কম্পিউটার জীবনকে যেমন আধুনিক করেছে তেমনি পূরণ করেছে আশা আকাঙ্ক্ষা ! আর কম্পিউটারটা আসলে কি ? কাউকে প্রশ্ন করলে মানুষ হাসবে
কেননা মানুষ জানে television (TV) এর মত দেখতে এবং সাথে একটি বাক্স আর typewriter এর মত একটি বোর্ড থাকে !! কিন্তু বাস্তব সম্পূর্ণ ভিন্ন , এটা যদি একজন প্রোগ্রামার কে বলা হয় তবে সে বলবে SystemUnit +Monitor+ keyboard+Mouse দ্বারা একটি সম্পূর্ণ Computer হয় । কম্পিউটার মূলত যন্ত্র । এটিকে মানুষ দিকনির্দেশনা দিয়ে কাজ করিয়ে নেয় । আর দিকনির্দেশনা কিভাবে দেয় ? এটাও একটা প্রশ্ন , এটা কম্পিউটার এর নিজের ভাষা দ্বারা বুঝিয়ে দেওয়া হয় । কম্পিউটার এর আবার ভাষা ? হ্যাঁ কম্পিউটার এর ভাষা বলতে (0 & 1 ) বা (High & Low) বুঝায় ।
computer এর বিভিন্ন ধরনের ভাষা রয়েছে যেমন : C, C++, Visual Basic , Java এরকম আরও অনেক ভাষা রয়েছে । যা দ্বারা কম্পিউটারকে আওত্তে আনা হয় ! এসব ভাষা compiler দ্বারা 0 , 1 পরিবর্তন করে কম্পিউটার কে বুঝিয়ে দেওয়া হয় ।
এদের মধ্যে বাস্তব সম্মত কাজ করা হয় মূলত Visual Basic দিয়ে । আর এটা শেখা সাধারন মানুষের জন্য মোটামুটি সহজ !
আজ শেখাবো visual basic এর সাধারন একটি Programme করা যায় , তবে তার আগে
Toolbar এর সাথে পরিচিত হই ।
এবার আপনি Download করে বা Disk হতে PC তে Visual Basic 6.0 ইন্সটল দিয়ে ফেলুন । Install হয়ে গেলে প্রোগ্রাম click করে ওপেন করুন দেখবেন যে একটি Dialog Box এসেছে এখান থেকে আপনি Standard exe Select করে ওপেন করুন দেখবেন যে একটি নতুন
window ওপেন হয়েছে । যার বাম পাশে Toolbar টি রয়েছে । এবং মাঝখানে form রয়েছে একে Object বলে এবং এর নিচে code লিখতে হয় ।
ছবিতে আপনারা কিছুটা ধারনা পেলেন । এখন আশা যাক কিভাবে programme লিখবেন ।
আমরা ১ থেকে ২০০ পর্যন্ত জোড় সংখ্যা বের করার প্রোগ্রাম করব ।
আমরা প্রথম বামপাশ থেকে অর্থাৎ Toolbar থেকে Command Box Select করে Form এর উপর আঁকবো দেখতে পাব একটি command box এসেছে এখন আমরা command box এ Double Click করব আরেকটি window open হবে এতে নিম্নের দুটি কোড লেখা থাকবে
Private Sub Command1_Click() End Sub
এ দুটির মাঝে নিচের কোড গুলো হুবহু লিখব
Dim a For a = 1 To 200 Step 2 Print a Next a
এরপর উপরের মেনু হতে RUN > Start Click করলে রান হবে । এখন আপনি command 1 Button click করুন বা F5 চাপুন , দেখবেন বামপাশে Result show করবে ।
ব্যাস আপনার প্রোগ্রাম তৈরি complete । হ্যাঁ এটাকেই প্রোগ্রাম বলে ।
এবার আপনি project টি save করুন । এ জন্য File > Save Project As এবার আপনি Directory দেখিয়ে দিন এবং নাম দিয়ে Save করুন । দেখবেন সেভ হয়ে গেছে ।
আশা করি সবাই বুঝতে পেরেছেন । আমি চেষ্টা করেছি সহজ করে লেখার জন্য ।
সবাইকে কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ .........
আগামি পর্বে দেখাবো কিভাবে Color Set করা যায় এবং properties পরিবর্তন করতে হয়।
এভাবে আস্তে আস্তে visual Basic এর অনেক প্রোগ্রাম দেখাবো । আশা করি আপনারা খুব সহজে visual Basic শিখতে পারবেন ।
পূর্বে প্রকাশিত : http://jpi-blog.tk
আমি গোলাম মুক্তাদির। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 231 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Assalamualikum o Rohmatullah :) This is Golam Muktadir .Interested In UI,Algorithm,Coreprogramming,TechBlogging, Freelancing and also teaching about that. leading simple life...
অপেক্ষায় থাকলাম