৫ মিনিটে XP SETUP করুন Acronis True Image Home 2010 দিয়ে খুব সহজে স্ক্রিন সর্টসহ বিস্তারিত

টেকটিউনসার ভাই ও বোনদেরদের আমার সালাম। আজ আমি আপনাদের দারুন কাজের একটি সফটওয়ার দিব যার মাধ্যমে আপনারা খুব সহজেই উইন্ডোজ ইনস্টল করতে পারবেন। আপনারা হয়ত অনেকে জেনেছেন ৫ মিনিটে উইন্ডোজ ইনস্টল করা যায় কিন্তু স্ক্রিন সর্ট সহ বিস্তারিত জানার অভাবে ইনস্টল দিতে ভয় পাচ্ছেন।  প্রথম প্রথম আমার ও ভয় হয়েছিল কিন্তু একবার চেস্টার পরে পেরে গেছি কোন সমস্যা হয় নি।

এই সফটয়ারটি মূলত আপনার উন্ডোজের সকল এপলিকেশন গুলোকে ব্যাকআপ রাখে এবং কোন কারনে উইন্ডোজ নস্ট/করাপ্ট হয়ে গেলে ব্যাকআপ ফাইল থেকে রিস্টোর করে। এই সফটয়ারটির মাধ্যমে আপনি ৫ মিনিটের মধ্যে উইন্ডোজ সহ সকল সফটওয়ার ও ড্রাইভার সেটআপ দিতে পারবেন। $49.99 মূল্যের সফটওয়ারটি একদম ফ্রি। নিচে কয়েকটি ধাপে সফটওয়ারটির বিস্তারিত তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লা।

আমার এই লিখাটি তাদের জন্য যারা মনোযোগ সহকারে পুরো টিউনটি পড়বেন। মনোযোগ সহকারে পড়লেই কেবল আপনারা এই সফটওয়ারটি সম্পরকে বুঝতে পারবেন। সফটওয়ারটি আমি খুব সহজ ভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি। সফটওয়ারটি ডাউনলোডের জন্য নিচের লিংটিতে ক্লিক করুন Acronis True Image Home এর ওয়েব সাইটটি আসবে সেখান থেকে Free Trial  ক্লিক করলে সফটওয়ারটি ডাউনলোড হবে।

সফটওয়ারটি এখানে

download 1

সিরিয়াল কির প্রথম লিংক

serial 2

সিরিয়াল কির দ্বিতীয় লিংক

সফটওয়ারটি ডাউনলোড শেষে সিরিয়াল কি দিয়ে সেট আপ করে নিন। ঠিকভাবে সেটআপ হলে আপনাকে একটি বুটেবল সিডি তৈরি করে নিতে হবে। ভয় নেই খুব সহজ। এজন্য আপনার ডিভিডি রাইটা ও একটি ব্ল্যান্ক সিডি থাকতে হবে। রাইটার যদি না থাকে তাহলে আইএসও ইমেজ তৈরি করে রাখুন পরে কারো কাছ থেকে ডিভিডি রাইটার এনে বুটেবল সিডি তৈরি করে নিবেন। এখন মূল কথায় আসা যাক।

প্রথম ধাপ:

1Vot1

বুটেবল সিডি তৈরি :

উপরের চিত্রের মত Start গিয়ে Programs> Acronis >Acronis True Image Home থেকে Bootable Rescue Media Builder এ ক্লিক করুন। নিচের চিত্রটির মত দেখাবে।

2 Vot2

Next দিন

3 Vot3

এবার বাঁ পাশের ঘর থেকে Acronis True Image Home (Full version)  এর সামনের ঘরে টিক বসিয়ে দিন। Next দিন আবার Next দিন।

4 vot4

এবার উপরের চিত্রেরর ন্যায় CD-RW Drive (J:) সিলেকট করে দিয়ে আবার Next দিন

5 Vot5

এবার Proceed এ ক্লিক করুন। ব্যাস কিছুক্ষনের মধ্যে আপনার বুটেবল সিডি তৈরি হয়ে যাবে। এবার সিডি আপনা আপনি বেরিয়ে আসবে। সিডিটি যত্ন সহকারে রেখে দিন কারন এটি আপনার এক্সপি সেট আপ নষ্ট হয়ে গেলে লাগবে।

দ্বিতীয় ধাপ :

উইন্ডোজের ব্যকআপ :

একটি ভাল ব্যকআপ নেয়ার আগে আপনাকে কতগুলি বিষয়ের দিকে নজর দিতে হবে। এগুলি হলো-

  • ১। আপনার উইন্ডোজটি যদি কিছুদিন আগে সেটআপ দিয়ে থাকেন তাহলে নতুন করে সেটআপ দেয়ার দরকার নেই। যদি অনেকদিন আগে দিয়ে থাকেন তাহলে দিয়ে নিন।
  • ২। প্রয়োজনীয় সফটওয়ার আপডেট করে নিতে হবে। যেমন- এন্টিভাইরাস, ডটনেট, জাভা ডাইরেকট এক্স ইত্যাদি।
  • ৩। প্রয়োজনীয় সফটওয়ারগুলি রেখে বাকি সফটওয়ার আনইনষ্টল করে ফেলতে হবে।
  • ৪। মাই ডকুমেন্ট ও সি ড্রাইভের সব অপ্রয়োজনীয় ফাইল মুছে ফেলুন। ডাউনলোড ম্যানেজার বাই ডিফল্ট মাই ডকুমেন্ট এ একটা Download নামে ফোল্ডার তৈরি করে, সেটা চেক করে প্রয়োজনীয় ফাইল অন্য স্থানে নিয়ে বাকি সব ডিলেট করে ফেলুন।
  • ৫। রেজিষ্ট্রি ক্লিন করুন। এই জন্য আপনি CCleaner ব্যবহার করতে পারেন।

অর্থাৎ আপনি আপনার মনের মত করে কম্পিউটারকে সাজিয়ে নিতে পারেন।

প্রথমে আপনি  ডেস্কটপ থেকে অথবা প্রোগ্রামে গিয়ে Acronis True Image Home 2010 রান করুন।

6 bac1

লাল তীর চিহ্নিত Back Up অপশনটি ক্লিক করুন।

7 bac2

এবার Disk and Partition Backup অপশনটিতে ক্লিক করুন।

8 bac3

আপনার যে ড্রাইভে উইন্ডোজ ইনস্টল করা হয়েছে তা সিলেক্ট করে দিন। সাধারণত সি ড্রাইভে উইন্ডোজ ইনস্টল করা হয়। তাই সেটি ডিপল্ড হিসেবে সি ড্রাইভ সিলেক্ট করা থাকে। যদি সি ড্রাইবের বা পাশের ঘরটিতে টিক দেয়া থাকে না থাকলে টিক চিহ্ন বসিয়ে দিবেন। এরপর Next এ ক্লিক করুন।

