কম্পিউটার প্রোগ্রামিং আর এলগরিদম, একটা আরেকটার পরিপূরক। একটি ছাড়া আরেকটি কল্পনাকরা যায় না। প্রোগ্রামিং এ ভালো দক্ষতার জন্য দরকার এলগরিদম আয়ত্তে আনা। একটি প্রোগ্রাম কত ফাস্ট হবে কত নির্ভুল হবে তার পূরোটাই নির্বর করে একগরিদমের উপর। এ এলগরিদম কে অনেকে আদর করে বলে এলগো। আপনি যদি প্রোগ্রামিং এ আগ্রহী হয়ে থাকেন তাহলে আপনার জন্য নিয়ে আসলা ঢাকা ইউনিভার্সিটির এলগরিদমের সেরা কিছু লেকচার।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের ফ্যাকাল্টি Mr. Syed Monowar Hossain এর তৈরি এলগরিদমের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে তৈরি কৃত লেকচার গুলোর প্রশংশা প্রায় সবাই করছে। লেকচার গুলোতে প্রয়জনীয় উদাহরন, কঠিন বিষয় গুলো সহজ ভাবে তুলে ধরা ছাড়া ও আছে অনেক বৈশিষ্ট। এগুলোর সন্ধান পাই acmsolver সাইটে। যার জন্য আপনাদের সাথে ও শেয়ার করতে পারলাম। তাই ধন্যবাদ acmsolver এর এডমিন আহমেদ শামসুল আরেফিন ভাইকে।
এখানে আমি অনেক গুলো লেকচারশীট জিফ করে আপলোড করেছি। এখান থেকে ডাউনলোড করে নিন।
ধন্যবাদ সবাইকে।
আমি জাকির হোসাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 224 টি টিউন ও 1487 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
পৃথিবীতে অল্পকয়েক দিনের জন্য অনেকেই আসে, হেঁটে খেলে চলে যায়। এর মধ্যে অল্প কয়েক জনই পায়ের চাপ রেখে যায়।ওদের একজন হতে ইচ্ছে করে। প্রযুক্তির আরেকটি সেরা ব্লগ টেকটুইটস। আপনাদের স্বাগতম, যেখানে প্রতিটি বন্ধুর অংশ গ্রহনে গড়ে উঠেছে একটি পরিবার। আপনাদের পছন্দ হবে আশা করি। ফেসবুকে আমি - ?জাকির!
অনেক ধন্যবাদ জাকির ভাই। আমার খুব উপকারে আসবে আশা করি। আমি এলগরিদম-এ খুব কাচা। নিজের ভবিষ্যত নিয়ে শঙ্কিত 🙁