প্রথমেই CSE এর ছাত্র ছাত্রীদের জন্য বলছি তাই বলে অন্যরাকি পড়তে পারবে না?? অবশ্যই পারবে। যাদের কম্পিউটার সম্পর্কে জানার আগ্রহ আছে তাদের অনেক উপকারে আসবে এ লেকচার গুলো। এখন প্রায় টেকনলজি সম্পর্কিত সব কোর্সেই Computer Fundamentals পড়ানো হয়। তাই এ প্রেজেন্টেশন গুলো সবার উপকারে আসবে আসা করি।
কোর্স কোডঃ CSE101/ CSE10০1
বিষয়ের নামঃ Computer Fundamentals
ঢাকা ইউনিভার্সিটির বিখ্যাত কার্জন হল।
অনেকেরই ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার সখ থাকে। কিন্তু অল্প পরিমান সিটের কারনে বা ভর্তি পরীক্ষায় না টিকার কারনে পড়ার সুযোগ হয় না। তাই মন খারাপ না করে আজ ঢাকা ইউনিভার্সিটির Computer Fundamentals কোর্সের লেকাচার গুলো দেখে নিন ওরা কি পড়ায় আর আপনি কি জানেন।
মোট ২৫ টি লেকচার রয়েছে প্রথম ৫ টি হয় তো করা হয় নি তবে বাকি ২০ টি এখানে দিয়ে দিলাম । সব গুলো পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে। এবার ঢাকা ইউনিভার্সিটিতে না পড়ে ও তাদের লেকচার পড়ে পেলুনঃ
এ লেকচার গুলোতে প্রাথমিক প্রোগ্রামিং, মৌলিক কম্পিউটিং সহ অনেক গুরুত্ত্ব পূর্ন বিষয় সম্পর্কে আলোচনা করা হয়েছে। যা আপনি টপিক্স গুলো দেখলেই বুঝতে পারবেন।
Lecture No | Title | Link |
Lecture 5 | Bus and Microprocessor | lecture_5.ppt |
Lecture 6 | Data Representation, Bus and Microprocessor | lecture_6.ppt |
Lecture 7 | Introduction of Computer Memory and Secondary Memory | lecture_7.ppt |
Lecture 8 | Secondary Memory | lecture_8.ppt |
Lecture 9 | Secondary Memory | lecture_9.ppt |
Lecture 10 | Primary Memory, Random Access Memory and Cache Memory | lecture 10.ppt |
Lecture 11 | Read Only Memory and DVD ROM | lecture 11.ppt |
Lecture 16 | Input Devices | lecture16.ppt |
Lecture 17 | Input Devices | lecture_17.ppt |
lecture 18 | Output Device | Lecture_18.ppt |
Lecture 19 | Output device | Lecture_19.ppt |
Lecture 20 | Hardware Organization of a PC | lecture_20.ppt |
Lecture 21 | Mother Board-I | lecture_21.ppt |
Lecture 22 | Mother Board-II | lecture_22.ppt |
Lecture 23 | Computer Software | Lecture 23.ppt |
Lecture 24_again | lecture_24.pdf | |
Lecture20_again | lecture_20.pdf | |
Lecture_22_again | lecture_22.pdf | |
Lecture_25_again | lecture_25.pdf |
ঢাকা ইউনিভার্সিটির CSE ডিপার্টমেন্টের আরো লেকচার পাবেন http://techtweets.com.bd/category/lectures ঠিকানায়।
ধনবাদ সবাইকে।
আর সবাইকে টেকটুইটস ব্লগে আমন্ত্রন।
আমি জাকির হোসাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 224 টি টিউন ও 1487 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
পৃথিবীতে অল্পকয়েক দিনের জন্য অনেকেই আসে, হেঁটে খেলে চলে যায়। এর মধ্যে অল্প কয়েক জনই পায়ের চাপ রেখে যায়।ওদের একজন হতে ইচ্ছে করে। প্রযুক্তির আরেকটি সেরা ব্লগ টেকটুইটস। আপনাদের স্বাগতম, যেখানে প্রতিটি বন্ধুর অংশ গ্রহনে গড়ে উঠেছে একটি পরিবার। আপনাদের পছন্দ হবে আশা করি। ফেসবুকে আমি - ?জাকির!
পরবর্তী গুলোর অপেক্ষায় রইলাম।