9 bac4

এবার Browse  এ ক্লিক করুন।

10 bac5

এবার  সি এবং সিডি/ডিভিডি ড্রাইভ ব্যাতিত অন্য যেকোন ড্রাইভ সিলেক্ট করুন। এরপর জেনারেট নেম এ ক্লিক করুন।

11 bac6

জেনারেট নেম এ ক্লিক করলে Mybackup নামে একটা ডিফল্ট নাম আসবে ফাইলের। আপনি ইচ্ছে করলে সেটা পরিবর্তন করতে পারবেন, তবে সবার শেষে.tib টা চেঞ্জ করবেন না। এবার ওকে করুন।

12 bac7

Next দিন

13 bac8

Proceed দিন। সব কিছু ঠিক থাকলে কিছুক্ষনের মধ্যেই ব্যকাপ প্রসেস শুরু হবে। শুধু মাত্র মাদারবোর্ড ড্রাইভার সহ উইন্ডোজ ব্যাকাপ নিলে ৪/৫ থেকে মিনিট লাগতে পারে। ফাইল সাইজ হতে পারে ১.৫ থেকে ২ জিবি। আর সব সফটওয়ার সহ নিলে সময় একটু বেশী নিবে এবং ফাইল সাইজ হতে পারে ৩.৫ থেকে ৪.৫ জিবি।

ব্যাকাপ নেয়া সফল হলে মেসেজ পাবেন।

তৃতীয় ধাপ :

 

ব্যকআপ রিস্টোর :

দুইভাবে উইন্ডোজ রিস্টোর করা যায়। তা হলো-

  • ১/ সরাসরি উইন্ডোজে থেকে।
  • ২/ বুটেবল সিডি দিয়ে।

১।  সরাসরি উইন্ডোজ থেকে কিভাবে রিস্টোর করা যায় তার বিবরণ নিচে দেয়া হল:-

ডেস্কটপ অথবা Start>programs থেকে Acronis > Acronis True Image Home সফটএয়ারটি চালু করুন। নিচের চিত্রের মত দেখাবে।

14re1

এবার Recover থেকে Disk and Partition Recover নির্বাচন করুন।

15 re2

এখন Browse এ ক্লিক করুন।

16 re3

এখন আপনি যেই ড্রাইবে উইন্ডোজের ব্যাকাপ রেখেছিলেন  তা খুঁজে বের করুন। ড্রাইভের উপর দুই ক্লিক করতে হবে।

17 re4

উপরের চিত্রের মত  সিলেক্ট করে ওকে করুন।

18 re5

এবার উপরের চিত্রের মত সিলেক্ট করে Next ক্লিক করুন।

 

19 re6

সি ড্রাইভের সামনের ঘরে টিক চিহ্ন বসিয়ে দিন এবং Next দিন।

20 re7

এবার Proceed দিন।

21 rec9

এবার Reboot ক্লিক করুন। কম্পিউটার রিস্ট্রাট  হবে। এর মধ্যে আপনার উইন্ডোজ ইনস্টল শুরু হবে। ৪/৫ মিনিট লাগবে। এবং শেষ হলে মেজেস পাবেন।

২/ Bootable CD দিয়ে রিস্টোর করার পদ্ধতি  :-

প্রথমে আপনাকে মাদারবোর্ডের BIOS এ গিয়ে বুট সিলেক্ট করে দিতে হবে CD/DVD ROM কে।

এর পর Acronis এর বুটেবল সিডিটি সিডি ড্রাইভে প্রবেশ করিয়ে পিসি Start করুন। আপনার BIOS First Boot হিসেবে সিডি সার্চ করবে এবং Acronis রান হবে। এবার দুটি অপশন থেকে আপনি Acronis True Image 2010 সিলেক্ট করুন।

পরবর্তি Step গুলো উইন্ডোজ থেকে রিস্ট্রোর করার মতই। সুতরাং সেটা ফলো করুন।

রিস্টোর শেষে Success মেসেজ আসলে ওকে দিয়ে ক্লোজ করুন। এবার উইন্ডোজ রিস্টার্ট হবে। যেহেতো বুটেবল সিডিটি এখনোও আপনার সিডি ড্রাইভে আছে, সেহেতো আবার সেই দুটি অপশন আসবে। আপনি এবার উইন্ডোজ সিলেক্ট করুন। ঠিক মত রিস্টোর হলে উইন্ডোজ রান হবে।

পরে BIOS এ গিয়ে বুট চেঞ্জ করে নিবেন। এই সফটওয়ারে আরো গুরুত্বপূর্ন অনেক পিচার আছে তা আপনারা নিজে নিজে দেখে নিবেন।

পরিশেষে অভ্র সংক্রান্ত দুটি টিপস্‌ দিয়ে শেষ করবো।

১। আমরা অভ্র দিয়ে টাইপ করার সময় কখনো বাংলা আবার কখনো ইংরেজি অপশন চেঞ্জ করতে হয় এজন্য আমরা মাউস দিয়ে ক্লিক করে দিই কিন্তু এই কাজ কি বোড দিয়ে ও করা যায় কি বোড থেকে  F12 চাপলে বাংলা আবার  F12 চাপলে ইংরেজি অপশন আসবে।

ABRO22

২। কি বোড থেকে "ও" টাইপ করতে  হলে ''gx'' চাপতে হবে।

আমার এই টিউনটি কেমন হলো আপনাদের মূল্যবান মন্তব্য দিয়ে জানাবেন।

Level 0

আমি হেরার আলো। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 29 টি টিউন ও 147 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

মন চায় আকাশে উড়তে। কিন্তু ডানা তো নেই............................


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

suppppppppppppppppppppppper tune…………..

A++

    Level 0

    খুব ভােলা………………….
    http://bdjobs24.co.nr/

    he vi onek vAlo, Ato pppppppppppp diyecen keno

    ধন্যবাদ আপনার সুন্দর টিউনের জন্য।
    ভালো থাকবেন…

    ও হে এডসেন্স পাবলিসার্শ রা এই টিউনটা অন্তত একবার হইলে ও পড়ে আসেন, আশা করি অনেক কাজে দিবে…
    https://www.techtunes.io/tips-and-tricks/tune-id/72347
    ( বিষয়ঃ গুগল এডসেন্স ধারীরা সাবধান হোন : এডসেন্স ব্যান এড়াতে টিউনটিতে বিশেষ দৃষ্টি দিন )

1* ভাই বুটেবল pen drive বানানো যাবে??
2* কি ভাবে?
3* windows পুরো মুছে ফেলার (Format )পর কি পুনরায় restore হবে।

