বুদ্ধিমান হওয়ার উপায়

টিউন বিভাগ মনোবিজ্ঞান
প্রকাশিত
জোসস করেছেন

দেখুন, আমি এটা guarantee এর সাথে বলতে পারবো যে বহু Intelligent কথাটির actual meaning কেই জানে না. আপনি অনেককেই বলতে হয়তো শুনেছেন যে সেই ছেলেটি খুবই expert বা সেই মেয়েটি খুবই expert আর তাদের কথা শুনে আপনি হয়তো ভাবেন যে সে হয়তো পড়াশোনার দিকে খুবই intelligent বা কথা বলার দিক দিয়ে খুবই intelligent but actually intelligent কথাটির মানে তা নয়. তো প্রশ্ন হল এই যে intelligent কথাটির অর্থ কি? ওয়েল ইন্টেলিজেন্স দুটি জিনিস নিয়ে তৈরি হয়. এক, কোন জিনিসকে বা quality কে তাড়াতাড়ি ও accurately শেখা.

এবং দ্বিতীয়, সেই শেখা knowledge টিকে future এর সঠিকভাবে এবং সঠিক জায়গায় কাজে লাগানো. সহজ ভাষায় যদি বলি, তো যদি আপনি এই পয়েন্ট কে ঠিকঠাক ভাবে বুঝে যান অর্থাৎ কোন জিনিসকে কিভাবে শিখতে হয় এবং সেটিকে সঠিক সময়ে এবং সঠিক জায়গায় কিভাবে কাজে লাগাতে হয় এই দুটি টেকনিক যদি আপনি শিখে যান তাহলে আপনাকে ইন্টেলিজেন্স হতে কেউ বাধা দিতে না. কোন জিনিসকে শেখা এবং সেটিকে কাজে লাগানো এটা শুনতে হয়তো আপনাকে সাধারণ ব্যাপার মনে হচ্ছে. কিন্তু এটাই হলো সেই দুটি জিনিস. যা প্রতিটি successful ব্যক্তির মধ্যেই রয়েছে.

এই দুটি কোয়ালিটি একজন ব্যক্তিকে নরমাল ব্যক্তির থেকে আলাদা তৈরি করে তাকে ইন্টেলিজেন্স তৈরি করে. তো চলুন এই দুটি জিনিসকে আমরা ডিটেইলসে জেনে নিই. যাতে আপনিও কোন জিনিসকে খুব তাড়াতাড়ি শিখতে পারেন. এবং সেই শেখার জিনিসটিকে সঠিক জায়গায়. সঠিক সময় কজে লাগাতে পারেন. তো প্রশ্ন হল শিখব কি? এবং তার থেকেও বড় প্রশ্ন হল এই যে শিখব কিভাবে? Well english এ একটি কথা আছে. Master of all jack of man অর্থাৎ যদি আপনি এই পৃথিবীর সব কিছু শিখতে চান, তাহলে কোনো কিছুকেই শিখতে পারবেন না. অর্থাৎ যদি আপনি ভাবেন যে এই পৃথিবীর সব ধরনের ট্যালেন্ট সব ধরনের জ্ঞান সব ধরনের স্কিলসকে ব্রেনে পুড়ে নিলেই আপনি ইন্টেলিজেন্স হয়ে যাবেন. তাহলে জেনে রাখুন যে নিজের মনে সব থেকে বড় ভুল ধারণাকে পুষে রেখেছেন.

আচ্ছা চলুন এক second এর জন্য আপনার এই ধারণাটি আমি সত্য মেনে নিলাম. তো আপনি আপনার লাইফ এ এতদিনে যতগুলি ইন্টেলিজেন্ট সাকসেসফুল এবং জিনেস দেখেছেন সেই সকল লোকেদের মধ্যে এমন কতজন রয়েছে যারা একের অধিক কোন ফিল্ডে নিজের নাম বানিয়েছে এমন কতজনকে আপনি দেখেছেন যারা একের অধিক ফিল্ডে এক্সপার্ট রয়েছে এমন কোন ইন্টেলিজেন্স successful বা genius ব্যক্তি আছে কি যিনি ফুটবলে world cup জিতেছেন আবার মিউজিক এর বা acting এর field এ অস্কার জিতেছেন আবার সেই একই ব্যক্তি কোনো scientific invention কেও করেছেন.

আছে কি? কেউ নেই যিনি ফুটবলে ওয়ার্ল্ডকাপ জিতেছেন তিনি তার সারা জীবন কেবলমাত্র ফুটবল ফিল্ডেই হার্ডওয়ার করেছেন. যিনি মিউজিক এ অস্কার জিতেছেন তিনি তার দিনরাত কেবলমাত্র মিউজিক কে দিয়ে যিনি কোনো scientific invention কে করেছেন তিনি তার লাইফ এর সম্পূর্ণ সময়ে কেবলমাত্র scientific experiment এই দিয়েছেন আর এটাই হলো সেই জিনিস যেটা সেই ব্যক্তিকে তার সেই field এ একজন সাধারণ ব্যক্তির তুলনায় কয়েক হাজার গুণ intelligent বানিয়েছে.

হ্যাঁ intelligent. Intelligent এর মানে এ নয় যে নিজের স্কুল লাইফ এ যে সব সময় topper হয়ে এসেছে বা স্কুল লাইফ এ first এসেছে. যে ব্যক্তি তার একটি নির্দিষ্ট film যখন অন্যের তুলনায় বেশি জানে বা বেশি নলেজ রয়েছে এবং সে সেই knowledge টি তে অন্যের তুলনায় better কোনো কাজ কে করে দেখাতে পারে সেই হলো আসল intelligent কিন্তু আমাদের সাথে কি হয় যখন আমরা TV তে তখন আমাদের মনে হয় যে আমিও একজন ক্রিকেটার হব, সিনেমায় কোন হিরো বা হিরোইন কে দেখে মনে হয়, যে আমিও একজন হিরো বা হিরোইন হব, কোন ইউটিউবারকে দেখে মনে হয় যে আমিও একজন ইউটিউবার হব ওয়েল সব থেকে প্রথমে আপনাকে এটা বুঝতে হবে যে successful হওয়ার জন্যে নিজের carrier বা নিজের field এর ব্যাপারে decision আপনাকে বহুবার নয় বরং একবারই নিতে হবে.

নিজের মোবাইলের মতো প্রতিবছর নিজের career বা ফিল্ড কে চেঞ্জ করলে হবে না কারণ কেরিয়ার বা ফিল্ডের ডিসিশন ভেবেচিন্তে নিতে হয়. আর একবার যদি আপনি কোনো একটি ডিসিশান নিয়ে নেন তো সেটাকে কোনদিনই চেঞ্জ করবেন না. আর এটা আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি যে যদি আপনি আপনার টার্গেট কে? যদি একই ডাইরেকশনে রাখেন তাহলে আপনি অবশ্যই সেই ফিল্ডে ইন্টেলিজেণ্ট হয়ে যাবেন. আর কোন একটি ফিল্ডে ইন্টেলিজেণ্ট হওয়ার পর, আপনি কি কি মিরাকেল করতে পারবেন তা আপনি ভালোভাবেই জানেন. তো যদি আপনি হতে চান, তাহলে আপনাকে সব কিছু শিখতে হবে না শুধুমাত্র সেটাই শিখতে হবে যেটাতে কিনা আপনার টার্গেট কমপ্লিট হবে.

শুধুমাত্র আপনাকে সেটাই শিখতে হবে যেটার রেজাল্ট আপনি চান. হর এক্সাম্পল. আপনি অ্যাক্টিং শিখতে চান. সারাজীবন আপনার ব্রেনে শুধুমাত্র যেন এটাই target fixed থাকে যে আমি acting ই শিখবো. অন্য কোনো field এর কথা আমার মনে যেন না আসে. আর এইভাবেই প্রতিদিন অল্প অল্প করে আপনাকে আপনার acting এর quality কে করতে হবে. যদি আপনার একজন ডক্টর হওয়ার ড্রিম থাকে তো লাইফে যেমন ধরনের সিচুয়েশন আসুক না কেন আপনার মাইন্ডে যেন এই কথাটি একদম fixed থাকে যে আমি একজন ডক্টরই হবো. অন্য কোনো second option আমার কাছে নেই. আপনি প্রতিদিন ধীরে ধীরে আপনার ডক্টরের intelligence কে improve করুন অর্থাৎ আপনার লাইফ এ আপনি যে feel কে choose করেছেন বা আপনার যে target রয়েছে বা আপনি যা ভেবে নিয়েছেন যে আমি লাইফ এ এটাই করবো তো কেবলমাত্র সেটার উপরেই ধ্যান দিতে হবে, সেটাকেই সার্ভ করতে হবে এবং সেটাকেই পারফেক্টলি শিখতে হবে, তো যখন আপনি ডিসাইড করে নেবেন যে শিখবো কোনটি তো এবার প্রশ্ন আসে,

যে সেটাকে শিখব কিভাবে? তাইতো দেখুন একটি সিম্পল মাধ্যম বলি আপনি যে ফিল্ডে ইন্টেলিজেণ্ট হতে চান সেই ফিল্ডে আপনি এটা দেখুন যে আপনার আগে এমন কতজন সেই ফিল্ডে ইন্টেলিজেন্স বা সাকসেসফুল হয়েছে আর সেই সকল ইন্টেলিজেন্স এবং successful ব্যক্তির মধ্যে থেকে top এ কে রয়েছে? ফর এক্সাম্পল আপনি হয়তো একজন ডান্সার হতে চান. তো আপনি দেখুন যে dancing এ এমন কতজন রয়েছে যারা সেই ফিল্ডে একদম মাস্টার্স রয়েছে যারা সব কেই জানে. তো dance এর history তে যতগুলি intelligent famous বা successful ব্যক্তি রয়েছে তাদের মধ্যে থেকে সবথেকে topic এ রয়েছে. সবথেকে top এ যে রয়েছে আপনি তাকে অনুসরণ করা শুরু করুন. আপনি পুরনো dance গুলিকে দেখুন তার ইন্টারভিউ গুলিকে দেখুন তার লাইফ এর ব্যাপারে জানুন,

সেই ব্যক্তি কিভাবে নিজেকে মোটিভেটেড রাখতো, তাকে কোন কোন প্রবলেম কে face করতে হয়েছিল? এবং সে সেই problem গুলিকে কিভাবে solve করেছিল সেই মস্ত কথা গুলিকে আপনি জানুন. এতে কি হবে? এতে আপনি শুধুমাত্র সেই ব্যক্তির ব্যাপারেই নয়. বরং আপনি আপনার ফিল্ডের ব্যাপারেও এমন বহু ইনফরমেশন কে জানতে পারবেন যা আপনার ফিল্ডের জন্য জেনে রাখা খুবই জরুরী. আর এই এই ডেটা এবং এই অ্যাকশন গুলি আপনাকে ইন্টেলিজেন্স করে তুলবে কারণ আপনি যে ফিল্ডে ইন্টেলিজেণ্ট হতে চান সেই ফিল্ডের জন্য আপনাকে বহু জায়গা থেকে শিখতে হতে পারে শেখার অনেক মাধ্যম রয়েছে আর কোনো কিছু শেখার আগে এই কথাটিকে অবশ্যই মাথায় রাখবেন যে আপনি quantity র ওপর নয় বরং quality র ওপর ধ্যান দেবেন. For example. Exam এর top করার জন্য.

পঞ্চাশটি আলাদা আলাদা writer এর বইয়ের প্রয়োজন নেই. বরং পাঁচটি আলাদা আলাদা writer এর বই কে choose করে পড়লেই যথেষ্ট. আর এটাই হলো শেখার মাধ্যম. এছাড়াও শেখার জন্য আরো একটি জিনিসের প্রয়োজন, যা হলো memory. তো যদি আপনার মনে হয় যে আপনার স্মৃতি শক্তি খুবই কম বা মেমোরি খুবই উইক. তো এই বিষয়ে আমি অলরেডি একটি ভিডিও তৈরি করেছি. যেটিকে আপনি এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন. ওয়েল যখন আপনি এটা জেনে যাবেন যে আপনাকে কি শিখতে হবে এবং কিভাবে শিখতে হবে তার অর্থ হলো এই যে আপনি already fifty পার্সেন্ট intelligent হয়ে গেছেন. বাকি fifty পার্সেন্ট intelligent আপনি তখন হবেন. যখন আপনি সেই শেখার জিনিসটিকে সঠিকভাবে কাজে লাগাবেন এবং সঠিক সময়ে কাজে লাগাবেন. তো এবার যদি আপনার মনে হয় যে আপনি আপনার সেই ফিল্ডের ব্যাপারে অনেক কিছু অলরেডি শিখে নিয়েছেন তো এবার সেটাকে আপনাকে কাজে লাগাতে হবে. তো প্রশ্ন হল কিভাবে সেই নলেজ এবং ইনফরমেশনটিকে কাজে লাগাবো.

তাইতো? তো আবার সেই পুরনো dance এর example এ চলে যাই, তো ধরে নিলাম যে আপনার dance এর সমস্ত practice কমপ্লিট হয়ে গেছে. আপনি সমস্ত dance move কে শিখে গেছেন. বা আপনার পড়াশোনা একেবারেই কমপ্লিট হয়ে গেছে. সমস্ত চ্যাপ্টার ও object কে আপনি খুব ভালো ভাবে পড়ে নিয়েছেন. তো এবার সময় হলো এক্সামের অর্থাৎ আপনি যা পরিশ্রম করলেন সেটার এবার এক্সাম. তো সব থেকে প্রথমে আপনি সব সময় নিজেকে বর্তমানে রাখার চেষ্টা করুন. Dance আপনি অনেক েখেছেন বা পড়াশুনা আপনি অনেক করে নিয়েছেন কিন্তু real performance এর সময় বা exam এর সময় আপনি present এ থাকার চেষ্টা করুন. সাধারণত কি হয়? আমরা যখন কোনো action নিই তখন আমরা real টাইম এ focus পারি না. হয় আমরা সেটার বাস্টকে ভাবি নয়তোবা ফিউচারকে নিয়ে ভাবা শুরু করি.

তো আপনি এটা করবেন না. বরং আপনি এটা ভাবুন যে যে কাজটি আমি এখন করতে চলেছি সেটার past এ কি কি failure আমার কাছে এসেছিল সেটা আমি জানি না. Future এ কি কি রেজাল্ট আসবে সেটা আমি পরে দেখবো. আমাকে এখন শুধুমাত্র এই কাজটিতে focus থাকতে হবে. যেটা আমি এখন শুরু পড়েছি. আর এভাবেই আপনি আপনার শেখার কাজে লাগাতে পারবেন. এবং নিজের knowledge কে better ভাবে use করতে পারবেন. দেখুন. এই দুটি process সবসময় প্যারালাল ভাবে চলতে থাকে. এমন তো নয় যা আপনি কোন জিনিসকে শেখার পর future এ আর সেই জিনিস ব্যাপারে কোন কিছুই শিখবেন না. তা তো নয়, যদি আপনার মনে হয় যে আপনার ট্রেনিং এ বা আপনার প্রবলেম solving এভিলিটিতে কোন কিছু ছাড়া পড়ে গেছে. তো এক্ষেত্রে আপনি আবার আপনার learning এর দিকে ধ্যান দিন.

কত এক মিনিট ধরে আমি যে কথাগুলি আপনাকে বললাম, এই কথাগুলিকে আপনি তখন বুঝতে পারবেন, যখন আপনি আপনার কোন ফিল্ডে মাস্টার্স হয়ে সেই ফিল্ডে কাজ করা শুরু করবেন মাস্টার্স হওয়ার পরেও সেই ফিল্ডে কাজ করার সময় ডিফিকাল্ট ডিস আসবে. যখনই ডিফিকাল্ট ডিস আসবে তখন আপনি আপনার সেই আগের শিখে রাখা knowledge এবং practice কে কাজে লাগিয়ে, আপনার সেই difficult tips থেকে বেরিয়ে আসতে পারবেন. দেখুন আপনি ছেলে হন বা মেয়ে আপনার বয়স কুড়ি হোক বা পঞ্চাশ এতে কোনো যায় আসে না. আপনিও নিজেকে একজন intelligent ও successful ব্যক্তি অবশ্যই বানাতে পারবেন. যদি আপনার মনে হয় যে আপনার মতে এমন কোন skills রয়েছে যা অন্য কারো কাছে নেই বা এমন কোনো skills রয়েছে যেটা আপনার থেকে ভালো কেউ করতে পারবে না.

তো আপনি আপনার সেই skills কে improve করে সেটিকে কাজে লাগান. আপনি যতই সেই skills কে improve করবেন ততই আপনি intelligent হতে থাকবে আর যদি আপনার মনে হয় যে আপনার মধ্যে কোনো scaley নেই তো আপনি সেই skills কে সেই ট্যালেন্ট কে নিজের মধ্যে খুঁজুন বা কোনো একটি নির্দিষ্ট field কে fixed করুন সেটাকে শিখুন এবং সঠিক সময়ে সঠিক জায়গায় সেটাকে কাজে লাগান আপনাকে সাকসেসফুল হতে কেউ বাধা দিতে পারবে না. আপনাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট টিউনে

Level 2

আমি নুর নবি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।

Visit : https://zaihok.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস