ফিবনাচ্চি নাম্বার সম্পর্কে আশা করি সবার মুটামুটি আইডিয়া আছে। তারপরও ফিবনাচ্চি নাম্বার সিরিজ টা একটু দেখি...... 0 1 1 2 3 5 8 13 21 34 55……..N. তারমানে লাস্ট দুইটা নাম্বার এর যোগফল হবে পরের নাম্বার টা। প্রোগ্রামটা তে আমি Function এবং Recursive Function ইউজ করেছি। তাই প্রোগ্রাম বুঝতে হলে এগুলো জানতে হবে। প্রোগ্রামটি তে আমি একটা ফর লুপ ইউজ করেছি। আর ওই ফর লুপ এর মধ্যে থেকে fibo() Function টা কল করেছি। আর fibo() Function তাতেই প্রোগ্রাম এর আসল কাজটা হবে। আর Function তার রিটার্ন টাইপ Int তারমানে Function টা প্রতিবার কাজ শেষ করে একটি Integer নাম্বার রিটার্ন করবে। প্রোগ্রামটি তে প্রথমে একটি Integer নাম্বার দিতে হবে। প্রোগ্রামটা এই Integer নাম্বার টা পর্যন্ত ফিবনাচ্চি নাম্বার সিরিজ টা আউট পুত এ দেখাবে।
আউট পুত...
কপি পেস্ট না করে কষ্ট করে নিজে নিজে কোড লেখা একটা ভাল অভ্যাস। তারপর ও সবার লিখতে ইচ্ছে করবেনা। তাদের জন্য এই লিঙ্ক। এই লিঙ্ক থেকে কোড টা কপি করে এডিটর এ পেস্ট করে নিন। http://dl.dropbox.com/u/4533313/fibonacci%20n%20recursion.txt
এখন কথা হচ্ছে Function and Recursive Function যারা জানেন না!! তারা কি করবেন!! 🙂
আপনাদেরকে ও হতাশ করছি না।
আপনাদের জন্য রয়েছে খুবই ছোট্ট,সহজ একটি প্রোগ্রাম। যার দ্বারা ফিবনাচ্চি নাম্বার সিরিজ বের করতে পারবেন। প্রোগ্রাম টি ছোট্ট,সহজ বলে ব্যাখ্যাই গেলাম না। একটু দেখলেই পারবেন।
কপি পেস্ট না করে কষ্ট করে নিজে নিজে কোড লেখা একটা ভাল অভ্যাস। তারপর ও সবার লিখতে ইচ্ছে করবেনা। তাদের জন্য এই লিঙ্ক। এই লিঙ্ক থেকে কোড টা কপি করে এডিটর এ পেস্ট করে নিন। http://dl.dropbox.com/u/4533313/cpp.txt
আমার টিউন যদি আপনার কাজে লাগে তাহলে আমার টিউন করা সার্থক হবে। আমার জন্য দোয়া করবেন। আমি একজন কে লাভ করি। তাকেই যেন লাইফ পার্টনার হিসেবে পাই।
আমি coder_ami। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 71 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
can you give it in divide and conquare method