    পেনড্রাইভ বুটেবল করা যায় কিনা আমার জানা নেই তবে। তবে উইন্ডোজ ফরমেট করার পর রিস্টোর করা যায়।

      pendrive bootable kora jay……….nd ta diye win7 o setup deya jay

      ভাই আমার পিসিতে win xp sp3 ব্যবহার করছি। কিন্তু Acronis 2010 ইন্সটল করতে পারছি না । ফাইলটা ওপেন করলেই একটা লেখা আসে Failed to Read the File. এখন কি করব? একটা বুদ্ধি দেন । আমি আপনার উত্তরের অপেক্ষায় আছি। পারলে আপনার মোবাইল নম্বর টা দিবেন।

    Level 0

    আমি ত অনেক আগে থেকেই এটি ব্যবহার করি
    @ says:অবশ্যই যাবে,আমি ত পেন্ড্রাইভ দিয়েই সব সময় বন্ধুদের এক্সপি সেটআপ (রিস্টোর )দিই,
    আমি প্রথমে সিডি দিয়ে বেকআপ করে নিই পুরা এক্সপি সহ আপডেট কিছু সফটওয়ার(মাদার বোর্ডের ড্রাইভার ছাড়া) এর পর পেন্ডাইভ কে বুটেবল করি-( এই টিউটোরিয়ালের ৪ নম্বর স্ক্রিন শটে bootable media type e পেন্ড্রাইভ আগে থেকে লাগানো থাকলে পেনড্রাইভ আসার কথা, আমার Acronis এ আসে তখন সিডির জায়গায় পেনড্রাইভ সিলেক্ট করবেন, বাস nexT দিয়ে বাকি কাজ একি) বুটেবল শেষে বেকআপ করা ইমেজ bootableপেনড্রাইভ এ নিয়ে নিই এবার যেখানেই যান যার কম্পিউটারেই যান পেনড্রাইভ দিয়ে কয়েক মিনিটে উইন্ডোজ ইন্সটল করে চমকে দিন সবাইকে, অন্তঃত আমি চমকে দিই সবাইকে , সবাই আমার দিকে হা করে তাকায় তখন……

      ভাই সিডি তে কিভাভে নেয়া জাভে

    বাহ! মজার তো। লেখককে ধন্যবাদ।

    sohel ভাই আপনার এই টিউনে কমেন্ত করার জন্য আমি মেম্বার হয়েছি। আপনার এই পদ্ধতিটা আমার শেখের খুব ইচ্ছা। যদি কষ্ট করে আর একটু বিস্তারিত বলতেন খুবই উপকার হত।আমি কয়েকভাবে চেষ্টা করেছিলাম কিন্তু পারিনাই।আপনার পদ্ধতি টা আমার খুব ভাল লেগেছে।আপনাকে অনেক ধন্নবাদ।

    Pendrive Bootable করা যায়। খুব সহজ।

একেবারে পরিপূর্ন টিউন । ধন্যবাদ আপনাকে।

রুহুল ভাই আপনাকে ও ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য। অভিজ্ঞতাসম্পন্ন টিউনাররা মন্তব্য দিলে ভালই লাগে।

    আমার টিউনটি প্রথম পাতায় আনার জন্য মেহেদী ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।

Level 0

টিউনটি খুবই ভাল হয়েছে, ধন্যবাদ আপনাকে।

খুখুখুখুখুখুখুখুবই Expert টিউন। আর বড় মাপের টিউনার।
এই টিউনটির সুবিধা যে গ্রহন করতে পারবে +++ তার কৃতজ্ঞতা জানানোর ভাষা হারিয়ে যাবে।
তার কম্পিউটার জীবন পরিপুর্ন মনে হবে।
এই টিউনটিকে স্টিকি করার অনুরোধ করছি
আমিও এবিষয়ে টিউন করতে চেয়েছিলাম কিন্তু অনেক লিখতে হবে তাই করিনি আর আপনার মত লেখা উপস্থাপন করা সম্ভব হতো না।
অনেক অনেক ধন্যবাদ এরকম অসাধারন একটি টিউন উপহার দেয়ার জন্য।
বুট্যাবল সিডি রাইট করা যোগ করলে ভাল হত কেননা অনেকে এখানেই আটকে যাবে।

    বুটেবল সিডি রাইট করার পদ্ধতি আমি প্রথম ধাপে উল্লেখ করেছি। একদম সহয। যেকেহ একবার দেখলেই পারবে।
    আর সাইদ ভাই আপনাকে ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্যের জন্য।

হাসান ভাই আপনার কাছে কোন অংশটুকু সদৃশ্য মনে হয়। হ্যা আমি somewhereinblog এর পোস্টটিকে অনুসর করে লিখেছি। আমার পুরো পোস্টটি তার মত হয়েছে? না তার চেয়ে খারাপ হয়েছে তা আপনারাই বিচার করবেন। আর তিনি ২০০৯ এর ভার্সন দিয়ে পোস্ট করেছিল। ২০০৯ আর ২০১০ এর ভার্সন কি এক? আপনার কি মনে হয়। এভাবে অপমান করা কি আপনার ঠিক হয়েছে? সেটা আপনিই ভাল জানেন। আমি আর বিশেষ কিছু বলবো না। আপনাকে ধন্যবাদ এভাবে মন্তব্য দেয়ার জন্য।

    দুঃখিত। আসলে আমি confuse ছিলাম। কারন আপনাদের দুইজনেরই নাম অজানা। তাই ভেবেছিলাম ঐটা হয়তো আপনিই।
    আর লিখার কথা বলছেন? মিল অনেক আছে। তবে আপনার চিত্রের কথা ঠিক।
    আর আরেকটা কথা আমি অপমানের জন্য বলিনি।
    আবারো ধন্যবাদ।

Level 0

আপনাদের সবাইকেই বলছি , খুব সুন্দর টিউন হয়েছে আপনাদের দুজনেরই। তবে, আমার কাছে নরটন ঘোষ্ট এর একটা টিউন আছে আমার নিজের করা কিন্তু সেটা আমি পোষ্ট করিনি। ভাবছিলাম ভাল হবে না মন্দ হবে , নাকি আবার কেউ কোথাও করেছে ? এজন্য সাহস পাই নি। চাইলে দিতে পারি। আমারটা বুট হয় ভিসতায় আমি এক্সপিতে বুট করানোর চেষ্টা করছি কিন্তু মনে হয় সময় লাগবে।

H R ভাই এটা দিয়ে কি Windows 7 এর Image তৈরি করা যাবে কি?

    দেখতে পারেন। তবে আমি এক্সপিতে করেছি।

    Level 2

    রানা says:
    H R ভাই এটা দিয়ে কি Windows 7 এর Image তৈরি করা যাবে কি?

    জী রানা ভাই , আপনি উইন্ডোজ ৭ এর ইমেজও তৈরি করতে পারবেন । আমি তো প্রতিদিনই উইন্ডোজ ৭ এর ইমেজ বানাচ্ছি । আপনি নিজে থেকে একটু চেষ্টা করলেই আশা করি ইনশাল্লাহ তৈরি করতে পারবেন । আর হ্যাঁ , হেরার আলো, আপনার টিউনে কারো প্রশ্নোত্তর দিয়ে ফেললাম , দয়া করে কিছু মনে করবেন না ।

    বিঃদ্রঃ কেউ কি আমাকে জানাবেন কিভাবে স্কীনসট নিতে হয় ?

    মোহাম্মদ রেজাউল করিম মনি
    জেদ্দা , সৌদি আরব ।

কম্পিউটার যদি ভাইরাস এর কারনে ফরমেট করা লাগে ,তাহলে এই পদ্বতি কোন কাজে আসবেনা। কারন পার্টিশন না ভেংগে রিষ্টোর করলে ভাইরাস ও রিষ্টোর হবে।
তাই পুরো ফরমেট না করলে ফ্রেশ উইন্ডোজ় পাওয়া যাবে না।

    তাহলে আর হয়েছে। দরকার নাই।

    আপনার কথা আমি কিছু বঝিনি। এখানে আপনি ফরমেট করবেন কেন। আপনি যখন আপনার উইন্ডোজ ব্যাকাপ রাখবেন তখন ভাইরাস রেখে করবেন কেন। উইন্ডোজ নরমালি ইনস্টলের পর আপনি ব্যাকাপ নিবেন। এবং ভাইরাসের কারনে যদি উইন্ডোজ করাপ্ট হয় তখন যেই ড্রাইবে আপনি সি ড্রাইবের ব্যাকাপ রেখেছেন তা থেকে রিস্টোর করবেন। আমি তো এখানে সমস্যার কিছু দেখছি না। উইন্ডোজ ভাইরাসের কারনে করাপ্ট হলে আপনার অন্য ড্রাইভতো আর করাপ্ট হবে না। আর রিস্টোর করলে আপনি ভাইরাস মুক্ত নতুন উইন্ডোজ পাবেন।ধন্যবাদ।

    Level 0

    @says:ভাই পার্টিশন ও নূতনভাবে হয়, তাই সি ড্রাইভ অন্তঃত ভাইরাস মুক্ত থাকে,অন্যান্য ড্রাইভ না খুলা পর্যন্ত উইন্ডোজ (সি ড্রাইভ)ভাইরাস মুক্ত থকবে,অন্যান্য ড্রাইভ ভাইরাস মুক্ত করুন এই ভাবে-https://www.techtunes.io/tutorial/tune-id/18876/

    @আউয়াল: ঠিক বলছেন ভাই………
    একটু কষ্ট করে নতুন উইন্ডোজ দিয়ে রিষ্টোর করলে আর রিক্স থাকে না আরকি……..

ভাল লিখেছেন, ধন্যবাদ

Level 0

very very thanks for share .

খুব সুন্দর একটা টিউন। খুব ভালো হয়েছে। আপনাকে ধন্যবাদ টিউনটি শেয়ার করার জন্য। আশা রাখি, ভবিষ্যতে আপনি আমাদের আরো সুন্দর সুন্দর টিউন উপহার দিবেন 🙂 🙂 ।

মান সম্পন্ন টিউন,
আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাল এবং সুন্দর একটি টিউন উপহার দেয়ার জন্য।

আপনার কম্পিউটার যখন ভাইরাস আক্রান্ত হবে। তখন তো আপোনার ব্যাকাপ রাখা ফাইল ও আক্রান্ত হতে পারে। আর উইন্ডোজ় ব্যাকাপ তো অন্য কম্পিউটারে রাখবেন না।
এই গ্যারান্টি দিতে পারবেন না যে ভাইরাস ব্যাকাপ রাখা ফাইলে আসবে না। এইটা পরীক্ষীত, আপুনি হয়তো এখনো বড় কোন ভাইরাস এর সমস্যা পড়েননি। তাই বিষয়টা হয়তো
বুজানো সম্ভব হবে না।

    ভাইরাসে আক্রান্ত না হলে বোঝা কঠিন । আউয়াল ভায়ের কষ্টটা আমি বুঝছি ।

    হু গ্যারান্টি আছে ব্যাকাপ রাখা .tib ফাইল আক্রান্ত হয় না।
    তারপরও আরো ভাল পদ্ধতি আছে, আলাদা জায়গা নিয়ে ছোট একটি পার্টিশন করে নিয়ে তাতে রাখলে চিন্তাই থেকে না।
    আপনি যে ড্রাইভ ওপেন করবেন না তাতো নিরাপদ।

    আমার কম্পিউটার ভাইরাসে আক্রান্ত হয়েছে কিন্তু ব্যাকাপ পাইলের কিছু হয় নি। আর ভাইরাসের কথা বলছেন ভাইরাসের সাথে নিয়েই আমাদের বসবাস করতে হয়। ভাইরাসের কারনে আপনার সি ড্রাইভ করাপ্ট হলে আপনি এই সফ্টওয়ারের মাধ্যমে ইনস্ট্যান্ট সুবিধা পাচ্ছেন এটা কি কম কথা। আউয়াল ভাই আপনি এই সফটওয়ারটি ব্যবহার করে দেখেন। আমার সমস্যা হয় নি। আমার মনে হচ্ছে আপনারও সমস্যা হবে না।

    Level 0

    says: ১০০% গ্যারান্টি tib ফাইল কখনো ভাইরাসে আক্রান্ত হয়না আমি Acronis use করছি কয়েকবছর হল

জানা জিনিস তারপরও আপনার উপস্থাপনা দেখে মুগ্ধ না হয়ে পারলাম না। খুব সুন্দর করে গুছিয়ে টিউন করেছেন। এজন্যে আপনাকে অসংখ্য ধন্যবাদ। সামনেও ইনশাল্লাহ আমাদেরকে আরো ভালো ভালো টিউন উপহার দিবেন এই কামনায়।

যেকোন অপারেটিং সিস্টেম USB (Pendrive 8GB/16GB) থেকে বুট করবার সহজ কোন উপায় জানা থাকলে দয়া করে তা নিয়ে একটা টিউন উপহার দিবেন আশা করছি।

    ধন্যবাদ আপনাকেও সুন্দর মন্তব্যের জন্য।
    তবে আমার একটা অভিযোগ কিছু সংখ্যক অভিজ্ঞ টিউনারদের বিরুদ্ধে। নতুন টিউনাররা কিভাবে ভাল ভাল টিউন করবে সেই সম্পর্কে দিক নির্দেশনা না দিয়ে উল্টাপাল্টা মন্তব্য করে নতুন টিউনার দের টিউনের বারোটা বাজিয়ে দেয়। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখবো এটা কি ঠিক? তারাও তো একদিন আমাদের মত নতুন টিউনার ছিলেন। তাদের সাথেও কি তাদের পূর্বের টিউনাররা এমন করেছেন? যদি করেও থাকে তাহলে তারা কি আমাদের সাথে এমন করবেন ঠিক করে নিয়েছেন? আর আমার এই অভিযোগ সকল অভিজ্ঞ টিউনারদের বিরুদ্ধে নয়। যদি কোন কিছু ভুল বলে থাকি মাপ করবেন।

আমার অফিসে আমি অনেক আগে থেকেই এটা ব্যবহার করি। কিন্তু আপনি যতো সুন্দর ভাবে বর্ণনা করলেন তাতে অন্ধের ভাই কানাও এটা ব্যবহার করতে পারবে। আপনাকে অশেষ ধন্যবাদ।

    ভাল কমেন্টস এর জন্য ধন্যবাদ। দোয়া করবেন যেন আগামী টিউন আরো ভাল হয়।

Thanks your nice Tune. But It is large 115 M.B

    একটুতো কষ্ট করতে হবে। আমি যখন ডাউনলোড করেছিলাম পুরো রাত জেগে ছিলাম। রাত বারোটায় দিয়েছি হয়েছে ভোর ৫টার সময়।প্রয়োজন হলে ডাউনলোড দিয়েন। নচেত দরকার নেই । ধন্যবাদ।

    Level 0

    http://www.4shared.com এ যান এবং সার্চ করুন Acronis true image 2010 , পেয়ে যাবে দুই পার্টে বিভক্ত এই মুল্যবান software টা

খুব ভাল লাগল । আরো টিউন চাই ।

    ধন্যবাদ আপনাকে। চেষ্টা করছি আরো ভাল টিউন করার জন্য। দোয়া করবেন।

Level 0

বাহ !!! বিরাট কাজের পোস্ট । ++

(back date) ভাইয়া সিরিয়াল কি টা পাচ্ছিনা………..

    পেয়েছি……… প্রথমে খেয়াল করিনি । আর আপনার সফ্ট টা দারুন ।

খুবই ভালো একটি টিউন। অনেক তথ্যবহুল এবং সহজ ও সাবলীল লিখা। কিন্তু ভাই আমার অফিস থেকে মিডিয়া ফায়ারে ঢুকা যায়না। তাই সিরিয়াল কি পাইনি। যদি কি টা 4shared অথবা এই টিউনের সাথে দিয়ে দেন তাহলে খুব উপকার হয়। আপনার প্রতিউত্তরের আশায় রইলাম।

ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি সিরিয়াল কি টা সফলভাবে ডাউনলোড করতে পেরেছি। আর কোন সমস্যা থাকলে আপনাকে স্মরন করবো। ধন্যবাদ আবারো।

আমি ও আপনাকে সহযোগিতা করার জন্য প্রস্তুত আছি।

খুবই সুন্দর একটি টিউন। আশা করি এই রকম আরো অনেক টিউন পাবো আপনার কাছ থেকে।

Level 0

হেরার আলো bhai

thank’s bhai bhalo ekta tune lekhar jonno.

amar kache kichi iso file ache za diya ami bootable cd making korte chai kintu hocche na . kichu screenshot shoho tips takhle bolle khub upkare hoto > (soory amar ekhane bangla writing er soft nai tai difolt e likhlam)

জটিল হয়েছে

নির্বাচিত অভিনন্দন!
আমার দেয়া লিঙ্কটা মুছে দিয়ে ভালই করেছেন। পারলে আমি নিজেই করতাম। যদিও আপনি আমাকে যথেষ্টই বলেছেন।
অনেক ধন্যবাদ।

জোস

অনেকের কাজে আসবে

ভাই কাজের একটা সফটওয়ার আমি Formate করিয়া দেখেছি,আপ্নাকায় ধন্নবাদ দিয়া চুট করতে চাই না

আমার একটা software লাগবে যদি কারও কাছে থাকে মেহেরবানি করে দিবেন এটির নাম tuneup utilities 2010 যদি থাকে serials key সহ দিবেন আশা করি পাব কারও কাছে।

এই টিউনটি নির্বাচেত করায় কর্তিপক্ষকে অসংখ্য ধন্যবাদ।
যারা Acronis ব্যবহার করে তারাই বোঝে কত বড় মাপের সফটাওয়ার আর কত প্রয়োজনিয়।

    আমার সত্যি খুব ভালো লাগছে কারণ আমার টিউনটি নির্বাচিত হয়েছে। এবার মনে হচ্ছে আমার শ্রম বৃথা যায়নি। টেকটিউন্স কর্তৃপক্ষকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালবাসা।

হেরার আলো ভাই আমি মিডিয়া ফায়ার থেকে
download করেছি সেখানে শুধু
serial number পেলাম কিন্ত software পেলাম না
hotfile থেকে download করতে পারি না আমার কাছে
software টা আছে
serial number paste
করলে active হবে জানাবেন ক্রিতঘিত হব।

sesta koren parban

Level 0

ধন্যবাদ শেয়ার করার জন্য।

১১৮ মেগাবাইট ডাউনলোডানো বড় কষ্ট।

    Level 0

    http://www.4shared.com এ যান এবং সার্চ করুন Acronis true image 2010 , পেয়ে যাবে দুই পার্টে বিভক্ত এই মুল্যবান software টা

    Level 0

    ভাই আমি পেন ড্রাইভ বুটেবল করেছি কিন্ত সেট আপ দেওয়ার সময় বায়াস এ গিয়া পেন ড্রাইভ খুজে পাইনা। কিভাবে বায়াসে গিয়া পেন ড্রাইভ চিনিয়ে দেবো দয়া করে বলবেন কি?কি নমে পেন ড্রাইভ শো করে একটু জানাবেন?

১১৮ নয় ১১৪ মেগা। আসলে ভালকিছুর জন্য কষ্টত একটু করতেই হয়। আর সিফটওয়ারটি আপনার প্রয়োজন হলে ডাউনলোড করুন। আর না হলে করবেন না সেটা আপনার ব্যাপার। তবে সফটওয়ারটি খুব কাজের। আমার খুব কাজে লেগেছে। ভাই আমার ও কষ্ট হয়েছিল ডাউনলোড করতে।
জিপি পি ৬ দিয়ে ট্রাই করেছিলাম ১০০ মেগা হ্ওয়ার পর কারেন্ট চলে গেছে। এরপর আমার শ্রমটাই বৃথা হয়েগেছে। এরপর গ্রামীনের একদিনের পেকেজ নিয়ে (পি৪) নিয়ে রাত বারোটায় ডাউনলোড দিয়েছি ভোর চারটার দিকে হয়ে গেছে।

দারুন লেগেছে। ধন্যবাদ আপনাকে।

Level 2

ধন্যবাদ হেরার আলো আপনাকে , এক্রনিস সফটওয়্যার সম্বন্ধে খুব সুন্দর এবং পরিপূর্ণ একটি টিউন উপহার দেবার জন্য । এই সফটওয়্যারটি সম্পর্কে যারা জানে না আশা করি তাদের বিশেষ উপকারে আসবে । আমি এই সফটওয়্যারটি দীর্ঘ দিন যাবত ব্যবহার করছি । সত্যি অসাধারণ এবং চমৎকার একটি কাজের জিনিস ।

মোহাম্মদ রেজাউল করিম মনি
জেদ্দা , সৌদি আরব ।

দেখলাম অনেকে কমেন্টে বলেছে টিউনটি somewhereme.com হয়েছে। সেটা আমিও দেখেছিলাম কিন্ত সেখানে সফটওয়্যারটির কোন সিরিয়াল কী ছিল না।

    আপনিয় দেখছি আমার মত চোখে সরিসা ফুল দেখেছেন…. হা .. হা । ভাল করে খেয়াল করুন সিরিয়াল কি লেখা আছে, আর না পেলে এটা নিন…….. ২০১০ H8B7N2WR-EWYZNP7N-XGP6A5N3-BLLWM2N7-QURDRAWK-HH35ECAR-29JC8GP5-BQ5XZFJE

এখানে আমার কোন মন্তব্য নেই।

    কেন ভাই আপনার কোন মন্তব্য নেই ? আপনিকি আমার সাথে রাগ করেছেন। রাগ করে থাকলে কেন রাগ করেছেন জানাবেন।

Level 3

অনেক ………… অনেক ………………. ভাল ১টা …………….. টিউন।

ভালো টিউন এর জন্য ধন্যবাদ , চেস্টা করে দেখব

bhai ami download korde partesi na . Amake “failed to read the file” leka dekay. Please help me ,,,,

Level 0

ভাইয়া, এটা দিয়ে কি উবুনটু ও ইনসটল দেয়া জাবে?
আপনার টিউন খুবই ভালো হয়েছে।
ধন্যবাদ।

খুবই সুন্দর টিউন ধন্যবাদ

ধন্যবাদ বিস্তারিত টিউন করার জন্য।

ধন্নবাদ বন্ধু সুন্দর লিখার জন্য কিন্তু আপনি কি লক্ষ করেছেন আপনি Acronis এর link দেয়াছান link তা Acronis ২০১১ এর কিন্তু আপনি key দেলেন Acronis ২০১০ এর।

fvBqv Avwg Acronis ২০১১ WvDb‡jvW K‡iwQ, wKš‘ cÖ_g evi †mUvc †bIqvi co, Avwg Kw¤úDUvi Windows w`‡q, Avevi Avwg Acronis ২০১১ ‡Uvc w`‡Z †M‡j Avi bvB bv| Wvej wKwjK Ki‡j wKQz open nq bv| Plz KviY Uv ej‡eb|

plz Vaia Bangla kora Daghban

আবার নতুন করে লিখলাম ভাই আমি ATIH2011_trial_en-US.exe(acronis) ডাউনলোড করেছি, কিন্তু আমি প্রথম বার আমি সেটাপ দিয়েছি, পরে আমি কম্পিউটার সেটাপ দিয়ে, ATIH2011_trial_en-US.exe(acronis) আবার সেটাপ দিতে গেলে নাই না । ডাবল কিলিক করলে কনো কিছু Open হয় না। এর কি কনো সমাধান আছে। Plz আমাকে বলবেন।

Level 0

Macrium Reflect নামে একটা সফটওয়ার আছে। আমি বছর দুয়েক হলো এটার ফ্রি ভার্সন ব্যবহার করছি। ব্যাক্তিগত ব্যবহারের জন্য ফ্রি। http://www.macrium.com/reflectfree.asp এখানে পাবেন। খুবই সহজ ব্যবহার। এই পোষ্টে এ সংক্রান্ত যা বলা হয়েছে তার বেশি আসলেই আর কিছু বলা নাই। খালি একটা কথা বলবো, যারা এটি কিংবা ওটি যেটি দিয়েই ইমেজ বানাবেন, বুটেবল সিডি বার্ন করার পর, হার্ড ড্রাইভের ইমেজটাও ডিভিডিতে কপি করে রাখেন। ড্রাইভ গেলেও ঝামেলা কমবে।

আর এ সংক্রান্ত প্রয়োজনীয় সব তথ্যই ওদের সাইটে আছে।

আপনার টিউনটা খুব ভালো হযেছে। এজন্ আপনাকে MANY MANY THANKS. আমি বলছি যারা পুনরায নতুন করে উইনডোজ সেটআপ দিবে তারা কিভাবে ৫ মিনিটে সি ডাইব ফরমেট করে সেটআপ দিবে যদি বলতেন আনেক নতুন ইউজার উপকিত হতো।

আমি অনেক আগে থেকেই Acronis True Image Corporate Workstation 8.0.921 এবং Acronis Disk Director Suite 9.0 Build 538 সফ্টওয়ার দুটি Use করে এই কাজ টি করতাম।
Backup / restore এর কাজ True Image দিয়ে এবং Formate এর কাজ Disk Director দিয়ে।
তবে আপনার টিউন্স টি পরে মনে হলো এতে Formate এর জন্য আলাদা ঝামেলা পহাতে হয়না।
Thanks for Afresh News.

আচ্ছা আমি যদি আই ডি এম দিয়া ডাউনলোড করি রিজিউম করে তাহলে কি কোন সমস্যা হবে?

thank you very much for your help.

প্রিয়তে নিলাম

িপ্রয় িটউেন্স িনলাম

vai chooooorrrrom akta post

Level 0

ভাই আপনি যে লিং টা দিয়েছেন ঐ লিং কে আপডেট Acronis True Image Home 2011 ভার্সন দিয়েছে। যদি এর Serial Key থাকে দয়া করে দেন উপকৃত হবো, ধন্যবাদ।

    Level 0

    সহ মত । Acronis True Image Home 2011 Serial Key ছাড়া backup Image file তৈরী করা যায় না।

    SERIAL KEY ;- E52FGZKJ-N6QYEVYA-RNRL8E23-SQLNYBBW-U2NKLFZU-YRBEVXVB-BKE8HK3Z-G7SLRBTG

    বাশার ভাই অনেক ধন্যবাদ!

