সাইকোলজিক্যাল হ্যাক

১। কারো সাথে দাঁড়িয়ে কথা বলার সময় তার পায়ের উপর নজর রাখুন। পা যদি আপনার দিকে মুখ করে থাকে তাহলে বুঝতে সে কথা বলতে আগ্রহী আর পা অন্য দিকে মুখ করে থাকলে বুঝতে হবে তার হয়তো কোন কাজের তাড়া আছে সে যেতে চায় বা আপনার সাথে কথা বলতে আগ্রহী নয়।

২। কেউ আপনার কাছে তার বয়স লুকাচ্ছে বলে মনে হচ্ছে? তাকে তার জন্মসাল জিজ্ঞেস করুন। যদি সে মিথ্যে বলে তাহলে তাঁকে ক্যালকুলেট করতে হবে।

৩। বসে কথা বলার সময় তার দিকে ঝুকে বসুন। এটা তার কথা শোনার জন্য আপনার আগ্রহ প্রকাশ করে। আর যদি আপনি চেয়ারে হেলান দিয়ে বসেন তার মানে এটা যে আপনি তার কথা শুনতে আগ্রহী নন।

৪। যখন একদল লোক একসাথে হাসাহাসি করে তখন মানুষ ওই দলে তার সবচেয়ে প্রিয় মানুষটির দিকে তাকায়।

৫। হাতে বা পকেটে লাল রঙের কলম রাখুন। লাল রঙকে ক্ষমতার প্রতীক ধরা হয়। আপনার হাতে লাল রঙের একটি কলম থাকলে অন্যের মনে তার প্রভাব পড়ে।

৬। আপনার অজুহাতগুলোকে বিশ্বাযোগ্য করতে চান? সবসময় সত্য কথা বলুন। ফলে অন্যরা আপনার মিথ্যাগুলোকেও সত্য বিবেচনা করবে।

৭। ধরুন আপনার ৩০০০ টাকা প্রয়োজন। তাই প্রথমে আপনি ৫০০০ টাকা ধার চান সে হয়তো দিতে অস্বীকার করবে এরপর আপনি আপনার প্রয়োজনীয় টাকা চান সে রাজী হয়ে যাবে। তাই কারো কাছে কিছু চাইলে প্রয়োজনের অধিক পরিমাণে চান।

৮। মেয়েদের কাছ থেকে কিছু চাওয়া

আপনার কোন মেয়ের কাছ থেকে কিছু প্রয়োজন। সে ক্ষেত্রে আপনি তার সামনে বসে চোখে চোখ রেখে হাসিমুখে কথা বলুন। আপনার কাজ হয়ে যাবে।

৯। ছেলেদের ক্ষেত্রে কি করবেন?

বেশিরভাগ ছেলেই চোখে চোখ রেখে কথা বলতে পারে না। সে ক্ষেত্রে তার পাশে বসে তার দিকে তাকিয়ে হাসিমুখে কথা বলুন

১০। কেউ আপনার উপর রাগান্বিত হলে যা করবেন- শান্ত থাকুন। এতে করে রাগান্বিত লোকটি প্রথম প্রথম আরো ক্রুদ্ধ হয়ে যাবে। তবে ধীরে ধীরে সে স্বাভাবিক হয়ে উঠবে। আমাদের মস্তিষ্ক রেসপন্স না করা কারো উপর রাগারাগি চেঁচামেচি করতে চায় না।

১১৷ আপনি যদি বুঝতে পারেন যে মারামারি এড়ানো সম্ভব নয়। তাহলে পুরো শক্তিতে আপনি তাকে আঘাত করুন যেন দ্বিতীয়বার আপনাকে আঘাত কারতে না পারে।

১২। মনের অজান্তেই বারবার কোনো বিশেষ গান মুখে চলে আসছে? গানের শেষ কলি গেয়ে নিন। আমাদের মস্তিষ্ক সমাপ্ত হওয়া কাজ আবার করতে চায় না।

১৩। লাজুক লোকেরা নিজের সম্পর্কে অল্প কথা বলে, তবে তারা এটি এমনভাবে করে যা অন্য লোকেদের মনে হয় যে তারা সেগুলি খুব ভালোভাবে চেনে

১৪। কোনোভাবেই হাসি আঁটকে রাখতে পারছেন না? কষ্টের দিনগুলো স্মরণ করুন(সাময়িকভাবে), আপনি কিছুক্ষণের জন্য হলেও নিরব থাকবেন।
আমাদের আবেগগুলি আমাদের যোগাযোগের উপায়কে প্রভাবিত করেনা। আসলে, একেবারে বিপরীতটি সত্যঃ আমরা যেভাবে যোগাযোগ করি তা আমাদের মেজাজে প্রভাব ফেলে।

১৫। নিজেকে 'বিশেষ' দেখাতে চান? বন্ধুমহল ত্যাগ করার ঠিক পূর্বে হাস্যকর বা ইন্সপিরেশনাল কিছু বলুন। ফলে আপনার যাওয়ার সাথে সাথে তারা আপনার অভাব অনুভব করবে।
<!-/data/user/0/com.samsung.android.app.notes/files/clipdata/clipdata_bodytext_221022_231643_093.sdocx->

Level 1

আমি Sk Shakib। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 2 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস