একা থাকার উপকারিতা

টিউন বিভাগ মনোবিজ্ঞান
প্রকাশিত
জোসস করেছেন

আপনি কি এখনো সিঙ্গেল রয়েছেন এবং হয়তো ভাবছেন যদি আমারও একজন লাইফ partner থাকতো তাহলে খুব ভালো হতো।

আপনি Facebook এবং Instagram এ couples দের ভিডিও কে দেখে ভাবতে থাকেন যে ইস যদি আমার লাইফ এও এই ধরনের excitement থাকতো তাহলে খুব ভালো হতো।

তাদের লাইফ কত সুন্দর যে বয়সে আমার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড বানানো উচিত সেই বয়সে আমি মিনস শেয়ার করছি ধুর একদম বোরিং লাইফ আমার খুব জোর হলে তিন থেকে চারটি বন্ধুর য়েছে আর তাদের অবস্থা তো আমার থেকেও খারাপ তাদেরকে এই কারণেই বন্ধু বানিয়ে রেখেছি যাতে নিজেকে কোনদিন guilty feel না হয়।

তাছাড়াও এটা যে আবার কোন ধরনের ম্যাজিক যে যখন আপনি সিঙ্গেল থাকেন তখন চারিদিকে আপনি শুধু couples দেরই পান। কিন্তু যদি আমি আপনাকে বলি যে যদি আপনি সিঙ্গেল হয়ে থাকেন তাহলে এটা আপনার weakness নয়।

বরং এটা আপনার একটা বড় অ্যাডভান্টেজ. Single লাইফ boring নয় বরং এটা আপনার জীবনে একটি extra positive point কে করে দেয়।

আজকের এই ভিডিওটি একটু কন্ট্রোভার্সিয়াল। তবে নলেজের ভান্ডারে পরিপূর্ণ রয়েছে। আজ এই ভিডিওটির মাধ্যমে আপনি সিঙ্গেল থাকার এমন দশটি বেনিফিট কে জানতে চলেছেন, যেগুলিকে জানার পর আপনি নিজেই বিষয়গুলিকে বুঝে যাবেন ও আপনার working performance ও অনেক গুণ বেড়ে যাবে।

So lets bigging advantage number ten. You can save transap টাইম. অর্থাৎ আপনি অনেক টাইম save করতে পারবেন। কিভাবে ভেবে দেখুন তো যে একটি সারাদিনে কতবার কল করে text করে relationship এ থাকা একজন ব্যক্তির কাছে ফোন কল এবং টেক্সটিং ফোনটাইম জবের থেকে কম নয় যা তাকে ডেইলি করতে হয় দীর্ঘ সময় ধরে ফোনে কথা বলা।

প্রতিটি এর দাওয়া। এখন কোথায় আছেন? কি করছেন? কেন গেছেন ওখানে? Adsetra, adsetra? Well এগুলি কি আপনি করতে পারবেন তো? ওয়েল যদি আপনি একজন সিঙ্গেল হয়ে থাকেন তাহলে এগুলোর একটিও করার আপনার প্রয়োজন নেই।

তো একবার ভেবে দেখুন যে এতে আপনার কতটা সময় বেঁচে যাবে আর এই সময়গুলিতে আপনি কতগুলি কাজ করতে পারবেন নিজের career এর গ্রোথের জন্যে?

Advantage number nine, you can focus on your habbies, অর্থাৎ আপনি নিজের হবির ওপর focus করতে পারবেন বা নতুন কোন skills কে develop করতে পারবেন, যেহেতু আপনি একজন সিঙ্গেল তাই আপনার কাছে extra অনেক সময় রয়েছে এবং আপনার focus কে distract করার মতো লাইফ এ কেউ নেই।

তাই এই extra সময় গুলিতে আপনি নিজের মধ্যে skills কে develop করতে পারবেন. আপনাকে হয়তো বই পড়তে ভালো লাগে। তো এক্ষেত্রে একজন relationship এ থাকা ব্যক্তি বইও পড়ছে।

এবং সাথে সাথে texting ও পড়ছে. তো আপনি নিজেই বলুন যে সেই ব্যক্তি কি নিজের পড়াতে focus করতে পারবে? কিন্তু কোনো distraction ছাড়া যদি আপনি বইকে পড়েন তো আপনি সেই পড়াতে অনেকটা focus করতে পারবেন. এবং বইটিকেও তাড়াতাড়ি পড়ে শেষ করতে পারবেন।

হয়তো আপনার গিটার বাজানো coding editing. বা লেখার ইচ্ছে আছে. আর যেমনটি আপনি জানেন যে কোন নতুন জিনিসকে শেখার জন্যে focus power এবং concentration level অনেক high থাকতে হয়।

ওয়েল যদি আপনি একজন single হন তাহলে আপনার extra advantage হলো এই যে আপনার intense এবং concentration power, relationship এ থাকা কোন ব্যক্তির তুলনায় অনেক বেশি. আপনি তাদের তুলনায় তাড়াতাড়ি কোন নতুন skills কে শিখতে পারবেন।

Advantage number eight, you can’t flat with who ever you want, অর্থাৎ আপনি যে কারুর সাথে flirt করতে পারবেন ফ্লাট সবাই করে, এটা একটা human behaviour, যখন আপনি রিলেশনশিপে থাকেন তখন আপনার সম্পূর্ণ focus কেবলমাত্র একজন ব্যক্তির ওপর থাকে কিন্তু একজন সিঙ্গেল ব্যক্তির কাছে এটা একটা অ্যাডভান্টেজ যে সে যে কারোর সাথেই ফ্লাট করতে পারে।

Flirting অর্থাৎ কারোর সাথে দুর্ব্যবহার না করে একটি innovative মাধ্যমে, tease করা বা complement করা।

Advantage number seven E can work on your cell, অর্থাৎ আপনি নিজেকে improve করার জন্য কাজ করতে পারবেন।

যখন আপনি নিজেকে improve করা শুরু করবেন, তখন আপনার quality of লাইফ ও improve হয়ে যায়. আর শুধু তাই নয়, আপনার self confidence ও অনেক বেড়ে যায়।

যদি আপনি সিঙ্গেল হন তাহলে এটা আপনার একটা অপর্চুনিটি আপনি নিজের weakness গুলির উপর ধ্যান দিন এবং সেগুলিকে নিজের strength বানিয়ে নিন।

যখন আপনি নিজেকে better বানানো শুরু করেন তখন আপনি অজান্তেই success এর দিকে এগোতে থাকে সো নিজেকে অবশ্যই improve করা শুরু করুন, advantage number six you can save money অর্থাৎ আপনি অনেক টাকা বাঁচাতে পারবেন।

আচ্ছা চলুন এক second এর জন্য মনে করে নিলাম যে এটা true love, হ্যাঁ ভালোবাসায় টাকা য়সা ম্যাটার করে না. এটা মেনে নিলাম।

কিন্তু movie দেখতে গেলে তো টাকা লাগবে কফি পান করতে গেলে তো টাকা লাগবে বাড়তি দেড় gift দিতে চাইলে বা valentine gift দিতে চাইলে তো টাকা লাগবে. তাই না?

কিন্তু যদি আপনি একজন single হন তাহলে কার বার্থডে এলো আর কার বার্থডে পার হয়ে গেল তাতে আপনার কোনো যায় আসে না।

Single থাকলে আপনার টাকা ফালতু জায়গা খরচ হবে না। যতটা আপনার need ততটাই আপনি খরচ করেন।

Advantage number five you are able to s own প্রবলেম অর্থাৎ আপনি নিজের লাইফ এর প্রবলেম গুলিকে solve করতে পারবেন প্রতিটি ব্যক্তিরই লাইফ এ প্রবলেম রয়েছে আপনার আমার সবারই লাইফ এ প্রবলেম রয়েছে।

তো যদি আপনি নিজের personal প্রবলেম গুলিকে ইম্পর্টেন্স না দিয়ে পার্টনারের প্রবলেম গুলিকে ইম্পর্টেন্স দেন এবং সেগুলিকে সলভ করার চেষ্টায় লেগে থাকেন তাহলে কোনো না কোনো ভাবে আপনি নিজেরই ক্ষতি করছেন।

কিন্তু যদি আপনি সিঙ্গেল হন তাহলে আপনি শুধুমাত্র নিজেরই লাইফ এর প্রবলেম গুলিকে ইম্পর্টেন্স দাওয়া শুরু ড়বেন।

প্রবলেম যেমনই হোক না কেন financial প্রবলেম emotional প্রবলেম physical প্রবলেম যেমন ধরনেরই প্রবলেম হোক না কেন আপনি সেগুলোকে solve করার সেগুলিকে ঠিক করার সময় এবং motive দুটোই পাবেন।

নিজের প্রবলেম গুলির সলিউশন খুঁজতে পারবেন এবং নিজের লাইফ কে improve করতে পারবেন।

Advantage number four swing, অর্থাৎ mood swing এর কোনো ঝামেলাই নেই. যারা relationship এ রয়েছে তাদেরকে একবার mood swing এর ব্যাপারে জিজ্ঞেস করে আপনি দেখতে পারেন।

যদিও relationship এ mood swing এর ব্যাপারটি normal. কিন্তু single দের ক্ষেত্রে mood swing এর কোনো ঝামেলাই নেই। নিজের mood হিসেবে আপনি আপনার পছন্দের কাজটিকে করতে পারেন।

আপনি emotional torture এর হাত থেকেও বেঁচে Advantage number three, you don’t have to wait for someone আপনাকে কারো জন্য অপেক্ষা করতে হবে না যখন আপনি রিলেশনশিপে থাকেন তখন আপনার নিজের গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের সাথে কথা বলার একটি habit তৈরি হয়ে যায়।

যদি কোন to না থাকে তবুও কথা বলার মন চায়. Texting তো আছেই. কিন্তু single দের ক্ষেত্রে বিষয়টি অন্য রকম. কেউ একজন কল করবে তার অপেক্ষা করা অনলাইন এ এলো কি না?

তা check করা এগুলি কিছুই করতে হয় না. নিজের ক্যারিয়ারের উপর ফোকাস করুন. নিজের জীবনের প্রতিটি সেকেন্ডকে উপভোগ করুন. তো বন্ধু আপনি কি সিঙ্গেল নীচে টিউমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন।

ধন্যবাদ সকলকে

আরও পড়ুনঃ বাংলালিংক মিনিট অফার ২০২১

Level 2

আমি নুর নবি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।

Visit : https://zaihok.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস