Visual Basic খুব সহজে [পর্ব-০২] :: প্রোগ্রাম লেখা – কোন সংখ্যার বর্গমূল বের করা

গত পর্বে আপনারা মোটামুটি ভিজুয়াল বেসিক সম্পর্কে ধারনা লাভ করেছেন ।

এ পর্বে আমরা দেখব কিভাবে কোন সংখ্যার বর্গমূল বের করা

প্রথমে আমরা Visual Basic     খুলে New project  নেব । একটি ফর্ম খুলবে

এরপর বামপাশের টুলবার হতে Label নেব, এর ডানপাশের থেকে properties হতে Caption থেকে নাম পরিবর্তন করে Number লিখব ।

এরপর টুলবার হতে Text box নেব । তারপর আরেকটি Label নেব এবং একইভাবে  ডানপাশের থেকে properties হতে Caption থেকে নাম পরিবর্তন করে Square Root Value  লিখব এরপর  টুলবার হতে Text box নেব । Command box সিলেক্ট করে ফর্ম এর উপর আঁকি ।

এরপর Command box এর উপর Double click করলে দেখা যাবে


Private Sub Command1_Click()

End Sub

এ দুটির মাঝে  নিচের কোড গুলো হুবহু লিখব


Dim number,Squarerootvalue

Number = val(Text1)

Squarerootvalue  = Sqr(number)

Text2 = Squarerootvalue

নোট

  • ১ Text box অবশ্যই Label এর ডানপাশে লিখব
  • ২ Label গুলোর নাম পরিবর্তন করার কারন হচ্ছে Text box এ কোন কাজ গুলো সংগঠিত হচ্ছে সেগুলো বুঝার জন্য ।

কোড লেখা হয়ে গেলে আমরা  Project Save as করব । এবং একটি নতুন ফোল্ডার এ save করব । কারন সেভ হওয়ার সময় চারটা ফাইল সেভ হয় এগুলো আলাদা হয়ে গেলে সমস্যা দেখা দিতে পারে ।

কালার সেট করন

ফর্ম কালার করার জন্য আপনি ফর্ম এর উপর একটি ক্লিক করে properties হতে BackColor থেকে কালার সিলেক্ট করে দিন ।

Text box এর ক্ষেত্রে আপনি একইভাবে Text box সিলেক্ট করে properties হতে BackColor থেকে কালার সিলেক্ট করে দিন ।

সামনের পর্বে দেখাবো কিভাবে সফটওয়্যার এর Icon  এবং ফন্ট পরিবর্তন করা যায় ।

সবাইকে কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ .........

পূর্বে প্রকাশিত : http://jpiblog.tk

Level 0

আমি গোলাম মুক্তাদির। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 231 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Assalamualikum o Rohmatullah :) This is Golam Muktadir .Interested In UI,Algorithm,Coreprogramming,TechBlogging, Freelancing and also teaching about that. leading simple life...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

পোষ্ট টা দেখলাম ভাল টেকটিউনস এ টিউন করার পদ্ধতি টা লেখ।

    @skr: ধন্যবাদ পড়ার জন্য , আপনি যেভাবে techtweets এ টিউন করেছেন system একই

Level 0

ornob tumi calie jao …amra aci tomar sathe,tobe samner tune a obbossoi ektu details diben….kivabe kajta hoi ta jeno bujha jai..

Level 0

chaliye jao -sundor hoyese –

Level 0

চালিয়ে যান। আমাদের অনেক কাজে আসবে। আমি এ বিষয়ে অনেক আগ্রহী।

Level 0

পোষ্ট টা দেখলাম ভাল লাগল, 11111 নম্বরটিকে কিভাবে অলাদা অলাদা field এ save করব? pls জানাবেন

    @parvej: ভাই আপনি একটু বুঝিয়ে বলবেন এখানে ( 11111 ) দ্বারা কি বুঝতে চেয়েছেন ?

Valo tune, waiting 4 next1.

ধন্যবাদ , সাথে থাকুন

Level 0

অর্নব ভাই, আমি একটা 4ডিজিট এর সংখ্যাকে যেমন(1111, 1205,1350) ডাটাবেজ এ 4টা অলাদা অলাদা field এ save করব। আমি চা্ ি 1011-1100 পযন্ত সংখ্যাকে vb6 use করে ডাটাবেজ এ save করব এবং প্রতিটি সংখ্যা ডাটাবেজ এ অলাদা অলাদা field এ save হবে। যেমন-1011 ‍save হবে field1-1,field2-0, field3-1, field4-1 অবার field1-1,field2-0, field3-1, field4-2, এবং field1-1,field2-0, field3-1, field4-3 ……………………..

ভাল টিউন অনেক অনেক ধন্যবাদ টিউনের জন্য।

ভিজুয়্যাল বেসিকের উপর আগ্রহ যাদের তারা প্রাথমিক ধারনা নেবার জন্য এই লিংকটি দেখতে পারেন।
http://www.zahirulislam.co.cc/2011/11/blog-post_04.html

Level 0

2
3
4
5
6
7

Dim number,Squarerootvalue

Number = val(Text1)

Squarerootvalue = Sqr(number)

Text2 = Squarerootvalue কোন কোড টার মানে কি এ ব্যাপারে যদি একটু লিখতে তাহলে আমার মত যারা আছে তারা আরো উপকৃত হত। ধন্যবাদ কষ্ট করে টিউন করার জন্য ।