কেন অবজেক্ট অরিয়েন্টেড প্রোগ্রামিং বা জাভা প্রোগ্রামিং শিখবেন? জানতে এখানে ভিজিট করুন
প্রোগ্রামিং পদ্ধতির গুলোর মধ্যে OOP পদ্ধতি বা CONCEPT টি একে বারে নতুন। এখনো এর সংজ্ঞা বা DEFINITION সম্পর্কে একেক জনের একেক ধরনের অনুভুতি রয়েছে। কাজেই এই ব্যাপারটি নিয়ে পরিস্কার ধারনা অর্জন করে নেয়া দরকার।
মুলতঃ অবজেক্ট অরিয়েন্টেড পদ্ধতি এমন একটি প্রক্রিয়া যা ডাটা (data) এবং ইন্সট্রাকশনের (Instruction) সমম্নয়ে একটি চলক বা Variable তৈরি করে যা OOP -র জগতে Object নামে অভিহিত। এই Object কে মেসেজ (Message) প্রধানের মাধ্যমে কোন একটি নিদৃষ্ট কাজ করতে বলা হয়। OOP প্রোগ্রাম মানেই হচ্ছে কতকগুলো অবজেক্টের সমষ্টি যাদের প্রত্যেকের নিজস্ব ভিন্ন ভিন্ন Attribute বা বৈশিষ্ট্য এবং behavior আছে। আমার মতে " Object Oriented programming is an approach that provides a way of modularizing programs by creating pertitioned memory area for both data and function that can be used as templates for creating copies of such moules on demand".
আশাকরি আপনারা আমার এই ব্লগটি পড়ে অবজেক্ট অরিয়েন্টেড প্রোগ্রামিং সম্পরকে কিছু হলেও জানতে পেরেছেন।
আমি আপনাদের অবজেক্ট অরিয়েন্টেড সম্পরকে পুরনাঙ্গ টিউটোরিয়াল দিব তাই আপনারা আমার ব্লগ সাইট টি ভিজিট করতে এখানে ক্লিক করুন
ধন্যবাদ।
আমি মো নূর আলম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।