আমি আমার আগের টিউন সহজ ভাষায় প্রোগ্রামিং কী? টিউনে প্রোগ্রামিং কি তা আপনাদের বুঝানোর চেষ্টা করেছি। এই পর্বে আমি আলোচনা করবো প্রোগ্রামিং ল্যাংগুয়েজ সম্পর্কে।
চলুন বিষয়টি কঠিন ভাবে না নিয়ে একটু সহজ ও প্রাকটিক্যালি করা যাক।
ল্যাংগুয়েজ মানে ভাষা আর প্রোগ্রামিং ল্যাংগুয়েজ মনে হলো কম্পিউটারের ভাষা। আপনার হয়তো অনেকেই জানেন যে কম্পিউটারের ভাষা হলো 0 এবং 1 এই দুইটা ডিজিট হল কম্পিউটারের ভাষা। কম্পিউটার এই দুইটা ডিজিট ছাড়া আর কিছুই বুঝেনা। তাকে এই দুইটা ডিজিট দিয়েই সব কিছু করতে হয়। যেমন আপনি কম্পিউটারে গান শুনেন ভিডিও দেখেন এই সব কিছুই কম্পিউটারকে করতে হয় 0, 1 এর সাহায্যে।
কিন্তু এই দুইটা ডিজিট এর সাহায্যে প্রোগ্রাম লেখা খুবই কঠিন এবং কি বড় ধরনের কোনো কাজের জন্য প্রোগ্রাম লেখাটা অসম্ভব হয়ে উঠে। 0, 1 এর সাহায্যে কেবল কম্পিউটার সায়েন্টিস্টরাই প্রোগ্রাম করতে পারতো তাও খুব সীমিতভাবে। এই সমস্যার সমাধান করার জন্যই কম্পিউটার বিজ্ঞানীরা আবিষ্কার করলেন প্রোগ্রামিং ল্যাংগুয়েজ। মানুষের ভাষার মতোই সহজ। যার মাধ্যমে আমরা কম্পিউটারের সাথে কথা বলতে পারি কম্পিউটারকে বিভিন্ন কাজের জন্য নির্দেশনা দিতে পারি।
প্রোগ্রামিং ল্যাংগুয়েজ এর মাধ্যমেই তৈরি করা হচ্ছে ওয়েবসাইট, সফটওয়্যার, গেম সহ বিভিন্ন ডিজিটাল যন্ত্রপাতি যেমন ডিজিটাল ঘড়ি থেকে শুরু করে মহাকাশযান পর্যন্ত এমন সব জটিল জটিল কাজের সমাধান করে ফেলে নিমিষেই। প্রোগ্রামিং ভাষা এমন এক ধরনের ভাষা যা কম্পিউটার ও মানুষ দুজনেই বুঝতে পারে মানুষের ভাষার মতো রয়েছে অনেক প্রোগ্রামিং ভাষা এর মধ্যে কয়েকটি হলো।
সহ আরো অনেক।
আমি মো সাগর হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 43 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 7 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 8 টিউনারকে ফলো করি।
I am a web developer. programming is my hobby.