প্রথমে একটু হিবিজিবি লাগতেছিল, পরে দেখি পান্তা ভাত এর মত ইজি, চমত্কার হইছে ভাই… ধন্যবাদ…

Level 0

টিউনটি খুবই ভাল হয়েছে, ধন্যবাদ আপনাকে।

অসাধারন একটি পোস্্‌আমি setup দিতে পারিনা আমার কাজে লাগবে।

    Level 0

    Acronis True Image Home 2011 এর Serial Key থাকলে শেয়ার করেন । ধন্যবাদ

    2011 SERIAL KEY:- E52FGZKJ-N6QYEVYA-RNRL8E23-SQLNYBBW-U2NKLFZU-YRBEVXVB-BKE8HK3Z-G7SLRBTG

ট্রাই করুম। ধন্যবাদ

Level 0

ভাই আমি পেন ড্রাইভ বুটেবল করেছি কিন্ত সেট আপ দেওয়ার সময় বায়াস এ গিয়া পেন ড্রাইভ কি নামে আছে তা বুঝি না। কিভাবে বায়াস এ গিয়া পেন ড্রাইভ কে চিনিয়ে দেব দয়া করে কেউ বলবেন কি? কিভাবে পেন ড্রাইভ দিয়ে উইনন্ডোজ সেটআপ দিব?

    APNAR MOTHERBOARD INTEL HOLE PC ON HOBAR SOMOY F10 CHAPUN JODI MSI HOI TAHOLE F11 CHAPUN TAHOLE ICHCHA MOTO BOOT KORTE PARBEN

moner moto ekta mal pailam…….. eto din to aidai khujsi aijka paisi…………..:D tnx

Level 0

ভাই আপনার কথামত সফটওয়্যারটা ডাউনলোড কেরিছ এবং boot CD ৈতরী কেরিছ। িকন্তু িসিড ঢুিকেয় িরষ্টারটর্ট িদেল েলখা আেস No configuration file present Press enter to reboot. সমাধান জানােল খুিশ হব। ধন্যবাদ।

ভাই আপনার কথামত boot CD তৈরি করেছি কিন্তু cd ডুকিয়ে restart দিলে কোন কনফিগার আসে না।ভাই যদি এই বিষয়ে সাহায্য করতেন খুব উপকার হত।

Level 0

এই টিপসটা PDF আকারে Download করার কোন উপায় আছে?

    Mozilla এর একটা অ্যাডস আছে ওইটা দিয়া হয়

ONEK SOMOOY DEKHI RESTORED FAILED DEKHAI ETAR SOMADHAN THAKLE JANABEN PLS

SERIAL KEY 2011> E52FGZKJ-N6QYEVYA-RNRL8E23-SQLNYBBW-U2NKLFZU-YRBEVXVB-BKE8HK3Z-G7SLRBTG
2010> H8B7N2WR-EWYZNP7N-XGP6A5N3-BLLWM2N7-QURDRAWK-HH35ECAR-29JC8GP5-BQ5XZFJE
2009> FG4JBTJY-EDP6P82P-AGVPTSZA-GE4762LM-6K3BVW4T-ZZF4RRXE-JK68CW4H-6ZU98N7V

Level 0

acronis true image 2011 a apnar image thik ek na….
tai thik moto buzte parchi na……

Level 0

baiya acronis true image 2010 er link ta dan please.
tahole kono problem hobea na…..

Level 0

হেবার ভাই সালাম নিবেন। টিউন ভাল হয়েছে। নেট বুক গুলোতে সিডি রোম নেই। তাইসেগুলোতে কীভাবে পেনড্রাইভের সাহায্যে XP দেওয়া যায় তা নিয়ে একটি পোস্ট করবেন।

পুরাই পাংখা টিউন । আমি আজকেই কাজে লাগাব , ।আর হেরার আলো ভাইকে অনেক অনেক ধন্যবাদ ।

Level 0

দারুন টিউন দাদা। 🙂

Level 0

সিডিরম ছাড়া নেটবুক গুলোতে এক্সপি করার একটা উপায় দিলে হেলপ হত।
ভালো লিখেন,,,,বরাবরের মত।

অনিক ভাল /ধন্যবাদ

Level 0

ফাটাফাটি হয়েছে……..

Level 0

Vai amar pc te eita shofol vabe korsi kintu amar friend er gigabyte motherboard e usb theke boot korte partesi na… ektu help korben please??

সবই ভাল ছিল but avro ………….

vai ami ai at download korlam. kintu ai ta amr pc te install hoche na ami windows7 os use kortache. r jojkon download korar time a deklam a ai ta demo vertion apnar 2nd serial key ta use korle ki full vertion hoye jabe?

Level 0

হেবার ভাই সালাম নিবেন। টিউন ভাল হয়েছে। নেট বুক গুলোতে সিডি রোম নেই। তাইসেগুলোতে কীভাবে পেনড্রাইভের সাহায্যে XP দেওয়া যায় তা নিয়ে একটি পোস্ট করবেন।

Level 0

খুব ভাল লাগল,ধন্যবাদ আপনাকে।

@Elip pdf করার জন্য সবথেকে ভালো উপায় হল DO PDF নামে একটা সফটওয়ার আছে সেটা ব্যবহার করা। সাইজ খুব ছোট গুগল এ সার্চ দিলেই পাবেন।এটা একটা ভার্চু্যাল প্রিন্টার এর কাজ করে মানে প্রিন্ট করার মত সব কিছু করতে পারবেন কিন্তু প্রিন্ট না হয়ে pdf রূপে সেভ হবে ডিস্ক এ

আমি পুরো দুই দিন ধরে সফটোওয়ারটি ডাউনলোড করেছি। কিন্তু আমার ফাইলটি তো ২৪০ মেগাবাইট। আর সমস্যা হল এটাকে ইন্সটল করতে গেলে ম্যাসেজ দেখাচ্ছে “Windows Installer 3.1 or later must be Installed first” । এর সমাধান কি আছে?

    Level 0

    বুয়া জিনিস সব motherboard তে হবে না

অনেক জটিল একটা সফটওয়্যার, thanks share করার জন্য

Level 0

ভাই লিংকটা টো ২০১২ এর আর সিরিয়াল ২০০৯ ও ২০১০ এর কাজ করবে তো

Level 0

keo ki amake ACRONIS TRUE IMAGE HOME 2012 er final key dibennnnn…..plz

Level 0

2012 ব্যবহার করার চেয়ে ২০১০ ব্যবহার করা অনেক ভাল। ব্যবহার বিধি ও অনেক সোজা।

Level 0

অসাধারন একটি টিউন হয়েছে, ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Level 0

genuine

আমার এত বড় টিউন পড়তে ভাল লাগেনা…. ধর্য্য কম

Level 0

Vai Apner tune ta Kub Valo Lagacha

ভাই আমি সফল ভাবে bootable সিডি বানিএসি । কিন্তু আমি my bacup file রেখেছি b drive । এখন আমি এই b drive এর
bacup file কিভাবে image file বানিএ cd তে রাখব ? দয়া করে বলবেন …।

Level 0

ata ki ja pc tata backup rakhbo sai pc sara onno pc ta restore kora jaba ki

Level 0

bhai 2012 er ki ta to kaj hoy na, kindly key ta dite parben keu?

