সব্বাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের এই টিউন। আসা করি সব্বাই অনেক ভাল আছেন। অনেক দিন পর আজ টেকটিউনস এ টিউন করতে বসে পড়লাম। বিভিন্ন ব্যস্ততা ও ঝামেলার কারনে অনেক সময় টিউন করা হয়ে উঠে না। আমাদের উইন্ডোজ এক্সপি/৭ এ একটানা দীর্ঘ সময় কাজ করলে একসময় কম্পিউটার বেশ স্লো হয়ে যায়। এর প্রধান কারন হলো টেমপটারি বা ক্ষন স্থায়ী অথবা অপ্রয়োজনীয় ফাইলের সংখ্যা বৃদ্ধি পাউয়া। এ সব টেমপটারি বা ক্ষন স্থায়ী ফাইল আমরা বেশির ভাগই রান কমান্ড এর মাধ্যমে মেনুয্যালী ভাবেই ডিলিট করে থাকি। তবে আপনি চাইলে BD-Cleaner v1.0 একটি পোটেবল সফটওয়্যারের মাধ্যমে এই টেমপটারি বা ক্ষন স্থায়ী ফাইল গুলোকে মুছে দিতে পারেন।
BD-Cleaner v1.0 ডাউনলোড লিঙ্ক
সফটওয়্যারটি ডাউনলোড করার পর BD-Cleaner v1.0 ওপেন করুন।
এখন পিসি ক্লিন করার জন্য Run Cleaner এ ক্লিক করুন। এখন CMD ওপেন হবে। এই CMD মাধ্যমেই আপনার কম্পিউটারের সকল টেমপটারি বা ক্ষন স্থায়ী ফাইল মুছে যাবে।
BD-Cleaner v1.0 সিস্টেম ট্রেতে মিনিমাইজ হতে পারে তাই সফটওয়্যারটি ওপেন করলেই আপনি সিস্টেম ট্রেতে একটি আইকন দেখতে পারবেন। সিস্টেম ট্রে এর আইকন এ ক্লিক করে আপনি BD-Cleaner v1.0 কে সিস্টেম ট্রেতে মিনিমাইজ করে রাখতে পারবেন...
আসা করি আমার এই টিউনটি আপনাদের কাজে লাগবে। আর ভাল লাগলে আমাকে কমেন্ট করতে ভুলবেন না।
সবাই ভাল থাকুন এবং সুস্থ্য থাকুন এই শুভ কামনায় আপনাদের
--- মাইক্রোহ্যাকার আলমাস
আমি আলমাস জামান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 107 টি টিউন ও 1591 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি আপনাদের আলমাস। ছোট বেলা থেকেই স্বপ্ন দেখতে ভালবাসি, তাই স্বপ্ন বাস্তবায়নে ছুটে বেড়াই অজানা অনেক দূরে। অনেক সময় স্বপ্ন খুঁজতে গিয়ে পথ হারিয়ে যাই তখন, বিস্তীর্ণ উজানে একলা হয়ে চিহ্ন একেঁ একেঁ পথ চিনে নেই...
মডু ভাইয়েরা এই টিউনটির একটি ফটোকপি হইছে… এই টিউনটা ডিটিল কইরা দেন 🙂 https://www.techtunes.io/programming/tune-id/79675/