ছোট্ট অবুঝ শিশুর মতন হাটিহাটি-পাপা করে আজ আমার সবচেয়ে প্রিয় ব্লগ টেকটিউনস এ শততম টিউনে পা রাখছি... জীবনে হয়তো অনেক কিছুই পেয়েই অনেক কিছুই হারিয়েছি, তবে সব পাবার মাঝে হয়তো টেকটিউনস একটি। অকপটে বলতে পারি - আজ আমি যে অবস্থায়, তার অনেকটাই এই টেকটিউনসের জন্য। কে ছিলাম আমি? একজন অতি সাধারন কিশোর বালক ! এ ছাড়া আমার হয়তো আর কোন পরিচয় ছিল না, হয়তো থাকলেও থাকতে পারে তবে একজন কলেজ পড়ুয়া ছাত্র হিসাবে। এর বেশী কিছু না... তবে আজ হয়তো অকেকটি পরিচয়ের জম্ন হয়েছে।
মানুষ! যার চাহিদার শেষ নেই, শেষ হবেও না কেবল মাত্র মৃত্যু ছাড়া। মানুষ তো তার জীবনে অনেক কিছুই চায়, আজ আমি এবার কিছু চাইলাম। বলতে পারের আমার আবদার। চাওয়া-আবদারের মাত্রটা অনেক বড়। কিন্তু দিতে না পারলেও দেবার চেষ্টাটা অন্তত করতে পারেন। পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদ “ভালবাসা এবং প্রান ভরা দোঁয়া”। এই চাওয়া আপনাদের সকলেরই নিকট। যদি আপনাদের মনের ভিতর থেকে এক টুকরে ভালবাসা আর দোয়া আমি নিতে পারি তাহলে হয়তো সামনের দিনগুলো অনেক বেশি ভাল যাবে। বিশ্বাস করি অর্থ এবং সম্পদ প্রয়োজন হলেও তা চিরস্থায়ী নয়, তাই এমন কিছু চাইলাম যা সারা জীবন আমার সাথে থাকবে...
শততম টিউনের অধিকারী হবার পেছনে আমার যে কেবল নিজেই চেষ্টা আছে তা নয়। টেকটিউনসের CEO মেহেদী ভাই এবং টেকটিউনের সকল টিউনারদের ভূমিকাও রয়েছে। তবে সবচেয়ে বেশি কৃতঙ্গতা জানাই তাদেরকে, যারা নিঃস্বার্থক ভাবে টিউনে কমেন্ট করে আমাদের সবাই কে উৎসাহিত করেন। তাই আমি মনে করি, কিছু কিছু ক্ষেত্রে উৎসাহ, শিক্ষকের চেয়ে বেশী ভূমিকা পালন করে...
কম্পিউটারের সিষ্টেম পরিচর্যায় এবং ডাষ্ট ফাইল ক্লিনিং এ আমরা অনেক ধরনের সফটওয়্যার ব্যাবহার করে থাকি। সেগুলোর বেশির ভাগই হলো বিদেশী সফটওয়্যার। তবে আজ সময় এসেছে বিশ্বময়দানে মাথা উচু করে দাঁড়ানোর। শুভ মুক্তি পেল সম্পূর্ণ বাংলাদেশী সিষ্টেম ডাষ্ট ক্লিনিং উন্মুক্ত সফটওয়্যার “Zarudar / ঝাড়ুদার |বাংলার ঝাড়ুদার…” প্রায় ৮০ প্রকারের সিষ্টেম এবং ব্লাউজার ডাষ্ট ক্লিন করতে পারে এই বাংলাদেশী সফটওয়্যার ঝাড়ুদার।
বাংলাদেশের অন্যতম ইথিক্যাল হ্যাকার গ্রুপ বাংলাদেশ সাইবার আর্মি তে Zarudar Beta 1 এবং Zarudar Beta 2 ছাড়ার পর সকল প্রকার বাগ সমাধান করে অবশেষে পরিপূর্ণ ভাবে শুভ মুক্তি পেল বাংলাদেশী সিষ্টেম ডাষ্ট ক্লিনিং সফটওয়্যার “Zarudar v1.0”
প্রথমেই মনে করিয়ে নেই ঝাড়ুদার আমাদের সম্পূর্ণ বাংলাদেশী একটি উন্মুক্ত সফটওয়্যার। শক্তিশালী ব্যাটস প্রোগ্রামিং বিশিষ্ট ইন্জিন এবং ভিজ্যুয়াল বেসিক এর তৈরি আউটলুক ও সিষ্টেম মেনু কোডিং যুক্ত করা হয়েছে ঝাড়ুদার এ...
এক নজরে দেখে নেই Zarudar v1.0 / ঝাড়ুদার ১.০ এর সুবিধা সমূহঃ
১ . সম্পূর্ণ উন্মুক্ত বাংলাদেশী সিষ্টেম ডাষ্ট ক্লিনিং সফটওয়্যার।
২ . 2X দ্রুত অন্যান্য সিষ্টেম ডাষ্ট ক্লিনিং সফটওয়্যার থেকে।
৩. সর্বচ্চ সিষ্টেম ডাষ্ট ক্লিন করতে সক্ষম। প্রায় ৮০ প্রকারের বেশি...
[ System ]
[ Windows Explorer ]
[ Mozilla FireFox ]
[ Opera ]
[ Google Chrome ]
[ Applications ]
৪ . Win98 | Win2000 | Win Xp | Win Vista | Win 7+ সাপোর্ট নিতে পারে।
৫ . USB রাইট প্রটেকশন রিমুভ করতে পারে।
৬ . সয়ংক্রিয় আপডেট ছাড়াও কাষ্টম আপডেট নিতে পারে।
৭. ব্যাবহারে সহজ এবং প্লেইন মেনুবার ছাড়ার এতে রয়েছে আর্কষরণীয় ফ্লাট ডিজাইন।
ডাউনলোড করুন আমাদের ঝাড়ুদার...
যদি কোন কারনে উইন্ডোজ 7 ব্যাবহারকারীরা Runtime Error এর ঝামেলায় পড়েন তবে Zarudar | ঝাড়ুদার এ রাইট ক্লিক করে “Run as administrator” দিয়ে চালু করতে হবে।
একজন সত্যিকারের বাংলাদেশী হিসাবে বাংলাদেশী সফটওয়্যার ব্যাবহার করা এবং শেয়ার করা আমাদের সকলেরই দায়িত্ব। আসুন আমরা সবাই আমাদের নিজ নিজ দায়িত্ব বোধ থেকে বাংলাদেশী সফটওয়্যার ব্যাবহার করি এবং সবার সাথে এমন কি বিভিন্ন ব্লগে এসব নিয়ে শেয়ার করি। আপনাদের সামান্য চেষ্টা হয়তো আমাদের বাংলাদেশের সফটওয়্যার শিল্পকে আরও সমৃদ্ধ করবে...
সবাই ভাল থাকুন এবং স্বুস্থ্য থাকুন এই শুভ কামনায় আপনাদের --- আলমাস
আমি আলমাস জামান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 107 টি টিউন ও 1591 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি আপনাদের আলমাস। ছোট বেলা থেকেই স্বপ্ন দেখতে ভালবাসি, তাই স্বপ্ন বাস্তবায়নে ছুটে বেড়াই অজানা অনেক দূরে। অনেক সময় স্বপ্ন খুঁজতে গিয়ে পথ হারিয়ে যাই তখন, বিস্তীর্ণ উজানে একলা হয়ে চিহ্ন একেঁ একেঁ পথ চিনে নেই...
1st Comment And 1st Like!!