গত পর্বে আপনারা মোটামুটি ভিজুয়াল বেসিক সম্পর্কে ধারনা লাভ করেছেন ।
এ পর্বে আমরা দেখব কিভাবে কোন সংখ্যার বর্গমূল বের করা
প্রথমে আমরা Visual Basic খুলে New project নেব । একটি ফর্ম খুলবে
এরপর বামপাশের টুলবার হতে Label নেব, এর ডানপাশের থেকে properties হতে Caption থেকে নাম পরিবর্তন করে Number লিখব ।
এরপর টুলবার হতে Text box নেব । তারপর আরেকটি Label নেব এবং একইভাবে ডানপাশের থেকে properties হতে Caption থেকে নাম পরিবর্তন করে Square Root Value লিখব এরপর টুলবার হতে Text box নেব । Command box সিলেক্ট করে ফর্ম এর উপর আঁকি ।
এরপর Command box এর উপর Double click করলে দেখা যাবে
Private Sub Command1_Click() End Sub
এ দুটির মাঝে নিচের কোড গুলো হুবহু লিখব
Dim number,Squarerootvalue Number = val(Text1) Squarerootvalue = Sqr(number) Text2 = Squarerootvalue
নোট
কোড লেখা হয়ে গেলে আমরা Project Save as করব । এবং একটি নতুন ফোল্ডার এ save করব । কারন সেভ হওয়ার সময় চারটা ফাইল সেভ হয় এগুলো আলাদা হয়ে গেলে সমস্যা দেখা দিতে পারে ।
কালার সেট করন
ফর্ম কালার করার জন্য আপনি ফর্ম এর উপর একটি ক্লিক করে properties হতে BackColor থেকে কালার সিলেক্ট করে দিন ।
Text box এর ক্ষেত্রে আপনি একইভাবে Text box সিলেক্ট করে properties হতে BackColor থেকে কালার সিলেক্ট করে দিন ।
সামনের পর্বে দেখাবো কিভাবে সফটওয়্যার এর Icon এবং ফন্ট পরিবর্তন করা যায় ।
সবাইকে কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ .........
পূর্বে প্রকাশিত : http://jpiblog.tk
আমি গোলাম মুক্তাদির। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 231 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Assalamualikum o Rohmatullah :) This is Golam Muktadir .Interested In UI,Algorithm,Coreprogramming,TechBlogging, Freelancing and also teaching about that. leading simple life...
পোষ্ট টা দেখলাম ভাল টেকটিউনস এ টিউন করার পদ্ধতি টা লেখ।