গ্রীক পুরাণের প্রাচীন এক কাহিনী। নদীর দেবতা কিফিসস এর ছেলে ছিলো নার্সিসাস। একদিন তপ্ত দুপুর রোদে হরিণ শিকারে বের হয় নার্সিসাস। নার্সিসাস ছিলো অসম্ভব সুন্দর এক যুবক। তার প্রেমে মুগ্ধ হয়ে পড়ে প্রকৃতি দেবি একো। কিন্তু নার্সিসাস প্রচন্ড আত্নরতিধারী যুবক ছিলো। প্রত্যাখ্যান করে একো কে। তাই প্রতিশোধের দেবতা সিদ্ধান্ত নিলেন আত্মহংকারী নার্সিসাস কে শাস্তি দিবেন। কি শাস্তি ছিলো সেটি?
হরিণের পিছনে ধাওয়া করতে করতে এক সময় ক্লান্ত হয়ে কাছেই একটা ঝরনার ধারে যায় নার্সিসাস। স্বচ্ছ ঝরনার পানিতে নিজের প্রতিবিম্ব দেখে মুগ্ধ হয়ে সেদিকেই তাকিয়ে থাকে। সে বুঝতে পারছিলো না যে এটা তারই চেহারা। নিজের প্রতিবিম্বের প্রতি এতটাই বিমোহিত হয়ে পড়েছিলেন যে তাকিয়ে থাকতে থাকতে একসময় ওই ঝরনার পানিতে পড়ে ডুবে মারা যান নার্সিসাস।
মূলত পুরাণের এই কাহিনী থেকে উৎপত্তি হয় ইংরেজি নার্সিসিজ। নার্সিসাসের সাথে মিলে এমন ব্যক্তিত্বকে বলা হয় নার্সিস্ট।
উপরের লেখাটা পড়ে বুঝতে পারছেন নিশ্চয় নার্সিস্ট দের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো আত্মমগ্নতা। দ্যা নার্সিসিস্ট বইয়ের লেখক, সাইকোথেরাপিস্ট জোসেফ ব্রুগ তার বইটিতে বলেন, " কিছু মানুষ আছেন যারা নিজেদের নিয়ে কথা বলতে পছন্দ করেন। যেকোনো আলোচনার কেন্দ্রবিন্দুতে নিজেকে টিকিয়ে রাখতে চান এবং বেশিরভাগ সময়ই কিছুটা বাড়িয়ে বলতে পছন্দ করেন। "
তিনি আরও বলেন "নার্সিসিস্টদের মধ্যে একটা সবজান্তা ভাব রয়েছে। " অর্থাৎ তার ভিতরে সব কি সম্পর্কে জ্ঞান আছে এমন ভাব পোষন করে।
নার্সিসিজম একটি নেগেটিভ পার্সোনালিটি। এটি একধরনের মানসিক সমস্যা বলে জানিয়েছেন মানসিক স্বাস্থ্য বিষয়ক একটা ওয়েবসাইট।
যারা এই সমস্যায় ভুগে তারা সবসময় যখন যা চায় তা ঠিক ওই মূহুর্তে পেতে পছন্দ করে। তারা অপেক্ষা করতে পছন্দ করে না।
নার্সিস্ট রা সবসময় মনে উচ্চাকাঙ্ক্ষা পোষন করে। তারা নিজেকে সবচেয়ে মেধাবী আর আলাদা ভাবতে থাকে। আর নিজেকে আলাদা প্রমাণ করার জন্য মনের মধ্যে একটা প্রতিযোগি মনোভাব পোষণ করে। অপরজন তার ভুল ধরিয়ে দিক তা সে একদমই পছন্দ করে না!
আমি শেষের কবিতা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।