পাইথন শিখি সহজেই [পর্ব-০১]

টিউন বিভাগ প্রোগ্রামিং
প্রকাশিত
জোসস করেছেন

বিসমিল্লাহির রাহমানির রাহীম। আজ থেকে শুরু করতে যাচ্ছি Python Programming Language শিখার ধারাবাহিক সিরিজ।
যেকোনো নতুন Language শিখার জন্য কোন না কোন Strong Motivation থাকা লাগে, নাহয় মাঝপথে খেই হারিয়ে ফেলবেন। এখন প্রশ্ন হল, আপনি কেন Python শিখবেন?
ক. Job বা Career এর জন্য লাগবে
খ. পরীক্ষায় পাশ করতে হবে ভাই, না শিখে উপায় নাই
গ. এমনি, খুশীতে, ঠেলায়, ঘুরতে

Motivation যেটাই হোক না কেন সবার উদ্দেশ্য কিন্তু এক - সবাই পাইথন শিখতে চাই। চলুন শুরু করা যাক।

এই ধারাবাহিকের শুরুতে আমি ভেবে নিচ্ছি, আপনি অন্তত একটা Programming Language পারেন। হতে পারে সেটা C অথবা JAVA. এতে যেটা সুবিধা হবে : আগের শিখা Language এর সাথে Python এর একটা তুলনা করতে পারবেন।

দ্বিতীয় প্রশ্ন হল, অন্যান্য Programming Language থাকতে কেন Python শিখবেন? Python এর এমন কি বৈশিষ্ট্য আছে যার জন্য সে অন্যদের থেকে আলাদা?

  • প্রথমত, C Language এ, একটা Statement কে declare করার জন্য অবশ্যই Semicolon (;) দিতে হয়। Python এই Semicolon (;) দেওয়ার ঝামেলা থেকে আপনাকে মুক্তি দিয়েছে।
  • দ্বিতীয়ত, C Language এ, অবশ্যই variable এর data type আপনাকে declare করে দিতে হবে। Python এ data type declare করতে হয় না, data এর উপর ভিত্তি করে সে নিজেই কোন data type হবে তা বের করে ফেলে।
  • তৃতীয়ত, Python এ খুব সহজেই Programming করা যায় এবং বোঝা যায়।
  • C Program:
    _
    #include<stdio.h>
    int main()
    {printf(“Hello World!\n”);
    return 0;}
  • Python Program:
    _
    print(“Hello World!”)
  • Output : Hello World

জী, আপনি ঠিকই দেখছেন। Python এ কম সংখ্যক line code করেই আপনি কাঙ্ক্ষিত output পেতে পারেন।

  • এরপর যে পয়েন্ট এর কথা বলতে হয় তা হল, Python এর Standard Library খুবই সমৃদ্ধ এবং সহজে ব্যবহারযোগ্য। এ কারণেই, Data Analysis এর জন্য Python অত্যন্ত জনপ্রিয়।

তো, বুঝতেই পারছেন। এরকম আরও অসংখ্য কারনে Python এর জনপ্রিয়তা তুঙে।
আজকে এ পর্যন্তই। সাথে থাকুন। আসছে লেখাগুলোতে আমি প্রমাণ করে দিব আপনি Python এর প্রেমে পড়েছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।

Level 0

আমি আয়েশা সিদ্দিকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস