কিছু দিন পরে আবার ফিরে এলাম টেকটিউনয়ে।পরিক্ষা থাকার কারনে আসতে পারি নাই।যাই হোক,কাজের কথায় আসি।
আমি যখন থেকে কম্পিউটার চালাই তখন থেকে আমার সপ্ন ছিল,নিজে কোন সফটওয়্যার বানানোর।যদিও আমার কম্পিউটার চালনার বয়স বেশি দিন হয় নাই।
এই চেষ্টা থেকে থেকে আমি প্রতিষ্ঠা করেছি
যেখান থেকে রিলিস হবে সফটওয়্যার।আমি চেষ্টা করব এই জায়গা থেকে এমন কোন সফটওয়্যার দেয়ার যা আপনাদের কাজে লাগে।আমি জানি টেকটিউন এক বিশাল বড় বাংলা ব্লগিং এর প্লাটফরম।হাজার বাঙ্গালির মিলন মেলা এখানে বিশেষ করে যারা প্রযুক্তিকে ভালবাসেন।আমি তাদের সবার কাছে দয়া চাইব যেন আমার এই বিডি ল্যাব অনেক দূর এগিয়ে যেতে পারে।
আমারা সেদিন এর সপ্ন দেখি যেদিন আমরা কোন বিদেশি কালচার অনুসরন করব না বরং অন্যদেশের মানুষ আমাদের কালচার অনুসরন করবে।যেদিন সবাই মিলে উপলব্দি করব।
“আমার সোনার বাংলা আমি তোমাই ভালবাসি”
“চিরদিন তোমার আকাশ,তোমার বাতাস”
“আমার প্রানে বাজায় বাঁশি”
আজ আপনাদের পরিচয় করিয়ে দিব।এই ল্যাব এর একটা সফটওয়্যার এর সাথে যার নাম হল BD NET METER
এর মাধ্যমে আপনি ইন্টারনেট ডাউনলোড রেট এবং আপলোড রেট জানতে পারবেন।
এবং কি পরিমান ইন্টারনেট ব্যাবহার করলেন তাও জানতে পারবেন।
Downloadlink=http://www.mediafire.com/?wd76forl230lo3n
আমি Limon bd। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 28 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমার নাম লিমন।একজন অতি সাধারন মানুষ।কিন্তু অসাধারন হতে চাই। আমি ফেসবুক য়েঃwww.facebook.com/limon.bd1
আর সাথে বোনাস হিসাবে একটা দারুন আমার বানানো calculater দিলাম
http://www.mediafire.com/?wd76forl230lo3n