আজ আমরা যে ফাংশনটি নিয়ে আলোচনা করব তা হল join() ফাংশন। এটি পাইথনের একটি বিল্ট ইন ফাংকশন। join() ফাংশনের দ্বারা আপনি কোনো লিস্টকে জোড়া লাগাতে পারবেন।
b = ['I', 'am', 'a', 'student'] লিস্টিকে আমরা যদি join() ফাংশন দিয়ে জোড়া লাগাতে পারি। যদি আমরা জোড়া লাগানোর জন্য কিছু উল্লেখ না করি তাহলে এটি সরাসরি জোড়া লাগিয়ে দিবে। যেমনঃ
a = ''.join(b)
print(a)
আউটপুট Iamastudent
আমরা যদি মাঝে স্পেস উল্লেখ করে দেই যেমনঃ
a = ' '.join(b)
print(b)
আউটপুট আসবে I am a student কারন আমরা মাঝে স্পেস উল্লেখ করেছি।
যদি অন্য কিছু উল্লেখ করি তাহলে শব্দগুলোর মাঝে সেই অন্য কিছুই আসবে। যেমনঃ
a = '-'.join(b)
print(b)
আউটপুট আসবে I-am-a-student কারন আমরা হাইফেন উল্লেখ করেছি।
যদি অন্য কিছু উল্লেখ করি তাহলে শব্দগুলোর মাঝে সেই অন্য কিছুই আসবে। যেমনঃ
a = '+'.join(b)
print(b)
আউটপুট আসবে I+am+a+student কারন আমরা যোগ চিহ্ন উল্লেখ করেছি।
কোনো প্রশ্ন থাকলে টিউমেন্টে জানাবেন। ভালো থাকুন সুস্থ্য থাকুন। ধন্যবাদ।
আমি হিমেল বিকন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।