বিশ্বের সবচেয়ে সহজ উপায়ে উইন্ডোজ ৭ এ টারবো সি ফুলস্ক্রীন করুন

আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভাল ও সুস্থ আছেন। লেখা শুরু করার আগে কিছু অফটপিক কথা। আমাকে একজন জিজ্ঞাসা করেছিল, আপনি লিখতে চাচ্ছেন  কেন? তাইতো?? আমি লিখতে চাচ্ছি কেন???

আমি বিশ্বাস করি, নতুন কিছু জানার মধ্যেই সবচেয়ে মজা বেশি, কিন্তু তার চেয়ে বেশি মজা অন্যকে জানানো।

আমার বাবা (আমার দেখা সেরা মানুষ) আমাকে বলেছিলেন “সাওন, জ্ঞান কে আলো বলা হয় কেন জান? পৃথিবীতে আলো হচ্ছে একমাত্র জিনিস যা দিলে বাড়ে। জ্ঞান এর ক্ষেত্রেও বিষয়টা সমান ভাবে প্রযোজ্য।”

তাই আজ সবাইকে একটা বিষয় জানাতে চাই। আমার লেখার জন্য কোন কপিরাইট আইন তো প্রযোজ্য নয়ই, বরং যে কেউ ইচ্ছা করলে লেখাগুলো যে কোন ব্লগ বা ফোরাম এ হুবুহু কপি পেস্ট মারতে পারবেন(আপনার নিজের নামে), আর যদি ইচ্ছা হয় পিডিএফ ফাইল বানাবেন, তো প্লিজ, দেরি না করে আপনার বন্ধুদের দিয়ে দিন।

আমি তো মাত্র লেখা শুরু করেছি, তাই আমার লেখা নেই বললেই চলে, কিন্তু যে অসংখ্য ভাল লেখা গুলো হয়ত নেট এ রয়েছে, কিংবা কারো ব্যাক্তিগত ব্লগ এ পচে মরছে??

আমি জানি, বিষয়টাতে অনেকেরই দ্বিমত থাকবে, এবং থাকাটাই স্বাভাবিক। একজন লেখক তার স্বকীয়তার স্বীকৃতি চাইতেই পারেন।

আর যারা সহমত জানাচ্ছেন, প্লিজ, ছড়িয়ে দিন সবখানে।

আচ্ছা, খালি প্যাচাল আর না। চলুন এইবার কাজে যাওয়া যাক। আজকের টিউনটা খুবই ছোট। তাই হাবিজাবি প্যাচাল দিয়ে একটু বড় করলাম আর কি। কাজের কাজ কিছুই না, স্ক্রিনশট দিয়ে বড় লাগতে পারে। ওকে, এইখানে দুইটা প্রসেস আছে। বড়টির জন্য আপনার ৪৫ সেকেন্ডরও কম সময় লাগবে আশা করি।

মিশন ইমপসিবল ওয়ানঃ (রিকমান্ডেড)

ধরুন টম ক্রুজকে দেওয়া হল এই মিশন। উনি অবাক হয়ে তিন মাস হৃদরোগে ভুগবেন, তারপর মৃত্যু নিশ্চিত 😀 ।

আপনার উইন্ডোজ সেফ মুড এ অন করুন। আদিম যুগের রেজুলেশনের যে চ্যাপ্টা টাইপ মনিটর দেখতে পাচ্ছেন, এইখানেই চালান আপনার অতি বিরক্তিকর কমপ্লায়ার টারবো ছিঃ ছিঃ। এক্কেবারে ফুলস্ক্রীন(alt+enter)।

মিশন টু @ ৪৫ সেকেন্ডঃ

সেফ মুড এ না গিয়ে নরমাল ভাবে কিভাবে ফুলস্ক্রীন করব, এইবার সেইটাতে আসি। স্টার্ট মেনুতে গিয়ে লিখুন device manager । ডিভাইস ম্যানেজার এ ক্লিক করুন। দেখুন নিচের মত একটি উইন্ডো এসেছে। এবার display adaptar  এ ক্লিক করুন। (৫ সেকেন্ড)

দেখুন , আপনার মাদারবোরড এর নাম এসেছে। এবার সেখানে ক্লিক করুন। (বেশি হলে দুই সেকেন্ড)

এবার নতুন উইন্ডো এর driver অপশানে ক্লিক করুন। (দুই সেকেন্ড)

এবার disable এ ক্লিক করে ইয়েস করে দিন। মিশন শেষ!!! (তিন সেকেন্ড)

এইবার দেখুন, আদিম যুগের(যখন কোন গ্রাফিক্স ছিল না) চ্যাপ্টা স্ক্রীন এর কেরামতি  🙂 । ফুল স্ক্রীন টারবো ছিঃ (নাম টারবো, কিন্তু কাজ করে শ্যালো মেশিন টাইপ। ঘট ঘট ঘটঘটঘটঘটঘটঘট ...............)

