১ দিনে ভিসুয়াল বেসিক শিখেই ভাবলাম একটা সফটওয়্যার বানাই যেটা সবাই ব্যাবহার করতে পারবে। এর আগে C,C++ আর Java দিয়ে কিছু সফটওয়্যার বানাইসিলাম, কিন্তু সেগুলা user friendly না। যাই হোক যেই ভাবা সেই কাজ শুরু করা। বানায়ে ফেললাম অনলাইন বাংলা রেডিও প্লেয়ার। খুবি simple কাজ, এবং simple interface । ব্যাবহার করে দেখতে পারেন। এরকম সফটওয়্যার নেট এ অনেক পাওয়া যায়, তারপরেও এটা ব্যাবহার করে দেখুন, এবং জানান আপনাদের মতামত। আপনাদের যদি ভালো লাগে তবে software টা upgrade করার try করব।
[বিঃ দ্রঃ সফটওয়্যার টি শুধু মাত্র windows ব্যাবহার কারি দের জন্য। আমি ভিসুয়াল বেসিক এ নতুন, তাই এখনো বুঝতে পারি নাই যে প্লেয়ার টা চালাইতে PC তে কি কি থাকা লাগবে। যদি আপনার PC তে না চলে, তবে দয়া করে আপনার windows এর version এবং .NET framework এর ভার্সন টা জানাইয়েন।
ধন্যবাদ আপনাকে।
নামঃ Bangla Streamer
আমি faiyaz26। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 106 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি IT এর চরম ভক্ত। আমি NSU এ CSE তে পরি।and I LOVE PROGRAMMING>>>>...:)
khub simple er moddhe khub valo player banaisen.ami akhon rajshahi te boshe dhakar shob fm shunte parsi.thanks