাইকে হ্যাকিং এর কবল থেকে বাঁচানো উচিত। আর আমাদের গ্রুপে তোমার দাওয়াত। ভাল থেকো।
    আর আমি এন্টি হ্যাকার রুপে যত দিন থাকবো তত দিন এন্টি হ্যাকিং নিয়ে থাকব।

ধন্যবাদ টিউনটি খুব সুন্দর হয়েছে।আচ্ছা anti ভাই আপনার বয়স কতো? (এইজন্যই কথাটি বললাম কারন কিছুকিছু জায়গায় তুমি কথাটি use করেছেনতো তাই) না..! এতে আমার তুমি বলাতে আমার কোন সমস্যা নেই।কিন্তু এই টিটিতে অনেক চাচারাও আছেন তাদের দিকে তাকালে ব্যপারটা একটু কেমন (তুমি বলাটা) লাগেনা।আবার আমি অন্যদৃষ্টিতে ব্যপারটি দেখলাম,যেহেতু টিটি একটি শিক্ষামূলক সাইট, তাই এতে যারা টিউন করে তারা অবশ্যই শিক্ষক।আর যারা পড়ে তারা অবশ্যই ছাত্র।isn’t it? আবার যেহেতু আপনি NEW (অবশ্য আমিও তাই NEW ) তাই কী বলা যায় আপনাকে। তো আর কী বলবো (ভূলকিছু বলে থাকলে মাফ করবেন।আমিভাই বেকার মানুষ তাই একটু বেশি বলে থাকি) Anti সর্ম্পকে আরো জানাতে থাকেন।

    আমি আমি না , আমি হলাম আমরা , এন্টি হ্যাকিং এর মত একটি কঠিক কাজ কি এক জনের দিয়ে হয়? না হয় না। তাই আমার বয়স কোন বিষয় না। আর আমি একটা টেষ্ট করছি। তাই হয়তো চাচাদের ও তুমি করে বলছি।
    তুমি কি কোন খারাপ শব্দ? না এটা বললে কারো মান সন্মাম নষ্ট হবে না, তাই না?
    আমার নামের অর্ধেক বললে কেমন কেমন হয় যায়, এন্টি মানে বিপরীত, আবার খারাপ ও বুঝায়। কিন্তু এন্টি হ্যাকার মানে হ্যাকার দের বিপরীত। হ্যকার রা যেহেতু খারাপ তাই এন্টি হ্যকার ভালো। সুতরাং আমার পুরো নাম উচ্চারন করাই ভালো। আমি কিছুটা পাগলামি করছি, মাঝে মাঝে পাগল হওয়া ভালো, এর জন্য সবার কাছে ক্ষমা পার্থী। ধন্যবাদ তোমাকে।

    তুমি খারাপ শব্দ না হলেও বড়দের তুমি করে বলাকে বাংলাদেশের সংস্কৃতিতে বেয়াদবী হিসেবে দেখা হয়। ভবিষ্যতে শব্দ চয়নে মনযোগী হওয়ার জন্য লেখককে অনুরোধ করছি।

    হ্যাকিং নিয়ে লেখা লেখি করার জন্য আপনাকে ধন্যবাদ।

    ধন্যবাদ মতামতের জন্য। আমি পারলে লিখব। অবশ্যই লিখব।

    নাহ… আপনাদে জন্য আমি আমার পথে থাকতে পারলাম না। আমি পথ পরিবর্তন করলাম,। ধন্যবাদ আবারো। আমি এবার থেকে সংস্কৃত কে ও রক্ষা করে চলব।

    ধন্যবাদ যে আপনি অন্যের মতের প্রতি আপনার শ্রদ্ধা দেখিয়েছেন।

sorry sorry.anti hacker ভাই।আমি এতটা সিরিয়াসলী বলিনি।আসলে মাঝেমাঝে রাগ করা ভালো।আবার মাঝেমাঝে পাগল হওয়াটাও ভালো।কী anti hacker ভাই এবার। ভালো লাগে…!

    Dont worry , আমি কিছু মনে করি নি। মনে করলে এত সুন্দর করে উত্তর দিতাম না। পাগল হওয়া তো অবশ্যই ভালো। আর আমার সবসময় ই ভালো লাগে। আবারো ধন্যবাদ।

দারুন টিউন। ধন্যবাদ এন্টি হ্যাকার ভাই।
আপনি হচ্ছেন এন্টি হ্যাকার এর মেইন প্রোগ্রাম আর আমরা হলাম এর অ্যাড-অন… মনে হয় ঠিক বলেছি… 🙂

    স্বাগতম। সুন্দর কমেন্ট। মজিলা ফায়ার ফক্স যেমন এড অন্স ছাড়া কিছুই না তেমনি এন্টি হ্যাকার ও অ্যাড-অন্স ছাড়া কিছুই না। তাই পাশে থেকো। ধন্যবাদ

দারুন টিউন। ধন্যবাদ এন্টি হ্যাকার ভাই। অনেক কিছু জানলাম …

Level 0

hasan vai,
please cheek your email.

ধন্যবাদ এন্টি হ্যাকার ভাই। ভাল থাকবেন।

Level 0

এন্টি হ্যাকার @আমি পারলে লিখব। অবশ্যই লিখব।

কথা গুলো খুবই খারাপ শোনায়। জানেন তো “বেয়াদব আল্লাহর অনুগ্রহ থেকে বঞ্চিত হয়”। একটি ভাল কাজ করতে এসে যদি খারাপ আচরনের জন্য বকা খেতে হয়, তাহলে খুব খারাপ।
ভবিষ্যতে, সম্বোধন এ সচেতন হওয়ার জন্য অনুরধ রইল।

    আমি ইসলাম ধর্মের(যতটুকু পারি মানার চেষ্টা করি), তাই আপনার কমেন্ট পড়ে আর নিজের পথে না চলে নতুন পথে চললাম। যদিও আমি কারো সাথে বেয়াদবি করার উদ্দেশ্যে আসি নি।
    লক্ষ্য কিন্তু একটাই— “এন্টি হ্যাকিং”
    ধন্যবাদ আপনাকে।

অসাধারন টিউন,
আপনি এত সুন্দর ভাবে উপস্থাপন করেছেন বুঝতে খুব একটা কষ্ট হওয়ার কথা নয়।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ সুন্দর টিউনটির জন্য।

    বড় ভাই আমি কিন্তু আপনাকে অনেক পছন্দ করি। কারন একটাই যত টিউন হোক না কেন আপনার মতামত থাকবেই। এন্টি হ্যাকিং জগতে স্বাগতম।

    আমিও 🙂

আপনাকে ধন্যবাদ , সুন্দর করে লিখার জন্য।

    আপনাকে ও ধন্যবাদ সুন্দর করে পড়ার জন্য, লেখার চেয়ে পড়া কষ্ট বেশি।

লেখাটা অনেক ভাল হয়েছে। ধন্যবাদ 🙂

    এন্টি হ্যাকার ভাই-বোনেরা (আমরা !) রাসেদ ভাইকে একটু বেশি করে ধন্যবাদ দিয়ে দিবেন। অনেকগুলো টিউনের পরে রাসেদ ভাই কোন টিউনে সন্তুষ্ট হলেন। হা হা…
    আরেকটা কথা গ্রে হ্যাকারকে দুমুখো সাপ বলায় আমি মাইন্ড করছি। :'( আমি ওদেরকে ভালোবাসি তো। 😉

    হা হা মাখন ভাই। আসলে লেখায় কোন ভুল কিছু থাকলে আমার কেমন জানি অসস্তি লাগে। আমি একটু বেশি অবিশ্বাসী মানুষ। কোন কিছু যাচাই না করে বিশ্বাস করতে পারি না। 😐

    @ মাখন ভাই আমি তো ভাই সত্য কথা বলছি। যাই হোক আপনি গ্রে হ্যাট হ্যাকার থেকে হোয়াইট হ্যাট হ্যাকারে রুপান্তরিত হউন, আর আমাদের এন্টি হ্যাকার গ্রুপকে সক্রিয় করুন।
    @ রাসেদ ভাই, রাসেদ ভাইকে অনেক ধন্যবাদ। একজাগায় আপনি সত্যতা যাচাই করবেননা, আর তা হল আল্লাহর অস্তিত্ত। আর সব জাগায় এমনকি নিজেকেও অবিশ্বাস করা লাগলে করবেন। স্বাগতম আপনার ধনাত্মক মনোভাবে। নিজের মত করে চলুন। সবার মত হলে তো আপনি সাধারন মানুষের মঝে পড়ে যাবেন। আবারো ধন্যবাদ।

