বর্তমানে বলা হয়ে থাকে সফটওয়্যার প্রোগ্রামিং হলো একটি অসাধারণ ক্যারিয়ার, সম্মান এবং সেলারী দুই দিক থেকেই এগিয়ে আছে প্রোগ্রামাররা, তো চলুন জেনে নেয়া যাক কোন 10 টি প্রোগ্রামিং ল্যাংগুয়েজ এর প্রোগ্রামাররা সবচেয়ে বেশি বেতন পেয়ে থাকে,
পাইথন প্রোগ্রামারদের বাৎসরিক বেতন $120000
পাইথন একটি জনপ্রিয় প্রোগ্রামিং ল্যাংগুয়েজ এবং এটি শেখাও খুব সহজ কারণ এর সিংটেক্সগুলো অনন্যা ল্যাংগুয়েজগুলোর থেকে সহজ এবং সংক্ষিপ্ত, বর্তমানে এই ল্যাংগুয়েজটির চাহিদা প্রচুর, Instragram এবং Pinterest ওয়েবসাইট পাইথন দিয়ে তৈরি, এছাড়াও এটি কৃত্রিম বুদ্ধিমত্তা, ও ডাটা সায়েন্স এ ব্যাপকভাবে ব্যবহার করা হচ্ছে,
জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামারদের বাৎসরিক বেতন $118000 পর্যন্ত হয়ে থাকে,
Interactive ওয়েবসাইট তৈরি করার জন্য জাভাস্ক্রিপ্ট সারা পৃথিবীতে একটি জনপ্রিয় প্রোগ্রামিং ল্যাংগুয়েজ, জাভাস্ক্রিপ্ট মোবাইল এপ্লিকেশন তৈরি করতেও ব্যবহার করা হয়ে থাকে, জাভাস্ক্রিপ্ট এর মাধ্যমে Browser Base এপ্লিকেশন তৈরি করা সম্ভব এই ধরনের এপ্লিকেশন ব্যবহার করার জন্য আমাদের সেই এপ্লিকেশনটি Download করতে হয় না,
জাভা প্রোগ্রামারদের বাৎসরিক বেতন গড়ে $104000 পর্যন্ত হয়ে থাকে,
বিভিন্ন ধরনের বিজনেস এপ্লিকেশন তৈরি করতেএবং অ্যান্ড্রয়েড মোবাইল অপারেটিং সিস্টেম ও মোবাইল এপ্লিকেশন তৈরি করতে জাভা প্রোগ্রামিং ল্যাংগুয়েজ ব্যবহার করা হয়ে থাকে
C# প্রোগ্রামারদের বেতন বছরে গড়ে $97000 পর্যন্ত হয়ে থাকে
মাইক্রোসফট ডেভেলপ এর জন্য এই প্রোগ্রামিং ল্যাংগুয়েজ টি ব্যবহার করা হয়ে থাকে, Windows, Browser plug-in এবং Mobile device এর এপ্লিকেশন তৈরি করতে এটি ব্যবহার হয়, এছাড়াও ভিডিও গেম তৈরি করতে এই ল্যাংগুয়েজটির ব্যবহার করা হয়
সি প্রোগ্রামারদের বাৎসরিক বেতন $97000 পর্যন্ত হয়ে থাকে
পাইথন ও জাভা সহ বিভিন্ন Modern Language গুলো গঠন হয় এই ল্যাংগুয়েজটির সাহায্যে, সিস্টেম সফটওয়্যার বানানোর জন্য এটি বেশি ব্যবহার হয়, এটি যে কোনো ডিজিটাল ডিভাইসে রান হতে পারে,
সি প্লাস প্লাস প্রোগ্রামারদের বাৎসরিক বেতন গড়ে $97000 পর্যন্ত হয়ে থাকে
এটি সি ভাষার একটি আপডেট ভার্সন বলতে পারেন বেশিরভাগ সিনটেক্স সি এর মতো হলেও এটি একটি আলাদা ল্যাংগুয়েজ, এটিও সিস্টেম সফটওয়্যার তৈরি করতে ব্যবহার হয়ে থাকে সবধরনের গেম এবং গানিতিক simulation এর পিছনে এই ল্যাংগুয়েজটির ব্যবহার রয়েছে
Go প্রোগ্রামারদের বাৎসরিক বেতন গড়ে $93000 পর্যন্ত হয়ে থাকে
এটি Golang হিসাবেও পরিচিত, এই ল্যাংগুয়েজটি আবিষ্কার করেন গুগল, এই ল্যাংগুয়েজটি বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হলেও এর আসল ব্যবহার হয়ে থাকে সেইসব ক্ষেত্রে যেখানে বিশাল পরিমান ডাটা নিয়ে কাজ করতে হয়, যেমন বর্তমানে Netflix, Twitch & Uber এর মতো কোম্পানিগুলো এই ল্যাংগুয়েজটি ব্যবহার করছে,
R প্রোগ্রামারদের বাৎসরিক বেতন গড়ে $93000 পর্যন্ত হয়ে থাকে
এই ল্যাংগুয়েজটি মেশিন লার্নিং এপ্লিকেশন ও Statistical analysis এর জন্য ব্যবহার করা হয়ে থাকে, বিভিন্ন বড় বড় কোম্পানিগুলো তাদের বিশাল পরিমান ডাটা analysis করার জন্য এই ল্যাংগুয়েজটি ব্যবহার করা হয়ে থাকে
Swift প্রোগ্রামারদের বাৎসরিক বেতন $93000 পর্যন্ত হয়ে থাকে
এটি Apple কোম্পানি তৈরি করে mac computer এবং Apple mobile device এর এপ্লিকেশন তৈরির জন্য এই ল্যাংগুয়েজটি ব্যবহার করা হয়
PHP প্রোগ্রামারদের বাৎসরিক বেতন গড়ে $81000
এটি সার্ভার সাইড ডেভেলপমেন্ট এর জন্য ব্যবহৃত একটি প্রোগ্রামিং ল্যাংগুয়েজ, বেশিরভাগ ওয়েব ডেভেলপমেন্ট এর জন্য এটি ব্যবহার হয়ে থাকে বর্তমানে Facebook, wikipedia এবং WordPress এই ল্যাংগুয়েজটি ব্যবহার করছে,
সৌজন্যে বিশদ লাইফ ম্যাগাজিন
আমি মো সাগর হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 43 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 7 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 8 টিউনারকে ফলো করি।
I am a web developer. programming is my hobby.