আমরা অনেকেই প্রোগ্রামিং শিখতে চাই, তবে নিজস্ব কম্পিউটার বা ল্যাপটপ না থাকার কারণে, শিখতে পারি না। আমরা প্রায় ধরেই নিয়েছি কম্পিউটার ছাড়া প্রোগ্রামিং শেখা সম্ভব নয়। তবে আজকের এই টিউনে আমি আপনাদেরকে জানাবো, যে কিভাবে আপনার হাতে থাকা স্মার্ট ফোন দিয়ে প্রোগ্রামিং শেখা শুরু করবেন।
হ্যাঁ, স্মার্ট ফোন দিয়ে প্রোগ্রামিং শেখা সম্ভব। তবে আপনি এডভান্স লেভেলের শিখতে পারবেন না। তাতে কি? নেই মামার চেয়ে কানা মামা ভালো। আপনি কম্পিউটার শিখুন বা স্মার্টফোনে শিখুন, আপনাকে তো একেবারে বেসিক থেকে শুরু করতে হবে। বেসিক জিনিসটা আপনি স্মার্ট ফোনে খুব সহজেই শিখতে পারবেন। তাহলে কেন কম্পিউটার কেনার অপেক্ষায় সময় নষ্ট করবেন! স্মার্টফোনে বেসিকটা শিখে ফেললে, কম্পিউটার কিনে সময় নষ্ট না করে অ্যাডভান্স জিনিসগুলো শেখা শুরু করবেন।
এবার আসি মূল প্রসঙ্গে, স্মার্টফোনে কোডিং বা প্রোগ্রামিং শেখার সময় আমরা সবার প্রথমে যে সমস্যার মুখোমুখি হই, সেটি হচ্ছে কোথায় কোড প্র্যাকটিস করব, সেটা বুঝে উঠতে পারি না।
এই সমস্যার সমাধান হলো, Replit। Replit হলো একটি অনলাইন কোডিং প্ল্যাটফর্ম, যা বিভিন্ন প্রোগ্রামিং ভাষায় সরাসরি ব্রাউজারে কোড লেখার, সম্পাদনা করার এবং চালানোর সুযোগ দেয়। এটি শিক্ষার্থী, ডেভেলপার এবং টিমের জন্য অত্যন্ত সহায়ক। Replit ব্যবহার করে ব্যবহারকারীরা কোডিং প্রজেক্ট তৈরি করতে, অন্যান্য ডেভেলপারের সাথে সহযোগিতা করতে এবং প্রজেক্ট শেয়ার করতে পারে।
TrebEdit একটি মোবাইল HTML এডিটর, যা অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য তৈরি। এটি ওয়েব ডেভেলপার এবং শিক্ষার্থীদের জন্য একটি সহজ এবং কার্যকর টুল। এর মাধ্যমে ব্যবহারকারীরা HTML, CSS, এবং JavaScript-এর মতো ভাষায় কোড লিখতে এবং সম্পাদনা করতে পারে।
এই অ্যাপটি, যারা পাইথন শিখছেন তাদের জন্য একটি মাস্টারপিস। এই অ্যাপে শুধুমাত্র আপনি প্র্যাকটিসই করতে পারবেন না, পাইথনের অনেক এডভান্সড জিনিসও প্র্যাকটিস করতে পারবেন।
এই অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন।
অ্যান্ড্রয়েডে C, C+, Java, এবং Kotlin প্রোগ্রামিং ভাষার প্র্যাকটিসের জন্য নিচে কিছু জনপ্রিয় এবং কার্যকর IDE এর তালিকা দেওয়া হলো:
এগুলো ব্যবহার করে আপনি অ্যান্ড্রয়েড ডিভাইসে প্রোগ্রামিং চর্চা শুরু করতে পারেন।
আপনার হাতে থাকা স্মার্টফোনই হতে পারে প্রোগ্রামিং শেখার প্রথম ধাপ। স্মার্টফোন দিয়ে বেসিক শেখার পরে, কম্পিউটার কেনার পর উন্নত লেভেলের প্রোগ্রামিং অনুশীলন করা আরও সহজ হবে। তাই আজ থেকেই প্র্যাকটিস শুরু করুন এবং প্রোগ্রামিংয়ের জগতে প্রবেশ করুন।
এ ধরনের আরো টিউন পেতে আমাকে ফলো দিয়ে রাখতে ভুলবেন না।
আমি মোহাম্মদ জাকারিয়া হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 1 মাস 1 সপ্তাহ যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Learn For Teach
দারুণ লিখেছেন