পাইথন প্রোগ্রামিং পর্বঃ ০৩ join function in python

আজ আমরা যে ফাংশনটি নিয়ে আলোচনা করব তা হল join() ফাংশন। এটি পাইথনের একটি বিল্ট ইন ফাংকশন। join() ফাংশনের দ্বারা আপনি কোনো লিস্টকে জোড়া লাগাতে পারবেন।

b = ['I', 'am', 'a', 'student'] লিস্টিকে আমরা যদি join() ফাংশন দিয়ে জোড়া লাগাতে পারি। যদি আমরা জোড়া লাগানোর জন্য কিছু উল্লেখ না করি তাহলে এটি সরাসরি জোড়া লাগিয়ে দিবে। যেমনঃ

a = ''.join(b)
print(a)
আউটপুট Iamastudent

আমরা যদি মাঝে স্পেস উল্লেখ করে দেই যেমনঃ
a = ' '.join(b)
print(b)
আউটপুট আসবে I am a student কারন আমরা মাঝে স্পেস উল্লেখ করেছি।

যদি অন্য কিছু উল্লেখ করি তাহলে শব্দগুলোর মাঝে সেই অন্য কিছুই আসবে। যেমনঃ
a = '-'.join(b)
print(b)
আউটপুট আসবে I-am-a-student কারন আমরা হাইফেন উল্লেখ করেছি।

যদি অন্য কিছু উল্লেখ করি তাহলে শব্দগুলোর মাঝে সেই অন্য কিছুই আসবে। যেমনঃ
a = '+'.join(b)
print(b)
আউটপুট আসবে I+am+a+student কারন আমরা যোগ চিহ্ন উল্লেখ করেছি।

কোনো প্রশ্ন থাকলে টিউমেন্টে জানাবেন। ভালো থাকুন সুস্থ্য থাকুন। ধন্যবাদ।

Level 1

আমি হিমেল বিকন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস