Bee Web Browser-V-1.21 এর সমস্যা সমাধান হয়ে আসল V-2.00

Bee Web Browser  সহজ আর দ্রুত একটি Web Browser. কিছু দিন আগে Bee Web Browser এর 1.21 Version বের হয়েছিল যার বেশ কিছু সমস্যা ছিল। সেই সব সমস্যা সমাধান করে এবং আরও দ্রুত গতি নিয়ে বের হলো Bee Web Browser – V – 2.00

Bee Web Browser এর কিছু বৈশিষ্ট্যঃ

* সহজ একটি Browser.

*  দ্রুত Page Load হয়।

*এটি পরিচালনার জন্য RAM এর খুবই কম জায়গা খরচ হয়।

*খুব প্রয়োজনীয় Web Site গুলো এক ক্লিকে অতি দ্রুত Load হয়।

*এর Size অনেক ছোট।

*একাধিক Tab ব্যবহার করা যায়।

*Drop Down Address লিস্ট এর সুবিধা।

*Google, Yahoo, Wikipedia তে খুব সহজে Search এর সুবিধা।

*History দেখার সুবিধা।

*পছন্দ মতো Home Page Settings এর সুবিধা।

সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এটা আমাদের দেশীয় Web Browser তাই একবার হলেও ব্যবহার করে দেখেন।

এই Software টি আমার(রাহাত) নিজের তৈরি। আমি একাই এটা Develop করেছি। এটা মূলত ভিজুয়াল বেসিক এর একটি প্রোজেক্ট। প্রোগ্রামিং, কোডিং এর কাজ বেশি ভালো পারি না তাই ভুল থাকাটা স্বাভাবিক। Bee Web Browser টি ব্যবহার করতে গিয়ে যদি কেউ কোন সমস্যা বা কোন ভুল খুঁজে পান তবে আমাকে Email এর মাধ্যমে জানাবেন।

Download করুনঃ

Bee Web Browser – V – 1.21 (Past Version)

Bee Web Browser – V – 2.00 (New Version)

টিউন টি সর্বপ্রথম “মৌমাছি” তে প্রকাশিত। সময় থাকলে ঘুরে আসুন জানার আছে অনেক কিছু – মৌমাছি

আর ভালো লাগলে একটা FB Like দিতে ভুইলেন না - page.moumachibd.com

ধন্যবাদ।

Level New

আমি হোসেন রাহাত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 46 টি টিউন ও 210 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

প্রযুক্তিকে ভালোবাসি আর মানুষকে সাহায্য করতে পছন্দ করি তাই Blogging এর মাধ্যমে নিজের মনের ইচ্ছাকে পূরণ করার চেষ্টা করছি। আমাকে আরও জানতে Visit করুন -হোসেন রাহাত


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ভালই হয়েছে চালিয়ে যান ভাইয়া । সৃষ্টির আনন্দ খুবই আলাদা যার তুলনা হয় না।

ভালো লেগেছে

Level 0

এই রকম আরো তৈরি করে দেখিয়ে দিবেন যে আমরাও পারি। 🙂

বেশ ভাল হয়ছে । ভাল লাগলো আমাদের দেশের কেউ একজন এমন একটি ব্রাউজার বানাল।

Level 0

Nice good job:-)

browser কেমন কাজ করে এটা বড় কথা নয় । সবচেয়ে বড় কথা আমাদের দেশের একজন browser বানাইসে । সালাম আপনাকে ।

আমরা অবশ্যই আর পিছিয়ে থাকব না। বাংলার প্রথম বুকমারকিং সাইট তৈরি করতেছি চাইলে ডেমো দেখে আসতে পারেন। generousmarks.com/bangla

আপনাদের সকলের উৎসাহ দেখে ভালো লাগছে…… 🙂

Level 0

khub khushi holam, ekta jinish banie chhere den nai, develop korar jonno lege achen, apni egie jan apnar ovisto lokkhe ei kamona

    আগের Version এ কিছু Problem ছিল তাই তাড়াতাড়ি করে দিন রাত চেষ্টা করে Develop করে ফেললাম। 🙂

Level 0

আসলেই ভাল লাগলো। বাংলাদেশী সবাইকে বলব যারা ডেভেলপ করতে পারেন , প্লীজ বাংলাদেশ কে এগিয়ে নিয়ে যান।

সকলকে বলছি – Bee Web Browser এ Page কি অন্যদের চেয়ে দ্রুত Load নিচ্ছে ? জানাবেন………

    আরও দেখি… পরে সব প্রবলেম গুলো শেয়ার করব… ব্যাবহার করে বেশ মজা পেয়েছি…

Level 0

তবে download করার পর সেটআপ এ ক্লিক করলে আবার ডাউনলোড হয়, এটা একবারে করেন। নতুন করে আবার নেট থেকে ডাউনলোড বিরক্তিকর। আশা করি বুজতে পেরেছেন।

    ভাই এমন কোন প্রব্লেম তো হচ্ছে না। বুঝলাম না আপনার কেন হলো।

    @Sharif:
    ভাই নেট থেকে Microsoft .NET Framework 3.5 sp1 নামিয়ে নিন। তারপর Bee Web Browser.application এটা ওপেন করেন।

রাহাত ভাই ভাল হয়সে 😀

শুনে খুব ভালো লাগলো রাহাত ভাই। আসলেই ব্রাউজার টা কেমন কাজ করে এটা নিয়ে আমি অন্তত ভাবছিনা। ভালো লাগছে এই ভেবে যে আমাদের নিজস্ব ভাইয়ের তৈরি বাংলাদেশের ব্রাউজার এটা। আমি এখনি ডাউনলোডে দিলাম ভাইয়া। আপনাকে অসংখ্য অসংখ্য সালাম রাহাত ভাইয়া।

ভাইয়া আমার একটা আব্দার আছে প্লিজ আপনার এই পোস্ট টা আমাদের ব্লগে একটু পোস্ট করে দেন প্লিজ। মানুস জানুক আমরাও কোন অংশে কম নই। প্লিজ ভাইয়া…

ব্রাওজারের গতি অনেক ভাল । আড্রেস পুরাটা লেখতে হয় । ctrl+enter দিয়ে কাজ হয়না ।

ভালো লেগেছে আশা করছি পরবর্তী ভার্সন আরো উন্নত হবে। ধন্যবাদ।

ATA KI VAI XP TE COLENA?

Level 0

Good Job

এটা আসলে ইন্টারনেট এক্সপ্লোরার। ৫-১০ মিনিটেই এই ব্রাউজার বানানো যায়। সবচেয়ে মজা পেলাম আপনি পরের ভার্সনগুলোতে এর আপডেট করা নিয়ে। আপনিতো এটার কিছুই চেঞ্জ করতে পারবেন না, কিছুই বলতে যেখানে টেক্সট, ইমেজ দেখা যায় সেই অংশ। কারো সন্দেহ থাকলে ভেতরে রাইট ক্লিক করে দেখেন।

ভাই, নিজে ইউনিক কিছু করেন সেটা যত ছোটই হোক। আমি হয়ত এতকিছু লেখতাম না। কিন্তু আপনার সবচেয়ে দ্রুত ব্রাউজার লেখা দেখেই বুঝেছি আপনার উদ্দেশ্য। এটা তাউসের গুগলের চেয়ে দ্রুতগতির সার্চ ইঞ্জিন বানানোর মত যেটা গুগল ও অন্যান্য সার্চ ইঞ্জিন থেকে ডেটা নিয়ে দেখাতো।

    Level 0

    Mozilla/4.0 (compatible; MSIE 7.0; Windows NT 6.1; Trident/4.0; .NET4.0C; .NET4.0E)

    not IE , i guess..

ভাই আপনি বলতে গেলে আমাকে অপমান করলেন। আপনার পক্ষে হয়তো এটা ৫-১০ মিনিটেই বানানো সম্ভব কিন্তু আমার বানাতে অনেক সময় লাগছে। আপনি বলেছেন আমি না কি এটার কিছু change করতে পারব না। ok আপনি বলেন কোন টেক্সট, ইমেজ change করবো। আমি কোডিং বেশি ভালো পারি না তবুও শুধু মাত্র আপনার জন্য আপনি যে ভাবে বলবেন আমি সেভাবে তৈরি করে আপনাকে দেখাবো। আপনার উত্তরের অপেক্ষায় রইলাম।
আমাকে mail করতে পারেন – [email protected]

আর সত্যি কথা বলতে আমি কোডিং এর কোন মাস্টার না। খুব অল্প পারি তাই এটা তৈরি করতে বিভিন্ন Tutorial এর সাহায্য নিছি। কিন্তু আপনি যা বললেন তা ঠিক না। আপনার উত্তরের জন্য এবং আপনাকে উত্তর দেবার জন্য অপেক্ষায় রইলাম।

রাহাত ভাই আপনি চালিএ যান, কিছু মানুষ থাকেই যারা সব কিসুতে Pin দেয়, তাদের টাইম দিয়েন না।

আমার কথায় কষ্ট নিয়েন না। আপনি সফটওয়্যার বানান এটা খুব ভাল খবর, কিন্তু দুনিয়ার সবচেয়ে দ্রুত, দুনিয়ার প্রথম এই ধরনের মনোভাব থেকে বের হয়ে আসুন।

আমি তো বলেছি আপনার ব্রাউজার নিয়ে আমি কোন কথায় বলতাম না, যদি আপনি এটাকে "অন্য যে কোন Browser এর চেয়ে দ্রুত Page Load হয়" বলে জাহির না করতেন। ঠিক আছে এটা ব্যাখ্যা করেন কেন এটা ফায়ারফক্স/ক্রোমের চেয়ে দ্রুত?
আপনি যখন চেঞ্জ করতে চাচ্ছেন তখন পেজ লোড হবার পর পেজে রাইট ক্লিক করলে Refresh নামে একটা অপশন আসে, সেটা বাদ দিয়ে দেখান।

    সর্ব প্রথম আমি বলি নি দুনিয়ার প্রথম/দুনিয়ার সব চেয়ে দ্রুত Web Browser. আমার কাছে মনে হয় এবং অনেকে বলছে অন্যদের চেয়ে দ্রুত page Load হয় তাই আমি এ কথা বলেছি। হতে পারে simple কিন্তু আমার দেখা মতে এমন Browser আমাদের দেশে কেউ আর বানায় নি। যদি আপনি বানিয়ে থাকেন বা আপনার জানা থাকে কেউ বানাইছে তবে আমাকে জানান আমি ওই কথাগুলো মুছে দিব।(দরকার হলে সম্পূর্ণ টিউন টি মুছে দিব) {জানিয়েন কিন্তু}।আর এটা ফায়ারফক্স/ক্রোমের চেয়ে দ্রুত যদি কাজ করে তার কারন একটাই ওগুলো Page Load নেবার সময় অনেক কিছু Loading হয়। অনেক প্রোগ্রামিং করে ওই Browser গুলো বানানো হয়। আর আমার এটা খুব কম প্রোগ্রাম/ কোডিং দিয়ে তৈরি তাই Page Lode হতে কোন সমস্যা হয় না।
    ভাই জানি না আপনি প্রোগ্রামিং বা কোডিং সম্পর্কে কতটুকু জানেন।(তবে আমি বেশি কিছু জানি না তা নিশ্চিত) আপনি আমাকে যেটা পরিবর্তন করতে বলেছেন আপনি হয়তো জানেন না Internet Explorer Windows এর Default Browser আর আমি যেটা বানিয়েছি অল্প কিছু কোডিং। আমি যেটা বানিয়েছি এর মাধ্যমে just web browsing করা যায় আর কিছু না। আর পেজ এর উপর Right Button ক্লিক করলে যে Options দেখা যায় তা সব Internet Explorer এর(Windows এর Default Browser বলে)। তাহলে কি আপনি আমাকে IE এর অপশন Change করতে বলছেন ?
    আপনি আমাকে Browser এর যে কোন অংশ পরিবর্তন করতে বলেন আমি পরিবর্তন করে দেখাই যে এটা আমি বানাইছি আমি কোডিং করছি। আর আপনার ভাবা উচিত ছিল Internet Explorer, Mozilla Fire Fox এগুলোর মতো Advance browser যদি আমি বানাতে পারতাম এতো যদি প্রোগ্রামিং বা কোডিং পারতাম তবে হয়তো বিদেশি কোন কোম্পানি থেকে already job এর offer পেয়ে যেতাম।
    ভাই এতো তর্ক আমি পছন্দ করি না। আমি জানি আমি কি? আমার নিজের একটা ব্লগ সাইট আছে। http://www.moumachibd.com আমি কারো কোন কিছু কপি করি না দেখতে পারেন। BBA পরতেছি তারপরও Technology হলো নেশা তাই নিজে নিজে বিভিন্ন Web site এবং Tutorial এর সাহায্যে যা কিছু শিখেছি তা অনেক কষ্ট করে শিখেছি। আমি এ পর্যন্ত যা পারি, যা শিখছি তা সরাসরি কোন বাক্তির সাহায্য ছাড়া নিজে নিজে শিখেছি।
    ধন্যবাদ ভালো থাকবেন।

@হাসান বাপ্পীঃ উলটাপালটা কথা বললে তো পিন খেতেই হবে।

রাহাত ভাই আপনার ব্রাঊজার থেকে এই সাইটটা http://aruljohn.com/details.php একটু ভিজিট করেন। প্রব্লেম টা দূর করেন না হলে কনফিউশন দূর করা যাচ্ছে না। আপনার প্রচেষ্টা সফল হোক।

    ভাই সাইট টা তো Visit করলাম কিন্তু আমার তো কোন সমস্যা হচ্ছে না। আপনার কি Script Error এর message দেখায়? ভাই আমার এই ব্রাউজার টা অল্প কিছু কোডিং এর মাধ্যমে করা। অন্য ব্রাউজার এর মতো অনেক প্রোগ্রামিং করে ব্রাউজার বানানোর ক্ষমতা আমার নেই। অন্য ব্রাউজার গুলোতে দুনিয়ার বহু Font Install করা থাকে বা PC থেকে Font গুলো auto নিয়ে নেয়। কিন্তু এটা অত বেশি Advance নয়।
    তবুও এই Script Error এর জন্য একটা কোডিং ব্যবহার করেছি যা বেশীর ভাগ Script Error message আসার সাথে সাথেই আপনার অগোচরে(Hidden অবস্থায়) ok করে দেয়। কিন্তু কিছু কিছু web site এ মাঝে মাঝে কাজ করে না। যদি Script Error এর সমস্যা হয় তবে আপনি ওই সাইট টা আরও কয়েক বার open করে দেখেন দেখবেন সবসময় Script Error দেখাবে না।
    ধন্যবাদ।

ভাই, আপনার পোস্ট নিয়ে আমার কোনো সমস্যা নেই। আমি একটা জিনিস জানতে চাই। আপনার স্ক্রিনশট আর তার চিহ্নিতকরণ খুব স্পষ্ট ও সুন্দর। আপনি কোন সফটওয়্যার ইউজ করেন এই কাজের জন্য ??

Level 0

এখনো ব্যবহার করি নি।ভালো খারাপ পরে ।আগে আপনাকে সেলুট ।আমার দেশের ছেলেরা এরকম উদ্যোগী হলে বাংলাদেশ কে চেনাতে ভারতের পাশের দেশ বলতে হবে না।এগিয়ে যান শুভকামনা রইলা

না ভাই দেশের জন্য এমন কিছুই করি নি। দেখেন না যে বাজে বাজে মন্তব্য পাচ্ছি। ৪/৫ দিন কষ্ট করে ব্রাউজার তা বানিয়ে আরও বদনাম Income করলাম। 🙁 । আমি যা করছি তা মোটামুটি সহজ কাজ। আপনাকে যদি একদিন দেখিয়ে দেই তবে আপনিও বানাতে পারবেন। দেখি এটা নিয়ে একটা Tune করতে পারি। ভাই মনটা ভালো না। আজ টিটি তে আর একটি টিউন করতে চেয়েছিলাম কিন্তু করবো না পড়ে করবো।
ভালো থাকবেন। 🙁 🙁 🙁 🙁 🙁 🙁 🙁 🙁 🙁

আপনি আসল কথাটা না বুঝে শুধু শুধু ইমোশনাল হয়ে যাচ্চেন। আপনি কোডিং পারেন কিংবা পারেন না এসব নিয়ে আমি কিছুই বলিনি। আমি যা বলতে চেয়েছি সেটা আপনি আজকে না বুঝলেও কিছুদিন পর ঠিকই বুঝতে পারবেন, কারন আপনার মত অবস্থানে আমিও একদিন ছিলাম।

আমার কথাই মন খারাপ করবেন না। মন খারাপ করে টিউন করবেন না তা হয় নাকি, টিউন করে ফেলেন, আমি খেয়ে আসতেসি ৩০ মিনিট পর, তখন টিউন না পাইলে কিন্তু খবর আছে আপনার 😀

    @<a href="#comment-210307">রাসেদ</a>: “আমি যা বলতে চেয়েছি সেটা আপনি আজকে না বুঝলেও কিছুদিন পর ঠিকই বুঝতে পারবেন, কারন আপনার মত অবস্থানে আমিও একদিন ছিলাম।”
    ভাই সংক্ষেপে একটু বলেন দেখি শেষ বারের মতো বুঝি কিনা। কারণ আমি কিছু দিন পড়ে বুঝতে চাই না এই Topics আজ এখানেই সমাপ্তি। এই সব কাজ আর করবো না।
    আর ভাই আমি ইমোশনাল হয়ে যাচ্ছি না। এখানে ইমোশনাল হবার মতো কিছুই হয় নি।
    আমি লেখাটা পরিবর্তন করে দিলাম আশা করি খুশি হবেন।
    🙂

      আপনার বুঝার মধ্যে কিছু ভুল ছিল সেটাই ধরায়ে দিতে চেয়েছিলাম।

      একটা কথা বলি। আমরা সমালোচনা একেবারেই সহ্য করতে পারিনা। এটা হয়তো জাতিগত সমস্যা। সমালোচনাকে অপমানজনক মনে করা ঠিক না। সমালোচনার মাধ্যমে ভুলগুলো চোখে পড়ে যা পরে কাটিয়ে উঠা যায়। তবে অযোগ্য লোকের সমালোচনা গ্রহনযোগ্য না। তাই বলে আমাকে আবার অযোগ্যদের সাথে তুলনা করাটা মনে হয় ঠিক হবেনা 😛

গরু মেরে জুতো দান।

    জুতো আপনার লাগলে বলেন… lol

রাসেদ ভাইঃ
BBA পড়ে Technology নিয়ে মাথা ঘামাচ্ছি হতে পারে আমি নিজেই অযোগ্য। আপনাকে চিনিনা জানি না শুধু শুধু অযোগ্যদের সাথে তুলনা করতে যাব কেন ?
ওকে ভাই আপনার কথা আমি বুঝতে পারছি।
ধন্যবাদ।
টিউন এর লেখা পরিবর্তন করে দিছি। এখন ঠিক আছে নিশ্চই …

    অভ্রর মেহেদী ভাই কিন্তু ডাক্তার…

যে যা খুশি বলুক, নিজের কাজ চালিয়ে যান। অনেক অ্যাপ আছে যেটা ইন্টারনেট এক্সপ্লোরারের উপর নির্ভর করে চলে। আমি যদি সামান্যতম টুইক করে থাকি তাহলে সেটা আমার কৃতিত্ব। হোলই বা কোডিং কম, কিন্তু নিজে কিছু একটা বানালে যে তৃপ্তি পাওয়া যায় সেটা অন্য কেও বুঝবেনা। আমাদের অনেক কিছুই আগে থেকে বানানো বা প্রিডিফাইনড। নতুন করে কোডিং করলে হয়ত শোনা যাবে যে সোর্স চুরি করা… হাহা… বাদ দেন… আপনার ব্রাউজার আমার পছন্দ হয়েছে, কারণ এইচটিএমএল কোড দ্রুত দেখার জন্য এটা কাজে লাগে, ভারী ইন্টারনেট এক্সপ্লোরার ওপেন করতে চাইনা। আপনার তো নিজের ব্লগ আছে, লিখুন। সমস্যা নেই। ভালো থাকুন। নিজেকে আন্ডারএস্টিমেট করবেন না।

আপনার ব্রাউজার খুব দ্রুত ইন্সটল হয় 😛

শাওন ভাই, আপনার মন্তব্য পড়ে খুব ভালো লাগলো thanks a lot ………… 🙂 😀

    @<a href="#comment-210370">হোসেন রাহাত</a>: ব্রাউজার এ শর্টকাট কি অ্যাড করা যায় কিনা দেখেন। যেমন স্পেসে পেজ দওন, কন্ট্রোল ডব্লিও তে ট্যাব ক্লোজ ইত্যাদি

Level 0

ডাঃ জাকির নায়েকের ভিডিও গুলোর বাংলায় ডাবিং আমার দরকার please give me link

আপনার চেষ্টা গর্ব করার মতোই…

.NET framework 3.5 sp 1 ডাউনলোড শুরু হয়। এটা ছাড়া কি ইন্সটল সম্ভব না?

না ভাই। Bee Web Browser ব্যবহার করার জন্য নূন্যতম Requirement হলো NET.Framework 3.5
ভাই বর্তমানে সম্ববত NET.Framework 4.00 Latest আর আপনার কাছে PC তে 3.5 ও Install করা নাই ?
তাড়াতাড়ি Download করে Install করেন এটা Update রাখা ভালো।

Level 0

Mozilla/4.0 (compatible; MSIE 7.0; Windows NT 6.1; Trident/4.0; .NET4.0C; .NET4.0E)..

আপনি মজিলা এর গেকো ইঞ্জিন কে ভিসুয়াল স্টুডিও তে implement করেছেন ?? তাইতো?

Btw you have done well..

রাসেদ মিয়ার সাথে আমি একমত, আপনি প্রোগ্রাম বানিয়েছেন, ভাল কথা, অতি রঞ্জিত করা টা ঠিক হয় নাই। 🙂

যাই হোক, চালায়ে যান। best of luck…:)

    জ্বী না, উনি ভিজ্যুয়্যাল স্টুডিওর ওয়েব ব্রাউজার কন্ট্রোল ব্যবহার করেছেন মাত্র…
    আর এটা মজিলার গেকো ইঞ্জিন না, দেখেন না ইউজার এজেন্টে MSIE 7.0 আছে।

ভাই সমস্যা নাই বলে যান। কিন্তু আমি আর ব্যাখ্যা দিব না। ব্যাখ্যা দিতে দিতে পেরেশান হয়ে গেছি। আমার এই পোস্টের মন্তব্য এর পিছনে যে সময় গেছে তাতে আমি অন্য কিছু করতে পারতাম।
কারো যদি বেশি কিছু জানার থাকে তবে আমাকে mail করতে পারেন – [email protected]
কিছু দিন পর কি ভাবে web browser বানাতে হয় তা নিয়ে একটা টিউন করবো। তখন সবাই উত্তর পেয়ে যাবেন। দয়া করে না জেনে উল্টা পাল্টা কথা বলবেন না।
এটাই আমার এই পোস্টের জন্য শেষ মন্তব্য। আর কিছু বলব না।
সবাইকে ধন্যবাদ।

    পোস্ট দিলে তো কমেন্টের উত্তর দিতেই হবে…

ভাল হোক আর খারাপ হোক আমাদের দেশের ছেলেরা সফট বানাচ্ছে সেটা অনেক বড় কথা।