Level 0

ধন্যবাদ এন্টি হ্যাকার ভাই।

অসাধারন লেগেছে। 😀 এ বিষয়ে ইংরেজি আর্টিকেল পড়েছি কিন্তু আজকের মতো এতো ক্লিয়ার ধারনা পাইনি।
অসীম ধন্যবাদ এন্টিহ্যাকারকে।
আর আপনি- তুমি নিয়ে মাথা না ঘামিয়ে টিউনারের প্রধান বিষয় হ্যাকিং সম্পর্কেই সবার চিন্তা করা উচিৎ। 🙂

    আমি আর আপনি তুমি তে নেই। আমি তো বললামই আমি কি পরীক্ষা করছি তাই যে কোন সময় যে কোন কথা বলতে পারি । তবে আমি কারো সাথে বেয়াদপি করার জন্য আসি নি… আমি আসছি জানাতে…
    ধন্যবাদ যোবায়ের ভাইকে, যে আগে ভালো ভালো কিছু টিউন করছে হ্যাকিং নিয়ে।

অত্যান্ত কাজের টিউন ,আসলে হ্যাকিং জানাটা খারাপ কিছু না মূল বিষয়টা হলো ঊদ্দেশ্য।অর্থ্যাৎ কোন কাজের জন্য আপুনি হ্যাকিং শিখতে চাচ্ছেন।ধন্যবাদ আপনাকে।

    আলাউল ভাইকে ও ধন্যবাদ। আমি হ্যাকিং থেকে বাঁচার উপায় জানাবো। এতে যদি কেউ হ্যাকিং শিখে যায় তাহলে তা তার ক্রেডিট… তবে এন্টি হ্যকার দের হ্যকার থেকে ও বড় হ্যাকার হতে হয়…

জটিল টিউন বস…অনেক নতুন বিষয় শিখলাম।

    আপনাদের শিখাতে পেরে ভালো লাগলো। সজীব ভাইকে ও ধন্যবাদ।

ভাল লাগলো অনেক ভাল। ধন্যবাদ আপনাকে।

আমি আমাদের মডারেটরের কাছে এ টিউনটি স্টিকি করার জন্য আবেদন জানাচ্ছি। কারন একটাই এখনই সময় হ্যাকিং হ্যাকিং থেকে বাঁচার। আর টিউটি সবাইকে ই সাহায্য করবে হ্যাকিং থেকে নিজেকে নিরাপদ রাখতে। ধন্যবাদ সবাইকে।

মডারেটরকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক অনেক ধন্যবাদ……

Many thanks for your nice presentation. (আপনি তুমি তে ঝামেলা থাকলোনা !)

    হা হা, আপনি তুমি কিছুনা… আপনাকে ধন্যবাদ। আমি অন্য কিছু চাচ্ছিলাম। যাক, আমার কোন সমস্যা নেই।

sb hacking নিয়া বিজি হয়ে গেছে আজকাল। হাহাহা

    আপনাকে দেখা যাচ্ছে না কেন আজ কাল?? আমরা কিন্তু এন্টি হ্যাকিং নিয়ে বিজি, হা হা হা।।
    আবার টিউন করা শুরু করবেন আসাকরি।

    ভাই একটু সাহায্য করেন..
    টেকটিউনস এ বাংলা পোস্ট দিতে (বা বাংলা লিখতে) পারছি না। এম এস ওর্য়াড থেকেও কপি পেস্ট করলেও হচ্ছে না।
    দয়া করে উপায় বলুন।
    আর একটা কথা ব্লগারের বাংলা লিখব কি করে, কোন টিউটোরিয়াল থাকলে লিংক টা দিন।

হ্যাকিং বিষয়টা বোঝার চেষ্টা করছি। কষ্ট করেতো বুঝতেই হবে। এটাতু স্যালাইন না যে পানিতে মিশিয়ে গিলে ফেলবো। মোট চারবার পড়লাম। তবে এটুকু আগেই বুঝেছি ক্যাপগুলো বেশ সুন্দর।

কষ্ট করে আমাদের মতো গন্ডমুর্খদের অনেক কিছু শেখানোর জন্য গিগা সাইজ ধন্যবাদ। ও হাঁ সেই সাথে আপনাদের বাসায় আমার দাওয়াত।

    কষ্ট করে ৪ বার পড়ার জন্য ধন্যবাদ। ক্যাপের সাথে কিন্ত্য হ্যাকিং টা ও সুন্দর।
    যাই হোক আমি কিন্তু আপনার লাস্ট বাক্যটা অনেক বার চেষ্টা করে ও বুঝতে পারি নি। কি জেন বলছেন “আপনার বাসায় আমার দাওয়াত”…

