হার্ডডিক্সে সমস্যা-সমাধানে ম্যাজিক?

Level 2
Design supervisor, Samsung To Build Terminal-3 Airport, Dhaka

সুপ্রিয় টেকটিউনস এর বন্ধুগণ।
‘আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ’

  • কেমন আছেন সবাই,আসা করি ভাল…সবাই ভাল থাকুন এই কামনা করে আজকের টিউন।দৈহিক সুস্থতার জন্যে প্রয়োজন সুষম খাবার গ্রহণের পাশাপাশি শারীরিক পরিশ্রম। কিন্তু পরিশ্রম পরিকল্পিত না হলে দৈহিক সৌন্দর্য ও সুস্থতা নিশ্চিত হয় না। দেহের প্রতিটা অঙ্গ-প্রত্যঙ্গের পরিমিত সঞ্চালন ও সক্রিয়তা না হলে দেহবিন্যাস সুষম ও সুগঠিত হতে পারে না। এজন্যেই দেহের জন্য দরকার হয়ে পড়ে পরিকল্পিত শরীরচর্চা বা ব্যায়ামের।কষ্ট হলেও নামাজ পড়ুন শরীরচর্চা বা ব্যায়াম হবে।এই বলে আজকে আপনাদের জন্য টিউন।
  • অনেক সময় আমাদের প্রয়োজনিয় অনেক সফটওয়্যার হার্ডডিক্সে পার্টিশন সমস্যাসমাধানে ব্যবহার করতে হই। এটি এমন একটি সফটওয়্যার যেটার সাহায্য আপনি বিভিন্ন টুলস ব্যবহার করতে পারবেন।হার্ডডিক্সে পার্টিশন সমস্যা সমাধানের দারুন একটি বুটেবল টুলসের পার্টেড ম্যাজিক।
  • পূর্ণাঙ্গ তলিকা পাবেন এখানে পার্টেড ম্যাজিক ।১৩৬ মেগাবাইটের আইএসও ফাইলটি ওপেন সোর্স থেকে ডাউনলোড করে সিডিতে রাইট করুন ।বুটেবল ডিক্সটি দ্বারা কমিপউটার চালু করে, হার্ডডিক্সে সমস্যাসমাধানে বিভিন্ন টুলস ব্যবহার করতে পারবেন।

 

পার্টেড ম্যাজিক

 

 

যে সকল সুবিধা পাবেন:-

  • পার্টিশন প্রোগ্রাম,

  • এক্স ইউটিলিটিস,

  • ফাইল সিস্টেম টুলস,

  • বুটিং লোডার টুলস,

  • কনসল ইউটিলিটিস শ্রেণীতে ১০০টির মত টুলস।

আপনাদের সুবিধার্থে
যাদের প্রয়োজন তারা ডাউনলোড করতে পারেন।
এই প্রত্যাশা রেখে
আল্লাহ হাফেজ”

*আপনাদের কাছে একটা অনুরোধ ''নিজের জন্য সবকিছু শিখুন,নিজ এবং কারো ক্ষতি করার জন্য নয়, সে যেই হোক'' আল্লাহ মাফ করার মালিক।কোরআনহাদিস পডুন।আরেক মুসলমান কে-কষ্ট হলেও এ সুখবর পৌছেদিন মুসলমান ভাই হিসেবে খুশি হব।একটু দেখেন....

*‘মাহে-রমজান ‘সঠিক ভাবে রোযা রাখার নিয়ম ?আশুন সঠিক ভাবে জেনে নেই?

 *নামাজ নিয়ে কোরআনে কিছু গুরুতপূর্ন কথা।ইসলামে (সালাত)নামাজ এর অবস্থান ।একটু দেখেন,ভালকিছু জানবেন?

Level 2

আমি মঈন খাঁন। Design supervisor, Samsung To Build Terminal-3 Airport, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 82 টি টিউন ও 610 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

বিভাগ : প্রোগ্রামিং
ট্যাগ : ইন্টারনেট, টিউটোরিয়াল, প্রতিবেদন
————————————————

এই জন্যই তো বলি গুগলে সার্চ কইরা কাক্ষিত জিনিস পাই না কেন? শুধু শুধুই গুগলের দোষ দেই । কিন্তু ভুল তো করছেন আপনি !
বিভাগটা “ডাউনলোড” এ দেন।
আর ট্যাগ তো পুরাই ভুল। এম্নে দেন ট্যাগ : পার্টিশন, হার্ডডিস্ক সমস্যা,পার্টেড ম্যাজিক, নামাজ রোজা ।

আর টিউনে বর্ণনা দেন নাই । ডাউনলোড লিঙ্ক দিলে কে যাবে ডাউনলোড করতে? পার্টিশন তো এত সোজা বিষয় না যে ডাউনলোড করেই পার্টিশন দিয়ে দিবে। পার্টিশনে আরো অনেক অনেক বিষয় আছে । এর গভীরে গভীরতর জিনিস আছে।

    Level 2

    ধন্যবাদ।
    গুগুলে কারিগরি উন্নয়নে এর কাজ চলছে,আপনি কেন আমি ও এ সমস্যা পেয়ে থাকি।ট্যাগ অনুযায়ি ঠিকটা দিতে আমি চেষ্টা করি।গুগুলে সার্চ করে পাওয়ার জন্য আমি এই কাজ করি না।গুগুলে এর কাজ গুগুল ঠিক ই করে।কিন্তু,পার্রটিশান করা যায় সেটা জানা সাপেক্ষে।সফটওয়্যার দিয়ে কাজটা সহজ ভাবে সম্ভব,নিজে ট্রাই করেন আশারাখি কাজে দিবে।

অনেক কিছু জানলাম।

Level 0

ধন্যবাদ।

    Level 2

    ধন্যবাদ।
    আপনাকেও,,,

আমার মাঝে modha নিল স্ক্রীন দেখে আর বলে এরকম যদি আরেকবার দেকেন তাহলে আপনার হার্ড ডিস্ক damag হোএ গেসে