PROGRAMMING শিখুন এবং একে অন্যের সাথে CHAT করে শেয়ার করুন আপনার PROGRAM

কেমন আছেন আপনারা সবাই? আশা করি খুব ভাল আছেন।প্রায় ৭/৮ মাস পর য়ামি এখানে লিখতে আসলাম

অনেক নতুন ব্লগার দেখছি এখানে।খুব ভাল লিখেন তারা।আশা করি আপনারা লিখা চালিয়ে যাবেন।

একবার ভাবুন তো আমরা সব টিউনারগন যদি এক জায়গায় chat করি তাহলে কেমন হবে ? হ্যা , আমরা যদি ইচ্ছে করি তাহলেই সম্ভব ।

এখানে কোন log in আইডি+password লাগবে না . সব থেকে মজার ব্যাপার হল এখানে fake name থাকবে । কেউ ইচ্ছে করলে তার real name show করাতে পারবেন।

এখানে ক্লিক করুন সেই chatroom এ যেতে

ও ভাল কথা । আপনারা কে কখন থাকবেন chatroom এ তা বলে দিয়েন ।

আপনাদের দোয়ায় আমি আমার PROGRAMMING ACADEMY ভালো মতি চালাচ্ছি।

আমার অন্য ওয়েবসাইট গুলো হলঃ

http://gcabd.ucoz.org

http://simanto.wordpress.com

http://gcabd.bengaliforum.net

ভাল থাকবেন ।অনেক ভাল । আল্লাহ হাফেজ।

Level 2

আমি প্রোগ্রামার রোমেল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 87 টি টিউন ও 732 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ফেসবুকে আমি http://www.facebok.com/simantoromel.bd আমার ওয়েবসাইট http://www.corposolution.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

good but no one was there,,,,let see letter on…

আমিও কাউকে পেলাম না 🙁

অনেক দিন পর… কেমন আছেন?

Level 0

PROGRAMMING শিখার ইচ্ছা আছে পারব কি না তা জানি না ? আর একট কথা PROGRAMMING শিখতে কি রকম যোগ্যতা থাকা চাই জানালে অনেক উপকারে হত। ধন্যবাদ

    Level 0

    সি প্রোগ্রামিং দিয়ে শুরু করুন কারণ,c is the mother of all language. বাংলায় লেখা কামরুজ্জামান নিটন এর "সবার জন্য সি" বই বাংলায় সবচেয়ে ভালো বই। সি শেখার পরে অন্য কোন ল্যাঙ্গুয়েজ শিখতে আর তেমন বেগ পেতে হবে না।

    মিঠু ভাই একদম ১০০% সঠিক কথা বলেছেন। বাংলায় নিটনের বইটা চমৎকার। এছাড়া অন্যান্য ল্যাঙ্গুয়েজ যেমন জাভা, সি-শার্প ইত্যাদির জন্য "Head first series" এর বই গুলো এক কথায় অসাধারন। যে কেউ আয়ত্তে আনতে পারবে। বই গুলো নেটে ঘাটলেও পাবেন। এছাড়া একাডেমিক লেভেল-এ সাধারনত Sams series, Schuams's series, Dietel & Dietel বিশেষ করে Herbert Schieldt এর "Teach yourself.. series" এর বইগুলো পড়ানো হয়।

    আমি যতটুকু বুঝি প্রোগ্রামিং করতে প্রচন্ড ইচ্ছাশক্তি, ধৈর্য, ভালোবাসা এবং অক্লান্ত পরিশ্রমের মানসিকতা টাই প্রধান। বিশেষ যোগ্যতা বলতে গানিতিক দক্ষতা ভালো হলে তা বেশ কাজে দেয়। তাই বলে গনিতে দূর্বল হলে কেউ ভালো প্রোগ্রামার হতে পারবে না – এটা ঠিক না। আপনি ভালো ছাত্র কিনা বা স্কুল কলেজ এর রেজাল্ট খারাপ ছিলো এই সব বিষয় ভালো প্রোগ্রামার হওয়ার ক্ষেত্রে তেমন কোনো প্রভাব ফেলে না – অন্তত আমার নিজস্ব অভিমত এবং প্রত্যক্ষ অভিজ্ঞতা তাই বলে।

    এখানে আরেকটা বিষয় খুব জরুরি তা হচ্ছে আপনি প্রোগ্রামিং শেখা বলতে কি বোঝাতে চাচ্ছেন। আপনি কি সাধারন সফটওয়ার বানানো বা ওয়েব ডেভেলপিং এর মত কাজ করতে চান নাকি ভার্সিটি লেভেলের ACM এর প্রবলেম সলভিং এর মত অনেক গভীর প্রোগ্রামিং শিখতে চান। কোনো নির্দিষ্ট সাইডের জন্য (ডেস্কটপ, ওয়েব, ডেটাবেইজ, হার্ডওয়ার) প্রোগ্রামিং করলেই চলবে নাকি সব ধরনের ল্যাংগুয়েজ শিখতে চান। এই বিষয় গুলো আগেই ঠিক করা দরকার।

    আপনি যদি একদমই বিগেনার লেভেল এর হন তা হলে আমার ব্যক্তিগত অভিমত হল C, Visual Basic, Python এইসব দিয়ে শুরু করতে পারেন। এসবের মাধ্যমে খুব সহজেই কার্যকরী application বানাতে পারবেন তাছাড়া শেখাও খুব সহজ এবং বেসিক জিনিস গুলো আয়ত্তে চলে আসবে। ওয়েব ডেভেলপিং এর জন্য HTML, JAVASCRIPT, PHP এবং ডাটাবেজ-এর জন্য Mysql শিখতে পারলেই আপনি অনেক কাজ করতে পারবেন।

    প্রোগ্রামিং শেখা খুব কঠিন কিছু না আর চেষ্টা করলে না পারার কোনো কারনই নেই। আপনি ইন্টারনেটেই সব ধরনের বই, ভিডিও, টিউটোরিয়াল, কোড, গাইডলাইন, সফটওয়ার মোটকথা যা যা দরকার সব কিছুই পাবেন। এছাড়া বাংলাদেশেই অনেক জায়গায় কোর্স করানো হয় সেখান থেকেও শিখতে পারবেন। ভয় পাওয়ার কিছুই নেই; এখনি কাজে লেগে পরেন – নিজের ওপর আস্থা রাখলে ঠিকই আপনার রাস্তা খুজে পাবেন। ধন্যবাদ।

    @নিবিড় ফরহান
    ভাই আপনার কমেন্টটা পরে খুব ভাল লগলো। হয়তোবা jhantu.sa ভাই তার যথাযথ উত্তর পেয়েছে। আর তার সাথে আমি (হয়তোবা আমার মত আরো অনেকে) কিছু অনুপ্রেরনা পেয়েছি। তার জন্য, এই সুন্দর কমেন্টটা লেখার জন্য আপনাকে একটা বিশেষ ধন্যবাদ।
    আমি একটা সিদ্ধান্তে আটকে আছি, আপনার কমেন্টটা দেখে মনে হল আপনার কাছে পরামর্শ চাই।

    >>>বছর খানিক আগে আমি নিটনের বাংলা বই থেকে C টা মোটামুটি প্রকটিশ করেছিলাম ছোট ছোট প্রোবলেম ও করেছিলাম।
    এখন আমি PHP শিখছি বুঝতে সমস্যা হচ্ছে না, আমি PHP টা খুব ভালভাবে শিখতে চাই।
    এক বন্ধু বললো C টা খুব ভালভাবে শিখতে। PHP তে ভাল প্রোগ্রামার হতে হলে C টা ভালভাবে আয়ত্ত করতে হবে। <a><b>লজিল্যাল ব্যপার গুলোতে ভালভাবে দক্ষতা অনতে হলে কি আসলেই আমাকে C ভালভাবে শিখতে হবে?
    নাকি PHP তেই সেটা মেকাপ করা সম্ভব।
    লুপ, এ্যারে, স্ট্রিং সম্পর্কে আমার মোটামুটি ভাল ধারনার আছে। </a></b>

    Level 0

    >>>এবার প্রোগ্রামিং শিখার ব্যপারে মনবল অনেক বেড়ে গেল । আপনাদের মতামেতর জন্য সবাইকে ধন্যবাদ<<<

    প্রোগ্রামিং শিখতে প্রথম জেটি লাগে সেটি হল ইচ্ছা আর ভালোবাসা। আপনার যদি কোন ইচ্ছে হয় তবে আমাকে জানায়েন। আপনাদের জন্য আমি একটি প্রোগ্রামিং ওয়েবসাইট বানিয়েছি এবং সামনে আরো কাজ করবো ।
    ক্লিক করুন এখানে http://simantoromel.ucoz.com

    @ চেস্টায় সাইদ
    আমি আন্তরিকভাবে দুঃখিত ঊত্তর দিতে অনেক দেরী করে ফেললাম বলে।

    দেখুন C "খুব ভালোভাবে শেখার" কোনো শেষ নাই। পৃথিবীর কেউ এটা ১০০% শিখতে পারবে না। আসলে C-ল্যাঙ্গুয়েজের বিষয়বস্তু খুব বেশি না কিন্তু এটা প্রোয়োগের পদ্ধতির কোনো সীমা নাই। দেখা গেলো একটা সাধারণ প্রোগ্রাম কেউ কোড করে রান করালো এবং execution time লাগলো ৩ সেকেন্ড আবার সেই একই প্রোগ্রাম অন্য কেউ কার্যকরী algorithm ব্যবহার করে execution time হয়ে যেতে পারে মাত্র ০.১ সেকেন্ড। এখন আপনি "খুব ভালোভাবে শেখার" জন্য কতটা গভীরে যেতে চান তা আপনার উপর নির্ভর করবে।

    আসলে C আর php'র syntax খুব কাছাকাছি এবং অন্যান্য বিষয়ে অনেক মিল তাই C জানা থাকলে php খুব সহজে আয়ত্তে আনা সম্ভব। তাই বলে php শিখতে হলে সি জানতেই হবে এটা ঠিক না। মেইন ব্যাপারটা হচ্ছে লজিক ডেভেলপ করা আর তা আপনি C দিয়েও করতে পারেন java ব্যবহার করেও পারেন আবার শুধুমাত্র php দিয়েও করা সম্ভব। হয়তো সময় একটু বেশি লাগবে কিন্তু অসম্ভব না। এমনকি C সম্বন্ধে কিছুই না জেনেও দক্ষ PHP প্রোগ্রামার হওয়া সম্ভব। একটা লেখা ১০ বার দেখানো দরকার – এখানে লুপ-এর স্ট্রাকচার বোঝাটাই মূখ্য ব্যাপার। এটা c দিয়ে করলাম না php দিয়ে তা গুরুত্বপূর্ণ নয়।

    একটা ল্যাঙ্গুয়েজ পুরোপুরি শিখে আরেকটা শিখতে হবে আমি এই মতের পক্ষপাতী না। যখন যেটা প্রয়োজন তখন সেটাই শিখে কাজে লাগানো উচিত। ধরা যাক, আপনার বানানো ওয়েব সাইটে দ্রুত কোনো কিছু খুজে পরিবর্তন করতে চান অথবা সার্ভার থেকে ক্লায়েন্ট পিসি তে আরো কার্যকর উপায়ে ডাটা পাঠাতে চান তখন searching, sorting এই বিষয়গুলো কিছুদিন ঘাটাঘাটি করে শিখে নিয়ে প্রোয়োগ করে ফেললেই হলো। মনে রাখবেন, একবারেই কোনো সমস্যার সবচেয়ে সেরা সমাধান বের করা সম্ভব না। ধীরে ধীরে কাজ করতে করতে এসব ব্যাপারে দক্ষ হয়ে উঠতে হয়।

    আমার সাজেশন হবে C এবং PHP সমান্তরালে শেখা। আপনি যেটা করতে পারেন তা হলো নিটনের বই থেকে একদম বেসিক জিনিসগুলো যেমন variable, operators, if else, Loop, function, array ইত্যাদি কি, কিভাবে কাজ করে তা ভালোভাবে বোঝার চেষ্টা করুন। মোটেও গভীরে যাবার দরকার নেই। আর "Teach yourself C","Let Us C" বই দুটোর (নেটেই পাবেন) শুধু উদাহরন গুলো দেখুন এবং নিজে নিজেই code করার চেষ্টা করুন তারপর মিলিয়ে দেখুন। আশা করি এতটুকুই পর্যাপ্ত। আর php শেখার জন্য Lynda.com এর ভিডিও টিউটোরিয়াল গুলো খুবই উপকারী। ভিডিওগুলো ফলো করলে একদম বিগেনার থেকে এক্সপার্ট php প্রোগ্রামার হওয়া সম্ভব। ভিডিও গুলো ফ্রি না তবে টরেন্ট-এ পাওয়া যায়।

    পরিশেষে প্রোগ্রামিং-এ আগ্রহী হওয়ার জন্য আপনাকে অভিনন্দন। আপনার প্রতি শুভ কামনা।

    @ রোমেল ভাই, আপনার উদ্যোগটা প্রশংসার দাবীদার। বাংলা ভাষায় পূর্নাঙ্গ প্রোগ্রামিং সাইট খুবই দরকারি। চালিয়ে যান।

    @নিবিড় ফরহান
    >>>>>>>>>আপনার রিপলাই টা প্রথম দিনই দেখেছি কিন্তু কিছু সমস্যার জন্য (লগ ইন) লিখতে পারিনাই।
    ভাইয়া প্রথম দিন রিপলাই না পেয়ে ভাবছিলাম মনে হয় আপনি আর এটা দখবেন না, কিছুটা আশা ছেড়ে দিয়েছিলাম।
    পরে যখন আপনার রিপলাই টা পেলাম তখন খুব ভাল লাগলো, খুব মনোযোগ দিয়ে পরলাম।
    অনেক সময় ব্যয় করে আমাদের জন্য লিখেছেন। আপনার লেখার হাতের প্রসংশা করবোনা একমাত্র অন্যদের জন্য চিন্তা করলেই এরকমটা লেখা যায়।
    আপনাকে অনেক অনেক ধন্যবাদ কষ্ট করে বড় মাপের দুটো কমেন্ট লেখার জন্য।
    >
    >
    আমি আপনাকে প্রোগ্রামিং নিয়ে লিখতে বলবোনা কেননা টিকিতে ব্যাসিক আলোচনা অনেক বার হয়েছে যা কিনা নিটনের বইর সামান্য অংশ বিশেষ, আগ্রহ থাকলে এগুলো ম্যানেজ হয়ে যায়।
    কিন্তু সঠিক নির্দেশনা, সাহস, শুরু করার পদ্ধতি, সহজ পদ্ধতি, অনুপ্রেরনা, অর্থাৎ একটা ভাল পরামর্শ বদলে দিয়ে পারে কারো চলার পথ।
    তাই মাঝে মাঝে বড় ভাই রুপে আপনাদের মত অভিজ্ঞ ভাইদের হস্তক্ষেপ আশাকরি মনে প্রানে।

অনেক দিন পরে …………………………………… এসেছেন ……………………