Java Programming শেখার জন্য নিয়ে এলাম Effective Java(বেস্ট বুক বাই ইউজার রিভিউ) নামের দারুন একটা বই(আপনিও পারবেন সফল প্রোগ্রামার হতে)!!!

সবাইকে জানাই আমার সালাম।কেমন আছেন সবাই?গত এক মাস আগে টিটিতে আমি আমার প্রথম টিউনটি করেছিলাম।খুব ভয়ে ছিলাম আপনাদের কোন খারাপ লাগবে কিনা। কিন্তু আমার সেই ভয়টা কেটে গেল আপনাদের সবার ভাল লাগায় আর প্রায় ১০০০ এর উপরে ভিউ হওয়ায়। যারা আমার টিউনটি লাইক করেছিলেন তাদের জানাই এক্সট্রা ধন্যবাদ।এইবার আসা যাক মূল কথায়।টিউনটি প্রকাশের পর অনেকে আমাকে জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বই এর জন্য লিঙ্ক দিতে বলেছিলেন।আমার সেমিস্টার পরীক্ষা নিয়ে ব্যস্ত থাকায় টিউন করতে পারি নাই।তাই ক্ষমা চাইছি।কেন জাভা শিখবেন?জাভা শিখে লাভ কি?আমার জানা মতে এসব প্রশ্নের উত্তর আপনারা সবাই ভাল করে জানেন। সহজ একটা নোকিয়া মোবাইল এর প্লাটফর্ম প্রথমে ছিল এই জাভা প্রগ্রাম।এর পর কত সুন্দর আপস, গেমস বানানো হল নোকিয়া,আরও কত মোবাইল এর জন্য তা বলে শেষ করা যাবেনা। স্বাভাবিকভাবে এগুলো দেখলে আমরা চিন্তা করি ইশ্ আমি যদি এমন গেমস বানাতে পারতাম।ইশ করার দিন শেষ এসব জিনিশ আমাদের মত একটি মানুষ বানিয়েছে এই কথাতা মাথায় রাখতে হবে।তার মাঝে আলাদা কোন পাওয়ার নেই।সে আমাদের মত একজন।তাই কোন কিছু অসম্ভব কথাটা কোন মানুষের জন্য প্রযোজ্য নয়। আমাদের চেষ্টা থাকলে যে কেউ যেকোনো কিছু করতে পারে।কয় দিন আগে দেখলাম ৯ বছরের ছেলে একটা নতুন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বানিয়েছে তাহলে আমরা কেন পারবনা।ধরি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নাই বানাতে পারলাম কিন্তু যেগুলো তৈরি করা আছে টা দিয়েত আমরা চমক জাগান জিনিশ তৈরি করতে পারি।তাই আমাদের বেশি করে পড়ালেখা করতে হবে।বলা হয় যতই পড়িবে ততই শিখবে।তাই বই এর বিকল্প কিছু নেই।তাই আপনাদের জন্য জাভার একটি বই নিয়ে এলাম।বইটি আমার জানা মতে জাভার জন্য বেস্ট।বইটির লেখক joshua bloch।হায় হায় বই এর নাম জানার আগে লেখকের নাম।বেপারটাতো ঠিক হলনা।এইবার বলি বইটির নাম। বইটির নাম Effective Java।এইটা ২য় এডিশন(২০০৮)।আসা করি বইটি পরলে অনেক কিছু শিখতে পারবেন।তবে এই বই পরলে আপনি মাস্টার হয়ে যাবেন টা কিন্তু ঠিক নয়।আপনি যদি একটা উদাহরন করে ১০টা যদি নিজে সমাধান করতে পারেন তাহলে আগে থেকে বলে রাখছি আপনি পারবেন কিছু একটা করতে।তাহলে দেরি না করে ঝটপট ডাউনলোড করে নিন এখান থেকে

Download

আমার আগের টিউন এ আমি C++ এর বই complete reference(৩০০০০০০ বিক্রি হয়েছে বইটি)এর লিঙ্ক দিয়েছিলাম।যারা ডাউনলোড করেন নাই এখান থেকে ডাউনলোড করুন

Download

কোন ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন দয়া করে।কেমন লাগল জানাতে ভুলবেন না প্লিজ।সবাই ভাল থাকবেন।

Level 0

আমি Koushik_dhk। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 66 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

জীবনে এখন কিছু পেলাম না,শুধু শুন্যতা যেন মরুর মাঝে হেঁটে চলা এক বেদুইন!!!~!!!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ, এ ধরনের টিউন দরকার।

কৌশিক ভাই
Java Programming এর জন্য ফাষ্ট এডিশন টার কি লিঙ্ক দেয়া যাবে। যদি যায় তাহলে লিঙ্ক দিবেন।

[email protected]

    পেলে আপনাকে বলব।

Level 0

ধন্যবাদ। চমৎকার দুটি বইয়ের জন্য। এলগোরিদম এর কোনো ভালো বই থাকলে শেয়ার করার অনুরোধ রইল।

    আচ্ছা ঠিক আছে।আমার ফুল C++ এর collection এর upload link দিব।

j2me এর বই থাকলে শেয়ার কইরেন।

চমৎকার, এই তো চাই ! 😀

    ধন্যবাদ আপনাকে।

Level 0

ফার্স্ট এডিশন থাকলে শেয়ার করবেন আশা করি। 😀

    মিঠু ভাই আপনার কমেন্ট এর জন্য আপনাকে অসংখ্য ধন্নবাদ।আমি আপনার ফটোশপ টিউটোরিয়াল খুব পছন্দ করি।আপনার ফেসবুক আইডি দিলে খুব খুশি হব।আর ফার্স্ট এডিশন কিছুদিন পর দিব ইনশাল্লাহ।ভাল থাকবেন।

Level 2

ধন্যবাদ

    ধন্যবাদ আপনাকেও।

Download লিংকটা কাজের না হলে ভাল লাগেনা।

    প্রথমে যে পেজ ওপেন হয় সেখানে ফ্রী ডাউনলোড অপশন নিচের দিকে পাবেন।সেটাতে ক্লিক করলে দেখবেন ৩০ সেক্যান্ড গণনা শুরু হবে তারপর ডাউনলোড লিঙ্ক পাবেন,ক্লিক করুন অ্যান্ড ডাউনলোড শুরু হবে।আশা করি এবার পারবেন।

ভাল একইটি পোস্ট দেওায়ার জন্য ধন্যবাদ আপনাকেও

বইটি ডাউনলোড করতে দিলাম ……………………
এরকম টিউন আপনার কাছে আরো চাই 🙂
আর টিউনটি প্রিয়তে রাখলাম ।
ধন্যবাদ ………………

    আইন্সটাইন ভাই, চেষ্টা করব।
    আপনাকেও মন্ত্যব্বের জন্য ধন্যবাদ।
    ভাল থাকবেন॥

ধন্যবাদ । ডাউনলোডেড………………………

    ধন্যবাদ আপনাকেও

@Koushik_dhk apnar linkta kaj korche na.

Koushik_dhk vi,
Good,carry on.
bangla kuno boi ar link thak le dien