Level 0

ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। টিউনটি খুবই ভাল হয়েছে অসাদারন!!!

ভাই আমি পেনড্রাইভ বুটেবল করার পর থেকে পেনড্রাইভ এর ফাইল ডিলেট হচ্ছে না ,ফরমেট হচ্ছে না এমনকি কোন প্রকার ফাইল পেনড্রাইভ এ নেওয়া দেওয়া করা যাচ্ছে না। এর কি কোন সমাধান আছে? প্লিস একটু তারাতারি বলবেন।

Level 0

Acronis 2012 Key দরকার, দিতে পারলে উপকৃত হবো।

অচাম হয়েছে দাদা…… আরও অচাম অচাম পুষ্ট চাই

Level 0

@হেরার আলো… ২০১০ ভার্সন তো আর পাচ্ছি না…যদি আপলোড/সিডি’র ব্যবস্থা থাকতো…ভালো হত…ইচ্ছা হয়েছিল ব্যবহার করার…
ধন্যবাদ- দরকারী টিউন

Level 2

thank’s

Very Nice

Level 2

“বুয়া জিনিস সব motherboard তে হবে না”
@munna_next- আপনাকে বলছি , কাউকে যদি কখনো উৎসাহ দিতে না পারেন তাতে কোন সমস্যা নাই । কিন্তু উৎসাহ দেওয়ার পরিবর্তে বাজে মন্তব্য করা কি ঠিক ? অবশ্য একটি জিনিস সবার ভাল লাগবে এমনটি কখনোই আশা করা যাবে না । কিন্তু মন্তব্য করার লিখার সময় কমপক্ষে ভাল বাংলা শব্দ তো ব্যবহার করতে পারতেন । acronis সম্বন্ধে সামান্যতম ধারণাও যদি আপনার থাকতো তাহলে ” বুয়া জিনিস” শব্দটা অন্তত ব্যবহার করতেন না । আর হ্যাঁ , আমার মন্তব্য কাউকে ব্যক্তিগত আক্রমণ করার উদ্দেশ্যে নয় । আশা করি ভোল বুঝবেন না ।

    Level 2

    পূর্ববর্তী মন্তব্য সংশোধন- “কিন্তু মন্তব্য করার বা লিখার সময় কমপক্ষে ভাল বাংলা শব্দ তো ব্যবহার করতে পারতেন ।”

ভালো লাগল অনেক ধন্যবাদ।

আপনাকে অনেক ধন্যবাদ

vai awesome tune hoise……………chaliye jan…………..many many tnxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

VAIYA PLEASE ACRONIS 2011 ER KEY TA DEN….

nice, amar jana chilo na bhai, ami amar friend der kase sunechi, but voy lage, amabr khub clear hoye gelam

Level 0

আমি সব কাজ করেছিলাম। দ্বিতীয় বার রিষ্টোর করার পর কম্পিউটার খুব স্লো হয়ে গিয়েছিল। তাই নতুন করে আবার এক্সপি দেওয়া লাগছে।

@@@@@@@@@@@@@@@ 2010 @@@@@@@@@@@@@@@@@@

H8B7N2WR-EWYZNP7N-XGP6A5N3-BLLWM2N7-QURDRAWK-HH35ECAR-29JC8GP5-BQ5XZFJE

@@@@@@@@@@@@@@@@@@@@ 2009 @@@@@@@@@@@@@@@@@@@

FG4JBTJY-EDP6P82P-AGVPTSZA-GE4762LM-6K3BVW4T-ZZF4RRXE-JK68CW4H-6ZU98N7V

VAI AMI 2011 ER KEY TA ONEK CHAISILAM BT APNARA KEU HELP KOREN NAI TAI AMI E APNADERKE HELP KORLAM,,,,,2011= E52FGZKJ-N6QYEVYA-RNRL8E23-SQLNYBBW-U2NKLFZU-YRBEVXVB-BKE8HK3Z-G7SLRBTG

Level 0

Bhai ai sundor tune er jonno apnake onek onek dannabad.
Please Acronis 2013 Key দরকার, দিতে পারলে উপকৃত হবো।

I need Acronis True Image Home 2013 serial key, plz help. Thanks…..

Level 0

এখন ই ডাউনলোড দিতাছি

Level 3

হেরার আলো vai Acronis.True.Image.Home.2011.v14.Build.6574 rar file tar password ta dile upokar hoto…..plz….

Level New

vai kro kase sirial key ta tahkle aktu email korben plz. ami namite parchi na. dile khubi upokrito hotam.
[email protected]

ভাই। আমি হিরেন ব্যবহার করি ৯ র্ভাসন। কারন তা মাত্র ৯৯ মেগা। তা আবার বুট সিডি দিয়ে। তবে আমার ইউ এস বি তে
হিরেন ব্যবহার করতে ভাল হত। আমার সিডি ডাইব নষ্ট। এখন হিরন ফাইল ৫০০ মেগা তা ডানলোড করছি না। তবে ভাই।
আপনার যদি জানা থাকে কি করে ইউ এস বি তে হিরেন ব্যবহার করা যায় । তা হলে আমার কাছে আসতো।
আপনার টিউন খানা খুব সুন্দর হয়েছে।

Level 2

http://www.mediafire.com/?gg3qvq6ab2i7n ai link thake namalam kintu unzip korar passwad ki? Onek kosto kore namaici Please…..Passward

ভালো লাগল . আপনাকে অনেক ধন্যবাদ

নতুন খবর : মাএ ২০০ কেবি সফট দিয়া ৩ মিনিটে সেটাফ তা আবার চলন্ত অবস্থায়।
আমার মাথা এখন জিরি জিরি করতে ছে। নিজে ট্রাই মারলাম ১০ বার দেস্ট গুড।
হিরেন দরকার নাই। এত বড় মেগা নষ্ট করা।
০t১t৮t২t২t৮t৫t৯t৮t৫t১t

Level 0

CD key for 2013
[ 7UGXVXH6-PSKV8AXP-K4WZ7SWR-KLXWUSSV-AW62CSPC-EVERRZSR-C5XC3SU4-C8R8UVJQ ]

ভাই অনেক কাজে লাগবে ধন্যবাদ । 😛 premium Pass

Level 0

Sure 100% Kaje Lagtese.
Taiwan rentals- http://www.5912.com.tw/

Level 0

খুব ভাল এই ধরনের আরো পোষ্ট পেতে চাইলে ভিসজট করুন http://www.bdfaysal.blogspot.com

এত বেশী খুশী আমি এর আগে হই নাই……..
Thanks টু লেখক ভাই…….

চমৎকার!

Nice Post……কাজে লাগবে।

Level 0

superrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr

মান সম্পন্ন টিউন,
আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাল এবং সুন্দর একটি টিউন উপহার দেয়ার জন্য।

Thanks For Information More Info Brother