এটা আমার প্রথম পোস্ট,কোন ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
আমার কম্পিউটার শিখাবার মত কোন লোক আশপাশে নাই,সেই জায়গায় আমি যদি প্রোগ্রামিং এর নাম বলি তাহলে সেটা আমার বোকামি ছাড়া আর কিছু না।
তাই ইন্টারনেট থেকে একটু আধটু চেষ্টা করি।
এখন কম্পিউটার চালনা করার মত বেসিক ধারনা ভালই আছে।
কিন্তু কিছু দিন হল আমার মাথায় ভূত চাপছে যে আমি প্রোগ্রামিং শিখবো।
তার জন্য নেট গেটে একগাদা ইংলিশ বই পেলাম।
কিন্তু আমার ইংলিশ অবস্তা ভাল না যদিও ইংলিশ এ ভালই নাম্বার পেতাম।
আর আমি মাসে ১গিগা ইন্টারনেট প্যাকেজ ব্যাবহার করি তাই youtube এর টিউটোরিয়াল দেখে যে শিখবো তার কোন উপায় নেই।
তাই ইন্টারনেট এ বাংলা প্রোগ্রামিং বই এর অনুসন্ধান শুরু করলাম।কিন্তু অনেক খুঁজা খুঁজির পর আমি এক প্রকার হতাশ হয়ে গিয়ে ছিলাম।
শেষে এই বই তার লিঙ্ক টা পেলাম।যারা আমার মত প্রোগ্রামিং এ নতুন বা শিখতে আগ্রহী তাহলে আপনি এই বই টা দেখতে পারেন।
কিছু বেসিক ধারনা পাবেন বলে আশা করি।
আমি Limon bd। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 28 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমার নাম লিমন।একজন অতি সাধারন মানুষ।কিন্তু অসাধারন হতে চাই। আমি ফেসবুক য়েঃwww.facebook.com/limon.bd1
সবাই আমাকে দোয়া করবেন,আগামীতে যেন আরও টিউন করতে পারি।