কেমন আছেন আপনারা সবাই?আশাকরি অনেক ভালো আছেন।আজ আমি আপনাদের কে C programming এর কিছু গুরুত্বপূর্ন বিষয় নিয়ে আলোচনা করবো ।আশাকরি ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট দের কাজে লাগবে।
আমরা সবাই জানি C programming কে mother language of the programming বলা হয়।তাই একটু মনোযোগ দেই সবাই।
Text color পরিবর্তনঃ
যখন TURBO C তে কোন প্রোগ্রাম করি তখন আমরা ব্যাক স্ক্রীন কোন কালার এর দেখতে পাই??
অবশ্যই নীল। কিন্তু এখন আমরা ইচ্ছে করলেই আমাদের মনের মত করে সাজাতে পারবো।কি অবাক হচ্ছেন?অবাক হবার কিছুই নেই।নিচের প্রোগ্রাম টি লিখে রান ctrl+f9 চাপুনঃ
getch ( ); লিখা হয় output দেখার জন্য যতক্ষন না পর্যন্ত কী-বোর্ড থেকে কোন কী চাপা না হয়।
printf ( ); লিখা হয় লিখা print করার জন্য
scanf ( ); লিখা হয় input নেবার জন্য। আজ এ পর্যন্তই ,আগামী তে আরো বিষয় নিয়ে হাজির হব।
ভালো থাকবেন।পছন্দ হলে কমেন্ট করবেন। 🙂
আমি প্রোগ্রামার রোমেল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 87 টি টিউন ও 732 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ফেসবুকে আমি http://www.facebok.com/simantoromel.bd আমার ওয়েবসাইট http://www.corposolution.com
প্রোগ্রামার রোমেল ভাই ধন্যবাদ আনেক দিন পর…………..