বাংলাদেশি অনলাইন জাজ- লাইট ওজে [Light OJ]

অনলাইন জাজ কি?
wikipedia বলছে- "An online judge is an online system to test programs in programming contests. They are also used to practice for such contests. Many of these systems organize their own contests. The system can compile and execute codes, and test them with pre-constructed data. Submitted code may be run with restrictions, including time limit, memory limit, security restriction and so on. The output of the code will be captured by the system, and compared with the standard output. The system will then return the result. When mistakes were found in a standard output, rejudgement using the same method must be made."

যারা প্রোগ্রামিং প্রবলেম সল্ভ করতে পছন্দ করেন , তারা সবাই UVA,SPOJ,TIMUS .. এর নাম জানেন। বিশেষ করে অনেকেই এ প্রবলেম সল্ভিং এ পদধূলি [নাকি হাতধুলি] দেন , UVA দিয়ে।

সময় এসেছে নিজের দেশের OJ দিয়ে প্রবলেম সল্ভিং এ যাত্রা শুরু করা। বাংলাদেশের OJ , LIGHTOJ.
যার লিঙ্ক হচ্ছেঃ http://lightoj.com/index.php

এই OJ এর নির্মাতা জানে আলম জান ভাই। তিনি গুগল এ কর্মরত । তিনি UVA তে ২২০০+ প্রবলেম সল্ভ করেছেন । ২০০৯ সালে ACM Final এ অংশ নিয়েছিলেন।

অন্যান্য OJ থেকে LightOJ যেই দিক থেকে আলাদা তা হচ্ছে , এখানে প্রবলেম গুলো Catagorized করা, ফলে নতুন এবং পুরাতন প্রোগ্রামার রা সহজেই এক একটি বিষয়ে দক্ষতা বাড়াতে পারে।

এক নজরে LightOJ:
Number Of Problems: 300+ [Increasing]
Forum: Yes
Chat: Yes
Viewing other's codes: Yes, after having AC for that problem
Creating Contest: Yes
User Statistics: Yes

Registration on LightOJ is now Open.. 🙂

শুরু করুন বাংলাদেশি OJ তে প্রোগ্রামিং। বাংলাদেশ কে ACM জিতাতে নিজেকে গড়ে তুলুন।

Level 0

আমি faiyaz26। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 106 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি IT এর চরম ভক্ত। আমি NSU এ CSE তে পরি।and I LOVE PROGRAMMING>>>>...:)


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

আমি আগেই জইন করেসি এইটার ইন্টারফেস টা অনেক সুন্দর ।। আমার আইডি আনিক ইসলাম আভি 🙂

Good step. Looking forward…

Level 0

তিনি যদি গুগল এ কর্মরত হন তবে তার e-mail id yahoo কেন?
just simple curiosity …

আমিতো জানতাম ই না। আমি UVA আর Codeforces এ করি।

Level 0

Registration is now open. Please provide your full name and institution when you register.
http://lightoj.com

Trying…..

Thanks