তৈরি হল BD LAB

কিছু দিন পরে আবার ফিরে এলাম টেকটিউনয়ে।পরিক্ষা থাকার কারনে আসতে পারি নাই।যাই হোক,কাজের কথায় আসি।
আমি যখন থেকে কম্পিউটার চালাই তখন থেকে আমার সপ্ন ছিল,নিজে কোন সফটওয়্যার বানানোর।যদিও আমার কম্পিউটার চালনার বয়স বেশি দিন হয় নাই।
এই চেষ্টা থেকে থেকে আমি প্রতিষ্ঠা করেছি

যেখান থেকে রিলিস হবে সফটওয়্যার।আমি চেষ্টা করব এই জায়গা থেকে এমন কোন সফটওয়্যার দেয়ার যা আপনাদের কাজে লাগে।আমি জানি টেকটিউন এক বিশাল বড় বাংলা ব্লগিং এর প্লাটফরম।হাজার বাঙ্গালির মিলন মেলা এখানে বিশেষ করে যারা প্রযুক্তিকে ভালবাসেন।আমি তাদের সবার কাছে দয়া চাইব যেন আমার এই বিডি ল্যাব অনেক দূর এগিয়ে যেতে পারে।
আমারা সেদিন এর সপ্ন দেখি যেদিন আমরা কোন বিদেশি কালচার অনুসরন করব না বরং অন্যদেশের মানুষ আমাদের কালচার অনুসরন করবে।যেদিন সবাই মিলে উপলব্দি করব।
“আমার সোনার বাংলা আমি তোমাই ভালবাসি”
“চিরদিন তোমার আকাশ,তোমার বাতাস”
“আমার প্রানে বাজায় বাঁশি”

আজ আপনাদের পরিচয় করিয়ে দিব।এই ল্যাব এর একটা সফটওয়্যার এর সাথে যার নাম হল BD NET METER

এর মাধ্যমে আপনি ইন্টারনেট ডাউনলোড রেট এবং আপলোড রেট জানতে পারবেন।
এবং কি পরিমান ইন্টারনেট ব্যাবহার করলেন তাও জানতে পারবেন।
Downloadlink=http://www.mediafire.com/?wd76forl230lo3n

Level 0

আমি Limon bd। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 28 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমার নাম লিমন।একজন অতি সাধারন মানুষ।কিন্তু অসাধারন হতে চাই। আমি ফেসবুক য়েঃwww.facebook.com/limon.bd1


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

আর সাথে বোনাস হিসাবে একটা দারুন আমার বানানো calculater দিলাম
http://www.mediafire.com/?wd76forl230lo3n

BD Lab এর জন্য শুভ কামনা। আমিও আপনার মতই স্বপ্ন দেখা একজন মানুষ। শিঘ্রই আমার বানানো কিছু সফটের পোষ্ট দেব আশা করি।

আর আপনার লিঙ্কে একটু ভুল হয়েছে পোষ্টের টা ভুলে ক্যালকুলেটরের লিঙ্ক দিয়েছেন আর কমেন্টে নেট মিটারের লিঙ্ক দিয়েছেন। পোষ্ট আপডেট করে দিন।
ধন্যবাদ।

    Level 0

    ধন্যবাদ সোহাগ ভাই কমেন্ট করার জন্য

Level 0

আমারা সেদিন এর সপ্ন দেখি যেদিন আমরা কোন বিদেশি কালচার অনুসরন করব না বরং অন্যদেশের মানুষ আমাদের কালচার অনুসরন করবে।যেদিন সবাই মিলে উপলব্দি করব।

আমারা সেদিন এর সপ্ন দেখি যেদিন আমরা কোন বিদেশি কালচার অনুসরন করব না বরং অন্যদেশের মানুষ আমাদের কালচার অনুসরন করবে।যেদিন সবাই মিলে উপলব্দি করব।( দোয়া রইল )

    Level 0

    মাহমুদ শরফুদ্দিন ধন্যবাদ।আমরা করব জয়।করব আরেকটা মুক্তিযুদ্ধ দেশকে সামনে এগিয়ে নেবার জন্য যারা আমরা মুক্তিযুদ্ধ যারা আমরা মুক্তিযুদ্ধ দেখি নাই

sobo kamona roilo.

    Level 0

    বিপুল বিডি ধন্যবাদ

আমারা সেদিন এর সপ্ন দেখি যেদিন আমরা কোন বিদেশি কালচার অনুসরন করব না বরং অন্যদেশের মানুষ আমাদের কালচার অনুসরন করবে।যেদিন সবাই মিলে উপলব্দি করব।( দোয়া রইল 🙂

Level 0

আমারা সেদিন এর সপ্ন দেখি যেদিন আমরা কোন বিদেশি কালচার অনুসরন করব না বরং অন্যদেশের মানুষ আমাদের কালচার অনুসরন করবে।যেদিন সবাই মিলে উপলব্দি করব।
“আমার সোনার বাংলা আমি তোমাই ভালবাসি”
“চিরদিন তোমার আকাশ,তোমার বাতাস”
“আমার প্রানে বাজায় বাঁশি”
আহ- দারুন । ব্যাপক ভাল লাগল – দোয়া রইল জয় তোমার হবেই ইনশাল্লাহ ।

    Level 0

    ইনশাল্লাহ

এইটা উইন্ডোজ ৭ এ কিভাবে ব্যবহার করব

Level 0

খুব সুন্দর হয়েছে। আমি দুইটাই try করে দেখব। আচ্ছা আপনি কোন ল্যাঙ্গুয়েজ ব্যাবহার করে প্রোগ্রাম্মিং করেন?

Level 0

কাজ করছে না। installation folder এ শুধু Uninstall নামে একটা application. আর কিছুই নাই

আপনার দেয়া নেট মিটার Win-8 এ কাজ করে না, ইনস্টল করার শুদু uninstall file পাওয়া যায়, আর কিছুই
পাওয়া যায় না !
আর আপনার দেয়া bd lab এর লিঙ্ক কোথায়? tune করার পর ভাল ভাবে check করা উচিত , আপনার চেষ্টা
করার জন্য thanks>

    Level 0

    শফিক vai tune update kore dilam

উইন ৭ এ এটা কি কাজ করে না?

khub valo uddog… agiye jan.. 🙂