টোটাল কত সেকেন্ড লাগল? বার সেকেন্ড!! আচ্ছা, ধরে নিলাম ২৪ সেকেন্ড লাগবে। তাহলে বাকি ২১ সেকেন্ড কি করবেন জানেন? আমাদের এই দেশটার জন্য দোয়া করবেন মন খুলে (সময় বাচলে আমার জন্যও 🙂 )।

ভাল থাকবেন , সুস্থ থাকবেন আর বেশি করে বৃষ্টিতে ভিজবেন। আল্লাহ হাফিজ।

Level 0

আমি রো্বটিক সাওন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 104 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আসসালামু আলাইকুম।আমি সাওন। daffodil international university তে computer science and engineering এ পড়ছি। ভবিষ্যত পরিকল্পনা teacher হওয়া। দেশের জন্য কিছু করা। দেশ কে ভালবাসি। প্রযুক্তি কে ভালবাসি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

thanx buddy,,,,josh tune

ভাইরে আপনার লেখার স্টাইল সবার থেকে আলাদা ………….অসাধারন ভাবে সব ফুটিয়ে তুলেছেন……………ধন্যবাদ

Level 0

দারুন হইছে। এই ভাবে চালিয়ে যাও। আমি উপকৃত হইছি, আসাকরি অনেকে হবে।

সেভেনে সি কম্পাইল করতে এটা ব্যবহার করতাম সেই ছোট্ট স্ক্রিন থেকেই।ধন্যবাদ একটা সমাধান দেয়ার জন্য।

প্রিয়তে নিলাম রে ভাই…
আসলেই এটা আমার জন্য জরুরী ছিলো।
ধন্যবাদ। আর একটা কথা আপনার লেখার স্টাইল চরম।

অনেক অনেক সুন্দর টিউন,
ধন্যবাদ সুন্দর টিউনটি আমাদের সাথে শেয়ার করার জন্য।

Level 0

জারা programming শুরু করছেন তাদের জন্য কিছু Balagurusamy-এর কিছু programme & project. ডাউনলোড এইখানথেকে

Level 0

turbo c চালায়ে পোষায়ে না। codeblocks ই ভালা। তয় টিউন তা ভালা হইছে

    আমার পিসি তে codeblocks , কিন্তু ভারসিটির ম্যাক্সিমাম পিসিতে টারবো সি 🙁

    Codeblocks এ কি graphics.h কাজ করে ?

    Level 0

    নাহ Codeblock এ graphics.h কাজ করে না। অই হেডার ফাইলের প্রয়োজন নাই। কারন গ্রাফিক্স এর কাজ জন্য visual C++ দিয়া করলেই হয়। আর প্রোগ্রামিং কনটেস্ট এর সমস্যা গুলা সল্ভ করার জন্য codeblocks ই সেরা। @ দীনার

দুইটা নিয়ম ই আমার কাছে নতুন।।
আরো একটা উপায় আমার জানা আছে…Turbo C এর উইন্ডো open করে, যেখানে turbo c লেখা আছে সেখানে রাইট ক্লিক করে প্রোপারটিজ এ যেতে হবে।। তার পর Font ট্যাব এ গিয়ে Raster Fonts এর বদলে দিতে হবে Consolas ।। তার পর ইচ্ছামত সাইজ ছোট বড় করে নিলেই শেষ।

    হুম। তবে আমার মনে হয় সরবোচ্য ২৮ ফন্ট ই ভাল। এর ওপরে গেলে কেমন জানি লাগে। নিয়ম টা সুন্দর। শেয়ার করার জন্য ধন্যবাদ।

    এইটাই বোধহয় ভাল কারণ ড্রাইভারটা ডিসাবল করলে গ্রাফিক্স এ সমস্যা দেখাতে পারে।

    সেফ মুড টা রিকমান্ডেড। ড্রাইভার ডিজেবল আগ্রহীদের জন্য। আসলে এক্সপির মত হুবুহু ফুলস্ক্রীন করতে চেয়েছি, তাই এই বিষয় টা মাথায় আসে নাই।
    অফটপিক টা নিয়ে কোন মন্তব্য নাই !!!

    @দীনার: এই নিয়মে স্ক্রিন বড় হবে কিন্তু গ্রাফিক্স এর কোন প্রোগ্রাম চলবে না।

দ্বিতীয় উপায় টা পুরাই ভুয়া।উন্ডোজের রেজুলেশন এমন অবস্থায় আসে বলাই বাহুল্য।দ্বিতীয় টা ট্রাই করে প্রথম টা ট্রাই করার ইচ্ছা শেষ হয়ে গেছে….

    আপনি তো এই রেজুলেশানে মুভি দেখবেন না, গেমস ও খেলবেন না। করবেন কাজ। শেষ হলে পুরবের অবস্থায় আনতে কয় বছর সময় লাগে ভাই??

ছোঁড আছে ভালা আছে।ফুল ইসকিরিন ভালা লাগে না ,………:p
ধইন্না……:p

Level 0

সাওন ভাই এই সুন্দর টিউন কে প্রিওতে রেকেসিলাম অনেক আগেই……কাজ হয়ার জন্য দেরিতে হলেও আপনাকে ১০০০ ধন্নবাদ দিলাম.

১০০০ স্বাগতম 😀

চরম হইছে মামা…….