    হে হে হে ভাইজান এটা বাঙ্গালীদের ঐতিহ্য।

    তাহলে তো আপনার বাসায় গিয়ে ঐতিয্যটি রক্ষা করতে হয়, কবে আসবো বলেন 😛

    ভাইজান, কথায় আছে ম্যান ইজ মরটাল অর্থাৎ মানুষ মাত্রই ভুল করে। যেমন আপনি এইমাত্র একটি ভুল করলেন। আসলে হবে আপনার বাসায় আমার দাওয়াত।

    আপনি দেখছি আমাকে নতুন করে ইংরেজি শিখাচ্ছেন। ভালো আমি আবার ইংরেজিতে কাচা তো, কাজে দিবে।। 😛

    দাওয়াতের ব্যাপারটা………………………………………………………………….

    ঠিক আছে। আসবো নি আপনার বাস্য, এবার খুশি???

    নাহ! আর হলোনা। এত চেষ্টা করেও একটি বিষয় আপনার মাথায় ঢুকাতে পারলামনা। জ্ঞানীদের জন্য ইঙ্গিতই যথেষ্ট হবার কথা ছিল। কিন্তু আপনার মাথা হ্যাকিং না করলে হচ্ছেনা। শিগগিরই মাথা হ্যাকিং করার পদ্ধতি নিয়ে একটি টিউন করেন।

    ((পুনশ্চ : আবার বোঝার চেষ্টা করেন প্লিজ! আপনার বাসায় আমার দাওয়াত!))

    আমি তো বুঝলামই আপনার বাসায় আমার দাওয়াত। আর মাথা হ্যকিং করা খুব সহজ, তবে বলব না। 😛

    Level 0

    হা হা হা আমারেও কেও দাওয়াত দেন ভাই।

    হে হে 🙂 এত সখ নেই।। গরিব আছি, কিন্তু ফতুর হইতে চাই না, 🙂 তাই আপনারা পারলে আমারে দাওয়াত দেন

Level New

Superb

আপনার প্রতি রইল অনেক শুভকামনা। তবে হ্যাকিং কি সব সময় খারাপ ? আমাদের দেশে যে সব কোম্পানি Unlimited ইন্টারনেট কথা বলে আবার limitation ধরিয়ে দেয়। তাদেরতো হ্যাকিংই করা উচিৎ ।

    ধন্যবাদ আপনাকে ও । না খারাপ না। White hat hacker রয়েছে।

    Level 0

    Banglalink Unlimited এর ইন্টারনেট slow (download speed: 2 to 5kbps) but complain জানালে কই আমাদের ইন্টারনেট Fast Grameenphone থেকে। এই মাসে লাইন নিয়ে problem এ আছি। Banglalink ISP hack করা যায় নাকি?

দারুন টিউন একটা, পড়েই ফেললাম সাহস করে।

    হুম, ধন্যবাদ… সাহসের ধরকার আছে, তা না হলে আমরা ব্ল্যক হ্যাকার দের কিভাবে ধরবো?

হ্যাকিং বিষয়টার প্রতি কখনও কোন আগ্রহ ছিলনা । কিন্তু টিউনটি পড়ে হ্যাকিং সম্পর্কে জানার আগ্রহ সৃষ্টি হচ্ছে । ধন্যবাদ এরকম একটি টিউনের জন্য ।

bhai tune ta valo laglo…:) http://twittingraihan.blogspot.com/ .boss a url ta te jain .first blog likhlam.dekhen ektu.

টিটিতে আসলে আমার প্রথম সমস্যাটা যা হয় তাহল, কোন পোষ্টটা রেখে কোনটা পড়ব। আবার মাঝে মাঝেই নেট ডিস্কানেক্ট হয়েযায় তাই কমেন্ট করার সময় পাইনা। যাইহোক এখন থেকে চেষ্টা করব। পোষ্টটা প্রিয়তে নিলাম।
ভাল থাকবেন সবসময়।

    প্রথম প্রথম টিটিতে আমার আপনার সবার এ রকম হয়। তবে কমেন্ট করা উচিত। তাহলে লেখক বুঝতে পারে তার টিউন টা কারো কাজে আসছে কি না । ধন্যবাদ।

Level 0

it’s really awesome.thank u brother

Level 0

ভালো লাগলো ওনেক কিছুই যানতে পারলাম

ধন্যবাদ টিউনটার জন্য…………

Level 0

MANY MANY THANKS. WANT MORE.
(SOORY FOR WRITE ENGLISH BCOZ M 4M MOBILE)

Level 0

জটিল

আপনাকে ধন্যবাদ।

এন্টি হ্যাকার ভাই, আপনাকে অনেক ধন্যবাদ টিউনটি করার জন্য। সত্যি বলতে কী এইটি অত্যান্ত চমৎকার হয়েছে…….

দারুন টিউন এন্টি হ্যাকার, আপনাকে এই বিষয়ে নিয়মিত টিউন করার অনুরোধ করবো… যাতে সকলে এ বিষয়ে সচেতন হতে পারে…

    ওকে। দেখি আজ একটা দিতে পারি কিনা। ধন্যবাদ পরামর্শের জন্য

Level 0

many many thanks

আরেকটা টিউন এড করে দিতে পারেন।
হ্যাকারদের কে কিসের ভয় যদি থাকেন প্রস্তুত! (হ্যাকারদের হাত থেকে বাচার সহজ উপায়)
https://www.techtunes.io/hacking/tune-id/49809/

আল্লারে! এতো কিছু। হ্যাকার গোরে দুনিয়া থেকে সরাই দেওন যায়না?

Level 0

এর আগে মনে হয় হ্যকার ছিলেন আর এখন এন্টি হ্যকার হলেন, তাই না?

Thank you very much for your nice tune.

Level 0

ভাই ধন্যবাদ । ওহ আপনার BN.ANTIHACKER ছবিটাও মনে হয় Hackers Movie থেকে নেয়া. ঃ)

দারুন বর্ণনা দিয়েছেন ভাইয়া । ধন্যবাদ 🙂

এন্টি হ্যাকার ভাই আমার কম্পিডটারে গুগল ক্রোমি দিয়া ব্রাউজ করার সময় https কানেকশনে বিপদজনক চিহ্ন দেখায়। ভাই আপনি কি বলতে পারবেন কোন হ্যাকার আমার কম্পিউটারে ওত পাইত্যা রইছে কিনা? আর এত সুন্দর টিউনের জন্য আপনাকে ধন্যবাদ দিয়া ছোট করতে চাইনা। দুয়া করি আপনি দীঘজীবি হোন।

    আপনি বিস্তারিত বললে ভাল হত। যে সাইটে ঢুকলে বিপদপজনক চিহ্ন দেখায় সে সাইটের ও সমস্যা থাকতে পারে।
    আপনাকে ও ধন্যবাদ।

খুব উপকৃত হবো লেখাটি পড়ে

ভাই, কাল রাতে আমার face book id করেছে । কিভাবে করছে ভাববো? কিভাবে safe id passwrd দেয়া যায় কেও বলতে পারেন ?plz help .. যে id hake করছে ও বলছে ও নাকি যে কোনো id e hake করতে পারে। আমার id ফিরিএ দিয়েছে কিন্তু নিরাপত্তার বেপার ।

Level 0

আসসালামু আলাইকুম, ভাই জান !! আমার (দুই টা) ইমেইল এ কয়েক দিন ধরে ঢুকতে পারছিনা, আমি বুজতে পেরেছি যে, আমার ইমেইল হ্যাক হয়েছে, আমার খুব জরুরি………… আমাকে পরামরশ দিন আমি কি করতে পারি / আপনি আমায় কি সহযোগিতা করতে পাররেন, যদি আমার ইমেইল দুটা উদ্ধার করে দিতে পারেন তাহলে ২০০০/= দু হাজার পুরুস্কৃত করব (ইনশাআল্লাহ)
শরত হল:……… rec…email পরিবরতন করে ফেলেছে, যে ইমেইল আছে সিটা এবং নাম, মো্বাইল নাম্বার আড্ড্রেস এ গুলো আমাদের কাছে হস্তান্তর করতে হবে, আর কোথায় বসে ইমেইল টা হ্যাক করেছে তা জানালে ও উপকৃত হব । (বিশেষ করে দু টা email উদ্বার করতেই হবে) যদি সম্ভব মনে তাহলে…. যোগাযোগঃ [email protected] // ফোনঃ কল করার পুরবে অবশ্যই sms পাঠাতে হবে যে,টেকটিউনস থেকে বলছি, অন্যথায় ফোন রিসিভ হবেনা, (সুবিধার জন্য) 01975331551, ok thanks