কম্পিউটার নেই অথচ নিজের স্মার্ট ফোনেই প্রোগ্রামিং এর হাতেখড়ি দিতে চান তারা পোস্টটি দেখতে পারেন

টিউন বিভাগ প্রোগ্রামিং
প্রকাশিত
জোসস করেছেন

প্রোগ্রামিং শেখার জন্য কম্পিউটার প্রয়োজন। কিন্তু সবার পক্ষে কম্পিউটার কেনা অসম্ভব। আবার অনেক সময় হঠাৎ করে কম্পিউটার বা ল্যাপটপ নষ্ট হয়ে যায়। তখন সাথে সাথে কিনে নেওয়া সম্ভব হয়না। হাতে তো সবসময় টাকা থাকেনা। তখন কি করবেন? থেমে যাবে প্রোগ্রামিং? প্রোগ্রামিং শেখা থেমে যাবে কেন? হাতের এন্ড্রোয়েড ফোন তো আছেই। হ্যাঁ ঠিকই এবার প্রোগ্রামিং অনুশীলন হবে আপনার এন্ড্রোয়েড ফোনেই।
প্রতিটি কাজের জন্য পরিবেশ এবং উপকরণ দরকার হয়। স্মার্টফোন প্রোগ্রামিং করার জন্য তৈরি করা হয়নি। কিন্তু আমি বলছিনা যে করা যাবেনা। কিন্তু অ্যান্ড্রয়েড ফোনের কিবোর্ডের লে-আউট প্রোগ্রামিং ফ্রেন্ডলি না। আরো সমস্যা আছে যেমন ফোনের "আই ডি ই" গুলো ডিবাগিং এর জন্য সহায়ক না।
আসলে কম্পিউটারে কোডিং করলে / প্রোগ্রামিং করলে অনেক বেশি সুবিধা। তাছাড়া আপনার টাইপিং স্পিড ও বাড়বে। বড় স্ক্রিন হওয়ায় অনেক সুবিধা পাবেন কাজ করে। আই ডি ই গুলো ভালো পাবেন। অটোসাজেশন আপনার অনেক সময় বাঁচিয়ে দিবে।

এবার আসি আপনার কথায়, যেহেতু আপনি বিগিনার সেহেতু কিছুদিন স্মার্টফোনেই প্রোগ্রামিং করতে পারেন। প্রোগ্রামিং করার জন্য আপনার স্টোর থেকে আই ডি ই + কম্পাইলার ডাউনলোড করতে হবে। আই ডি ই এবং কম্পাইলার অনেক সময় একসাথেই একই অ্যাপে থাকে। একেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য একেক ধরনের আই ডি ই এবং কম্পাইলার দরকার হয়। সে ক্ষেত্রে আপনি কোন ল্যাংগুয়েজ দিয়ে প্রোগ্রামিং করবেন সে অনুযায়ী আই ডি ই / কম্পাইলার ডাউনলোড করে নিন। বিগিনারদের জন্য আমি মনে করি সি / সি+ করাটাই ভালো। নিচে কয়েকটি আই ডি ই + কম্পাইলারের লিঙ্ক দিচ্ছি এগুলো দিয়ে হাতে খড়ি চালিয়ে যেতে পারেন।

সি / সি + 

C4droid - C/C+ compiler & IDE - Apps on Google Play

CppDroid - C/C+ IDE - Apps on Google Play

Coding C - The offline C compiler - Apps on Google Play

পাইথনঃ

QPython 3L - Python for Android - Apps on Google Play

Programming Hero: Coding Just Got Fun (beta) - Apps on Google Play

জাভাঃ  Jedona - Compiler for Java - Apps on Google Play

এছাড়াও অনলাইনে অনলাইন কম্পাইলার ব্যবহার করতে পারেন। সেখানে একটি সাইটেই আপনি বেশ কয়েকটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কম্পাইল করতে পারবেন।

অনলাইন আই ডি ই + কম্পাইলার লিংকঃ Online C Compiler - online editor

Level 2

আমি মোঃ আশারিয়া আন্না। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 7 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

খুব সুন্দর টিউন, আমার খুব ভালো লেগেছে। প্রতিটি এপ-ই অসাধারণ, শুকরিয়া।

ধন্যবাদ ভাই। শুভকামনা রইলো।