আমাদের মাঝেই সবকিছুই সমস্যাপূর্ণ। এই দরলাম আমি বাজার থেকে ডিম কিনে এনে নিজে খাতায় কষে কষে হিসেব করছি, উফফ! কি অনেক ঝামেলা তাই না? যদি এই ঝামেলাটা মিটিয়ে খুব কম সময়ে হিসেব করা যেতো তবে কতই না ভালো হতো বলেন?
বাস্তব কথা হল বর্তমানে আমাদের এই বড় বড় কাজগুলো অল্প সময়ে করা যাচ্ছে এই কম্পিউটার ব্যবহার করে!
আসলে এখানে অসম্ভবের কোন কথা নয়। কম্পিউটার হল এমন ই এক বিস্ময়কর যাদুর যন্ত্র! আপনি তাকে যে নির্দেশ দিবেন তাই সে করে ফেলবে। কি দারুন তাই না? আপনার কাজ কম্পিউটার আহাম্মক এর মত করে দিচ্ছে! তবে এর জন্যে আপনাকে কম্পিউটার এর ভাষায় নির্দেশনা দিতে হবে। কম্পিউটার এর ভাষা আবার কোনটা? না আমি মানবো না! আমি বাংলাতে দেব নির্দেশ। তবে আপনাকে সুন্দর একটা কথা বলি শুনেন, “ আপনি যদি এক চাইনিজ মেয়ে কে বাংলাতে(যে বাংলা জানে না) জিজ্ঞাসা করেন আপনার বাড়ি কোথায় তবে সে কি কিছু বুজবে? অব্যশই না। তেমনি করে কম্পিউটার তার ভাষা ছাড়া অন্য ভাষায় নির্দেশ দিলে বুজবে নাহ। আর কম্পিউটার কে নির্দেশ দেবার জন্যে অনেক ভাষা রয়েছে যেগুলুকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয়। অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ রয়েছে যেমন ঃ C, C+, JAVA, Paython.
আপনি যদি প্রোগামিং শিখতে চান তবে আমি আপনা কে Paython বা JAVA Programming এর মধ্যে যেকোন একটি শেখার জন্য পরামর্শ দিব এই ভাষা সব দিক দিয়েই অনেক শক্তিশালী। আপনি কি জানেন? আজ যদি আপনি একবার ভাল করে নির্দেশ দিতে শিখে যান তবেই হয়েছে, কম্পিউটার কে বলবেন কম্পিউটার আমার সামনে তুমি নষ্ট হয়ে জাও! ব্যাস আপনার সামনেই নস্ট হয়ে যাবে! কি মজা না?
যাই হোক এতক্ষণ যা যা বললাম তা ছিল সূচনা তবে এবার ভুমিকাতে আসি নাকি!
তো প্রোগ্রামিং জিনিস কি? খায় না মাথায় দেয়! তাহলে এবার শুনুন এই ভাষা শিখে আপনি কি কি করতে পারবেন?
১. আপনি আপনার কম্পিউটার কে নিজের মত গরে তুলতে পারবেন।
২. যদি পরিশ্রম করেন তবে অবশ্যই একদিন খুব ভালো মানের প্রোগ্রামার হতে পারবেন।
আরো যে কতো কাজ করা জায় তা বলে সেষ করা যাবে না।
তবে আপনি শুরু টা এইভাবে করতে পারেন।
১.আপনাকে অবশ্যই কম্পিউটার নিয়ে খুব ঘাটাঘাটি করতে হবে।
২.এলগরিদম অর্থাৎ সাজানো ভাবে কাজ করতে শেখেন। এটাই সবথেকে গুরুত্তপূর্ণ।
৩. এরপর আরো যা করতে হবে তা হল আমার ব্লগ টিউন গুলো নিয়মিত দেখতে হবে কারন আমি আমার ব্লগে নিয়মিত আপনাদের জন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে টিউটরিয়াল তৈরি করছি।
ইনশা আল্লাহ আপনাকে কেও রুখতে পারবেনা যদি আপনার ইচ্ছা শক্তি অটুট থাকে। আজ আল্লাহ হাফেয।
আমি মো নূর আলম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।