জাভা এন্ড্রয়েড সফটওয়্যার ডেভেলপমেন্ট [পর্ব-৩৬] :: if else স্টেটমেন্ট বিস্তারিত

আজ আমরা জাভা এর if else স্টেটমেন্ট নিয়ে আলচনা করব।

ইফ স্টেটমেন্ট কি কাজে লাগেঃ

আমরা বাংলাদেশ এর নিয়ম অনুযায়ি ১৮ বৎসর এর কম হলে কিন্তু ভোট দিতে পাইনা। মনে করুন এমন একটি সফটওয়্যারের দরকার যেটা

চেক করবে কেঊ যদি ১৮ বৎসর এর কম বয়সের হয় তাকে ভোট দিতে দিবেনা কিন্তু যে ১৮ বৎসর এর চেয়ে বর তাকে দিবে।

এই টাইপের চেকিং এর কাজে if else স্টেটমেন্ট ব্যবহার হয়। if এর কন্ডিশন যডি সত্য হয় তাহলে  if কাজ করে নয়লে else কাজ করে।

কোড ঃ

<pre>/** * Created by Asif * phone:01744861779 * web techasif.com */
public class IfStatement {public static void main(String[] args) {int asifAge=20; if(asifAge>=18){System.out.println("Welcome"); System.out.println("You are permited");} else System.out.println("sorry you are not permited"); System.out.println("Sorry");}}</pre>

আপনারা যদি বুঝতে না পারেন তাহলে আমাকে জানাবেন আবার বুঝানর চেষ্টা করব। আজ এই পর্যন্ত।

সহায়ক ভিডিওঃ

Level 0

আমি আসিফ পারভেজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 40 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি একজন সাধারণ মানুষ। শিখী সেখানর জন্য।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস