আমার আগের দেওয়া লিঙ্কটা কোনো কারনে মনে হয় রিমুভ হয়ে গেছে তাই সবার জন্য নতুন করে আপডেট করে দিলাম।এবং আমি আর কিছু নতুন বাংলা প্রোগ্রামিং এর বই নিয়ে জলদি আসছি,SO JUSt Wi8 🙂 🙂
আর এই বইটা আগেরটা থেকে আপডেটেড 🙂
সবার প্রথমে বলে নেই, Admin ভাইজান দয়া করে Post টি Pending কইরেন না।তাইলে খুব দুক্ষু পামু। আগে একটা পোস্ট করছিলাম এখন পর্যন্ত pending ই রইছে আমিও অইটার খবর নেইনা Admin ভাইও নেন না...।
:p 😛 😛 😛
এখন মূল কথায় আসা যাক,
যদিও মূল কথা সবাই এতক্ষনে বুঝেই গেছে যে এইতা আমার মতো একটা আজাইরা পাবলিক এর পোস্ট ।lolz 😛
আমরা অনেকেই এখানে সি প্রোগ্রামিং জানি,আবার অনেকে জানতেও চাই,তোহ যারা জানেন নাহ তাদের জন্য আমি সি প্রোগ্রামিং এর বেসিক জানার জন্য এই বই টা গিফত করলাম।
জদিও আই বইটা বাজারে ১৭০ টাকা দিলে পাওয়া যায় তার পরও অনেকে কিনতে চান না আবার অনেকেই পারেন না,হইতো টাকা হাতে আসলে আড্ডা দিয়ে খেয়ে ফেলেন..lolz
যাই হোক বেশি লম্বা লেকচার দিলে সবাই ঘুমিয়ে পরতে পারেন,আবার কেউ কেউ আমারে মারতে ও আসতে চাইতে পারেন তাই বেশি কথা বলব নাহ,এই বইটার অনলাইন ভারসন আগেই ছিল,
লেখক এইটা সবার জন্য উন্মুক্ত করে দিয়েছেন, কিন্তু অনেকেই অনলাইনে বসে বই পড়তে পারেন নাহ বা অনেকে লিমিটেড ইনটারনেট এর শিকার,তাদের জন্য আমি নিজে একটু কষ্ট করে বইটার PDF Version টা তৈরি করেছি।
কারন আমি নিজে এর কনো অনলাইনে ভার্সন পাই নাই,যদিও আমার নেট আনলিমিটেড তার পরও আমি অনলিনে বই পরার মতো কাজ করি নাহ,কারন অই টাইম এ আমি অন্য কিছু ডাউনলোড দিয়ে রাখতে পারি,কারন আমার নেট স্পিড মারাত্তক।।..lolz 😛
তাই যাদের যাদের দরকার তারা নিচের লিঙ্ক থেকে বই তা ডাউনলোড করে নিতে পারেন।আর আই লিঙ্ক এ ক্লিক করলে আমি কোন টাকা পয়সা পাবনাহ আইটা একদম ফ্রী ।
যদি আমার কাজটা একটু ভাল লাগে তাইলে Just আমার জন্য একটু দোয়া করলে হইব।আর যদি বইটা কারো কাজে আসে তাইলে লেখকের জন্য দোয়া করলেই হবে।
আর সবার শেষে বলে রাখি এই টিউনটা আমার পক্ষ থেকে সবাই কে আমার বার্থডের গিফট।
কারন আজ রাত ১২ টার পর আমার জন্মদিন,আমার আর শাহ্রুক খান এর মাঝে এইটাই সিমিলারিটি যে অই হিরোর Birth Day 2nd November আর আমি Tj এর Birth DaY 3rd November.
UPDATED LINK Click Here to Download
আমি Tj Thouhid। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 133 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
জীবনটা অনেক কষ্টের ভাই,তাই বলে কি সারাদিন কান্না করব নাকি, যতো পারো ইনজয় কর,পারলে কিছু ভাল কাজও কর :) আমার সাথে এফ.বি(ফেইস বুক) এ যোগ হইতে চাইলে নিচের প্রোফাইল এ ক্লিক করতে পারেন :) Tj Thouhid আমার লিঙ্কটা এইজন্য দিলাম কারন দুই একজন ভাই টেকটিউনস থেকে আমার নামে দিয়ে আমায়...
ভাইসব যদি কার কোন অভিযোগ থাকে তাইলে বলে দিয়েন।আমি আজ রাতে হইতো জবাব না দিতে পারি তবে কালকে সিউর আপনাদের আভিযোগ গুলার সমধান দেউয়ার চেস্টা করব। GOOD ni8